নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

আপনি কি মধ্যবিত্ত? :-*

২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২

হ্যা, যদি আপনি প্রতিদিন ১০ থেকে ১০০ ডলার আয় করেন অর্থাৎ আজকের ডলার রেট অনুসারে বাংলাদেশী টাকায় যদি কারো দৈনিক আয় ৭৭৮.৩৪ টাকা থেকে ৭৭৮৩.৪৫ টাকা হয় তবে আমরা তাকে মধ্যবিত্ত বলতে পারি। ভাই, এটা আমার কথা না, এটা বিবিসি বলেছে। বিবিসি অবশ্য তথ্য পেয়েছে United Nations এবং OECD (The Organisation for Economic Co-operation and Development) থেকে। ;)



আপনি মধ্যবিত্ত, তার মানে বেশী জিনিসের উপর খরচ করার টাকা আপনার আছে। :D পৃথিবীতে মধ্যবিত্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সালে এ সংখ্যা হবে ৩২০ কোটি আর ২০৩০ সালে এ সংখ্যা গিয়ে দাড়াবে ৪৯০ কোটিতে। :) এ তথ্য নাকি, ইউরোপের শিল্প বিপ্লবকে ম্লান করে দিয়েছে। /:) বর্তমানে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ীর বাজার, পর্যটন-প্রিয় জনগোষ্ঠী, অনলাইন ক্রেতা ভোক্তা। শুধুমাত্র ভারতেই ২০৩০ সালের মধ্যে মধ্যবিত্ত লোকের সংখ্যা হবে সাড়ে ৪৭ কোটি, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এ সংখ্যা হবে ৩৪.১ কোটি, লাতিন আমেরিকায় এ সংখ্যা হবে ৩১.৩ কোটি। ২০৩০ সালের মধ্যে সবচেয়ে বড় মধ্যবিত্ত জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল হবে এই ভারত।



এবার আমি আমার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা ভবিষ্যতে মধ্যবিত্ত হবেন বা ইতিমধ্যেই হয়ে গিয়েছেন, নিশ্চয়ই তাদের মধ্যে অনেকেরই যাকাত দেয়ার মত সম্পদ হয়েছে বা হবে। সুতরাং যাকাত দিতে ভুলে যাবেন না। :-* কেননা পবিত্র কুরআন বলে, হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার। [পবিত্র কুরআনের ৯ নং সূরা আত তাওবা, আয়াত নং ৩৪ -৩৫]



আর যাকাত কাদের দিবেন? কুরআন বলে, যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [পবিত্র কুরআনের ৯ নং সূরা আত তাওবা, আয়াত নং ৬০]



তথ্যসূত্রঃ

নতুন মধ্যবিত্ত - BBC Bangla - মাল্টিমিডিয়া

CoinMill.com - The Currency Converter

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৫

দুরন্ত-পথিক বলেছেন: আমার দৈনিক আয় কত হবে জানিনা তবে আমার ওঁ বাবা মায়ের দেয়া সকল টাকা একত্রিত করে মাসিক প্রায় ২০০০০ টাকা খরচ হ্য।মাস শেষে আর কোন টাকা থাকেন।তাহলে আমি কি করব?

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

নাফাজি বলেছেন: যাকাত তো দৈনিক বা মাসিক আয়ের উপর হয় না। যাকাত দিতে হয় জমাকৃত সম্পদের উপর। আমার ব্যক্তিগত অভিমত, এ দেশের উচ্চবিত্তদের তো বটেই মধ্যবিত্তদেরও জমাকৃত কমবেশী সম্পদ থাকে। আপনি কোন অভিজ্ঞ আলেমের সাথে বিস্তারিত আলোচনা করুন।

৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪

অনির্বাণ তন্ময় বলেছেন:
আমর দৈনিক আয় ০০ (শূণ্য) টাকা। আমি কোন বিত্ত?

যাকাত দিতে মন চায় বাট সামর্থ না :(

প্লাস।।

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৪

নাফাজি বলেছেন: ব্যাপার না, যখন সামর্থ্য হবে তখন দিবেন। যাকাতের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে অধিকাংশই পাশ কাটাতে চায়। আমি এমন অনেককেই দেখেছি, যারা নিয়মিত সালাত আদায় করেন, সাওম পালন করেন, এমনকি হজ্জ্বও করেছেন। কিন্ত্ত যাকাতের বেলায় অনীহা প্রকাশ করেন। যাকাত দেয়ার মত সম্পদ নেই বলেন। খুবই দুঃখজনক।
আমি গত চার বছর ধরে নিয়মিত যাকাত দিচ্ছি, ইনশাল্লাহ্ ভবিষ্যতেও দিয়ে যাবো। আমি যদি যাকাত না দিতাম তাহলে আপনাদের এ উপদেশ দিতাম না। কারণ, আমি যেই অনুশাসন মানি না, সেটা মানার জন্য অন্যকেতো আমি উপদেশ দিতে পারি না।

৪| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৯

অনির্বাণ তন্ময় বলেছেন:
আমাদের দেশে অনেকে আছে যারা যাকাত দেয় কিন্তু তাদের যাকাত দেওয়ার ধরন দেখে মনে হয় যেন ভিক্ষা দিচ্ছে।

আল্লাহ্‌ আমাদের সঠিক জ্ঞান দান করুক।।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৫

নাফাজি বলেছেন: এবং প্রায় প্রতিবছরই এমন দু একটা ঘটনা ঘটে যেখানে দেখা যায়, যাকাত শাড়ি, লুঙ্গি (যেগুলো পরিধানের অযোগ্য) নিতে গিয়ে কয়েকজন নিহত হয়। যারা এভাবে নবাবী স্টাইলে যাকাত দেয়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেয়া উচিৎ।

৫| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

এস এইচ খান বলেছেন: ++

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪১

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:১১

আবদুল্লাহ্‌ আল মামুন বলেছেন: +++

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১১

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.