নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু করে বোকা, বেশি করে উদ্ভট !

কবির নাঈম

খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।

কবির নাঈম › বিস্তারিত পোস্টঃ

এগিয়ে নেবার গল্প নিজেকে

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৬

হতাশার ক্ষুদ্র ক্ষুদ্র বিভৎস কীটগুলো যখন আপনাকে তিল তিল করে ক্ষত করতে থাকবে, বারবার উঠে দাঁড়াতে গিয়েও যখন আপনি ভেঙে পড়বেন... রাত পোহাবার আগেই যদি আপনার মৃত্যু এসে উপস্থিত হয়, সূর্যের উষ্ণতার তৃষ্ণা আপনার মনকে মরুপথিকের উদভ্রান্ত জলচাতক দৃষ্টির মতো করে তোলার পরেও ভাববেননা , 'সব শেষ' ।
মানবজীবনে শেষ বলে কিছুই নেই । শুধু জিততে জানা পোরুষত্য না, কাপুরুষতা ! আঘাত না পেলে মনে জোর অসেনা, অস্ত্রে ক্ষিপ্রতা আসেনা । সাফল্যের শেখরে পৌছতে হলে বারবার পাদদেশে গড়িয়ে পড়ার পরও উঠে জানতে হয় !
ব্যার্থতাই সুখ, ব্যার্থতাই জীবনের শুরুর পথের পাথেয়...!
.
অনেক আঘাত নিয়ে পায়ে সাইকেল চালাতে শিখে গিয়েছিলাম একদিন... নাকে মুখে জল খেয়ে একদিন আমি সাতারও শিখে গিয়েছিলাম । সবাই যখন বলতেছিলো আমি A grade পাবো কিনা সন্দেহ আমি দেখিয়ে দিয়েছিলাম আমি Golden A+ এর যোগ্য, শুধু তাই না, ট্যালেন্টপুলে বৃত্তিরও যোগ্য ।
ওরা যখন বলেছিলো, আমার কবিতা শুধু কিছু মেয়েলি লেখালেখি, আমি কিছু বলিনি । শুধু লিখে গেছি । আজ অমি লিখতে জানি । আমার নোঙরা মস্তিষ্কেই এখন অব্যার্থ শব্দরা ছুটে ।
অহঙ্কার করে বলছিনা, নিজেকে সান্ত্বনা দিয়ে বলছি, হতাশার কিটকে আমি কখনও মস্তিষ্কের থকথকে স্বাদ পেতে দেইনি, ব্যার্থতাকে আমি আঘাতের মতো পেয়ে অস্ত্রের মতো তুলে ধরেছি অনেকবার । আরও অনেকবার দেখানোর ইচ্ছে...!
.

পথ এগুতে গেলেই অনেকে নিরুৎসাহ করবে । আপনার না পারাটা আপনাকে বারবার হতাশ করবে । আপনার নির্বোধ মগজ আপনাকে লজ্জা দিবে । অনেকের তিরস্কার শুনতে হবে । বারবার আঘাতও পেতে হবে । তিরস্কার করা মানুষগুলো যে শত্রু তা না । ভালো চাই বলেই বারবার তাদের তিরস্কার । কারণ তারা জানে, ' তিরস্কার জিদ তৈরী করবে মনে, এগিয়ে যাবার প্রেরনা আসবে প্রানে ।' '
.
যা ছিলো তা অতীত, যা আছে তা বর্তমান । আর যা হবে তা ভবিষ্যৎ । ভাগ্য তার পুরোটা জুড়েই... তবুও থেমে থাকা জীবনের ধর্ম না, চ্যালেঞ্জ নিতে জানতে হয় । নিজের সাথে নিজের, নিজেকে অতিক্রম করার চ্যালেঞ্জ । বারবার আমি দেখিয়ে দিয়েছি, আবার চাচ্ছি দেখাতে , "আমিও জিতে দেখাতে জানি"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:



শুনতেছি, আরো বলেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.