নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই ছড়া পড়ুন মনকে প্রফুল্ল রাখুন । এই মাধ্যমটি শুধুমাত্র কল্পনার রাজ্যে বসবাসকারিদের চিন্তার খোরাক নয় এর থেকে বেশি কিছু । বেশি বেশি ছড়া আর অল্প কিছু কবিতা ............ মনে হয় খারাপ লাগবে না ....
কোলা ব্যাঙের সর্দ্দি বেজায় দিচ্ছে কেবল হ্যচ্চু
ট্যংরা পুঁটি বিরক্ত সব হচ্ছেনা ঘুম কিচ্ছু।
কোলা যখন চোখ মুদিয়া উঠলো আজই ভোরে
দেখল ভিজে চুপচুপে সে ছত্রি নিলো চোরে।
কচু পাতা মাথায় নিয়ে হাজির হল থানে
চুরির কথা বলল সেথায় শেয়াল ওসির কানে।
ঘুরিয়ে ছড়ি কাঁপিয়ে ভুঁড়ি দিলো ওসি ডাক
হুলো বেড়াল ধেড়ে ইঁদুর তদন্ত তে থাক।
রেপর্ট লিখে ফেরার পথে জোরসে দিলো হাঁটা
কাদা পথে পিছল খেয়ে ভাঙল সাধের পা টা।
সামলে নিয়ে খুঁড়িয়ে গেলো কবিরাজের বাড়ি
ঘণ্টা ধরে সাপ কবিরাজ টিপল ব্যাঙের নাড়ি।
কবিরাজের ধরণ ধারণ, চমকে ব্যাঙের পিলে
নাড়ি দেখার উছিলাতে ফেললো বুঝি গিলে
ছাড়া পেয়ে দাওয়াই নিয়ে ফিরছে যখন ঘরে
কলার খোসায় পিছল খেয়ে গেলই বুঝি মরে।
আছাড় খেয়ে কোলা ব্যাঙের চশমা ভেঙে গুড়া
লেংড়া ছিল সাথে এবার কানাও হল পুরা।
নাস্তানাবুদ ব্যাঙকে দেখে জাগল গজের মায়া
আতশ কাঁচের চশমা দিয়ে শুধায়, কেমন ভায়া!
আতশ কাঁচের চশমা চোখে ফিরল কোলা বাড়ি
দেখল দোরে দাঁড়িয়ে নানী অপেক্ষাতে তারই
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে বিলাপ করলো শুরু টানা
বলল; নানী আমিও এখন তোমার মতই কানা।
লাঠি নিয়ে তেড়ে নানী জোরসে বলে ঘ্যাঙ-
নইকো নানী, ব্যাঙি আমি ওরে কোলা ব্যাঙ
আতশ কাঁচের চশমাতে সে দেখছিল সব ভোঁটকা
শুকনা ব্যাঙি লাগছিলো তায় নানীর মতই মোটকা।
ছাতার খোঁজে গিয়ে কোলার এই হয়েছে গতি
ঠ্যং হারিয়ে কানা কোলার ভ্রম হয়েছে মতি
শাসিয়ে ব্যাঙি ধড়াম করে লাগিয়ে ঘরের দোর
গড়িয়ে কাদায় কোলা ব্যাঙের রাতটি হল ভোর।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে তোমোদাচি
ভাল থাকুন সবসময়
২| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ মজার হৈসে ছড়াটা ||
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
নাদিয়া জামান বলেছেন: আচ্ছা তাই নাকি.... পড়ে বলছেন তো নাকি চেখে দেখেছেন
৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: মজার ছড়া। অভিনন্দন ছড়াকারকে।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, আর দোয়া রাখবেন আমার জন্য।
৪| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ মজার ছড়া!!!
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২
নাদিয়া জামান বলেছেন: ছড়া পড়তে পছন্দ করেন তাহলে, ধন্যবাদ অনেক অনেক।
ভালো থাকুন সবসময়
৫| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার
ছড়াকার!
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ হামা ভাই
৬| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সায়েম মুন বলেছেন: সুন্দর লিখেছেন। অনেক মজা পেলাম।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩
নাদিয়া জামান বলেছেন: অনেক অনেক দিন পর আবার কিছু লিখলাম, সবার ভাল লেগেছে দেখে আবার লেখার উৎসাহ পাচ্ছি
৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:২০
যাদব সূত্রধর বলেছেন: অসাধারন ছড়া।
খুব ভালো লাগলো।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য,
ভাল থাকুন নিরন্তর
৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০
ফারিয়া বলেছেন: মজার ছড়া পড়লাম!
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ফারিয়া, ভাল থাকুন আর বেশী বেশী ছড়া পড়ুন
৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আতশ কাঁচের চশমাতে সে দেখছিল সব ভোঁটকা
শুকনা ব্যাঙি লাগছিলো তায় নানীর মতই মোটকা।
হেহেহে।
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
নাদিয়া জামান বলেছেন: আতশ কাঁচের চশমা চোখে লাগিয়ে বিশেষ কারো সামনে গিয়ে তাকে নানী ডেকে দেখুন না কি হয় ...... ইয়ে মানে আমাদের ও জানাতে ভুলবেন না অভিজ্ঞতা
১০| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ মজার ছড়া +++++++++++
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০
নাদিয়া জামান বলেছেন: উরি বাবা এত্ত গুলি প্লাচ ..... ধন্নাবাদ দিয়ে আপনাকে আর ছোট করলাম না আপনি লম্বা ই থাকুন তবে
১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১
আফসিন তৃষা বলেছেন: মিষ্টি একটা ছড়া
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ তৃষা মনি
১২| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৮
নস্টালজিক বলেছেন: জম্পেশ ছড়া!
দূর্দান্ত!
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নাদিয়া জামান বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম আমার ব্লগে, আপনার ভাল লেগেছে দেখে
১৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
অদৃশ্য বলেছেন:
খুবই ভালো লেগেছে আমার... খুবই সুন্দর ও মজাদার ছড়া... আপনি বেশ ভালো ছড়া লিখেনতো !
শব্দের মিল দিয়ে দারুন একটি দৃশ্য তৈরি করলেন !
শুভকামনা...
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন
১৪| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪
বোকামানুষ বলেছেন: দারুন
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
১৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯
বোকামন বলেছেন:
চমৎকার একখানা ছড়া পড়লাম !
পাঠে আনন্দিত ....।
ভালো থাকুন
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন সবসময়
১৬| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৪
খেয়া ঘাট বলেছেন: বাহঃ অনেক সুন্দর ছড়া। একেবারে মুগ্ধ হলাম।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১০
নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট............
ভাল থাকুন অবিরত
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মনিরুল হাসান বলেছেন: সুন্দর লেখা। দ্বিতীয় প্যারায় 'থানে' না লিখে এভাবে লিখলে কেমন হয় -
কচু পাতা মাথায় নিয়ে হাজির হয়ে থানায়,
চুরির কথা সেথায় শেয়াল ওসির কাছে জানায়।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
নাদিয়া জামান বলেছেন: হুম আপনারটা ই চমৎকার....... আপনার মত ছন্দ মেলাতে পারলে তো হতই ........ ছড়া লেখায় বস হয়ে জেতুম
ধন্যবাদ আপনার সাজেশনের জন্য.......
ভাল থাকুন
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
শাহেদ খান বলেছেন: অনেক অনেকদিন পর আপনার ছড়া পড়লাম, প্রিয় ছড়াকার !
দারুণ লিখেছেন, একরাশ আনন্দ নিয়ে গেলাম।
শুভকামনা, সবসময়ের মত।
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
জল কনা বলেছেন: কি আপু ব্যাঙের সর্দি-জ্বর লাগায় হাওয়া হয়ে গেলেন কেন!
আপনার মজার মজার ছড়া মিস করতেছি! !
ফিরে আসুন! :> :>
২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০১
রুদ্র জাহেদ বলেছেন: ছাতার খোঁজে গিয়ে কোলার এই হয়েছে গতি
ঠ্যং হারিয়ে কানা কোলার ভ্রম হয়েছে মতি
শাসিয়ে ব্যাঙি ধড়াম করে লাগিয়ে ঘরের দোর
গড়িয়ে কাদায় কোলা ব্যাঙের রাতটা হবে ভোর।
হাহা।চমৎকার। আপনার নতুন লেখা কই???
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬
নাদিয়া জামান বলেছেন: লেখা আর আসে না!!!!
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৭
সুলতানা রহমান বলেছেন: মজা পেয়েছি খুব।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৪
রুদ্র জাহেদ বলেছেন: নাহ মানি না।লিখা শুরু করুন আসবেই আসবে...
২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
অস্থির.......
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
তোমোদাচি বলেছেন: সুন্দর হয়েছে ছড়াটা