নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

ইউ.কে ইউনির্ভাসিটি বড় হুমকির মুখে

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১২





প্রথমে নিজের কথা বলি, ২০১১ সালের কথা , ই ই ই থেকে আন্ডারগ্রাড করে চাকুরী খুজতিছি , তখন ফ্যামিলির সবাই বল্ল এম.এস করে ফেলতে । আত্নী্য় , স্বজন ইউ. কে থাকায় আশা করছিলাম, ঔ খানে এম.এস টা করব । যথারীতি ,ব্রুনেল ও কুইন ম্যারী, ইউনির্ভাসিটি অফ লন্ডন এ আপ্লাই করলাম। সব ঠিক ছিল, কিন্তু ওরা আমাকে বল্ল আমাকে ৪৫০০ পাউন্ড এর উপর বারসারী দিতে পারবে না । তখন টি্উশন ফি ছিল ১২৫০০ পাউন্ড , আমি বল্লাম বাকী ৮০০০ পাউন্ড তো আমার পক্ষে দেয়া সম্ভব না , আমাকে আরও কিছু স্কলারশীপ দেন/ নতুবা টি এ শীপ দেন । তারা বল্ল আর কিছুই করতে পারবে না । তাদের ধন্যবাদ জানিয়ে সব কিছু ক্যানসেল করে দিলাম । জব খুজায় মন দিলাম । আলহামদুলিল্লাহ ভাল কিছু জব পেলাম । মন কে সান্তনা দিলাম , ইউ কে হয় নাই তো কি হলো, GRE দিয়ে আবার ট্রাই করব। আমার আজকের লেখার আইডিয়া টা বিবিসির কাছ থেকে নেয়া ।







একটু আগে বিবিসি দেখছিলাম, তখন একটা নিউজ চোখে পড়তেই আপনাদের জানানোর ইচ্ছা হলো । স্টুডেন্ট ভিসা নিয়া আমার আপনার কত ফ্রেন্ড যে ইউকে গেছে বলে শেষ করতে পারব না । কিন্তু পড়াশুনা শেষ করে কয় জনকে ভালো জব করতে দেখছেন ? কয়জন কে ভালো করে পড়াশুনা শেষ করে ফিরতে দেখেছেন ?







স্যার মাইকেল বারবার , Institute for Public Policy Research (IPPR) এর প্রধান একটি রিপোর্ট দিয়েছেন ইউ কে সরকার কে । সেই রিপোর্টে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, বর্তমান ইউ কে ইউনির্ভাসিটি গুলার পড়ার মান হুমকির মুখে । তিনি আরও বলেছেন ,ইউনির্ভাসিটি গুলা তীব্র চাপের এমন এক যুগে পা দিয়েছে, যেখানে বিশ্বায়ন, টেকনোলজি, স্টুডেন্টদের চাহিদা এবং ফান্ডিং নিয়ে খুব প্রতিযোগিতা একটি ইউনি কে বাচিয়ে রাখে । নেতীবাচক অভিবাসন নীতি এবং অর্থনীতি সম্পর্কে সর্তক করেছেন । স্যার মাইকেল বারবার আরও বলেন , বিশ্ববিদ্যালয় গুাল পরিবর্তন না হলে হুমকির মুখে পড়বে । তিনি বিশ্বের মঞ্চে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রতিযোগিতা উৎসাহিত করার উপর জোর দেন ।



ব্রিটেন এর ইউনি গুলা নিয়ে কোন নেতিবাচক কথা বলছি না। ব্রিটেনে অক্সফোর্ড/ক্যামব্রীজ/ ইমপেরিয়াল/ ম্যানচেষ্টার এর মতো বিখ্যা্ত ও অনেক পুরাতন ইউনি গুলা আছে । আর বাংলাদেশে নামকরা সব ব্যারিষ্টার সবাই ইউকে থেকে পড়াশুনা করে এসেছেন । উপোরন্ত বুয়েট/ডি ইউ এর আগের অধিকাংশ শিক্ষকরা ইউ কে থেকে পি . এইচ. ডি নিতেন। কিন্তু গত কিছু বছর ধরে পড়াশুনার মান নামছে তো নামছেই ।



আশা করা যায়, অচিরেই ইউ কের ইউনি গুলো সিস্টেম পরিবর্তন করবে এবং বাংলাদেশ থেকে মেধাবী স্টুডেন্ট রা পড়াশুনা করে আসবে । আমারও একবার যাবার ইচ্ছা আছে ।



ধন্যবাদ সবাইকে । ভালো থাকুন,নিরাপদে থাকুন।



বিস্তারিত পাবেন : http://www.bbc.co.uk/news/education-21739912



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২১

টানিম বলেছেন: আমি অবাক এতো রাতে ব্লগে ফাউল পোস্ট দেয় , । ব্লগ কি জিনিষ এরা কি বুঝে না ??? ১ম পেজে একটা পোস্ট ১০ মিনিট ও থাকে না ।

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি মনে করি ইউকেতে ভাল জব পেতে হলে তাদের সেক্টর গুলো সমন্ধে খোজ খবর নিতে হবে। জব মার্কেটে কোন কোন সাবজেক্ট বেশী চাহিদা। আমি দেখছি প্রচুর ভারতীয় ও চীনা ডাক্তারগণ এখানে সরাসির NHS এর অধীনে চাকুরী পাচ্ছে;

NHS Recruiting Hundreds of Junior Doctors From India Due To National Shortag
Click This Link

আর আইটি, এমবিএ ওয়ালাদের ডিমান্ড এখন কম। তবে একাউন্টটেন্টদের চাহিদার কমতি নেই। বিশেষ করে AAT Accounting এর ভাল চাহিদা। এর কারণ হল এখানকার বৃটিশ নাগরিক এটাতে পাশ করেও তাদের বেতন চায় ঘন্টায় ২০ পাউন্ড। অথচ ইইউর বাইরে এশিয়ান ও আফ্রিকানরা এটাতে ১৫ কেন ১২ পাউন্ড পেলেও খুশী।

মনে রাখতে হবে কিছু জবের সাময়িক চাহিদা থাকলেও সেটা ভবিষ্যতে থাকে না। আর এই একাউন্টিং এর চাহিদা বরাবরাই আছে ও থাকবে। কেউ ইউকেতে ছাত্র হিসেবে এসে এখানে সেটেল হতে চাইলে ডাক্তারী ও হিসাবরক্ষণ বিষয়ে মেধাবী হওয়া চাই।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭

টানিম বলেছেন: ধন্যবাদ বাংলাদেশ ভাই । আপনে কি ইউ কে তে আছেন ? ডাক্তার ? জানাবেন আশা করি ।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হ্যা ভাই ইউকেতেই আছি। তবে ডাক্তার নই। চেষ্টা করব AAT Accounting করার।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২

টানিম বলেছেন: ওহো । আপনে কি দেশ কে গ্রাড করছেন নাকি আপনে ইউ কে সেটেলড ? আইটি / এম বি এ আর অবস্থা কি ভাই ? যদি একটু বিস্তারিত বলতেন ? কোন ফিউচার আছে ?

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আইটির ষ্টুডেন্ট হিসেবেই আসছি। বর্তমান কোর্সটা শেষ হলে AAT Accountingতে ভর্তি হতে হবে। পরে জবের তথা আয়ের উপর এখানকার রেসিডেন্ট পারমিট নির্ভর করে।

ভাই এমবিএর জব মার্কেট খুবই টাফ। বাংলাদেশ বা অন্য দেশে চাকুরীতে ভাল পারফরমেন্স আছে তাদেরই রিক্রুট করে স্থানীয় কোম্পানী গুলো। তাই এখানে প্রচন্ড প্রতিযোগীতা করেই ঢুকতে হয়।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:১২

টানিম বলেছেন: ধন্যবাদ বাংলাদেশ ভাই । অদ্ভুত প্রতিযোগিতা তৈরী হইছে । আমার আসার ইচ্ছা ছিল প্রবল । কিন্তু অবস্থা ভাল না শুনছি , তাই অন্যদিকে স্কলারশীপ এর আ্যাপ্লাই করছি ।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

ভেতো বলেছেন: ইউকে তে মাষ্টার্স লেভেলে স্কলারশিপের সংখ্যা খুবই কম, কিন্তু পিএইচডি লেভেলে প্রচুর।

ইইই এর প্রচুর জব রয়েছে, বিশেষত: টেলেকমে। সবচেয়ে ভালো হয়, যদি দেশে টেলেকম কোম্পানিতে বছর দুয়েক চাকরী করে এসে এখানে ভালো কোন ইউনি থেকে মাস্টার্স করেন। টেলেকমের জন্য সারে, ব্রিষ্টল, সাউথ্যাম্পটন, শেফিল্ড, এডিনবরায় বা কিংস কলেজ এ ট্রাই করতে পারেন।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

টানিম বলেছেন: ধন্যবাদ ভেতো ।

৬| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১

ভেতো বলেছেন: যে কোন কোর্স ভালো ইউনি থেকে করলে জব পাওয়া কঠিন না। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলে লন্ডনের বাইরে থাকলে ভালো করার সম্ভাবনা বেশি :)

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

টানিম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

টানিম বলেছেন: ধন্যবাদ সকল কে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.