![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওটি আমার চোখে পরে যখন আমি আলজাজিরার একটি জনপ্রিয় অনুষ্ঠান আলজাজিরা স্ট্রীম দেখছিলাম। সেখানে ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি নিয়ে আলোচনা করা হয়। তারপর আমি ইউটিউবে সার্চ করে ভিডিওটি অসংখ্যবার দেখেছি।
খুবই সাধারণ একটি কনসেপ্ট, কিন্তু অসাধারণ প্রতিক্রিয়া। তিনজন কিশোর, একজন ভিডিও করছে, আর বাকি দুজন একটি প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে পথচারীদের প্রতিক্রিয়া দেখার জন্য। প্ল্যাকার্ডে বড় করে লেখা Meet A Muslim Person।
Meet A Muslim Person
মানুষের প্রতিক্রিয়া দেখার মত, হাস্যজ্জ্বোল চেহারায় কেউ এসে হ্যান্ডশ্যাক করছে, কেউবা ছবি তুলছে, কেউবা হাই ফাইভ দিচ্ছে, আবার কেউবা বলছে আসসালামু আলাইকুম। তবে ভিডিওটির শেষের দিকে এক উগ্র বর্ণবাদীকে দেখা যায়, বাজে অঙ্গভঙ্গী করতে আর বলতে, আমি যখন সেনাবাহিণীতে ছিলাম তখন এদের (মুসলিমদের) হত্যা করেছি।
ভিডিওটির শেষে একটি চমৎকার ম্যাসেজ রয়েছে, যাতে বলা হয়,
Just like how Race doesn't define who you are as a person...Religion doesn't define your character. It's whats inside your heart that shows who you truly are.
বিঃ দ্রঃ ভিডিওটি দেখতে সমস্যা হলে ক্লিক করুন এখানে । অথবা আপনি গুগল বা ইউটিউবে Meet A Muslim Person দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।
৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪১
নাফাজি বলেছেন: ঠিক আছে চেষ্টা করছি, নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমি বাঙালী, কিন্তু আমি বাঙালী, শুধুমাত্র এ থেকে আমি কেমন সেটা বোঝার কোন উপায় নাই? একইভাবে আমি একজন মুসলিম, কিন্তু এ থেকে বোঝা যায় না যে, আমার চরিত্র কেমন? আমার জাতিসত্ত্বা, আমার আদর্শ বা বিশ্বাস বা ধর্ম, ব্যক্তি হিসেবে আমি কি রকম সেটা সংজ্ঞায়িত করে না। ব্যক্তি নাফাজিকে বুঝতে হলে তার কর্মকান্ড তার মন মানসিকতা বুঝতে হবে। তা দিয়েই তাকে বিচার করতে হবে। তার জাতিসত্ত্বা বা ধর্ম দিয়ে নয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সকাল ১০:২২
মোমের মানুষ বলেছেন: ভিডিওটি দেখলাম এবং একাধিকবার দেখলাম। শেষের ম্যাসেজটির অর্থ কি? একটু অনুবাদ বলবেন?