|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নাদিয়া জামান
নাদিয়া জামান
	সবাই ছড়া পড়ুন মনকে প্রফুল্ল রাখুন । এই মাধ্যমটি শুধুমাত্র কল্পনার রাজ্যে বসবাসকারিদের চিন্তার খোরাক নয় এর থেকে বেশি কিছু । বেশি বেশি ছড়া আর অল্প কিছু কবিতা ............ মনে হয় খারাপ লাগবে না ....
 
দুষ্ট বুদ্ধি মাথায় রামুর কানায় কানায় ভরতি 
পরের মাথায় ভাঙলে কাঁঠাল বেজায় লাগে ফুর্তি।  
 
দস্যিপনায় যখন তখন নয়কে করে ছয়
যন্ত্রণাতে অতিষ্ঠ তায় সবাই করে ভয়। 
হেলে-দুলে কান্তা মাসী এই তো সেদিন দুপুরে
জল আনতে যাচ্ছিলো বেশ, মিয়া বাড়ির পুকুরে।
পুকুর পাড়ের জারুল গাছে রামু তখন বসিয়া
চুরি করা চাম্পা কলা খাচ্ছিল বেশ কষিয়া।
মাসীর দেখা পেয়ে রামু ফেলল কলার ছিলে
ধড়াম শব্দে গ্রামবাসীদের চমকে গেল পিলে।
কোমর ভেঙে বিলাপ করে দিলো মাসী শাপ
আর জনমে বাঁদর হবি, যা করেছিস পাপ।  
 
এসব শাপে রামুর বল কি যায় আসে আর
বন্ধ করবে বাঁদরামি?আহ!বয়েই গেছে তার। 
দু দিন বাদে আসলো রামু কান্তা মাসীর দোরে
বলল মাসী ভুল হয়েছে দাও না গো মাফ করে।
আমার আনা মিঠাই খেয়ে মনটা করো শান্ত
মিঠাই খেলেই মহা বিপদ মাসী কি তা জানতো?
আস্ত মিঠাই মুখে, মাসী করলো শুরু হল্লা 
মিঠাই তো নয় এসব ছিল চুন ও আটার গোল্লা। 
 
আবার যদি আসিস হেথায় জাঁকিয়ে দেবো চড়
আর জনমে বাঁদর হবি দিলাম তোকে বর।
 ৩৭ টি
    	৩৭ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
নাদিয়া জামান বলেছেন: ভাল লেগেছে তাই ধন্যবাদ জানবেন।
ইন্সাআল্লাহ্ ভাল থাকার চেস্টা করবো আর আপনি ও ভাল থাকুন নিরন্তর এই কামনা করি। 
আচ্ছা মনে রাখাবো খন বাঁধনহারা  
  
২|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:  সুন্দর !!! 
প্লাসায়িত ++++++++++++++++++
  ০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ......
৩|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৮
আসাদুজ্জামান আসাদ বলেছেন: দুষ্ট কবিতা।
ভালো লাগলো।
  ০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
নাদিয়া জামান বলেছেন: নিজের ছায়া যায় কি দেখা ছড়ায়
তাইতো পেলেন এত্ত মজা পড়ায়   
   
 
৪|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:  
 
  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
নাদিয়া জামান বলেছেন: ভুতের হাসি .......
ডর লাগে   
   
 
৫|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫০
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে ছড়া।
  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৪
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৪
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ হামা  
 
৬|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫২
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫২
মনিরুল হাসান বলেছেন: নিচের লিংকটিতে ক্লিক করে দেখুন। আপনার লেখা ছড়া আরেকজনের নামে পাবলিশ করা।
http://www.shobujbanglablog.net/24930.html
  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৮
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৮
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ মনির ভাই ইনফর্ম করার জন্য, এদের উপর রাগ হয় তবে মায়াও লাগে। 
অভিযোগ বাটন আছে দেখলাম, দেখি অভিযোগ করবো। 
অনেক ধন্যবাদ আপনাকে। 
বাই দা ওয়ে, আপনি এর খোঁজ ক্যম্নে পেলেন...... 
৭|  ০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৬
০৯ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৫৬
ভিয়েনাস বলেছেন: ছন্দময় ছড়া ভালো লাগলো  
 
  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৮
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৮
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ফলের ঝুড়ি   
   
 
৮|  ১০ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
১০ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
জেমস বন্ড বলেছেন: নামটা দেয়া দরকার ছিলো  - " রামুর বাঁদরামি " 
  
   
 
  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪২
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪২
নাদিয়া জামান বলেছেন: ছড়া কি চোখ বন্ধ করে পড়েছেন, জেমস বন্ড বলে কথা!
ধন্য হলাম আপনি আমার ছড়ার জন্য এতো সুন্দর নাম ঠিক করেছেন। 
ধন্যবাদের ভাষা খুঁজে পাই না   
   
   
 
৯|  ১০ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০১
১০ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০১
জেমস বন্ড বলেছেন: সরি নাম তো দিছেন ই অলরেডি আমি কপি পেস্ট কইরা দিলাম এগেইন   
   
   
 
আসলে নামটা দেয়া দরকার ছিলো - " নাদিয়ার  বাঁদরামি "
  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৪
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৪
নাদিয়া জামান বলেছেন: আপনি যে বুদ্ধির ঢেঁকি তা আর নতুন কি   
   
 
১০|  ১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৭
১০ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৭
জেমস বন্ড বলেছেন: লেখক বলেছেন: আপনি যে বুদ্ধির ঢেঁকি তা আর নতুন কি   
 
বাহ সুন্দর আরেকটা শব্দ পেলাম , একটু মিলিয়ে নেই - 
" বুদ্ধির ঢেঁকিতে মেকাপ বক্স গুরা গুরা করে দেওয়া হউক   
   "
 " 
১১|  ১১ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:১৮
১১ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++  
 
ভালো থাকবেন  
 
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৪
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ অপূর্ন,
ভাল থাকুন আপনি ও 
১২|  ১১ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩০
১১ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩০
সায়েম মুন বলেছেন: nice
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:১৫
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ  
 
১৩|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:০৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:০৬
খেয়া ঘাট বলেছেন: 
এই ছেলেতো মহা বাঁদর, লেজ আছে কি তার,
লেজ থাকুক আর নাই থাকুক ,ছড়াটা বেশ চমৎকার।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ খেয়া ঘাট  
 
১৪|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৭:৩০
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৭:৩০
মাক্স বলেছেন: ভালো লাগলো++++
১৫|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:১৭
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:১৭
মেহেরুন বলেছেন: Click This Link
১৬|  ১৫ ই জুলাই, ২০১৩  সকাল ১১:১৫
১৫ ই জুলাই, ২০১৩  সকাল ১১:১৫
অদৃশ্য বলেছেন: 
খুবই মজার ... নেক্সট কিছু লিখলে এভাবেই জানান দিয়েন...
আসলেই খুবই মজা পেলাম ছড়াটি পড়ে...
শুভকামনা...
  ১৬ ই জুলাই, ২০১৩  ভোর ৪:২৯
১৬ ই জুলাই, ২০১৩  ভোর ৪:২৯
নাদিয়া জামান বলেছেন: অনেক দিন অবশ্য লিখি না..... লিখলে আপনার বাসায় গিয়ে জানিয়ে আসবো নে  
 
ভাল থাকুন
১৭|  ১৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৬
১৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৬
মনিরুল হাসান বলেছেন: আপনি কি শাহীন স্কুল/কলেজের স্টুডেন্ট ছিলেন!?
  ১৬ ই জুলাই, ২০১৩  ভোর ৪:২৭
১৬ ই জুলাই, ২০১৩  ভোর ৪:২৭
নাদিয়া জামান বলেছেন: হুম আমার স্কুল ছিল শাহীন, আপনি ও কি শাহীনের স্টুডেন্ট ছিলেন নাকি..... মনিরুল নামে তো আমাদের ব্যচেই এক জন ছিল.....
১৮|  ১৮ ই জুলাই, ২০১৩  রাত ১:৫৬
১৮ ই জুলাই, ২০১৩  রাত ১:৫৬
মনিরুল হাসান বলেছেন: আমি আপনার ব্যাচে ছিলাম না। (যদিও আমাদের ব্যাচেও একজন নাদিয়া নামের মেয়ে ছিল  ।) আমার আন্দাজ যদি ভুল না হয়, তাহলে আপনি ১৯৯৮ সালে ক্লাস টেন, ১৯৯৭ সালে ক্লাস নাইন, ১৯৯৬ সালে ক্লাস এইট... - এই ব্যাচের সংগে ছিলেন। আমি কি ঠিক বলেছি?
 ।) আমার আন্দাজ যদি ভুল না হয়, তাহলে আপনি ১৯৯৮ সালে ক্লাস টেন, ১৯৯৭ সালে ক্লাস নাইন, ১৯৯৬ সালে ক্লাস এইট... - এই ব্যাচের সংগে ছিলেন। আমি কি ঠিক বলেছি?
  ১৮ ই জুলাই, ২০১৩  ভোর ৪:১২
১৮ ই জুলাই, ২০১৩  ভোর ৪:১২
নাদিয়া জামান বলেছেন: হা হা হা হয় নাই হয় নাই.......... আমি ১৯৯৩ সালে কেজিতে ভর্তি হয়েছিলাম  :!>  
আর আপনি ও তাহলে এক্স শাহীন ...... 
১৯|  ১৮ ই জুলাই, ২০১৩  ভোর ৪:৫৮
১৮ ই জুলাই, ২০১৩  ভোর ৪:৫৮
মনিরুল হাসান বলেছেন: হুম! তোমার ফ্রেন্ড লিস্টে আসিফ মেহেদির নাম দেখে ভেবেছিলাম তুমি বোধহয় আসিফ মেহেদির ব্যাচের। এখন দেখি তুমি আমার চেয়েও জুনিয়র। শাহীনের কোনো টিচার কি এই সাইটের ব্লগার?
  ১৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:১৮
১৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:১৮
নাদিয়া জামান বলেছেন: আপনি কি তাইলে আসিফ ভাইয়ের জুনিয়ার কোন সালের ব্যচ আপনি? ইস প্রতি ক্লাসের বাংলা টিচারদের কাছে আসিফ ভাইয়ের মুক্তোর মত হাতের লেখার প্রশংসা শুনতে শুনতে ভাজা ভাজা হয়ে যেতাম....... 
শাহীনের কোন টিচার ব্লগিং করে বলে তো জানি না, উনাদের এতো আজাইরা সময় কোথায় .......
আর আপনি এতো চমৎকার ছড়া লেখেন, আবাহনে ও নিশ্চয় ছড়া দিতেন......   
 
  ১৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৭
১৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৭
নাদিয়া জামান বলেছেন: আপনি তো আসিফ ভাইয়ের সিনিয়ার মনি ভাই   
 
২০|  ০৭ ই আগস্ট, ২০১৩  রাত ১০:৩৫
০৭ ই আগস্ট, ২০১৩  রাত ১০:৩৫
মনিরুল হাসান বলেছেন: আমি আসিফ মেহেদি ভাইয়ার জুনিয়র। তোমার সিনিয়র। 
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
০৯ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৪
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!