নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়া সব করে রব

নাদিয়া জামান

নাদিয়া জামান

সবাই ছড়া পড়ুন মনকে প্রফুল্ল রাখুন । এই মাধ্যমটি শুধুমাত্র কল্পনার রাজ্যে বসবাসকারিদের চিন্তার খোরাক নয় এর থেকে বেশি কিছু । বেশি বেশি ছড়া আর অল্প কিছু কবিতা ............ মনে হয় খারাপ লাগবে না ....

নাদিয়া জামান › বিস্তারিত পোস্টঃ

স্নো-পাউডার (অনুগল্প ১)

২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৩

লিলাবালী লিলাবালী বর ও যুবতী ..... উচ্চস্বরে মাইকে গান বাজছে। বর পক্ষের আনা উপহার সামগ্রী দেখতে কনের ঘরে পাড়ার মহিলাদের ভীড় লাগলো। মেয়েটি ও চোখের কোনা দিয়ে দেখার চেস্টা করছে কি কি এলো তার জন্য। কনের উঁকিঝুঁকি ধরা পড়তেই ঘরে হাসির বন্যা শুরু আর মেয়েটির রাঙ্গা গাল তখন লজ্জায় আরো রাঙ্গা হয়ে উঠলো। হঠাত মহিলাদের মাঝে থেকে কেউ একজন চেঁচিয়ে উঠলো,
- স্নো পাউডার তো আনে নাই দেহি!
-ছোড লোক কুনহানকার! স্নো পাউডার ছাড়া বিয়া করতে আইছে।
বাইরে থেকে বর পক্ষের কেউ একজন বাজখাই গলায় বলে উঠলো,
-আর খাওনে যে টান পড়ছে হেইডা, অহনো আমাগো ২০ জনের খাওন বাদ আছে।

এক কথা, দুই কথা তারপর তুমুল হট্টগোল বিয়ে বাড়িতে, ততক্ষণে মাইকের গান থেমে গেছে। বর যাত্রী ফিরে যাচ্ছে, কনের বৃদ্ধ পিতা চোখের জল ফেলতে ফেলতে এর ওর হাতে পায়ে ধরছে।
-এই বিয়া ভাইঙ্গা গেলে আমার মাইয়াডার কি অইবো, বিয়াডা ভাইঙ্গেন না বেয়াইসাব .....

কনের সলজ্জ চোখে এখন রাজ্যের ভয় আর আতঙ্ক তার রাঙ্গা গাল এখন লেপ্টে আছে চোখের কাজলে।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: অল্প কথায় একটি পরিবারে,একটি মেয়ের একটি স্বপ্নের অপমৃত্যুর চমতকার চিত্র ফুটিয়ে তুলেছেন।

আর আবহমান বাংলার এ এক বাস্তবচিত্র যা বিয়ে শাদির ক্ষেত্রে অতিউৎসাহী কিছু আপনজনদের দ্বারা সংঘটিত হয়।বেশীরভাগ সময় কনে পক্ষ এবং প্রায় ক্ষেত্রে উভয়পক্ষ ভোগ করে চরম অপমান ও কষ্ট আর ভেংগে যায় কারোর কারোর জীবনের সুখ স্বপ্ন ।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬

নাদিয়া জামান বলেছেন: একদম ঠিক বলেছেন।

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৫

রামিসা রোজা বলেছেন:

একশ্রেণীর লোকজন আছে যারা বিয়ে বাড়িতে গণ্ডগোল না করলেই নয় , ফুটিয়ে তুলেছেন গল্পটি ।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭

নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ রামিসা।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

করুণাধারা বলেছেন: অনু গল্প ভালো লাগে, যদি ভালো হয়।

আপনার অনু গল্প খুব ভালো লাগলো। +++

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

নাদিয়া জামান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সত্যি বলেছেন, অনুগল্পে কাহিনী ফুটিয়ে তোলা সহজ নয়।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: ভালো লেগেছে। তবে লেখায় ২য় লাইনে "করছে" জায়গায় শুধু "ছে" এসেছে ঠিক করে দিন।
বাস্তব ঘটনার খুব কাছাকাছি লিখেছেন। এইরকম অনেক তুচ্ছ ঘটনার কাহিনী শুনেছি আমি।
শুভ কামনা আপনার জন্য।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১২

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ নীল আকাশ, আমি এডিট করে দিয়েছি। শুভকামনা আপনার জন্য।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি এই ধরনের ঘটনা দেখেছি খুবই নিকট হতে -- কি ভয়ংকর সেই কাহিনী ! কন্যা পক্ষ হাজার হাত জোর করেও সেই বরযাত্রীদেরকে আটকাতে পারে নাই---যাইহোক অনুগল্পে ভাগলাগা রেখে গেলাম

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৩

নাদিয়া জামান বলেছেন: ভালোবাসা জানবেন লায়লা আপা। মন থেকে চাই এমন পরিস্থিতি যেন কোন পরিবারকে দেখতে না হয়।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো গল্প।

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১০

পদ্মপুকুর বলেছেন: রামিসা রোজা বলেছেন: একশ্রেণীর লোকজন আছে যারা বিয়ে বাড়িতে গণ্ডগোল না করলেই নয়... খুবই সত্যি কথা।

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

নাদিয়া জামান বলেছেন: মানবিকতা বলতে কিছু নাই এইসব মানুষের।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ঘটনা অহরহ ঘটছে

তোমাকে মাঝে মাঝে দেখতে পেয়ে ভালো লাগে

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ছবি আপু, চেস্টা করছি পুরানো প্রিয় কাজটিতে মন লাগাতে আর সময় দিতে।

৯| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: "তার রাঙ্গা গাল এখন লেপ্টে আছে চোখের কাজলে" - শেষের এই বাক্যাংশটুকু মারাত্মক একটি এফেক্টি দিয়েছে আপনার অনুগল্পটিকে, এবং অনেক উপরে নিয়ে গেছে।
চমৎকার অনুগল্পে পঞ্চম ভাল লাগা +।

৩১ শে মার্চ, ২০২১ ভোর ৬:১৫

নাদিয়া জামান বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.