নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ারিশ আজাদ নাফির উঠোন

আমি একটু থামি। আমি বুঝি, আমি বোঝার চেষ্টা করি। আমার কোন আফসোস নেই, নেই অভিযোগ। আমি শুধু আমার লোক

আহারে বেচারা

আমি নরাধম অধার্মিক প্রেমিক। প্রেম, রাষ্ট্র , সমাজ, সিসটেম যার কাছে তালগোল পাকিয়ে গোলগাল কিছু একটা হয়ে গেছে

আহারে বেচারা › বিস্তারিত পোস্টঃ

অপারেশন জ্যাকপট- বাঙালি সুপারম্যানদের কান্ড

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৩

আমার এক আমেরিকান বন্ধু আছে নাম রবার্ট। ব্যাটা বহুত অহংকারী পাবলিক। নিজেদের সামরিক শক্তি নিয়ে অনেক অহংকার করে। এই সেদিন কথা হচ্ছিল

বন্ধু- ইউ ন উই হ্যাভ ফিফথ জেনারেশন ফাইটার প্লেন।

আমি- ব্যাটা থাম, অপারেশন জ্যাকপটের নাম শুনেছিস

বন্ধু- ইন ইরাক ওর আফগানিস্তান

আমি- ইরাক ও না আফগানিস্তান ও না। বাংলাদেশ।

বন্ধু- হোয়াট ?

আমি- চার ঘন্টায় ২৬ টা জাহাজ ডুবাইয়া দিছিলাম উইদাওট এনি মিসাইল

বন্ধু- অসম্ভব



হা করে ঘটনা শুনল সে। অবশ্য তার দোষ কি। আমাদের পোলাপাইন অনেকেই জানেনা অপারেশন জ্যাকপটের কথা। তেল্লিশ বছর আগে ১৫ই অগাস্টের সে রাত।



অপারেশন জ্যাকপট। টার্গেট চট্টগ্রাম, মংলা,চাদপুর, নারায়ণগঞ্জ দেশের সবগুলো সমুদ্র ও নদী বন্দর। সুইসাইডাল অপারেশন ছিল। প্রত্যেক কে একটা ফর্মে সই করতে হয়েছিল যাতে লেখাছিল "আমি দেশের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে সম্মত হয়েই এই প্রশিক্ষণ গ্রহণ করছি, আর যুদ্ধে আমার মৃত্যু ঘটলে কেউ দায়ী থাকবে না।"







ডেটলাইন ১৫ ই অগাস্ট রাত , রাত ১ টা

সাবমেরিনার ওয়াহিদ চৌধুরী তার দল নিয়ে কর্নফুলি নদীর তীরে পৌছে যান রাত সাড়ে এগারোটার মধ্যে। ঠিক একই সময়ে মংলা বন্দরে কমান্ডার আমিনুর খসরুর নেত্তৃত্তে পৌছে যায় আরেকদল কমান্ডো। চট্টগ্রামে কমান্ডার ওয়াহিদ চৌধুরী সবার উদ্দেশে বললেন, 'শোনো কমান্ডোরা, বন্দরের দিক থেকে কর্ণফুলীর পানিতে মাঝেমধ্যেই সার্চলাইট ফেলে সতর্কতামূলক গুলি করা হয়। কারো শরীরে সেই গুলি লাগলে চিৎকার না করে সঙ্গে সঙ্গে পানিতে ডুবে যাবে। এখনো সময় আছে, কারো ভয় লাগলে অপারেশন থেকে সরে দাঁড়াও। আই রিপিট দিস ইজ এ সুইসাইডাল অপারেশন। '



এদিকে মংলায় তখন ২৪ জনের দল ৬ জন করে ভাগ হয়ে মাইন লাগাতে নেমে গেছে পানিতে। রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রামে প্রথম বিস্ফোরণ ঘটে। তারপর একে একে সব গুলো মাইন বিস্ফোরিত হয়। একই সাথে চাদপুর আর নারায়ণগঞ্জে ফাটতে শুরু করে মাইন। মংলায় ৬.৩০ মিনিট থেকে মাইনগুলো ফাটতে শুরু করে।এঁকে এঁকে ডুবে যায় পাকিদের রসদ অস্ত্র গোলাবারুদ বাহি ২৬ টা জাহাজ যার মোট ওজন ছিল ৫০৮০০ টন। চারঘন্টার ব্যাবধানে পাক বাহিনীর নৌ সেক্টরকে পানিতে ডুবিয়ে দেয় মাত্র দুইশ জনের একদল কমান্ডো। কোন আধুনিক অস্ত্র ছাড়াই। আত্মঘাতী অপারেশনে প্রাণ দেয় বিশজন কমান্ডো।







এ ঘটনার চল্লিশ বছর পড়ে ঢাকা থেকে এক ডাক্তার যায় নৌ কমান্ডো ফজলুর রহমানের কাছে। সাথে একটি ক্যামকর্ডার। ফজলুর রহমানের হতদ্ররিদ্র অবস্থা দেখে ডাক্তার বলেন 'এই যে যুদ্ধ করলেন,কি পাইলেন? দেশ স্বাধীন করলেন অথচ এখন এই বয়সে ও আপনে ঠেলা গাড়ি চালান, পুকুর পাড়ে ভাঙ্গা ঘরে থাকেন”।

ফজলুর রহমানের ভাবলেশ হীন উত্তর “ বিল্ডিং দেওনের লাইগ্গা তো আর দেশ স্বাধীন করি নাই। আমরা আসিলাম সুইসাইড টিম। মরনের লাইগ্গা যুদ্ধ করছি। বাইচ্চা যে রইছি , স্বাধীন দেশটারে দেখলাম, এইডাইতো বেশী”।



তেতাল্লিশ বছর আগে একাত্তরের পনের অগাস্টের রাতে ফজলুর রহমানরা শুধু মাত্র মাইন দিয়ে ৫০০০০ টন জাহাজ অস্ত্র গোলাবারুদ ধ্বংস করে দেয়। প্রজন্ম অবশ্য আই হেইট পলিটিক্স। মুক্তিযুদ্ধ তাদের কাছে পলিটিক্স। ডার্টি থিংস। থ্রিডিতে অ্যাভেঞ্জার দেইখা সন্তুষ্ট। টম ক্রুজ থেকে সালমান খানের মাসল দেইখা পাগল হয়। মিশন ইম্পসিবল থেকে দাবাঙ্গের স্পেশাল ইফেক্ট দেইখা উহ আহ করে। জানেনা আমাদের জন্মটাই মিশন ইম্পসিবল ছিল। বুঝেনা আমাদের স্পেশাল ইফেক্ট লাগেনা,আমরা শত্রুর এল এম জি দিয়া শত্রুকে খুন করি

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৯

অরণ্যতা বলেছেন: আমাদের জন্মটাই মিশন ইম্পসিবল ছিল।

২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১২

তারছেড়া লিমন বলেছেন: প্রিয়তে নিলাম ভাই........

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪২

সচেতনহ্যাপী বলেছেন: ভাল থাকুন ভাই। অজানা তথ্য শেয়ার করর জন্য।। আমাদের মিশনটাই ছিল যে.ইম্পসিসবল।।

৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৬

নতুন বলেছেন: আমাদের জন্মটাই মিশন ইম্পসিবল ছিল।++++

প্রিয়তে রাখলাম... এই কাহিনি জানা ছিলো না আমার...

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৪

রাজিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য। যারা মুক্তিযোদ্ধা তারা তাদের কাজ করেছেন এবং এরপর আমাদের পালা। ফজলুর রহমানের ভাবলেশ হীন উত্তর “ বিল্ডিং দেওনের লাইগ্গা তো আর দেশ স্বাধীন করি নাই।' এই চেতনা আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
আশা করি একদিন অপারেশন জ্যাকপট নিয়ে হলিউডে চলচিত্র বানানো হবে।

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

শার্লক_ বলেছেন: প্রজন্ম অবশ্য আই হেইট পলিটিক্স। অবশ্যই সেটা এখনকার পলিটিক্স বুঝাইছে, অনেকেই এই ব্যাপারটা বুঝে না। তারা কেন এইটা বুঝে না (নাকি না বুঝার ভান করে ) সেইটা আবার আমি বুঝি না।

এই ঘটনাগুলি অল্প বিস্তর জানতাম এখন পুরোপুরি জানলাম। ধন্যবাদ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২

জনাব মাহাবুব বলেছেন: আগে জানতাম না। এখন আপনার পোষ্ট পড়ে জানতে পারলাম।

এতবড় ঘটনা কিভাবে অপ্রকাশিত থাকে। :|| :|| :||

৮| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

ড. জেকিল বলেছেন: মুক্তিযুদ্ধের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ অপারেশন। কে কে ছিলো, তারা এখন কোথায় আছে, যারা মারা গেলেন তারা কিভাবে মারা গেলেন এইসব জানতে পারলে আরো ভাল লাগতো!

৯| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬

রায়হান(তন্ময়) বলেছেন: ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য। নিচের লিংক দুটি তে আরো তথ্য পাওয়া যাবে।

লিংক ১

লিংক ২

১০| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

বোকামানুষ বলেছেন: তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আর আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্টের জন্য

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: কিংবদন্তীর ঘটনা। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: গর্বের কাহিনী অসাধারণ সুন্দর করে লিখেছেন।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

আহারে বেচারা বলেছেন: ধন্যবাদ সবাইকে। অপারেশন জ্যাকপটের বিস্তারিত আরো তথ্যসহ একটা পোষ্ট দেয়ার ইচ্ছে আছে

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

সবুজ স্বপ্ন বলেছেন: যারা বুকে বমা নিয়ে মুক্তি অরজন করেছিল তারা বা তাদের পরিবারের বরতমান হাল হকিকত জানালে ভাল হত

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

ইমরান আশফাক বলেছেন: অপারেেশন জ্যাকপটের ইতিহাস অল্পবিস্তর জানতাম কিন্তু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম, এটি পাঠ্যবইতে অন্তর্ভূক্ত করা উচিৎ। আপনাকে ধন্যবাদ।

আর বর্তমানের হাইব্রিড প্রজন্মকে দেখলে মাঝে মাঝে মনে এরা বুঝি সংশোধনের অযোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.