নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

আমি মুসলিম

১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১



আমি মুসলিম। আমি মুসলিম কারণ আমি বিশ্বাস করি সৃষ্টজগতের স্রষ্টা আছেন। তিনি নন তিন অথবা দুইয়ের সমন্বয়, নন তিনি বহু ঈশ্বরের সমষ্টি। তিনি একজন, শুধুই একজন। আমি তার ইচ্ছার উপর নিজেকে সপে দিয়েছি। আমি তাকে ডাকি আল্লাহ্‌ নামে, ডাকি তাকে আরো অসংখ্য গুণবাচক নামে। তিনি সর্বময় ক্ষমতার মালিক, সকল শক্তির উৎস। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি। শুরুতে তিনি, তিনিই শুরু।শেষেও তিনি, তিনিই শেষ। করি শুধু তারই উপাসনা এবং তার কাছেই করি সাহায্য প্রার্থণা।

আমি মুসলিম কারণ আমি বিশ্বাস করি মুহাম্মাদ (সাঃ) আল্লাহ্‌র প্রেরিত শেষ নবী ও রাসূল, তিনিই আমার নেতা, আমি শুধু তাকেই অনুসরণ করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি তার উপর অবতীর্ণ পবিত্র কুরআন শেষ ঐশী গ্রন্থ, দিক নির্দেশনা, মানব জাতির সকল সমস্যার সমাধান। শোষণমুক্ত, দারিদ্রমুক্ত, বৈষম্যহীণ সমাজ গঠণের চাবিকাঠি।

আমি মুসলিম কারণ আমি বিশ্বাস করি আল্লাহ্‌র সৃষ্ট ফেরেশতাদের উপর, যারা আল্লাহ্‌র নির্দেশে বিভিন্ন কাজে নিয়োজিত। আমি বিশ্বাস করি পূর্ববর্তী ঐশী গ্রন্থ তাওরাত, ইঞ্জীল ও যাবূর এর অবিকৃত অংশের উপর।

আমি মুসলিম কারণ আমি বিশ্বাস স্থাপন করি পূর্ববর্তী সকল সত্য নবীদের উপর, পরকালের উপর, মৃত্যুর পর পুনরুত্থানের উপর।আমি মুসলিম কারণ আমার আছে বিশ্বাস তাকদীরের উপর।

যারা বিশ্বাস কর আমারই মত তাদের প্রতি আহবাণ, উচ্চস্বরে, সবাইকে ছাপিয়ে ঘোষণা কর, لا إله إلا الله محمد رسول الله "আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নাই, মুহাম্মাদ (সাঃ) তার রাসূল।" কারণ মুসলিম মাত্রই সত্যের দিকে আহবাণকারী, অন্যায়, মিথ্যা ও ভ্রান্ত মতবাদ বর্জনকারী, আধুনিক, প্রগতিশীল, চির তরুণ ও চির বিপ্লবী।

মন্তব্য ১৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৬

শআজহার বলেছেন: "লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ্"

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৭

Abdullah Arif Muslim বলেছেন: আমীন। জাজাকাল্লাহ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬

নিমপাতা১২ বলেছেন: আল্লাহ আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৈৗফিক দান করুন, আমীন।

৪| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩

রেদয়ান কবির বলেছেন: আল্লাহু আকবার

৫| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৬

মাহমূদ হাসান বলেছেন: أشهد أن لا اله الا الله و أشهد أن محمد رسول الله

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৭

মাহমূদ হাসান বলেছেন: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া আর কোন মাবুদ নাই এবং মুহাম্মদ সা. আল্লাহ তায়ালার রাসুল।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

৭| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১৬

ইনকগনিটো বলেছেন: ভালো পোস্ট । ধন্যবাদ ।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

নাফাজি বলেছেন: আপনাকে স্বাগতম।

৮| ১৩ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০

রাফসান রাফি বলেছেন: "লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ্"

أشهد أن لا اله الا الله و أشهد أن محمد رسول الله

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

৯| ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৮

কুয়াশা বলেছেন: মাহমূদ হাসান বলেছেন: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া আর কোন মাবুদ নাই এবং মুহাম্মদ সা. আল্লাহ তায়ালার রাসুল।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

১০| ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৬

Abdullah Arif Muslim বলেছেন: أشهد أن لا اله الا الله و أشهد أن محمد رسول الله

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া আর কোন "ইলাহ" নাই এবং মুহাম্মদ সা. আল্লাহ তায়ালার রাসুল।

তো ইলাহ মানে কি? সূরা জাছিয়া-৪৫:২৩ এবং সূরা ফুরকান-২৫:৪৩ নং আয়াতে আল্লাহ বলছেন, হে নবী আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে নিজের খেয়ালখূশিকে ইলাহ বানিয়ে নিয়েছে।

মানে মন যা আদেশ করে তাই করে। তাই সে মন কে ইলাহ বা আদেশদাতা বানিয়ে নিয়েছে। মুসলিমদের ইলাহ বা আদেশদাতা আল্লাহ।

কিন্তু আফসোস। নামাজ রোজা হজ্ব যাকাত এই সব ক্ষেত্রে আমরা আল্লাহ কে মেনে নেই। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে ইলাহ হিসেবে মানি না। আল্লাহর আইন মানা যেমন আল্লাহর ইবাদাত। তেমনি আল্লাহর কোরআনের আইন উপস্থিত থাকা সত্বেও মানুষের আইন মানা মানুষের ইবাদাত।

আল্লাহ বলেন সুদ হারাম, মুসলমানরা বলে সুদ ছাড়া দেশ চলে না।

আল্লাহ বলেন, পর্দা ফরজ, মুসলমানরা বলে পর্দা করতে বাধ্য করা যাবে না।

আল্লাহ বলেন, মদ হারাম, মুসলমানরা মদের লাইসেন্স দেয়।

আল্লাহ বলেন, পতিতাবৃত্তি হারাম, মুসলমানরা পতিতাবৃত্তির লাইসেন্স দেয়

আল্লাহ বলেন, পর্দা আইন প্রতিষ্ঠা করার পর কোন পর্দানশীল মেয়েকে ধর্ষনের শাস্তি মৃতু্দন্ড, মুসলমানরা বলে এটা অন্যায়।

আল্লাহ বলেন, বাপ দাদার অনুসরণ কর না, মুসলমানরা বলে বাপদাদার অনুসরণ না করলে কিভাবে চলব?

আল্লাহ বলেন, লটারী হারাম, মুসলমানরা বলে লটারী কিনুন।

আল্লাহ বলেন, জুয়া হারাম, মুসলমানরা বলে মতিঝিলে ক্লাব পাড়ায় জুয়া জায়েজ।

আল্লাহ বলেন, বাদ্যবাজনা হারাম, মুসলমানরা বলে বাদ্যবাজনা মনের খোড়াক।

উপরোক্ত কাজগুলো মুসলমান দের। মুসলমান শব্দ কোরআন ও হাদিস কোথাও নাই। আছে মুসলিম। আমরা মুসলিম, আত্মসমর্পণ করেছি আল্লাহর নিকট, আল্লাহর বিধিবিধান সব কিছুর সামনে, হোক সেটা ইচ্ছার পক্ষে বা বিপক্ষে।

সূরা বাকারা-১৩২> হে ঈমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে মৃতুবরণ কর না?

আল্লাহর কোরআন থাকা সত্ত্বেও যারা বিধান রচনা করে (আওয়ামীলীগ, বিএনপি সহ সব সংগঠণগুলো) সূরা মুমতাহিনা-৪ নং আয়াত অনুসারে, আমরা তোমাদের মানি না, তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। তোমাদের সাথে আমাদের শত্রুতা, ঘৃণা সৃষ্টি হলো যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর নিকট ফিরে না আস ততদিন পর্যন্ত।

আল্লাহ যেন আমাদের মুসলিমরূপে মৃতু্ দেন সেই কামনা করি। আমীন।

১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৯

নাফাজি বলেছেন: আমি আপনার সাথে অনেকাংশেই একমত।

১১| ০৭ ই মে, ২০১১ সকাল ১১:১৬

স্বপ্নশিকারী বলেছেন: প্রতিদিন পাঁচ বার আল্লাহ আমাদের ডাকেন।আমরা কি চাই তার কাছে সেটা শোনার জন্য।কিম্তু আমরা যাই না বরং আমাদের দুর্ভাগ্যের জন্য আল্লাহকে দোষারোপ করি।মনে রাখতে হবে আল্লাহ ছাড়া আর করোর কোন কিছু দেবার ক্ষমতা নেই।দেবার মালিক একমাত্র আল্লাহ।

০৯ ই মে, ২০১১ দুপুর ২:৪৫

নাফাজি বলেছেন: "আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।"[১:৫ পবিত্র কুরআন]

১২| ০৯ ই মে, ২০১১ দুপুর ২:৪৬

শায়েরী বলেছেন: +++

১৩| ১২ ই মে, ২০১১ রাত ৯:০৯

কল্পচারী বলেছেন: আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নাই, মুহাম্মাদ (সাঃ) তার রাসূল।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৩ শে জুন, ২০১১ সকাল ৮:৫০

েশখসাদী বলেছেন:

............আল্লাহ শয়তানকে প্রচুর ক্ষমতা দান করেছেন আবার মানুষকে নফসও দিয়েছেন । এসব-ই হলো পরীক্ষা । আর আমরা পরীক্ষায় তখন-ই উত্তীর্ণ হতে পারব যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব । আল্লাহ এটাই চান যে, বান্দা আল্লাহর কাছে সাহায্য চাক । আর নফস ও শয়তানের ধোকায় না পড়ে ফেরেশ্তাদের থেকেও উপরে উঠে যাক ।

১৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৩

অনির্বাণ তন্ময় বলেছেন:
"...মুসলিম মাত্রই সত্যের দিকে আহবাণকারী, অন্যায়, মিথ্যা ও ভ্রান্ত মতবাদ বর্জনকারী, আধুনিক, প্রগতিশীল, চির তরুণ ও চির বিপ্লবী"

প্রিয়তে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.