![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
” স্নায়ুর চাপে ভুগছে শহরটা, বির্বণ আকাশ শকুনের চোখ ছলছল করে মনের মৃত্যু দেখে কান্নাগুলো বেহায়ার মতো হাসতে থাকে মাথার ভেতর তার গুলো ঠাস ঠাস করে ছিড়তে থাকে. আমার তার ছিড়ে গেছে…. ”
আমাদের দেশে বর্তমানে অনলাইন রেডিও খুব জনপ্রিয়। রেডিও গুনগুন রয়েছে প্রথম সাড়িতে।
২০০৮ সালের অস্ট্রেলিয়া প্রবাসী ২ তরুণ ছাত্র প্রবাসে বসে চালু করেছিলো অনলাইন বাংলা রেডিও ‘রেডিওগুনগুন’। অনলাইন রেডিও জগতে তারা কিছুটা পরে এলেও তাদের অনুষ্টানের মান দিয়ে চলে এসেছে শীর্ষে। এভাবেই তারা সাফল্যের সাথে পা রেখেছে ৩য় বছরে। রেডিও গুনগুনে শুধু গানই নয় চলে আড্ডা। সরাসরি চ্যাটের মাধ্যমে আড্ডা দেয়া যায় আর.জে’এর সাথে। বর্তমানে তারা চায়না এবং ঢাকার স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করে আসছে।
রেডিও গুনগুনের স্রষ্টা সামিউল ইসলাম বলেন –‘একটি অনলাইন রেডিও ২ বছর পার করল এটা একটা বিরাট ব্যাপার। কারণ কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই শুধু দেশের টানে আমরা এই রেডিও সচল রেখেছি এবং আমাদের শ্রোতাদের প্রতিনিয়ত ভাল কিছু উপহার দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
অনলাইনে রেডিওগুনগুন শুনতে এবং সরসরি চ্যাট করতে পারবেন রেডিওগুনগুন এর ওয়েবসাইট www.radiogoongoon.com থেকে অথবা আপনি চাইলে Winamp Player এর প্লাগিন’টি নামিয়ে নিতে পারেন। তারপর আপনার Winamp Player দ্বারা প্লাগিন’টি চালু করুন এবং শুনতে থাকুন লাইভ রেডিও গুনগুন।
Winamp Players যদি না থাকে তবে Winamp 5.581 Full (10.76MB) এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন।
* পোস্ট'টি সর্বপ্রথম আমার ব্লগ "নীলাঞ্চল "এ প্রকাশিত।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫০
মুভি পাগল বলেছেন: ১
৩| ১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪১
পারাবত বলেছেন: এটা কি কলকাতা থেকে ব্রডকাষ্ট করা হয় ???
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
গরম কফি বলেছেন: প্রিয়তে থাকলো পরে নামিয়ে নিবো ।