![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
একটা ছড়া আপনারা শুনছেন কিনা জানি না ।
ঘরের কোনে মনের বনে, তোমার সাথে জোছনা স্নান...
তোমার দুহাত থাকলে হাতে; স্বপ্নে জাগে মধুর প্রাণ।
মধুর প্রান । বা প্রানে মধু । সবাই আমার সাথে একমত হবেন আমি প্রান ফ্রুটো ড্রিংকসের কথা বলছি । । কিন্তু এই মধু যে বিষ তা জানাতেই আজকে আমার এই পোস্ট ।মেহমানদারী কি আম ছাড়া হয় / বাজারের সেরা আমি টিই কিনলাম। ঔ মহিলারে থাবড়াতে মন চায় ।
প্রান ফ্রুটো ড্রিংকস / ফ্রুটিকা এর আ্যাড টা যারা দেখেছেন, তারা বলতে পারবেন আমি কারে কথা টা বলছি। মহিলা বলতে মডেল কে বুঝালাম। মডেলটা কত্ত বড় বেকুব বুঝে শুনে আমাদের পচা জিনিষ খাইতে কয় । আমি অবাক, বিস্মিত ।
আসুন জানি প্রান ফ্রুটো ড্রিংকস / ফ্রুটিকা কি দিয়া তৈরী ও কেন খাবেন না:
১। প্রানের ফ্রুটোতে/ ফ্রুটিকা তে আমার জানামতে ১৮% পাল্প ইউজ করা হয়। কিন্ত আমার জানা মতে পাল্প ৫-৮%এর বেশি না। আমি যদি বোতলের গায়ের উপর বিশ্বাস রাখি তবে , মানে দাড়ায় এক বোতলে ১০০ ভলিউম এর অনলি ১৮ ভাগ আম । প্রশ্ন হলো বাকী ৮২ % কি থাকে । প্রান পাল্পের সাথে যে মিষ্টি কুমড়ার পাল্প মেশায় (যেহেতু মিষ্টি কুমড়ার নিজের কোন স্বাদ নেই) যার পরিমাণ থাকে ৮২ % । এজন্য প্রাণ কোম্পানী কৃষকদের মিষ্টি কুমড়ার চাষে সহায়তা দেয়- সেটাও আপনার জানা থাকার কথা। ম্যাঙ্গো পাল্প কত ক্যাটাগরির হয়, এবং প্রান যে দেশের বাজারে যে দামে জুস বিক্রি করে তাঁর জন্য সবচে লোয়ার ক্যাটাগরির পাল্প ব্যবহার সেটা মনে হয় আপনি নিজেই জানেন।
২। ফরমালিন ডিটেক্টর ফ্রুটোয় ছোঁয়ালেই সেন্সর বেজে ওঠে । তার মানে প্রানের ফ্রুটোতে ফরমালিন আছে । বিশ্বাস হয় না ? আসুন, আরেকটু গভীরে যাই , কিছুদিন আগে চট্টগ্রামের পর্যটন এলাকা ফয়’স লেক চিড়িয়াখানা রোডের মুখে লাকী হোটেলে। সেখানেও ফ্রুটোয় ফরমালিন পাওয়া যায়। সোর্স : Click This Link । সেখানে লিখা আছে , চট্টগ্রামে জব্দকৃত ফ্রুটোয় সর্বোচ্চ ৩ দশমিক ৭৭ পিপিএম (পার্ট পার মিলিয়ন) ফরমালিন পাওয়া যায়। যদিও সুস্থ মানুষের শরীরে ফরমালিনের সহনীয় মাত্রা শূন্য দশমিক শূন্য ২ পিপিএম। এখন বলুন, আপনে কি সুখে প্রান ফ্রুটো খাবেন ।
৩। ফ্রুটো/ ফ্রুটিকা পুরাই ফালতু জিনিষ। চটুল টেস্ট ছাড়া এটা আর কোন কাজের না।এটাতে শরীরের দরকার এমন কোন নিউট্রিশন নেই।শরীর বেদরকারী জিনিষ পছন্দ করেনা।
৪। মেটাবোলিক সিন্ড্রম নামে খুব খারাপ একটা সমস্যা আছে যার চারটা অংশ - উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া, হাই কোলেস্টেরল, ইন্সুলিন রেজিস্ট্যান্স। সফট ড্রিঙ্ক আপনাকে এটা এচিভ করতে অনেক সাহায্য করবে।
৫। আপনার রক্ত চাপ বাড়াবে।
৬। ডিহাইড্রেশন - অনেক সফট ড্রিঙ্ক এ প্রচুর ক্যাফেইন থাকে। কীডনী এই বিপুল কৄত্তিম সুগার কে বের করার জন্য শরীর থেকে পানি টেনে নেয়। কাজেই আপনি যখন মেটাতে গিয়ে প্রচুর সোডা বা লেমন জাতীয় পানিয় খাচ্ছেন, আপনি আপনার তৃষ্ণা বাড়াচ্ছেন. ডার কি আগে জিত নেহি, ডায়াবেটিস আর কিডনি ডিজিস অপেক্ষা করছে।
৭। এই ধরনের ড্রিংকস পান, আপনার ওজন বাড়ানো ও ডায়াবেটিস এর রিস্ক বাড়িয়ে দেয়। ড্রিঙ্কস আপনাকে শুধু মোটাই করবেনা, এটা বডির সুগার প্রোসেস শক্তিটাকে একটা স্ট্রেস এর মধ্যে ফেলে দেয়। ডায়াবেটিস যে আস্তে আস্তে একটা এপিডেমিক লেভেল এ চলে যাচ্ছে, এটার পিছনে অনেক বৈজ্ঞানিক ই মনে করেন সফট ড্রিঙ্ক এর সজলভ্যতাকে দায়ী করেন।
আপনি যখন সফট ড্রিঙ্ক খাচ্ছেন, শরীরে ঢুকিএ দিচ্ছেন একরাশ সুগার, যা ঐ মুহুর্তে শরীরের কোন দরকার নেই। Pancreas কে তখন হুড়মুড় করে বিশাল এমাউন্ট এর ইন্সুলিন তৈরী করতে হচ্ছে এই সুগার কে প্রোসেস করার জন্য । এটা Pancreas এর জন্য Exhaustingএকটা ব্যাপার। এবং নিয়মিত এরকম ঘটতে থাকলে ইন্সুলিনের কার্যক্ষমতা কমে আসাটা সময়ের ব্যাপার।
কিন্তু গবেষনায় এটাও দেখা গেছে আপনি যখন এরকম কৄত্তিম ফ্রুক্টজ বা গ্লুকোজ খাচ্ছেন, তখনি এরকম সমস্যা হচ্ছে। আপনি যদি একদম ন্যাচারাল ফলের জুস খান, সেটা প্রসেস করতে শরীরের তেমন কোন সমস্যা হয়না।
আর কি কোন উদাহরন দেয়া দরকার আছে ?
কাজেই, তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহর দেয়া পানির উপরে কিছু নেই। বিজ্ঞাপনের চটকে মজে যাবেন, সেরকম মানুষ আপনি আশা করি নন। প্রাণ ড্রিংকস খোলার আগে উপরের কথা গুলো একটু চিন্তা করবেন। শিশুদের প্রিয় জুস প্রাণ , ভুলেও ওদের হাতে প্রান তুলে দিবেন না।
আমার এই পোস্ট টা পড়ে থাকলে আপনাদের আমি অনুরোধ করব এই ড্রিংকস থেকে ১০০ হাত দুরে থাকুন। নিজে ফল কিনে এনে ড্রিংকস বানান । কিভাবে বানাতে হয় দরকার হলে আরেকটা পোস্টে এ লিখে দিব ।
ইচ্ছা করেই কোন ছবি ইউজ করালাম না। আমি এই প্রাণ এর চেহারাও দেখতে চাই না ।
ধন্যবাদ
রেফারেন্স :
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link
কিছু মেডিক্যাল টার্ম এক বন্ধুর কাছ থেকে ধার নেয়া ।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
টানিম বলেছেন: ধন্যবাদ মদন । এই পোস্টা মানুষ পড়ে না , আজিব ।
২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
চাচাচৌধুরী বলেছেন: থ্যাঙ্কস ।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
টানিম বলেছেন: ধন্যবাদ চাচাচৌধুরী ।
৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। খেতে চাই না কিন্তু বাচ্চাদের আবদার মিটাতে কি কিনবো সাজেসান দিবেন কি?
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
টানিম বলেছেন: দয়া কইরা / প্লিজ সোহানী এই জিনিষ কিনবেন না। দরকার লাগলে ২৫০ গ্রাম দুধ কিনে দেন এবং তাদের দুধের কোন আইটেম বানাই দেন । মিল্ক শেক বানাই দেন। ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারবেন । ধন্যবাদ
৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১
টানিম বলেছেন: আমার এই পোস্ট টা পড়ে থাকলে আপনাদের আমি অনুরোধ করব এই ড্রিংকস থেকে ১০০ হাত দুরে থাকুন। নিজে ফল কিনে এনে ড্রিংকস বানান । কিভাবে বানাতে হয় দরকার হলে আরেকটা পোস্টে এ লিখে দিব ।
৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
অচিন.... বলেছেন: priyo te
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
টানিম বলেছেন: আমিও আপনাকে রাখলাম ধইন্যা তে । ধন্যবাদ
৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
আমিনুর রহমান বলেছেন: ধন্যবাদ।
দারুন পোষ্টে +++
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
টানিম বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ।
৭| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
আনমনে বলেছেন: পোষ্টে ++++++++++++
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
টানিম বলেছেন: ধন্যবাদ আনমনে ।
৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
হাসান রাজু বলেছেন: ভাই খুব ভাল লেখছেন। আরেকটা আছে, সেই বিষের নাম এনার্জি ড্রিংক। পাড়ার দোকানের সামনে ৩০ মিনিট খাড়াইলে দেখা যায়, এর জনপ্রিয়তা। আমি কিছু দোকানে দেখেছি ননব্রান্ডের এনার্জি ড্রিংক যা কিনা সবসময় ভিতরে রাখা হয় ডিসপ্লে করা হয় না। এবং স্বাভাবিক ভাবেই ভাল নেশা হয়।
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
টানিম বলেছেন: রাজু ভাই আমি সেটাও লিখব । আগামীতে । কত্ত যে তামাশা আছে, বুঝবেন । ঔ গুলা খাবেন না । খুব বাজে । ধন্যবাদ
৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
রোড সাইড হিরো বলেছেন: ফ্রুটো-ফ্রুটিকাতে যে মিষ্টিকুমড়ার ফ্লেভার মেশানো হয়, তা আজ থেকে ৬ মাস আগে শুনেছিলাম। তারপর থেকে ওগুলো দেখলেই আমার ঘিংহিন করে যখন ভাবি ওগুলোর মধ্যে মিষ্টিকুমড়ার ফ্লেভার মেশানো হয়, আম তো দূরের কথা (কারণ মিষ্টিকুমড়া আমার অপছন্দের জিনিস )।
আবার এটাও শুনেছি যে, বাজারে এনার্জি ড্রিংস্ গুলোতে বলে পচা সুপারীর রস মেশানো হয় !!! তারপর থেকে ওগুলোও বাদ দিয়েছি।
আজ আপনার লেখা থেকে অনেক কিছু জানলাম...+++
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
টানিম বলেছেন: ধণ্যবাদ রোড সাইড হিরো ।
১০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
মামুণ বলেছেন: জ্ঞানী পোষ্ট । প্রিয়তে নিলাম ।
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
টানিম বলেছেন: হাহ হা হা । ধন্যবাদ মামুণ ভাই । আপনাদের ভাল লাগলেই এই পোস্ট সার্থকা ।
১১| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
পেন্সিল চোর বলেছেন: আমি এইসব খাই না!!
পোস্ট প্রিয়তে চুরি করে নিয়ে গেলাম।
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
টানিম বলেছেন: না না পেন্সিল চোর । আমি শিউর আপনে প্রান ড্রিংকস খেয়ে খেয়ে পোস্ট এ কমেন্ট দিছেন । আমাকে জানান । প্রিয়তে নিলেন তাই আপনাকেও প্লাস । ধন্যবাদ
১২| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এসব জানতে পেরে বহু আগে থেকেই এইসব খাওয়া বাদ দিয়ে দিছি।
ফ্রি দিলেও খাই না
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
টানিম বলেছেন: ওকে । মারহাবা । ফয়সাল ভাই । ধন্যবাদ
১৩| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
গোবর গণেশ বলেছেন: এনার্জি ড্রিংক্স, জুস (তথাকথিত) এইগুলান এমনিতেই খাইনা, এখন আরও খাবনা।
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
টানিম বলেছেন: ধন্যবাদ গোবর গনেশ । আপনে আমাকে আশা দিলেন ।
১৪| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মঈনুল আহসান রাসেল বলেছেন: কষ্ট করে উপকারি একটা পোষ্ট দিলেন।
আশা করি সবাই এই জিনিস থেকে দুরে থাকবেন আর আপনার কষ্টকে স্বাথক করবেন।
অনেকগুলো প্লাস পোষ্টের জন্য।
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
টানিম বলেছেন: ধন্যবাদ মঈনুল ভাই । এই পোস্ট গুলা লিখা অনেক কষ্টের । কারণ অনেক রেফারেন্স লাগে + তথ্য লাগে । নাইলে পোস্ট পাবলিক হবার পর আপনারা ছাড়তেন না। আপনাদের জানানোর নিয়তে পোস্ট টা দিলাম। কাজে লাগলে খুশী হব ।
১৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আজরাঈল আমি বলেছেন: খুবই ভাল। প্রান কম্পানী ভারতের মার্কেট ধরছে তাই আর বাংলাদেশকে পাত্তা দিতাছে না
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
টানিম বলেছেন: ইদানিং তারা মিরাক্কাল এ স্পন্সর হইছে , ভালাই কামাইতাছে । ধন্যবাদ আজরাঈল ।
১৬| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
স্বপনবাজ বলেছেন: দারুন পোষ্টে +++
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
টানিম বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ । আপনার মন্তব্য আমাকে হয়ত নতুন কোন কিছু লিখতে সাহায্য করবে ।
১৭| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
লিন্কিন পার্ক বলেছেন: +++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩
টানিম বলেছেন: ধন্যবাদ লিনকিন পার্ক । আপনে বরাবর আমার পোস্টে কমেন্ট দেন । ধন্যবাদ
১৮| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
রামিজের ডিপফ্রিজ বলেছেন: কি দরকার ভাই এসব খাবার ? আমের মরশুমে বাড়িতে দুধ আনুন, মিক্সিতে আমের টুকরো মেশান, তারপর যত খুশি খান। প্রাণ/ফ্রুটি/স্লাইস/মিনিট মেড কে দশ গোল মারবে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
টানিম বলেছেন: এই রামিজ ভাই , আপনার সাথে আমি একমত । এই কথা টা বাচ্ছা দের / আফা মণিদের বুঝানো যায় না । ধন্যবাদ
১৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২
টানিম বলেছেন: ধন্যবাদ
২০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
মানুষ হীন কেউ বলেছেন: তবে প্রান বলে ভারতে মানে কুলকাতায় প্রান জুস বেচতেসে!!! যাক এইটাতো শান্তি যে বাংলাদেশে যেই জিনিষ মানুষ খায় না। ভারতি গুলা সেগুলা কম দামে পেয়ে সোনা মুখ করে খাচ্ছে। খা বাবারা খা। খা খা খা।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
টানিম বলেছেন: ভাইরে মজা পাইলাম। হহাহাহাহাহাহহাহা ... ধন্যবাদ
২১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
অনিক০০৭ বলেছেন: ধন্যবাদ, এই সচেতনতামূলক পোস্টটির জন্যে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩
টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ অনিক ০০৭ ।
২২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
বাংলাদেশী দালাল বলেছেন: প্রান ফ্রুটো / ফ্রুটিকা নিয়া কইছেন মানছি। এনার্জি ড্রিংক্স, নিয়া কিছু কইলে খবর আছে কইলাম. । প্রিয়তে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
টানিম বলেছেন: আপনে খাড়ান , ২ টা দিন যাইতে দেন , কিছু তথ্য নিয়া আসি, তারপর আপনার ফেভারিট এনার্জি ড্রিংক্স কিছু কথা কমু । ধইন্যা ।
২৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
ChayapuruSH বলেছেন: ভাল লাগলো।
এই লেখাটা আমার ফেসবুক পেজে(http://www.facebook.com/hybridknowledge?ref=hl) শেয়ার করতে চাই।
অনুমতি হবে কি ?
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
টানিম বলেছেন: অবশ্যই আপনে শেয়ার করতে পারেন । ধন্যবাদ
২৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
ferrari_ বলেছেন: অনেক আগেই এইগুলা বাদ দিসি আর প্রানের অন্য প্রোডাক্ট গুলার মানও খুবই বাজে
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
টানিম বলেছেন: আপনে কামের মত একটা কাম করছেন । আপনাকে ধন্যবাদ
২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
অদ্বিতীয়া আমি বলেছেন: খুবই ভাল পোস্ট । প্রান ফ্রুটিকা সম্পর্কে জানতাম , তাই অনেক আগেই কেনা বাদ দিয়েছি । সফট ড্রিঙ্কস পেপসি / কোক ও এড়ানোর চেষ্টা করি , কিন্তু সম্ভব হয় না ।
ধন্যবাদ ভাইয়া এমন সচেতনতা মূলক পোস্টের জন্য ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপ্পি , আমার লেখা পড়ার জন্য ।
২৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
নীল সুমন বলেছেন: আমার বউ এইটা খায়......
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
টানিম বলেছেন: নীল ভাই , ভাবীরে এই পোস্ট টা দেখান। উনারে না করেন। ধন্যবাদ
২৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
পিয়ার আহসান বলেছেন: দায়িত্বপূর্ণ পোস্টের জন্য ধন্যবাদ। প্রি্যতে নিলাম।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
টানিম বলেছেন: পিয়ার ভাই , আপনাকে ধন্যবাদ কষ্ট করে পড়লেন দেইখা ।
২৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
দি সুফি বলেছেন: এইগুলান খাইনা। মাঝে মইধ্যে ফনটানা আরা ট্রপিকানা খাই
সচেতনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
টানিম বলেছেন: ধন্যবাদ , আপনে যা খাইতাছেন তাও কিন্তুক ভালা না । পরে একদিন পোস্ট এ লিখা দিমু ।
২৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
প্র ভা ষ ক বলেছেন: সইয়া গ্যাসে-তো... সমস্যা কি!!!...
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
টানিম বলেছেন: ধন্যবাদ । সয়ে যায় , সয়ে যাবে আপনার/ আমার । কিন্তু পিচ্ছি গুলার জন্য মায়া লাগে তাই সাবধানের জন্য পোস্ট দিলাম ।
৩০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
আমি শুধুই পাঠক বলেছেন: উত্তম পুস্ট। ++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
টানিম বলেছেন: ধন্যবাদ আমি শুধুই পাঠক । আপনার কমেন্ট আমাকে আরও লিখতে সাহায্য করবে ।
৩১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
এম ই জাভেদ বলেছেন: শুধু প্রান আর ফ্রুতিকা নয় , সব ধরনের জুস কেনা বাদ দিয়ে দিয়েছি। সব অ খাদ্য ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
টানিম বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই । মন্তব্যের জন্য ।
৩২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
অ-পার্থিব বলেছেন: উপকারী লেখা। এনার্জি ড্রিন্ক নিয়া একটা পোস্ট দেন। +
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
টানিম বলেছেন: ধন্যবাদ অ- ভাই । অচিরেই দিব । কিছু ডাক্তার বন্ধু কে বলছি আমাকে ইনফো দি্তে , পেলেই পোস্ট দিব।
৩৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
নির্বাসিত আমি বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
টানিম বলেছেন: ধন্যবাদ নির্বাসিত আমি
৩৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
আশিক মাসুম বলেছেন: বালের জুস দেখতারিনা। অমানুষের বাচ্চারা টাকার জন্য বাঙ্গালিরে মিল খাওয়ায় আর বাঙ্গালী চাইতা পুতা খায়। খুবি ভাল পোষ্ট , আমাদের সবাইকে এসব ব্যাপারে সচেতন হওয়া উচিৎ।
অনেক ধন্যবাদ আপনাকে।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
টানিম বলেছেন: ধন্যবাদ আশিক ভাই । মন্তব্য পড়ে আগ্রহ পেলাম ।
৩৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭
অনন্ত আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ। কোক খাওয়া হয় মাঝেমধ্যে। এখন থেকে ওটাও না খাওয়ার চেষ্টা করবো
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩
টানিম বলেছেন: ধন্যবাদ আরেফিন ভাইয়া । ভালো থাকুন , সুস্থ থাকুন ।
৩৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭
M R Rana বলেছেন: দারুন পোষ্টে +++
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭
টানিম বলেছেন: ধন্যবাদ রানা ।
৩৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮
ইমোশন বলেছেন: ভাইয়া, বিষয়টা কি ? প্রান নিয়ে লাগলেন কিয়াল্লাই ! বাকী সব জুসগুলো ঠিক আছে’ত ?
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮
টানিম বলেছেন: ইমোশন , ভাইরে কোন জুসই ঠিক নাই । প্রাণ এর সাথে কোন সমস্যাই নাই । বাকী গুলা নিয়া লিখব , আস্তে আস্তে । ধন্যবাদ
৩৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট
শুভকামনা
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০
টানিম বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
৩৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯
ঘুমকাতুর বলেছেন: ++++
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
টানিম বলেছেন: ধন্যবাদ ঘুম কাতুর । আপনাদের মন্তব্য আমাকে নতুন কোন কিছু নিয়া লিখতে আগ্রহ দিবে ।
৪০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০
রবি_জল বলেছেন: মিষ্টি কুমড়া খারাপ না, আম + মিষ্টি কুমড়া খেলে সমস্যা কি? পোস্টে +++
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫
টানিম বলেছেন: কোন সমস্যা নেই রবি জল । আপনে খান, আমিও খাই । ধন্যবাদ
৪১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
আহলান বলেছেন: একদম হাছা কথা .... ১০০% সত্য বিশ্লেষন
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২
টানিম বলেছেন: ধন্যবাদ আহলান ।
৪২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
ইখতামিন বলেছেন:
২৪তম ভালো লাগা দিলাম.
জরুরী একটি পোস্ট।
নির্বাচিত পাতায় পেলাম না.
---------------------------------------
আমি একদিন জ্বরে ভুগছিলাম.
তো আমার জন্য প্রাণ ফ্রুটো নিয়ে আনা হলো.
আমি কিছুটা খেয়ে বতলটা পাশে রেখেছিলাম.
অল্প কিছু খেয়েছি তো. তাই অনেকটাই রয়ে গিয়েছিল.
আপনি বিশ্বাস করবেন না-
প্রায় দেড় ঘন্টা পর দেখি ফ্রুটোর রং পরিবর্তন হয়ে গেছে।
যা দেখে আমার বমি আসছিল
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
টানিম বলেছেন: ইখতামনি, এই পোস্ট নির্বাচনী পাতায় পাবার প্রশ্নই আসে না, কারণ একটা কোম্পানী নিয়া লিখছি । যাই হোক, সামু ব্লগ দিন দিন যেনো কেমন হয়ে যাচ্ছে । আপপানট মতো আমারও এমন এক্সপেরিয়ান্স আছে । ধন্যবাদ
৪৩| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
অদৃশ্য বলেছেন:
সতর্ক থাকলাম...
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাবধান করবার জন্য.... যদিও আমদের জেনে শুনেই বিষ পান করবার অভ্যেস আছে...
তবে ফ্রুটিকা বা ফ্রুটোতে যে সমস্যা আছে তা বুঝেছি... এটা খেলে মাঝে মাঝে পেটে হালকা ব্যথা অনুভব করি...
এইসব ড্রিংস্ ক্ষতিকর... সত্য কথা
শুভকামনা রইলো...
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
টানিম বলেছেন: ধন্যবাদ । আপনে সর্তক হলেই এই পোস্ট সার্থক ।
৪৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
নীলপথিক বলেছেন: প্রান/ফ্রুটিকা/এনার্জি ড্রিংক সবই বিরক্তিকর। মাঝে সাঝে কোক/ফান্টা খাই বটে, তবে বুঝি এগুলো ভালো নয়। খুব ফ্রিকোয়েন্টলি খাই না বলে পাত্তা দেই না।
তবে ধন্যবাদ এমন পোস্টের জন্য। সচেতনতামূলক পোস্ট কেন যেন সবারই চোখ এড়িয়ে যায়।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
টানিম বলেছেন: সেটাই । আমার ইচ্ছা ছিল যা জানতে পারছি সেটা শেয়ার করা , আমি আমার কাজ করলাম। ধন্যবাদ আপনাকে না খা্ওয়ার জন্য ।
৪৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল আর দরকারী পোষ্ট তাই প্রিয়তে। সকলের জন্য উপকারী এমন পোষ্টের জন্য ++++++++++++++++++
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ঢাকা বাসী । + সানন্দে গ্রহন করলাম ।
৪৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২
টানিম বলেছেন: ধন্যবাদ সকল কে ।
৪৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১
আশফাক সুমন বলেছেন: Hats off to u !
Thanks Tanim Boss
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০
টানিম বলেছেন: ধন্যবাদ আশফাক সুমন ভাই । আপনাদের কমেন্ট পেলে নতুন কিছু লিখার অনুপ্রেরনা পাই । ভালো থাকুন । সুস্থ থাকুন ।
৪৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চখাম পোস্ট হইছে....++++
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
টানিম বলেছেন: ধন্যবাদ আহমেদ সাব্বির পল্লব ।
৪৯| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
অপরিচিত অতিথি বলেছেন: দরকারি পোস্ট।
++++++++++++++
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
টানিম বলেছেন: ধন্যবাদ
৫০| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
শিপু ভাই বলেছেন:
আমাদের এক ব্লগার প্রানে জয়েন করেছে কয়েকমাস আগে ইঞ্জিনিয়ার হিসেবে। ওর কাছে শুনলাম- মিস্টি কুমড়ার বিষয়টা ভুয়া!!!
পোস্টে+++++++
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
টানিম বলেছেন: লোল । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৫১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
জাহিদ হাসান বলেছেন: এনার্জি ডিংকেও সমস্যা আছে শুনলাম ।
নিজের মুখের ভাষায় বলি - “এইবার কন আমরা খামু কি ?”
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
টানিম বলেছেন: আমরা কি খাব ? সেটাও আমি জানতে চাই । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৫২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮
sumon3d বলেছেন:
ভাই পোষ্ট দিয়েছেন একখান। মানুষ বুঝেও প্লাস দিচ্ছে, না বুঝেও প্লাস দিচ্ছে।
আপনার পোষ্টের বেশীরভাগ টপিকের সাথে আমার দ্বিমত নেই। যেটুকু দ্বিমত তার কিছু অংশ নিম্নে তুলে ধরলাম। আশা করি পজিটিভলি নিবেন।
এক বোতলে ১০০ ভলিউম এর অনলি ১৮ ভাগ আম । প্রশ্ন হলো বাকী ৮২ % কি থাকে । প্রান পাল্পের সাথে যে মিষ্টি কুমড়ার পাল্প মেশায় (যেহেতু মিষ্টি কুমড়ার নিজের কোন স্বাদ নেই) যার পরিমাণ থাকে ৮২ % ।
ভাই ১৮ ভাগ আম আর ৮২ ভাগ যদি মিষ্টি কুমড়ো থাকে তাহলে মিষ্টি ফ্লেভারটা কোথা থেকে আসে এটা কি একবারও ভাবেননি? আর ম্যাংগো জুসে ৮২% মিষ্টি কুমড়ো দেওয়া হলে এতো মিষ্টি কুমড়ো কোথা থেকে আসে এটা কি ভেবে দেখেছেন?
আপনার জ্ঞাতার্থে বলি, ম্যাংগ জুসের বেশির ভাগই সিরাপ (সুগার + পানি)। আর ঘন করার জন্য জেনথাল গাম নামক এক প্রকার ক্যামিকেল ইউজ করা হয় যেটা অত্যন্ত দামি। কেজিতে দেওয়া হয় ৫০/৬০ গ্রামের মত। এত টুকুই যথেষ্ট। যতটুকু জানি এটা শরীরের জন্য ক্ষতিকর কিছু না। বিশ্বের সব জুস কোম্পানিই এটা ইউস করে থাকে। মিষ্টি কুমড়ার ব্যাপারটা টোটালি ভূয়া।
আর ফ্রুটোতে ফরমালিনের ব্যাপারে কিছু বলি।----
আমি যতটুকু জানি, ৬ স্তরবিশিষ্ট কাগজের প্যাকে সূর্যের আলো প্রতিরোধী আ্যালুমিনিয়ামের একটা স্তর থাকে। ফলে এটি স্বাভাবিক অবস্থায় সুরক্ষিত অবস্থায় থাকে। বাড়তি পিজারভেটিভ মেশানোর প্রয়োজন হয়না।
কিন্তু প্লাস্টিকের বোতলে সূর্যের আলো প্রবেশ করায় এতে পিজারভেটিভ হিসেবে এলাউ এবল মাত্রার ফরমালিন ইউস করা হয়। যেটা মানবদেহের জন্য ক্ষতিকর কিছু না। বাট ফ্রুটোর ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা হয়েছে এক্সিডেন্টালি। এটার কারন ক্ষতিয়ে দেখার জন্য তারা বাইরে থেকে মাইক্রোবায়োলজিষ্ট নিয়ে এসেছিলো। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর যা বের হয়ে এসেছে তা হল- আম সংগ্রহের সময়েই এতে ফরমালিন ছিল। তাই পরে যখন আরো ফরমালিন মেশানো হয়েছে তখন এটা লিমিট ক্রস করে গিয়েছে। আর এই ব্যাপারটা ঘটেছে সীমিত কিছু ব্যাচে। এখন সবকিছু ঠিকঠাকই মতই আছে।
সর্বোপরি আমার যেটা মনে হয়েছে, এতে উপকারী কিছু যদি নাও থাকে, দেহের জন্য ক্ষতিকর তেমন কিছু নেই। যদিও ব্যাপারটা মাইক্রোবায়োলজিষ্টের লোকজন ভালো বলতে পারবেন।
যারা অফ-সিজনে আম খেতে চান, তারা দুধের সাধ ঘোলে মেটানোর মত ম্যাংগো জুস গিলতে পারেন। আমি এতে তেমন কোন সমস্যা দেখছি না।
ভালো থাকুন- সুস্থ থাকুন সবাই।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
টানিম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। একটা পোস্টে পজেটিভ / নেগেটিভ দুই ধরনের মন্তব্য আসবে, এটাই স্বাভাবিক । আমিও আপনার মন্তব্যে কিছুই মনে করছি না । আপনে আমার পোস্ট ভাল করে পড়লে দেখবেন , আমি অনেক গুলো রেফারেন্স টানছি , যাতে কেউ মনে করে না যে সব আমি বানিয়ে লিখছি । যা লিখেছি সব উপযুক্ত রেফারেন্স সহ । আমি খাইতে গেলাম আম, আমাকে দেয়া হলো মিষ্টি কুমড়া এটা কেমন কথা ? আর ওরা যে মিষ্টি কুমড়া ইউঝ করে সেটা অপেন সিক্রেট ।
৫৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭
sumon3d বলেছেন:
মিষ্টি কুমড়ার ব্যাপারটা টোটালি ভুয়া ভাই। অন্য কোম্পানি করে কিনা জানিনা, বাট প্রানের ব্যাপারে ১০০% সিউর থাকেন যে মিষ্টি কুমড়া ইউস করা হয় না। আমার জানা-মতে বাংলাদেশে একমাত্র প্রানেরই পাল্প প্রসেসিং প্লান্ট আছে। অন্যরা কখনো প্রানের কাছ থেকে কেনে অর অন্য কোথাও থেকে ম্যানেজ করে।
মোদ্দাকথা ম্যাংগো জুসের সাথে মিষ্টি-কুমড়ো মিশানোর কোন প্রয়োজনই নেই। ওরা পানির সাথে চিনি মিশিয়েই পাবলিকরে ভালোই গেলাতে পারবে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রাণের পণ্য কিন্তু যুক্তরাষ্ট্র, সিংগাপুর, মালেশিয়া, অষ্ট্রেলিয়াতেও এক্সপোর্ট হয়। সো মিষ্টি কুমড়ার ব্যাপারটা মাথা থেকে টোটালি ঝেড়ে ফেলেন। কাছ থেকে দেখার আগে আমারো আপনার মতই ধারনা ছিল। এখন ভূল ভেংগে গেছে।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
টানিম বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য । তাও আমি আপনার পক্ষে কথা বলবো না । কি দরকার এইসব জুস খাওয়ার ?
৫৪| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩
কসমিক- ট্রাভেলার বলেছেন:
সম্পূর্ণ সহমত।
শুভেচ্ছা সতত
২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪
টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫৫| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:০০
মুর্তজা হাসান খালিদ বলেছেন: মৌসুমি ফল ফলাদি, পানিয়ের জন্যে ডাব, ফল কিনে ব্লেন্ডারে জুস করেও খাওয়া যেতে পারে। কোনোভাবে এই প্রাণ, ফ্রুটো, ফ্রুটিকা জাতীয় কিছু খাওয়া উচিত নয়।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩
টানিম বলেছেন: হুম । কথা ঠিক । ধন্যবাদ
৫৬| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:০০
নতুন বলেছেন: পানির উপরে কোন পানিও নাই... হোটেল ইন্ডাস্ট্রিটে কামলা দেই মাগার কোমল পানিও খাইনা...
আমরা যেই ফ্রেস জুস বিক্রি করি.. তার এক্সাপায়ারী থাকে ৩ দিন...
প্রোসেস করা জুসের মেয়াদ বেশির ভাগই ৩ মাস... কিছু অবশ্য বেশিও আছে...
কিন্তু তার গায়ে লেখা থাকে কি কি উপাদানে তৈরি...
সরকারী স্ংস্হা মান নিয়ন্ত্রন করে.... যদি ভুল/বাজে কিছু পায় তাহলে কোটি টাকার জরিমানা গুনতে হয় কারখানা গুলোকে....
তাই জনগন নিরাপদে থাকে... আমাদের দেশে যারা মান নিয়ন্ত্রন করে তারা তো আর দেশি জুস খায়না... তারা বিদেশি জুস বেশী টাকা দিয়া কিনতে পারে...
জনগনকে সচেতন হইতে হইবে...
১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
টানিম বলেছেন: ধন্যবাদ নতুন ।
৫৭| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
নতুন বলেছেন: আমি যদি বোতলের গায়ের উপর বিশ্বাস রাখি তবে , মানে দাড়ায় এক বোতলে ১০০ ভলিউম এর অনলি ১৮ ভাগ আম । প্রশ্ন হলো বাকী ৮২ % কি থাকে ।
এইখানে একটু সংসধোন করেন.... ১৮ ভাগ সত্যিকারের পাল্প থাকলে বাকি ৮২% এর মাঝে..... পানি+চিনি+ফ্লেভার+প্রিজারভেটিভ সহ আরো কিছু থাকবে....
তাই ৮২% ই কুমড়া মেসাবেনা... পানি থাকবে ৬০% এর মতন...
১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
টানিম বলেছেন: ঠিক করে নোব । ধন্যবাদ আপনাকে ।
৫৮| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:২২
আঠারো বছর বয়স বলেছেন: চমৎকার পোস্ট।
ইউনাইটেড এয়ারে অভ্যন্তরীণ রুটে যতবার যাওয়া আসা করেছি সবসময় দেখেছি ফ্রুটো/ফ্রুটিকা জুস দেয়। যাত্রীরাও ফ্রিতে পাওয়া জিনিস বলে ফেলে দেয়না, সবাই খায়। প্রতিদিন এভাবে অসংখ্য যাত্রীর স্বাস্হ্য হুমকির মুখে পড়ছে। ইউনাইটেড এয়ার কর্তৃপক্ষকে এই ফ্রুটো / ফ্রুটিকা জুসের অপকারিতা সম্পর্কে জানানো গেলে ভাল হত।
১১ ই জুন, ২০১৩ রাত ৮:৫৪
টানিম বলেছেন: সুন্দর মন্তব্য । আপনাকে অসংখ্য ধন্যবাদ
৫৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
সালাহউিদ্দন বলেছেন: +++++++++++++++++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
টানিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
মদন বলেছেন: প্রিয়তে