নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা পেচ্যাল

হাফ ইঞ্জিনিয়ার

নিশাচর নাইম

ওয়েবঃ http://goo.gl/yArYq ফেসবুকে বন্ধু হতে চাইলেঃ facebook.com/nisacara প্রযুক্তি ও কমিউনিট ব্লগঃ techspate.com

নিশাচর নাইম › বিস্তারিত পোস্টঃ

কিছু কমন ইলেক্ট্রিক্যাল হ্যান্ডস টুলস,যেগুলো অহরহ দেখি কিন্তু সঠিক নাম জানি না

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১৩





আমরা সাধারনত অনেক ধরনের ইলেক্ট্রিকাল হ্যান্ড টুলস ব্যবহার করি বা আশেপাশে দেখি অহরহ।তবে বেশীর ভাগের নামেই আমরা জানি না।কিছু কিছু নাম আমরা নিজেরা দিয়েছি যেমন, স্টার, টেষ্টার,মোটা-চিকন হাতুড়ি,করাত,ব্লেড ইত্যাদি।আজ আমরা কিছু কমন হ্যান্ডস্টুলস এর সঠিক নাম দেখব।লোডিং হওয়ার ঝামেলার কারণে ছোট ইমেজ দিলাম।ইমেজের উপর ক্লিক করলে বড় আকারে দেখা যাবে।



ফিলিপস স্ক্রু ডাইভার (Philips Screw Driver)







অফসেট স্ক্র-ডাইভার (Offset Screw Driver)











কারপেন্ট্রি চিজেল (Carpentry Chisel)











কোল্ড চিজেল (Cold Chisel)







হ্যাকস্ (Hacksaw)











ব্যাকস্ (Backsaw)











ডায়াগোনাল কাটিং প্লায়ার্স (Diagonal Cutting Pliers)







ওয়্যার স্ট্রিপার (Wire Striper)











ফ্লাট নোজ প্লায়ার্স (Flat Nose Pliers)











ক্যাবল কাটার (Cable Cutter)











রাউন্ড নোজ প্লায়ার্স (Round Nose Pliers)







Combination Pliers (কম্বিনেশান প্লায়ার্স)







ক্রিম্পিং প্লায়ার্স (Crimping Pliers)







স্লিপ জয়েন্ট প্লায়ার্স (Slip Joint Pliers)







Monkey Wrench (মাঙ্কি রেনস্)







প্লাম্ব বব (Plumb Bob)











Carpentry Brace (কারপেন্ট্রি ব্রেস)











মেটাল ফাইল (Metal File)











ক্রসপিন হ্যামার (Cross Pein Hammer )











বলপিন হ্যামার (Ball Pein Hammer)











Claw Hammer (ক্ল হ্যামার)







ম্যালেট হ্যামার (Mallet Hammer)











Open end Spanner or Wrench (ওপেন এন্ড স্প্যানার বা রেনস্)







স্নিপ (Snip)







গ্রিপ ভাইস (Grip Vice)







এনভিল (Anvil)













{ অফটপিকঃ ইবুক ডাউনলোড }

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৯

রাসেল মাহদুদ বলেছেন: ভালো, তবে এগুলোর আরও একটু ব্যাখ্যা এবং এদের কাজগুলো সহ দিলে আরো ভালো হতো।

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৩

নিশাচর নাইম বলেছেন: আরো লিখতে লেখাটা বড় হয়ে যায় তাই লিখলাম না।বড় লেখা পাবলিক পড়তে চায় না। /:)

২| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩০

রাইসুল জুহালা বলেছেন: আমি এদেরকে যে নামে চিনিঃ

ফিলিপস স্ক্রু ডাইভার (Philips Screw Driver) - স্টার (বাই দ্য ওয়ে, এটার নামে ফিলিপস কেন? ফিলিপস কোম্পানীর পেটেন্ট করা নাকি?)

হ্যাকস্ (Hacksaw) - হ্যাক শ :D

ব্যাকস্ (Backsaw) - করাত

ডায়াগোনাল কাটিং প্লায়ার্স (Diagonal C utting Pliers), ওয়্যার স্ট্রিপার (Wire Striper), ফ্লাট নোজ প্লায়ার্স (Flat Nose Pliers), রাউন্ড নোজ প্লায়ার্স (Round Nose Pliers), Combination Pliers (কম্বিনেশান প্লায়ার্স), ক্রিম্পিং প্লায়ার্স (Crimping Pliers), স্লিপ জয়েন্ট প্লায়ার্স (Slip Joint Pliers) - প্লাস (প্লায়ার্স না কিন্তু। সবার জন্যই এই কমন নাম)

Monkey Wrench (মাঙ্কি রেনস্) - র‍্যাঞ্চ

ক্রসপিন হ্যামার (Cross Pein Hammer ), বলপিন হ্যামার (Ball Pein Hammer), Claw Hammer (ক্ল হ্যামার), ম্যালেট হ্যামার (Mallet Hammer) - হাতুড়ি (সবার কমন নাম)

ভালো লাগলো আপনার পোস্ট।

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩০

নিশাচর নাইম বলেছেন:
আপনার ধারণা ঠিক। ফিলিপস স্ক্রু ডাইভার ফিলিফস স্ক্রু কোম্পানির Henry F. Phillips (1890–1958) নামে পেটেন্ট করা তাই এটা Philips Screw Driver নামে পরিচিত।


আমিও আগে এগুলোর নাম আপনার মতোই জানতাম।নেটে গেটে আসল নাম জানলাম।

৩| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৩

আশীষ কুমার বলেছেন: প্রিয়তে...+++

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩১

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

৪| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৩

আশীষ কুমার বলেছেন: প্রিয়তে...+++

৫| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৫

আকাশগঙ্গা বলেছেন: View this link

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩২

নিশাচর নাইম বলেছেন: পড়ে আসলাম।

৬| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগল।

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৩

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪২

নষ্ট কবি বলেছেন: আমি চিনি না
বাট দেখসিলাম সব গুলো

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৩

নিশাচর নাইম বলেছেন: হুম প্রায় সবাই কাঠমিস্ত্রি বা ইলেক্ট্রিশিয়ান দের কাছে এগুলো দেখেছেন।

৮| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩

নীল দরিয়ার মাঝি বলেছেন: অপ্রাসংগিক মন্তব্য:

এটাও দেখতে পারেন। আমি মূলত এই সাইট টা তৈরী করতেছি মাইক্রোওয়ারকার্স এর পোস্ট সাবমিট করার জন্য। এটা মূলত তাদের জন্য যাদের আমার মত কোন হাই পেজ রেংক এর সাইট নাই। আপনারা সবাই জদি এই সাইট টা মাইক্রোওয়ারকার্স এর পোস্ট সাবমিট করার জন্য ইউস করেন তাহলে আসতে আসতে এটার পেজ রেংক বারবে এবং সবাই মাইক্রোওয়ারকার্স এর মত সাইট থেকে টাকা ইনকাম করতে পারবো। কারন পি.আর ৪ এর এটা সাইট এ পোস্ট সাবমিট করলে ১.৫০-৩.০০ ডলার পযন্ত পাওয়া যায়।

সাইট টি সম্পকে আপনাদের মতামত চাচ্ছি।

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৩

নিশাচর নাইম বলেছেন: ১। আপনার ব্লগটি ফ্রি ডোমেইনে সেট করা।ফ্রি ডোমেইনের সাইট বায়ার এলাউ করে না।

২।পেজরেঙ্ক সম্পর্কে আপনার ধারণা নেই।পেজর‍্যাঙ্ক শুধু পোস্ট সংখ্যা বাড়ালেই বাড়ে না।

৩।এটা আমার কাছে আপনার নিজের সাইটের বিজ্ঞাপন মনে হচ্ছে।

মাইক্রোওয়ার্কাস এ বায়ার কাজ দিতে অনেকগুলো শর্ত দিয়ে দেয়,সেগুলো ভাল করে খেয়াল করুন।

আর হাই-পেজর‍্যাঙ্ক এর অনেক ব্লগ আছে যেগুলোর সাহায্যে মাইক্রোওয়ার্কাস এর কাজ গুলো করা যায়।

৯| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: অতি প্রয়োজনীয় পোস্ট। বিশেষভাবে আমাদের দেশের লোকেরা যারা নির্মাণশিল্পে কাজ নিয়ে বিদেশ গমন করেন তাদের জন্য এ নামগুলো জানা অবশ্য কর্তব্য। সাথে ভালো হয় তারা যদি এসবের হিন্দি/উর্দূ নামটাও শিখে নেয়। কারন মধ্যপ্রাচ্যে বাংলাদেশ ভারত আর পাকিস্তানী শ্রমীকই বেশি।

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৫

নিশাচর নাইম বলেছেন: ভাই হিন্দি বা উর্দু নাম আমার জানা নেই। :(

১০| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৫

সিপন বলেছেন: ++++++++++

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৪

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

১১| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৫

অ্যামাটার বলেছেন: শোকেসে।
এগুলোর কিছু কিছু রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিদের সুবাদে অন্য নামে চিনি:)

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৫

নিশাচর নাইম বলেছেন: সবার রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিদের সুবাদে এগুলো চেনা।

১২| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৭

সরলতা বলেছেন: সুন্দর এক্‌টা পোষ্ট।

এগুলোর বেশ কিছুর ব্যবহার জানিনা। জানলে ভাল লাগত।

১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৬

নিশাচর নাইম বলেছেন: আরো বড় লিখলে পোস্ট বড় হয়ে যেত তাই ছোট রাখার জন্য সংক্ষিপ্ত করে লিখলাম।

১৩| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৭

আকাশের তারাগুলি বলেছেন: আমার যে কোন একটা হ্যামার হলেই চলবে আপনার মাথা ভাংতে কারন কোনটা দিয়ে কি কাজ করব সেটাই বুঝতেছিনা। :P

১৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৩৯

নিশাচর নাইম বলেছেন: আপনার মাথা আগে রেডি করেন।আমি ক্রসপিন টা নিয়া আসতেছি। :P

১৪| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৯

মৈত্রী বলেছেন: অনেককিছু চিনলাম

যেমন... সেলাই রেন্জ, প্লাস, হাতুরি, টেস্টার, নাট-বল্টু খোলার রেন্জ (Open end Spanner)...ইত্যাদি...

ভাই স্টার/ফাইভ স্টার নাই??

১৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৪১

নিশাচর নাইম বলেছেন: স্টার-ফাইভ স্টার আছে তবে আসল নাম জানা নাই।:/

১৫| ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ২:৫১

আরিফইসলাম বলেছেন: এগুলোর কিছু কিছু রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিদের সুবাদে অন্য নামে চিনি

১৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৪২

নিশাচর নাইম বলেছেন: আমারও একই সুবাদে চেনা।

১৬| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:০১

সমুদ্রচারী বলেছেন: ব্যাফুক গবেষণা মূলক পুষ্ট 8-| 8-| 8-|

৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:৪৬

নিশাচর নাইম বলেছেন: আবার জিগায়। B)

১৭| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন: মচৎকার...

আগে জানতামনা...

২২ শে এপ্রিল, ২০১১ রাত ১:২০

নিশাচর নাইম বলেছেন: দইন্যা।

১৮| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৬

ডিজাইনার শিবলী বলেছেন: মিটার গুলো যেমন, A মিটার, ভোল্ট মিটার এর নাম দেখি দিলেন না।

২২ শে এপ্রিল, ২০১১ রাত ১:১৮

নিশাচর নাইম বলেছেন: এমিটার, ভোল্টমিটার আসলে সচরাচর দেখা যায় না।এর এখানে হ্যান্ডটুলস নিয়ে আলোচনা করেছি।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

নিশি মানব বলেছেন: বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে দেখেছি এগুলো। জানতাম একেক জায়গায় ভিন্ন নামে। আপনাও মাধ্যমে সঠিক নামটা জানতে পারলাম। সবচেয়ে ভাল হতো যদি একেকটা কি কাজের এবং প্রয়োজনীয় নামটা উল্লেখ করতেন।

উপরে এক ব্লগারের মাধ্যমে জানলাম,এটার আরবী বা উর্দুটা আপনি জানেননা। আমার মনে হয় এগুলোরও আরবী ও উর্দুর শব্দটা আমি বের করে নিতে পারবো।

আপনার অনুমতি হলে পরপরতি কোন পোষ্টে ভিন দেশীয় নাম সহ প্রকাশ করতে আগ্রহী।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

ফুলবানু ব্লগার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রয়োজনীয় সব হ্যান্ড টুলসগুলোর সাথে আমাদের পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আমার ছোট বড় বিভিন্ন কাজে হ্যান্ড টুলসের প্রয়োজন প্রতিদিনই রয়েছে। আর আমার প্রতিদিনের কাজের সহযোগিতায় সবসময় পাশে আছে fixit.com.bd, যাদের কাছে আমি ঘরে বসে অর্ডার করেই পেয়ে থাকি প্রয়োজনীয় সব Hand Tools .
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.