![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
প্রতিবার সব ঠিকঠাক হয়েও মেয়ে দেখে বিয়েটা ভেঙে যায় । 'কালো' মেয়েটি বুকে বালিশ দিয়ে কাঁদে...
'নোঙরা রঙের মেয়েদের এত সহজে শ্বশুরবাড়ি দেখা হয়না' নিয়ম করা এ সহজ সত্যটি মেনে নিতে তাদের যত অনিয়ম !!!
.
ভারতীয় মানুষগুলোর মাথাতে প্রথম কবে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে 'সাদা-কালো' রঙের দ্বন্ধ চেপেছিলো কি জানি !
.
অথচ বাঙালী নারী বলতে আমার মানসপটে কোন শ্বেতশূভ্র মেকাপ করা কন্যার ছবি ফুটে উঠেনা, বরং ফুটে উঠে প্যাঁচিয়ে সাদাশাড়ি পড়া একটা কালো বধু কথা, যার বাঁকা কাখে থাকে মাটির কলসি ।
তার শ্যামল বরণ মুখ থেকে উপচে পড়ে এক সাগর মায়া... আর চোখ থেকে উপচে পড়ে পদ্মার জলের মতো টলমলে আবেগ ...
এ অসাধারণ দৃশ্য বুকে ধুক করে লাগে । আমার কালো মার কথা মনে পড়ে, যার মুখে ভালোবাসার হদীস করতে গিয়ে সুগভীর ক্লান্তি এসে বুকে জমে... মনে পড়ে আমার শ্যামলবরণ বোনটির কথা গভীর জ্বরে যার নরম হাতের স্পর্শে গায়ে আর অসুখ লাগেনা ।
.
কালো মেয়েটি আমার বোন, কালো মেয়েটি আমার মা, কালো মেয়েটি আমার প্রেমিকা...
কালো মেয়েটিই আমার বাংলা মায়ের সুদর্শনা কন্যা !!!
.
পৃথিবীর সব মায়াবতী মায়েরা ভালো থাকুক !
মায়াবতী বোনেরা ভালো থাকুক !
পৃথিবীর সব মায়াবতী মেয়েরা ভালো থাকুক !!!
©somewhere in net ltd.