নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা পেচ্যাল

হাফ ইঞ্জিনিয়ার

নিশাচর নাইম

ওয়েবঃ http://goo.gl/yArYq ফেসবুকে বন্ধু হতে চাইলেঃ facebook.com/nisacara প্রযুক্তি ও কমিউনিট ব্লগঃ techspate.com

নিশাচর নাইম › বিস্তারিত পোস্টঃ

পারমাণবিক বোমার ভয়াবহ রূপ :|| :-&

০৮ ই জুন, ২০১১ রাত ১২:৫৫





সেই ১৯৪৫ সালে পারমানবিক বোমা বিস্ফোরনের শুরু। ইতিধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় ২০০০ পারমানবিক বোমার বিস্ফোরন ঘটানো হয়েছে যার অধিকাংশই হয়েছে ১৯৬০ থেকে ১৯৭০ এর মধ্যে। দিনের পর দিনের নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তি পারমানবিক বোমাকে তৈরী করেছে ভয়াবহ মারনাস্ত্র হিসেবে।































উইকিপিডিয়ার সহায়তায় পাওয়া স্মৃতির আড়াল হয়ে যাওয়া কিছু ছবি।

১) ১৯৪৫ সালের ৬ আগষ্ট ও ৯ আগষ্ট যথাক্রমে হিরোশিমা (বামে) ও নাগাসাকিতে (ডানে) ফেলা পারমাণবিক বোমার আঘাতের ফলে ধোঁয়ার কুন্ডলী







২) পানির নিচে ২১ কিলোটন পারমাণবিক বোমা পরীক্ষার ফলে ধোঁয়ার কুন্ডলী।









৩) হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা “লিটল বয়” এর রেপ্লিকা।











৪) নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমা “ফ্যাট ম্যান” এর রেপ্লিকা।









৫) ১৯৬২ সালে সেডান পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরন।









৬) ১৯৬২ সালে সেডান পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরনের জ্বালামুখ। এর সর্বোচ্চ গভীরতা ও ব্যাস যথাক্রমে ৩২০ ফুট ও ১,২৮০ ফুট









৭) ১৯৪৫ সালের ৬ আগষ্ট পারমাণবিক বোমা ফেলার পূর্বে (উপরে) ও পরের (নিচে) হিরোশিমা।









৮) ১৯৪৫ সালের ৯ আগষ্ট পারমাণবিক বোমা ফেলার পূর্বে (উপরে) ও পরের (নিচে) নাগাসাকি।

















লেখাটা পুরোটাই প্রজন্মতে শামস ভাইয়ের টপিক থেকে কপি করা।





মন্তব্য ১৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১১ রাত ১:০৩

নিশাচর নাইম বলেছেন: ছবিগুলোর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Show image এ ক্লিক করে বড় করে দেখতে পারবেন।

২| ০৮ ই জুন, ২০১১ রাত ১:৪০

মানব সন্তান বলেছেন: ভালো পোস্ট :)

০৮ ই জুন, ২০১১ রাত ১:৫১

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।তবে ইহা কপিপেষ্ট পবিবেশনা।

৩| ০৮ ই জুন, ২০১১ রাত ৩:৪০

সোহাগহোসেন বলেছেন: কপিপেষ্ট পবিবেশনা ও খুব একটা খারাপ লাগল না। মূল লেখক কে +++ টা আর আপনাকে+ টা ভাল থাকবেন।


০৮ ই জুন, ২০১১ দুপুর ১২:১১

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০১১ রাত ১১:১২

অাবু জাফর বলেছেন: ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১১ রাত ১২:২৫

নিশাচর নাইম বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ০৯ ই জুন, ২০১১ রাত ১২:৪৫

সাকিন উল আলম ইভান বলেছেন: :(:(

০৯ ই জুন, ২০১১ রাত ৮:২৪

নিশাচর নাইম বলেছেন: কি ভয়াবহ!! :( আগের দিনের গুলো থেকে এখনকারগুলো নিশ্চয় আরো বেশী শক্তিশালী...

৬| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:৪৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: :D আজব দুনিয়া

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৪

নিশাচর নাইম বলেছেন: দুনিয়াকে আজব বানিয়ে ফেলেছে আজব মানুষগুলো।

৭| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:১৪

ঘুমন্ত আমি বলেছেন: আজব নয় এ দেখি গজব

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৫

নিশাচর নাইম বলেছেন: পুরাই গজব।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৭

Observer বলেছেন: B:-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৯

নিশাচর নাইম বলেছেন: বর্তমান বোমাগুলোর ধ্বংসক্ষমতা আরো অনেক বেশি।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বাধা মানিনা বলেছেন: ৯ মিনিটের মধ্যে যে ভাবে পৃথিবীর সমস্ত প্রানী মারা যাবে (গল্প নয়- বিজ্ঞানের ভয়াবহ পরিনতী)

মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয় তাহলে ৯ মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।

পারমানবিক বিষ্ফোরণের যে ছবিটা দেখছেন তা আজ থেকে প্রায় ৪৫ বছর আগেকার একটি পরীক্ষা মূলক পারমানিক বোমা বিষ্ফোরণের সত্যিকারের ছবি। আর আজ ২০১৩ সালে ঐ সমস্ত পারমানবিক বোমার চাইতে কয়েক ট্রিলিয়ন গুন বেশী শক্তিশালী নিউট্রিনো বোমা বিষ্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তত রয়েছে।

উল্লেখ্য : এক হাজার কোটি = এক বিলিয়ন, এক লক্ষ বিলিয়ন = এক ট্রিলিয়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.