নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

কুরআনের সবচেয়ে প্রাচীন পান্ডুলিপি আবিষ্কৃত হয়েছে

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৯

গতকাল বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য ঘটনা ছিল ব্রিটেনে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে কুরআনের সবচেয়ে প্রাচীন পান্ডুলিপি আবিষ্কার হবার ঘটনাটি। অবশ্য যারা সারাদিন নাচ, গান, নাটক, সিনেমা, খেলাধূলা ও ভালো রেষ্টুরেন্টে খাওয়া নিয়ে ব্যস্ত থাকেন তাদের কথা আলাদা। তাদের কাছে এসব ঘটনা কোন ঘটনাই না। রেডিও কার্বন প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা দেখতে পেয়েছেন যে, এটি প্রায় ১৩৭০ বছরের পুরনো। এই ফলাফলের নিশ্চয়তা শতকরা ৯৫.৪ ভাগ।


বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে কুরআনের সবচেয়ে প্রাচীন পান্ডুলিপি আবিষ্কৃত হবার ব্যাপারে তাদের আপলোডকৃত ভিডিও

১৯২০ সালের দিকে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য মধ্যপ্রাচ্যের বহু প্রাচীন, তিন হাজারেরও বেশি পান্ডুলিপি সংগ্রহ করেছিলেন ইরাকী বংশোদ্ভুত ঐতিহাসিক ও যাজক আলফন্সে মিংগানা। প্রায় একশত বছর ধরে পড়ে থাকা এই পান্ডুলিপিটি নজরে আসে পিএইচডি গবেষক আলবা ফেডেলি- র এবং তিনি এর বয়স নির্ধারণ করার জন্য রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন অ্যাক্সিলেরেটর ইউনিটে এই পরীক্ষা চালানো হয় এবং দেখা যায় ভেড়া বা ছাগলের চামড়ার ওপর লেখা এই পান্ডুলিপি এ যাবৎ প্রাপ্ত বিশ্বে কুরআনের সবচেয়ে পুরনো পান্ডুলিপি যা লেখা হয়েছে ৫৬৮ থেকে ৬৪৫ সালের মধ্যবর্তী কোন সময়ে।


এ সংক্রান্ত বিবিসি- র রিপোর্ট

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ও ইসলাম ধর্ম বিষয়ক অধ্যাপক ডেভিড থমাস বলেছেন যে, এর অর্থ হল এই পান্ডুলিপি রচিত হয়েছিল ইসলাম ধর্ম প্রবর্তনের কয়েক বছরের মধ্যেই। তিনি বিবিসিকে বলেন, পান্ডুলিপির রচয়িতা সম্ভবত নবীকে জানতেন, তিনি সম্ভবত নবীর দেখা পেয়েছিলেন, সম্ভবত নবীর মুখ থেকে সরাসরি কুরআনের বাণী শুনে থাকবেন। থমাস আরো বলেন, আবিষ্কৃত পান্ডুলিপিতে কুরআনের যে অংশ রয়েছে সেটি বর্তমানে বহুল পঠিত কুরআনের অনুরূপ। এটা এই ধারণাকেই সমর্থন করে যে আমাদের কাছে আজ যে কুরআন আছে তা ইসলামের প্রাথমিক যুগের কুরআনের সাথে সাদৃশ্যপূর্ণ।


এ সংক্রান্ত আলজাজিরার রিপোর্ট

আবিষ্কৃত কুরআনের এই পান্ডুলিপির লিখন পদ্ধতি হিজাযী এবং এতে পবিত্র কুরআনের ১৮ থেকে ২০ নং সূরা (আল কাহফ, মারইয়াম, ত্বোয়া-হা) লেখা আছে। আমি গতকাল এই তিনটি সূরার বঙ্গানুবাদ পড়েছি। প্রিয় পাঠক সূরা আল কাহফ -এর প্রথম আয়াতটি হলো, "সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।" আমার মনে হয় বুদ্ধিমানদের জন্য এই একটি আয়াতই যথেষ্ট।

তথ্যসূত্র:
Oldest Koran fragments found in Birmingham University
Tests reveal Quran manuscript is among oldest in the world, says UK university
Koran fragments found in UK library are among world's oldest, says university
One of the world's oldest Quran manuscripts found in UK

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪২

পৃথ্বীর পরিব্রাজক বলেছেন: অনেক ভালো লাগলো

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪

মামু১৩ বলেছেন: কাগজ কত সালে আবিষ্কৃত হয়েছিল?

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

নাফাজি বলেছেন: মামু, তুমি মনে হয় পোস্টি পড় নাই। ভালোমত পড়ে দেখো।

৩| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫

যোগী বলেছেন:
ছুবাহানআল্লাহ!

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬

নাফাজি বলেছেন: সুবহানাল্লাহ্

৪| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯

সজিব্90 বলেছেন: এ রকম একটা বিস্ন্য়কর জিনিস আবিষ্কার হাওয়ার পর ও ওদের বোধগম্য হবে না, যোগীর মন্তব্যর ভিতর যেন হিংসা লুকিয়ে আছে।thanks for this pos.

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬

নাফাজি বলেছেন: কে কি মনে করলো, তাতে তো সত্য পরিবর্তিত হয়ে যাবে না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৫| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭

আমি শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ , ভাল পোস্ট ।

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯

নাফাজি বলেছেন: আপনাকে স্বাগতম।

৬| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

হোৎকা বলেছেন: যোগী আকাটা। নাস্তিকের ভেকধারী বদমাশ। ওর গোয়া তো জ্বলে উঠবেই। এরা সামুর বিশেষ আনুকূল্যভোগী।

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫০

নাফাজি বলেছেন: থাক ঝগড়াঝাটি গালিগালাজ করার দরকার নাই। ওদের সাথে যুক্তি দিয়ে, মেধা দিয়ে কথা বলতে হবে। যদি আপনার কথায় সন্ত্তষ্ট না হয় তাহলে ওদেরকে ওদের মত থাকতে দেন, আপনি আপনার মত থাকেন।

৭| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: এর মাধ্যমে হয়তো মানব সভ্যতা তথা ইসলামের ইতিহাসের আরো অনেক অজানা তথ্য জানা যাবে।

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৪

নাফাজি বলেছেন: হুমমম।

৮| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪০

দ্বীপ ১৭৯২ বলেছেন: খুব চমৎকার পোস্ট।
সত্যটা সব সময় বের হয়ে আসে।
আর কোরআন মুসলমানদের চরম সত্য।
ধন্যবাদ আপনাকে।
( দ্বীপ সরকার)

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৫

নাফাজি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৯| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

চুক্কা বাঙ্গী বলেছেন: আলহামদুলিল্লাহ! দারুন খবর। জে-স্মিথ এবং তার ইসলাম বিদ্বেসী প্রপাগান্ডা ছড়ানো সাঙ্গপাঙ্গরা এতদিন ধরে কোরআনের অথেন্টিসিটি নিয়ে বহু কুৎসা ছড়াইছে। এই ম্যানুস্ক্রিপ্ট তাদের থোতা মুখ ভোতা করে দিবে ইনশাআল্লাহ!
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। দারুন একটা খবর দিলেন। দিনটাই আনন্দময় হয়ে গেল।

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০

নাফাজি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এরকম তথ্যবহুল গঠণমূলক মন্তব্য করার জন্য।

১০| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

সেলিম জাহাঙ্গীর বলেছেন: নাফাজি, আমার খূব জানতে ইচ্ছা করছে এত দ্রুব সত্য কোরআন ছেড়ে মুসলিমরা কেন হাদীসকে এতো আকড়ে ধরেছে। কোরআন সয়ং আল্লাহ সংরক্ষন করেন এই ঘোষনা কোরআনে বার বার বলছে। কিন্তু হাদীস সেতো রাসুল (স) এর মৃত্যুর পর সাড়ে তিন থেকে চার শত বছর পর মানুষের মুখে থেকে শুনে শুনে গল্প আকালে লেখা হয়েছে। সেটা আবার প্রমানিত যে হাদীসে অনেক ভুল-ভাল আছে, তারপরেও আমরা তাকে সহি বলে চিৎকার দিয়ে থাকি। কিন্তু কোরআন কে কেন আমরা সহি হিসাবে আকড়ে ধরিনা? আর যে কোরআনটির কয়েটি পাতা নতুন করে আলোড়ন তুলেছে, বা পাওয়া গেছে সেই কোরআন আর ওসমান (রা) সংকলিত কোরআন কি একই সময়ের নয়? ভালো কথা যে গভেষকরা এই কোরআনটি পেলো তারা কি ওজু করে এই আয়াত বা সূরাগুলো নাড়লো? যদি তারা ওজু নাকরে থাকে সেক্ষেত্রে তাদের কোরআন ছোঁয়অকি ঠিক হয়েছে? আবার যে রেডিও কার্বন পদ্ধতিতে কোরআনের বয়স নির্ধরণ করা হলো সেটিতো ইহুদী নাসারাদের আবিষ্কার, যাদের মুসলিমরা ওয়াজ- নশীয়তে উঠতে বসতে গালায়, অভিসম্পাত করে ঠিক তাদের দ্বারা এই পরীক্ষা করা ইসলাম কতটা পারমিট করে?

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২

নাফাজি বলেছেন: আপনার মন্তব্য করার উদ্দেশ্য হলো, বিতর্ক উস্কে দেয়া, কোন ভালো কিছুর মাঝেও খারাপ কিছু খুজে বের করার চেষ্টা করা। আমি ব্যক্তিগতভাবে এ ধরণের মানুষকে ভয়ঙ্কর রকমের অপছন্দ করি। আপনি ভালো করে ভিডিও দুটি দেখুন, মন দিয়ে শুনুন। অধ্যাপক ডেভিড থমাস কি বলেছেন, সেটা ভালোমত বোঝার চেষ্টা করুন। আপনার ইসলাম মেনে চলতে সমস্যা হলে সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি একজন মুসলিম এবং এ কারণে আমি খুবই গর্ববোধ করি। ধন্যবাদ।

১১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

সেলিম জাহাঙ্গীর বলেছেন: এইহলো আপনাদের মত ধার্মীকদের দোষ, সূরা মাউনের মত সব কিছু আপনারা করেন লোক দেখানোর জন্য। আপনার ধারনা আমি ধর্ম করিনা? আমি যে প্রশ্ন গুলো আপনাকে করেছি এগুলোতো অবান্তর নয়। কিছু ধর্মান্ধ মানুষতো আছে যারা এই বিষয় গুলোকে নিয়ে ধর্মে ঝড় তোলে। সত্য কথা বললাম আর আপনি রাগ করলেন? বেশ আর কিছু বলবো না।

আলোতে থাকুন
ভালোতে থাকুন।----------------শুভেচ্ছা রইলো।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৬

নাফাজি বলেছেন: আমার কর্মকান্ড লোক দেখানো নাকি আল্লাহ্ কে সন্ত্তষ্ট করার জন্য, সেটা বিচার করার দায়িত্ব আল্লাহ্ নিশ্চয়ই আপনাকে দেননি। আপনি ইসলামের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, ফিকহ শাস্ত্র, হাদীস ও কুরআন নিয়ে আরো পড়াশুনা করুন। আমিও চেষ্টা করছি। ধন্যবাদ।

১২| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২

সেলিম জাহাঙ্গীর বলেছেন: নাফাজি আরও একটি পুরনো কোরআন আছে আমার জানামতে দেখুন লিংক দিলাম পারলে দয়াকরে দেখবেন।
http://www.osmaninagarnews24.com/2015/04/23/জার্মানিতে-১৪-শ-বছরের-পু/

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০

নাফাজি বলেছেন: আপনি দয়া করে আপনার নিজের ব্লগে লিখুন। এখানে মন্তব্য করে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনার যদি মনে হয় আপনার জ্ঞান যথেষ্ট, আর জানার দরকার। তাহলে তো চমৎকার। আমার কিছুই বলার নেই। আপনি তো দেখছি ঠিক মত লিন্ক শেয়ার করতেও শেখেননি।

১৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

সেলিম জাহাঙ্গীর বলেছেন: হযরত ওসমান (রা:)’র হাতে লেখা রক্তমাখা কোরআন শরীফ ঢাকায়!
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্বপ্রান্তে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ও অন্যান্য বইয়ের সংখ্যা ১ লাখ ১০ হাজারেরও বেশি।
এর মধ্যে ৩টি উলেস্নখযোগ্য দুর্লভ সংগ্রহ হল- ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা.) এর হাতে লেখা এবং তার শরীরের পবিত্র রক্তমাখা এক কপি কোরআন। ৬১ কেজি ওজনের পৃথিবীর সর্ববৃহৎ হাতে লেখা এক কপি কোরআন এবং ২ ধশমিক ৩৮ গ্রাম ওজনের ক্ষুদ্র এক কপি মুদ্রিত কোরআন। এ ৩ কপি কোরআনই রাখা হয়েছে ইসলামিক ফউন্ডেশন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় একটি কাঁচঘেরা শোকেসে। আশ্চর্যের বিষয় হল, লাইব্রেরিতে নিত্য আসা পাঠকদের মধ্যে হাতে গোনা দু-চার জন ছাড়া অন্য কেউ এ ৩ কপি কোরআন সম্পর্কে কিছুই জানেন না। ১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে স্থান পাওয়া হযরত ওসমানের (রা.) হাতে লেখা কোরআনের কপি কীভাবে লাইব্রেরিতে স্থান পেয়েছে তার কোনও সঠিক তথ্য নেই। সংশিস্নষ্টদের দেওয়া অনুমাননির্ভর তথ্য অনুযায়ী পাকিসত্মানের প্রেসিডেন্ট আইয়ুব খান রাশিয়ার তাসখন্দের গভর্নরের কাছ থেকে হযরত ওসমানের হাতে লেখা পবিত্র কোরআনের দুটি কপি উপহার হিসেবে পেয়েছিলেন। ’৭০-এর দশকের কোনও এক সময়ে তিনি তার একটি কপি বায়তুল মোকাররম মসজিদের কোনও কর্মকর্তাকে দিয়েছিলেন। এ কপিটিই ১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে স্থান পায়। ৩৭২ পৃষ্ঠার এ কপিটির ওজন সাড়ে ৭ কেজি। প্রস্থ ১ ফুট, দৈর্ঘ্য ১০ ইঞ্চি। উ”চতা ৩ ইঞ্চি।

৬১ কেজি ওজনের পৃথিবীর সর্ববৃহৎ হাতে লেখা কোরআনটি ৮ বছরে (১৯৮১-৮৯) লিখেছেন রাজশাহীর মোহাম্মদ হামিদুজ্জামান। ১১শ পৃষ্ঠার এ কোরআন শরীফের দৈর্ঘ্য ২ ফুট ৫ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ১১ ইঞ্চি। উ”চতা ৯ ইঞ্চি। জানা গেছে, হামিদুজ্জামান কোরআনের এ কপিটি ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে হসত্মামত্মর করেন। এ জন্য তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১০ হাজার টাকা সম্মানি দেওয়া হয়। পরে তিনি কপিটি ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির জন্য উপহার দেন। মাত্র ২ দশমিক ৩৮ গ্রাম ওজনের সর্বক্ষুদ্র এবং মুদ্রিত কোরআনের কপিটি ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরির জন্য উপহার দেন ঢাকার উত্তর মুগদাপাড়ার বাসিন্দা জহির উদ্দিন আহমেদ। তিনি কোথা থেকে এটি সংগ্রহ করেছেন তার কোনও তথ্য পাওয়া যায়নি। মাত্র ১ ইঞ্চি দৈর্ঘ্য ও পৌনে এক ইঞ্চি প্রস্থের এ কপিটির উ”চতা মাত্র ০ দশমিক ৭ মিলিমিটার।

http://www.somewhereinblog.net/blog/nafaji/30056110

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

নাফাজি বলেছেন: বিবিসি, সিএনএন, রয়টার্স, আলজাজিরা এদেরকে এ সংবাদটি দিন। আপনি কি রিপোর্ট দুটি দেখেননি? রিপোর্টে উল্লেখ আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন অ্যাক্সিলেরেটর ইউনিটে এই পরীক্ষা চালানো হয়। রেডিও কার্বন ডেটিং সম্পর্কে দয়া করে পড়ে দেখবেন কি? আপনার সুবিধার জন্য Radiocarbon Dating: An Introduction এই লিন্ক শেয়ার করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.