![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
মীনা আর রাজু।
মীনা মেডিকেল স্টুডেন্ট আর রাজু নন-মেডিকেল।
'মেডিকেলের পড়াশুনা সহজ' এই বলে রাজু মীনাকে প্রায়ই 'পোক' করতো।
একদিন রাতে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে আগামীকাল সকাল থেকে মীনার ক্লাস,পড়াশুনা রাজু করবে। আর রাজুর টা মীনা।স্রেফ একদিনের জন্য।
পরদিন মীনা সক্কালে রাজুকে ঘুম থেকে তুলে কমিউনিটি আইটেমের পড়ায় একবার চোখ বুলিয়ে নিতে বললো। পাবলিক হেলথের ডেফিনিশন সঠিকভাবে একবার রিডিং পড়তেই রাজুর লেকচারে যাওয়ার সময় হয়ে গেল।
চোখ ডলতে ডলতে রাজু ক্লাসের উদ্দেশ্যে রওয়ানা হলো।কাধের ব্যাগটাকে তার কাছে মনে হলো ইটভর্তি বস্তা, খুলে দেখে দুইটা বই।তাতেই এতো হেভি ওয়েট!
৭.৩০ থেকে ৯.৩০ টানা দুই ঘন্টা ঢুলু ঢুলু চোখে দুইটা লেকচার শুনে রাজু ভাবলো এবার বুঝি একটু সস্তি পেলাম।
ওমা, একি! নাস্তা করে সবাই আবার দৌড় লাগালো ওয়ার্ডের দিকে। অগত্যা রাজুকেও যেতে হলো।
ওয়ার্ডের ক্লাসে বসার কোন ব্যবস্থা নেই। নিজের পায়ের উপর দাড়িয়ে থাকতে থাকতে রাজুর পা যেন অবশ হয়ে আসতে লাগলো। এর মাঝে ফ্লোরে রোগী, পায়ের নিচে রোগী, রাস্তায় রোগী, একটু পর পর রোগীর অ্যাটেন্ডেন্সের ধাক্কা। ভাল করে দাড়ানোর উপায়ও নেই। এভাবে চললো ঘণ্টা দুয়েক।
রাজু মনে মনে ভাবলো ওয়ার্ডের ক্লাস শেষে বাড়ি চলে যাবে। তার পক্ষে আর ক্লাস করা সম্ভব নয়।দুই ঘণ্টা ঠায় দাড়িয়ে থেকে তার ব্যাক পেইন শুরু হয়েছে,রুমের নরম বিছানা তাকে হাতছানি দিয়ে ডাকছে।
কিন্তু বাড়ি চলে গেলে তো মীনার কাছে বাজিতে হেরে যাবে ভেবে টিউটোরিয়াল ক্লাসে ঢুকলো রাজু।
টিউটোরিয়াল ক্লাসে ম্যাডাম এসে আগামী আইটেম 'স্বাস্থ্যসম্মত টয়লেট ও উহার শ্রেণীবিভাগ' এর উপর আধা ঘণ্টা বয়ান দিলেন।রাজুর ক্ষুধার্ত পেট আর ক্লান্ত শরীরের সাথে এইসব পড়াশুনা মাথায় তালগোল বাধিয়ে দিলো।
এরপর ম্যাডাম দুজন করে আইটেম নেওয়ার ঘোষণা দিলেন।
মীনার শর্ত অনুযায়ী রাজু আইটেম না দিলেও পড়তে থাকবে এবং সর্বশেষ যে আইটেম দিবে সে বের হলে তখন রাজু বাড়ি ফিরবে।
অবশেষে দুপুর আড়াইটার দিকে রাজু বাড়ি ফিরতে সক্ষম হলো।
দুপুরে খাওয়ার সময় মীনার সাথে কথা হলো রাজুর।
রাজু মীনাকে জানালো আসলেই তার অনেক কষ্ট হইছে আজকের সব ক্লাস শেষ করতে।
'আজকের ক্লাস শেষ হইছে তোমাকে কে বললো? সন্ধ্যায় আবার ওয়ার্ডে যেতে হবে।'
মীনার এই কথা শুনে ওয়ার্ডে ঘন্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকার বিভীষিকাময় মুহূর্ত মনে হতেই এবং আজকেই আবার ওয়ার্ডে যেতে হবে এ কথা চিন্তা করতেই রাজু মূর্ছা গেল।
জ্ঞান ফিরলে মীনা রাজুর কাছে গিয়ে সান্ত্বনা দিলো,''তোমার পড়াশোনাও কঠিন রাজু।''
''তোমার পড়াশুনা অনেক বেশি কঠিন, মীনা।'' রাজু কাঁপা গলায় উত্তর দেয়।
শেষ দৃশ্যে মিঠু বলে ওঠে,''পঁড়াশোনা মাত্রই কঁঠিন ব্যাপার! পঁড়াশোনা মাত্রই কঁঠিন ব্যাপার!''
ধন্যবাদ ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
মিজভী বাপ্পা বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
টানিম বলেছেন:
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮
টানিম বলেছেন: অবশ্যই পড়ে দেখুন । মধুবালাকে নিয়া লিখা । রঙিন মধুবালা ।
Click This Link
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
স্বপনবাজ বলেছেন: রাজু কিসে পড়ে কইলেন না ? খাড়ান আমি মিনারে প্রোগ্রামার বানাইয়া একটা পোষ্ট দিবো ! তয় মজা পাইছি ! অনুসরণে রাখুন ! রাজনৈতিক ক্যাচাল মুক্ত মযা করা যাবে !
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
টানিম বলেছেন: হুম । ধন্যবাদ
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০
স্বপনবাজ বলেছেন: Click This Link
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
টানিম বলেছেন: হুমম । দেখলাম স্বপনবাজ । ধন্যবাদ
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: বুজতে পাইরলাম টানিম ভাই একজন ডাক্তার হৈবার পথে আছেন !
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩
টানিম বলেছেন: কুনোব্যাঙ আমি একজন পুরোদস্তর ইন্জিনিয়ার । মোটেও ডাক্তার না । লোল ।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৫
স্বপ্নসমুদ্র বলেছেন: পঁড়াশুনা মানেই জ্বীন ভূত।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
টানিম বলেছেন: লোল । ধন্যবাদ
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪১
মামুন রশিদ বলেছেন: ভালো হইসে
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
টানিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
s r jony বলেছেন: শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার চেস্টা বৃথা তাই
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
টানিম বলেছেন: ধন্যবাদ
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
পেন্সিল চোর বলেছেন: মারাত্মক পেরা দিছে রাজুরে মেডিকেল
।
এইজন্য আমি ইঞ্জিনিয়ার। এতো পড়ার টাইম আছে !!!
আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আইটেম জিনিষটা কি?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
টানিম বলেছেন: এইজন্য আমিও ইঞ্জিনিয়ার। এতো পড়ার টাইম আছে !!!
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
কালোপরী বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
টানিম বলেছেন: কি হলো কালোপরী ???
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬
স্বপনবাজ বলেছেন: @ পেন্সিল চোর : আইটেম মানে হলো ক্লাস টেষ্ট বা কুইজ টাইপের পরীক্ষা !
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
টানিম বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ।
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
বটবৃক্ষ~ বলেছেন: রুমের নরম বিছানা তাকে হাতছানি দিয়ে ডাকছে। ! হাহাহহা!! +++++
প তে পড়াশুনা
তুই ঝামেলা তুই ঝামেলা।!!
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
টানিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
টানিম বলেছেন: