নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

আর নয় সাইবার যুদ্ধ : বিদ্যুৎ ক্ষেপণাস্ত্র বানাল যুক্তরাষ্ট্র

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯





ধরুন, অফিসে কাজ করছেন। সবাই নিমগ্ন নিজ নিজ পিসিতে। রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সব গোপন তথ্য আপনারাই পাহারা দেন। বছরের ৩৬৫ দিন সার্ভার চালু যাতে থাকে সে ব্যবস্থা করা আছে। তাই এক দণ্ডের জন্য পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার কোন জো নেই। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটিই আজ ঘটলো। ধাম করে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেলো। আতঙ্কে আপনার চোখ তখন বিস্ফারিত। মুহূর্তেই গায়ের রক্তও হিম হয়ে যায় যখন দেখেন চারপাশের সব সহকর্মীর কম্পিউটারই কোন্‌ অর্দশ্য সুইচে বন্ধ হয়ে গেছে। আপনারা কেউ তখনো জানেন না অফিস ভবনের উপর দিয়ে উড়ে গেছে শত্রুদেশের চালকবিহীন বিমান বা ড্রোন। সেটির নিক্ষিপ্ত মাইক্রো্ওয়েভ মিসাইলে মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে আপনার রাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক সব গবেষণাতথ্য, উপাত্ত।



প্রথম পাঠে দৃশ্যটি বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হলেও খবর হচ্ছে যুক্তরাষ্ট্র এই মাইক্রো্ওয়েভ মিসাইল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে।আমেরিকার বিমাননির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে আজ সোমবার খবর দিয়েছে স্কাইনিউজ অনলাইন। ইরান, উত্তর কোরিয়া, চীন, আল-কায়েদা, তালিবান থেকে শুরু করে বিশ্বের যে কারো জন্যই এটি এক ভয়ঙ্কর বার্তা। আশঙ্কা করা হচ্ছে, এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু হলে প্রচলিত যুদ্ধের চেহারাটাই বদলে যাবে। কারণ যে কোন দেশ বা প্রতিষ্ঠানকেই এ সাইবার-অস্ত্রের সহজ লক্ষ্য করা যাবে।



স্কাইনিউজ জানায়, বোয়িং যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে সেটি বানাতে দুই কোটি ৪০ লাখ ডলার ব্যয় হয়। আর পরীক্ষাটি চালানো হয় যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি মরুভূমিতে। কাউন্টার ইলেক্ট্রনিকস হাই-পাওয়ারড মাইক্রোওয়েভ অ্যাডভান্সড প্রজেক্ট (সিএইচএএমপি) নামের এক প্রকল্পের আওতায় একটি রকেট নিক্ষেপ করা হয় পূর্বনির্ধারিত পথ ধরে। সে পথের আশপাশেই ছিল একটি সেনাঘাঁটি। রকেট থেকে নিক্ষিপ্ত মাইক্রোওয়েভ সেই ঘাটিঁর গোটা কম্পিউটার ব্যবস্থাকেই বিকল করে দেয়। পরীক্ষার স্বার্থে যে ক্যামেরা সংযোজন করা হয়েছিল সেটিও এই

মাইক্রোওয়েভ মিসাইলের অদৃশ্য অস্ত্র থেকে রক্ষা পায়নি। বৈদ্যুতিক তরক্ষের ধাক্কায় মুহূর্তেই ক্যামেরাটি রেকর্ড করা বন্ধ করে দেয়।



বোয়িং ফ্যানটম ওয়ার্কসের সিএইচএএমপি প্রকল্পের সবাই এ সাফল্যে খুশি। প্রোগ্রামটির ব্যবস্থাপক কেইথ কোলম্যান বলেছেন, "এই প্রযুক্তিটি আধুনিক যুগের যুদ্ধব্যবস্থাকেই পালটে দেবে। অদূর ভবিষ্যতে এমনকি সশস্ত্রবাহিনী বা যুদ্ধবিমান পৌঁছার আগেই ব্যবহার করা হতে পারে এই মাইক্রোওয়েভ ক্ষেপণাস্ত্র।



বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের পরীক্ষার বিশদ বিবরণ প্রকাশ করলেও যথারীতি গোপন রেখেছে এই বৈদ্যুতিক ক্ষেপণাস্ত্র নিমার্ণের কৌশল। বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্রে আছে শক্তিশালী ইলিক্ট্রনিক পালস কামান।

আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দেখানো পথ ধরে অন্যান্য অনেক দেশ ইলেক্ট্রনিক পালস অস্ত্র তৈরি করা শুরু করবে। রয়াল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের অধ্যাপক ট্রেভর টেইলর বলেন, "অতীতে দেখা গেছে কোন একটি দেশ গুরুত্বপূর্ণ কোন একটি প্রযু্ক্তির বিকাশ ঘটালে অন্যরাও খুব স্বল্প সময়ে তা করতে সক্ষম হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের বেলায় কী হয়েছিল তা তো সবারই জানা।"



সূত্র : স্কাইনিউজ অনলাইন



ধন্যবাদ

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

টানিম বলেছেন: সফল পরীক্ষা চালিয়েছে ইউ.এস ।

২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

মুক্তকণ্ঠ বলেছেন: কস্কি মমিন B:-)
আমার বাসার উপ্রে দিয়া যদি উইড়া যায় :(

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

টানিম বলেছেন: বাইদি । মিছা কথা । এট্টু আগে আমাগো বাসার উপরে দিয়া উড়ি ঘেছে ।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

আহলান বলেছেন: :( :D

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

টানিম বলেছেন: আহলান, ভাইডি এখন তো হাসতাছেন , যেদিন আপনার পিসি এর সব ডাটা হারাবেন সেদিন বুঝবেন , আমি কি বলছিলাম ।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

টানিম বলেছেন: আপনার ইন্টারনেট স্পিড কম করে হলেও ১ কেবিপিএস বাড়াবে এই পোস্ট ।

Click This Link

৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

বক বলেছেন: তাহলে তো সেই ঢাল তলোয়ারের যুদ্ধই শেষ ভরসা ? চক্ষু খোলার সময় এসেছে কি?

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

টানিম বলেছেন: বক কি বলবো ভাই । আম্রিকা যে কত ফাস্ট আমার, আপনার চিন্তার বাইরে । ধন্যবাদ

৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

খাটাস বলেছেন: B:-) B:-) কি কন? সাঙ্ঘাতিক ব্যাপার !!!! B:-) B:-) মাগার আমাগো টেনশনের কি আছে? আমাগো অর্ধেক দলিল তো কাগজে, আর অর্ধেক সময় কারেন্ট থাকে না। ওই মিসাইল এ আমাগো ভয় নাই। =p~ =p~ =p~ =p~

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

টানিম বলেছেন: হাহা হা ... পে গে । খাটাস চরম ডায়লগ দিলেন ভাই । ধন্যবাদ

৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

খাটাস বলেছেন: এই মনোরম জ্ঞান গর্ভ পোষ্টের জন্য এক খান ভাল লাগা ও দিছি কিন্তু। :-B :-B :-B :-B আর এক খান ধইন্ন পামু মনে হয়??? :-P :-P :-P শুভ কামনা ভাই। ভাল থাকবেন। আপনাকে ও ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

টানিম বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ । আমার অন্তরের অন্তস্থল থেকে ।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

সিড বলেছেন: :( 8-|

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

টানিম বলেছেন: :) :D :-B B:-/ :P

৯| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

রিমন রনবীর বলেছেন: খাড়ান আমিও এমন একখান ঘুড্ডি বানাইতেছি :-B :-B

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

টানিম বলেছেন: ওকে । বানাই ফালান ।

১০| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

বদমায়েশ বলেছেন: B:-) B:-) B:-)



খাড়ান জিঞ্জিরার বিজ্ঞানীগোরে খবর দিতাছি হেরা আরো ভালা বানাইতারবো :P

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

টানিম বলেছেন: খবর দিয়া লাভ নাই। আমরা এইডা বানাইতাম না ।

১১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

rainbristi বলেছেন: ভাইটি ++++++++

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

টানিম বলেছেন: ধন্যবাদ রেইন বিষটি ।

১২| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

দুরন্ত-পথিক বলেছেন: ইরান ও চায়নার জন্য খুবই খারাপ খবর।তবে ততদিনে ওরাও বানায়া ফেলবে,পথ সহজ করে দিল যুক্তরাষ্ট্র।

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

টানিম বলেছেন: সত্য কথা বলেছেন পথিক ।

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮

ল্যাটিচুড বলেছেন: আরেক চান্দে মানুষ প্রেরণের গল্প।

ভাই, এতো দেখি সূর্যের মধ্যে বসে চা বানানোর গল্প !

যে রকেটের মাইক্রো ওয়েভ যদি আশে পাশের সব ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স গেজেট নষ্ট করে দেয় এমনকি পরিক্ষার সফলতা রেকর্ডের জন্য রক্ষিত ক্যামেরাও যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ঢালমে কুছ কালা হ্যায় :(

এই হালার রকেট যেমুন কামের কইছে তেমুন হইলে হালার নিজের ভিতরের সব কলকব্জা বন্ধ হইয়া পুটকি উবুত কইরা নিচে পইড়া যাওনের কথা :-B =p~ :P

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

টানিম বলেছেন: লোল । দারুন বলেছেন । ধন্যবাদ

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: আমেরিকা অনেকটা শিবিরের মত। কয় গোপালগন্জের কথা আর হামলা করে গোলাপগন্জে।

তয় কিছু বলা মুশকিল। কারণ ওদের আছে পৃথিবী সেরা কিছু বিশ্ববিদ্যালয়।

আর আমাদের আছে, বিশ্ববিদ্যালয় নামক ক্যাম্পাস যেটা ছাত্রদল আর ছাত্রলীগের চারণ ভূমি। আর এই ক্যাম্পাসের ড্রাইভার'রা লাল-নীল-হলুদ-পিংক কালারে ভাগ হয়ে টিভি ঠক শো করে।

তবে ভরসা মাদ্রাসা গুলো নিয়া, এরা তাবিজ কবজ দিয়া ফুয়ে আমেরিকাকে আফগানিস্তান বানায়ে দিতে পারে যখন-তখন শুধু রক্ষা যে দেয় না।



০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

টানিম বলেছেন: সেটাই ভাই । মজা পেলাম । ধন্যবাদ

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক আগেই ম্যাকগাইভারে দেখছি তারপর জেমস বন্ডের গোল্ডেন আইতেও যে দূর হতে কিবাবে সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি অকেজো করে দেওয়া যায়। যদিও ঐ গুলি ড্রামা বা চলচিত্র তবে এই প্রজেক্ট সেই স্নায়ু যুদ্ধের সময়কার। কিছুদিন আগে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে একটা ভাইরাস ছড়িয়ে দিয়ে যে সেখানকার কম্পিউটার নেটওয়ার্ক ব্যাবস্থাকে বিপর্যস্ত করছে সেটাও চমকপ্রদ। আমরা জানি ইন্টারনেটে ভাইরাস ছড়ায়। Stuxnet নামক এই ভাইরাসটি এমন যে উক্ত ইরানী নিউক্লিয়ার প্লান্টের নেটওয়ার্কে ইন্টারনেটে সংযূক্ত না হলেও ওয়্যারলেসের মাধ্যমে কম্পিউটার গুলিকে পাগল বানায়া দেয়। এটা মার্কিন ও ইসরাইলীদের যৌথ গবেষণার ফল।

পোষ্টের জন্য ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

টানিম বলেছেন: ধন্যবাদ । সময় পেলে এই ভাইরাস নিয়ে একটা পোস্ট দিব ।

১৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: দুনিয়ার মানুষের সম্পদ এসব অকাজে ব্যবহার করা হচ্ছে।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

টানিম বলেছেন: ঠিক বলছেন । ধন্যবাদ

১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: তবে ভরসা মাদ্রাসা গুলো নিয়া, এরা তাবিজ কবজ দিয়া ফুয়ে আমেরিকাকে আফগানিস্তান বানায়ে দিতে পারে যখন-তখন শুধু রক্ষা যে দেয় না



কথা গুলা তামাশা জনিত হইলেও মিথ্যা না। তয় সমস্যা হইল, আমরা এক ছাতার তলে না আইলে, কাম হইবে না। জদিও কিছু কিছু মানুষ আছে, যাদের দুয়াতে কাজ হইবে, কিন্তু তাহারা এই সব প্যাঁচাল নিয়া মাথা ঘামান না।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

বাধা মানিনা বলেছেন: আমার এলাকার একটা মসজীদে জুমার নামাযের আগে মাওলানা সাব বক্তবে বলছিলেন, "কেয়ামতের আগ দিয়ে মানুষ জ্ঞ্যান-বিজ্ঞানে এমন উন্নতি করবে যে, প্রথম আসমান পর্যন্ত পৌছে যাবে। কিন্তু সেই আসমানে পা রাখার আগেই কেয়ামত সংঘটিত হবে।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

টানিম বলেছেন: হুম । হতে পারে । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.