![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
বিগত ২০ বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ হচ্ছে ব্রাজিলে অথচ এদেশের কমরেডরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমিতো তাজ্জব বনে গেলুম।
এতদিন জানতাম বাম ভাইয়েরা নির্যাতিত মানুষের পক্ষে, অত্যাচারীর বিপক্ষে। কিছুতেই আমি হিসেব মিলাতে পারছিলাম না। অতঃপর আমার চৈতন্যের উদয় হলো। ব্রাজিলের প্রসিডেন্ট দিলমা রৌসেফতো নিষ্পাপ মাসুম বামপন্থী।
দেশে এতো সমস্যা থাকা সত্ত্বেও ব্রাজিলের রাজনীতি নিয়ে আলোচানা করা মোটেও সমীচীন নয়। কিন্ত্ত এদেশের বামেরা দেশের রাজনীতির ব্যাপারে উদাসীন হলেও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খুবই সচেতন। এর প্রমাণ হলো, কিছুদিন আগে তুরস্কে যখন পরিবেশবাদীরা বিক্ষোভ করছিল, আর তা উস্কে দিচ্ছিলো কামালপন্থীরা, তখন তুরস্কের সরকার শক্তহাতে তা দমণে সচেষ্ট হয়। আর এদেশের মহাসচেতন বামেরা (ছাত্র ও যুব ইউনিয়ন) তুরস্কের বিক্ষোভে সংহতি জানায়। তাদের ভাষ্যমতে, তুরস্কের সরকার সাম্প্রদায়িক শক্তি, আর তাই তারা এই সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ করছে।
আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন, যখনই এই বাম পন্ডিতরা কোন দেশের মুসলিম শক্তির বিরুদ্ধে কোন উসিলা পায়, সাথে সাথে তারা প্রতিবাদের জন্যে উঠে পরে লাগে। অথচ বামাদর্শের বা সেক্যুলার দর্শনের কোন সরকার যত অপরাধই করুক তারা নিশ্চুপ থাকে, তলে তলে সমর্থন দিয়ে যায়। ব্রাজিল আর তুরস্কের এই দুটি ঘটনা তা প্রমাণ করার জন্য যথেষ্ট।
১০ লাখেরও বেশি মানুষের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ব্রাজিল। এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছে আর আহতের সংখ্যা অসংখ্য। পরিবহন ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলনের সূচনা হয়। এখন তার সাথে যুক্ত হয়েছে উচ্চতর শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, সরকারি কর্মচারীদের বেতন হ্রাস এবং দূর্নীতিবাজ রাজনীতিবিদদের অপসারণ। এ সবই ন্যায়সঙ্গত দাবী। অথচ ফাঁপা বুলি আওড়াতে ওস্তাদ "প্রগতিশীল" "বিপ্লবী" বামেরা একদম নিশ্চুপ। ব্রাজিলের জন গণের পক্ষে এরা একটি মানববন্ধনও করলো না। গরুর খাঁটি দুধে চোবানো বামপন্থী ব্রাজিলের সরকার, তাদের দৃষ্টিতে পূত পবিত্র। তাই এদেশে বর্ণচোরা বামেরা যদি তাদের বিরুদ্ধে কিছু বলে তবে পাপ হবে, মহাপাপ। পূণ্যবান বামদের পক্ষে যা শোভা পায় না।
প্রিয় পাঠক, আমি বরাবরই এই দেশী কমরেডদের ব্যাপারে আপনাদের সাবধাণ করে আসছি। এরা মুখে অনেক মিষ্টি কথা বলবে, অনেক নীতি কথা শুনাবে, কিন্ত্ত কাজের বেলায় সেটাই করবে যা তাদের পক্ষে যায়। এরা অন্তরে ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষ পোষণ করে এবং তা লালন পালনও করে। এদের কর্মকান্ডই তার প্রমাণ। এদের থেকে সাবধাণ। এদেরকে দেশের আমজনতা ঘেন্না (আমি এখানে ঘৃণা শব্দটির স্থলে ঘেন্না শব্দটি ব্যবহার করেছি, ঘৃণার তীব্রতা বোঝানোর জন্য ) করে, এদের দুমুখো নীতির জন্য, এদের ইসলাম বিদ্বষী মনোভাবের জন্য এবং আমি একশত ভাগ নিশ্চিৎ এ ঘেন্নার মাত্রা দিনকে দিন শুধুই উর্ধ্বমুখী হবে।
তথ্যসূত্রঃ
Brazil president unveils series of reforms
Dilma Rousseff
তুরস্কের আন্দোলনে সংহতি ছাত্র ও যুব ইউনিয়নের
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫০
নাফাজি বলেছেন: ব্রাজিল এবং তুরস্ক সম্পর্কে পরিস্কার ধারণা দিতে পেরে আমি ধন্য, আর কুলাঙ্গার বামদের সম্পর্কে আপনাকে কোন ধারণা না দিতে পেরে মর্মাহত।
২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৭
নিষ্কর্মা বলেছেন: কমরেড কথার অর্থ জানলে আপনি এই ভাবে বিষদোগার করতেন না।
কম মানে কম
রেড মানে লাল
মানে ক্ম্রেড মানে কম লাল।
দীর্ঘদিন বিপ্লব না করার ফলে আমাদের কম্রেডদের লাল এখন অনেক ফিকে হয়ে গেছে, উনারা তাই কম লাল ধরনের কম্রেড
২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:১৭
নাফাজি বলেছেন: ভালোই বলেছেন।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ব্রাজিল এবং তুরস্ক সম্পর্কে একটা পরিস্কার ধারনা জন্মাল
আসলেই বাম নেতারা কি যেন খুজে
সময় যে ভয়ে যায়
দুনিয়ার মজদুর এক হও
শোষকের বিরুদ্ধে লড়াই চাই ।
মনে পড়ে বিদ্রোহী কবির বানি
ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই
আসুর পুড়ে ঝড় উটেছে জুড়সে সামাল সামাল তাই ।