![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
মুসার জন্ম অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, এক ক্যাথলিক (খ্রীস্টানদের বৃহত্তম ফেরকা) পরিবারে। ক্যাথলিক শব্দের অর্থ যারা সঠিক। তার বাবা ইতালীয় বংশোদ্ভুত আর মা আইরিশ বংশোদ্ভুত । ছোটবেলা থেকেই তিনি ক্যাথলিকদের ধর্মগুরু পোপদের কর্মকান্ডের ব্যাপারে সন্দেহমূলক ধারণা পোষণ করতেন। ক্যাথলিক প্রাইমারী স্কুলে অধ্যয়নকালে তিনি ধর্মীয় বিষয়ে শিক্ষা লাভ করেন।
ছোটবেলা থেকেই তিনি ধার্মিক ছিলেন। পাশ্চাত্যের অপসংস্কৃতি থেকে নিজেকে কিছুটা হলেও সংযত রাখতে পেরেছিলেন। যখন তিনি সেকেন্ডারী স্কুলে ভর্তি হোন তখন সেখানে তিনি সমাজতন্ত্রীদের মুখোমুখি হোন। তিনি প্রায়শই তাদের সাথে তর্কে লিপ্ত হতেন। তিনি দেখতে পেলেন, তারা বরাবরই ধর্মীয় বিষয়ে আলোচনা করতে উৎসাহী। এই অস্ট্রেলীয় বামদের কাছ থেকে তিনি প্রায়ই ধর্মীয় বিষয়ে কুরুচিপূর্ণ কথা শুনতেন। ধর্মকে তিরস্কার করাই ছিল তাদের অন্যতম প্রধাণ কাজ। মুসা অবাক হয়ে ভাবতেন, কি করে তারা ধর্ম সম্পর্কে এত বাজে কথা বলতে পারে? তিনি তাদের সাথে তর্ক চালিয়ে যেতেন এবং একইসাথে ধর্মীয় বিষয়ে আরো বিশদভাবে গবেষণা শুরু করলেন।
How Christianity Led Me to Islam - Musa Cerantonio
মুসা আরো মনোযোগ দিয়ে বাইবেল পড়া শুরু করলেন। তিনি দেখলেন, বাইবেলের বুক অব ডিওট্রোনোমি তে উল্লেখ আছে, দাড়ি রাখার জন্য, মদ পান করা থেকে বিরত থাকার জন্য, শূকরের মাংস না খাওয়ার জন্য। তিনি অবাক হয়ে ভাবলেন, এই নিয়মতো খ্রীস্টানরা মানছে না, অথচ ইয়াহুদী ও মুসলিমরা এই নিয়মগুলো মেনে চলছে। তিনি নিজেও এই অনুশাসন মেনে চলা শুরু করলেন।
২০০০ সালে তিনি ক্যাথলিকদের অন্যতম তীর্থস্থান ভ্যাটিকান সিটি ভ্রমণ করেন। ভ্যাটিকান সিটিতে তার জন্য যেন বিস্ময় অপেক্ষা করছিল। কারণ, ছোটবেলায় তিনি ক্যাথলিক স্কুলে যে শিক্ষা পেয়েছিলেন ভ্যাটিকানে এসে তার সাথে মিল খুজে পাচ্ছিলেন না। তিনি দেখলেন মানুষ মৃত পোপ ও বিভিন্ন মূর্তির কাছে প্রার্থনা করছে। তিনি খুবই অবাক হলেন, তার কাছে মনে হলো, এ তো সরাসরি মূর্তিপূজা। ভ্যাটিকানে সিসটিন চ্যাপেল (Sistine Chapel) বলে একটি জায়গা আছে। সেখানে এসে তিনি দেখতে পেলেন, পুরো ছাদ জুড়ে রয়েছে অদ্ভুত চিত্রকর্ম। যেখানে বাইবেলে বর্ণিত সৃষ্টিতত্ত্ব তুলে ধরা হয়েছে।
How I came to Islam - talk by Musa Cerantonio Part 1
মুসা সেরান্টোনিও -র ইসলাম গ্রহণের কাহিণী পর্ব ১
এই চিত্র কর্ম তার ধর্মীয় বিশ্বাসকে নাড়া দেয়। তিনি দেখতে পেলেন, এখানে মহান ঈশ্বরকে চিত্রায়িত করা হয়েছে এক বয়োবৃদ্ধ ব্যক্তিরূপে। কিন্তু তিনি তো ছোটবেলায় পড়েছিলেন এবং তার মনে দৃঢ় বিশ্বাস ছিল, মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি হয় না। তাকে চিত্রায়িত করা যায় না। তিনি নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলেন, এই বয়োবৃদ্ধ লোকটি কি করে ঈশ্বর হতে পারে? তিনি কি এতদিন এরই উপাসনা করছিলেন? ক্যাথলিকদের অন্যতম প্রধাণ তীর্থস্থানে কি করে এমন একটি চিত্রকর্ম স্থান পেল?
তিনি কখনোই ঈশ্বরের এমন ছবি কল্পনা করেননি। এছাড়াও তার কাছে, ফেরেশতা, আদম (আ) ও ঈসা মসীহ -র অঙ্কিত চিত্রকর্ম সঠিক মনে হয়নি। তার কাছে মনে হয়েছে এধরণের চিত্রকর্ম অতীতের মূর্তিপূজারী ধর্মগুলোতেও ছিল। পরবর্তীকালে তিনি গবেষণা করে বুঝতে পারেন, প্রাচীন রোমান ও গ্রীকরাও তাদের দেবতাদের প্রতিমূর্তী অঙ্কন করতো। পরে যখন এরা খ্রীস্টধর্ম গ্রহণ করে তখন এই অপসংস্কৃতি ক্যাথলিকদের মধ্যেও বিস্তার লাভ করে। তিনি আরো জানতে পারেন, বাইজান্টাইন সম্রাট কন্সটান্টিনের দ্বারা অনুষ্ঠিত নাইসিরা ১ম কাউন্সিলের পর খ্রীস্টধর্ম তার স্বরূপ হারিয়ে রোমানাইজড বা প্যাগানাইজড হয়ে যায়।
How I came to Islam - talk by Musa Cerantonio Part 2
মুসা সেরান্টোনিও -র ইসলাম গ্রহণের কাহিণী পর্ব ২
তিনি নিজেকে ফেরকা বহির্ভূত একজন খ্রীস্টান হিসেবে ভাবতে লাগলেন। ঠিক এই সময়, তিনি অন্যান্য ধর্ম নিয়েও গবেষণা শুরু করলেন। খুবই আশ্চর্যজনক ব্যাপার হলো, অন্যান্য ধর্ম নিয়ে গবেষণা করলেও ইসলামের ব্যাপারে তিনি উৎসাহী ছিলেন না। এরপর একজন মুসলিমের সাথে তার বন্ধুত্ব হয়, তিনি তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন। কিন্ত্ত মুসা পবিত্র কুরআন না পড়ে সেটি তার রুমেই ফেলে রাখলেন। একদিন তার ভাই কুরআনের কপিটি পেয়ে বলে, এটা কি? এটা অবশ্যই কুরআন। সে সাথে সাথে সেটি বাইরে নিয়ে পুড়িয়ে ফেলে। মুসা ভাবলেন, তিনি কখনোই মুসলিম হবেন না। সবাই ইসলামকে এত ঘৃণা করে, তিনি কেন মুসলিম হয়ে সকলের ঘৃণার পাত্র হবেন।
এরপর মুসার সাথে বন্ধুত্ব হয় আরেকজন মুসলিমের, যে অজ্ঞতার কারণে যীশু সম্পর্কে খারাপ মন্তব্য করে, যা মুসাকে আহত করে। মুসা ভাবলেন, তাকেও এর পাল্টা জবাব দিতে হবে। তিনি ইসলাম নিয়ে পড়াশুনা করতে লাগলেন এবং প্রথমেই যে বিষয়টা তাকে সবচেয়ে বেশী অবাক করলো সেটা হলো, মুসলিমরাও যীশুকে বিশ্বাস করে। প্রথমে তিনি তা বিশ্বাস করলেন না। তারপর অনলাইন সার্চ করলেন, তিনি আরো অবাক হলেন। তিনি দেখলেন, মুসলিমরা মুসা (আ), ইবরাহীম (আ) সহ বাইবেলে বর্ণিত অন্যান্য নবীদেরকেও বিশ্বাস করে। দ্বিতীয় যে বিষয়টি তাকে আরো আকৃষ্ট করে তা হলো তাওহীদ। মুসলিমরা বিশ্বাস করে স্রষ্টা একজনই, আর এ ব্যাপারে তারা কোন আপোষ করে না, তারা স্রষ্টার সাথে কাউকে শরীক করে না। মুসা ইসলাম নিয়ে আরো গবেষণা করতে লাগলেন, এমনকি তার মুসলিম বন্ধুরাও তার কাছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইতো।
এরকম সময়ে তিনি একটি ভিডিও ক্যাসেট দেখলেন, যেখানে আব্দুর রহিম গ্রীন তার ইসলাম গ্রহণের কাহিণী বর্ণনা করেছে। মুসা নিজেকে আর খ্রীস্টান ভাবতে পারলেন না। তিনি মুসলিমদের কর্মকান্ড অনুসরণ করতে লাগলেন। প্রার্থনার সময় তিনিও সেজদা দিতে লাগলেন। রামাদান মাসে সাওম পালন করতে লাগলেন। তিনি তার এক বন্ধুর বাসায় গিয়ে ইফতার করতে লাগলেন। তার বন্ধুর সংগ্রহে অসংখ্য বই ছিল, সেখান থেকে তিনি মিরাকলস অব কুরআন নামের একটি বই নিয়ে পড়া শুরু করলেন। তিনি খুবই বিস্মিত ও অবাক হলেন, ইসলাম সম্পর্কে তার বিশ্বাস আরো দৃঢ় হলো। বইটি পড়ে শেষ করা মাত্রই তিনি কলেমা শাহাদাৎ উচ্চারণ করলেন। আর এভাবেই মাত্র ১৭ বছর বয়সে মুসা সেরান্টোনিও ইসলাম গ্রহণ করলেন।
তথ্যসূত্রঃ
How I came to Islam - talk by Musa Cerantonio Part 1
How I came to Islam - talk by Musa Cerantonio Part 2
How Christianity Led Me to Islam - Musa Cerantonio
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
নাফাজি বলেছেন: ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ্।
২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫
এস এইচ খান বলেছেন: ++
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
নাফাজি বলেছেন: ধন্যবাদ।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
নৈঋত বলেছেন: ভালো লিখেছেন ভাই। পোস্টে প্লাস
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
নাফাজি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
আলী খান বলেছেন: সত্য সবসময়ই সত্য হিসাবে আগমন করে।+++++++++++
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
নাফাজি বলেছেন: একদম ঠিক বলেছেন, ধন্যবাদ।
৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন: +++++++++++++++++++++++++++++++
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
নাফাজি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
ভাবসাধক বলেছেন: দারুন
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
নাফাজি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
একাকী সমুদ্রে বলেছেন: সুবহানাল্লাহ
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
নাফাজি বলেছেন: সুবহানাল্লাহ্ , ধন্যবাদ আপনাকে।
৮| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
একান্ত কথা বলেছেন: সুবহানাল্লাহ
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১
নাফাজি বলেছেন: সুবহানাল্লাহ্ , ধন্যবাদ আপনাকে।
৯| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৬
আবদুল্লাহ ০২৬ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান। অনেক ভাল লাগল। সামুতে প্রায় নতুন। নবীন হিসেবে সহযোগীতা ও পরামর্শের অনুরোধ থাকল। Click This Link
ভাল থাকবেন।
১০| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৮
আবদুল্লাহ ০২৬ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান। অনেক ভাল লাগল। সামুতে প্রায় নতুন।
লেখাটি পড়ার আমন্ত্রন রইল। Click This Link
নবীন হিসেবে সহযোগীতা ও পরামর্শের অনুরোধ থাকল। ভাল থাকবেন।
২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮
নাফাজি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭
বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম, ভাই।।