![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
"তুমি চেয়ে অছো তাই
আমি পথে হেঁটে যাই...
হেঁটে হেঁটে বহুদূর...
বহুদূর যেতে চাই !"
.
কিংবা,
.
"আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারা বেলা বন্ধ জানালা ।"
.
.
গানের এ কলিগুলোর সাথে পরিচিত না বর্তমানে এমন যুবক বা কিশোর খুব কমই খুঁজে পাওয়া যাবে । অত্যান্ত জনপ্রীয় এবং উচ্চমানের এ গানগুলো বর্তমান বাংলাদেশ প্রথম সারীর ব্যান্ড শিরোনামহীনের । সবার কাছে যদিও সমভাবে সমাদৃত নয় তবুও এ ব্যান্ডটিই বর্তমান বাংলাদেশের সেরা একটা ব্যান্ড বললে ভুল হবেনা । আমি কথাটা এমনিতেই বলছিনা । নিচে আমার যুক্তিগুলো পড়লে আপনারও এমনটাই মনে হতে পারেঃ
.
.
⏩শিরোনামহীনের শ্রেষ্ঠত্বের প্রধান যে যুক্তিটি হতে পারে তা হলো এদের খুব টাচি লিরিক্স। ব্যাপারটা হয়তো হাস্যকর লাগতেই পারে । একটা গানের ব্যান্ডকে তাদের সুর দিয়ে না বরং কথা দিয়ে সেরা প্রমান করার যুক্তি একটু হাস্যকরই বটে ।
তবে, তাদের গানগুলো ভালোভাবে শুনলে আপনার হাসির রেশ এখানেই কেটে যেতে পারে ।
কবি শামসুর রহমানের কবিতায় বারবার উঠে এসেছে শহরের কথা, ভুলে যাওয়া উপন্যাস, শেওয়ালপড়া দেয়াল আর দেয়ালে বন্দী শহুরে মানুষের কথা । তাকে তাই নাগরিক কবি বলা হয় । ঠিক একইভাবে শিরোনামহীনের গানের কথায় এবং সুরে বারবার উঠে আসে শহুরে বিষন্নতা, নাগরিক জীবনবোধের প্রসঙ্গ । নাগরিক ব্যান্ড বলাই যায় শিরোনামহীনকে ।
.
⏩দুই নম্বরে আসবে তাদের সুর । জিয়াকে প্রায়ই দাবী করতে শোনা যায়, 'শিরোনামহীন কাওকে ফলো করেনা ।' তাদের গানের সুরগুলো এবং যন্ত্রসংযোজনা এ কথাটি বারবার প্রমান করে । সরোদ, দোতারার মতো দেশীয় বাদ্যযন্ত্রের সাথে বেজ গিটার বা ড্রামের যে দারুন কম্বিনেশন তা তাদের গানকে নিয়ে যায় ভিন্ন এক পর্যায়ে । মাঝেমধ্যে সত্যিই অবাক লাগে, এমনটা কেমন করে সম্ভব !
.
⏩গ্যাব্রিল গার্সিয়া মার্কেজ বা হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো যারা পড়েছেন কিংবা Dark City , Stalker, Dreamscape এর মতো movie গুলো যারা দেখেছেন magic realism বা pshychic এর সাথে তারা পরিচিত । মূলত দুটি একই অর্থই প্রকাশ করে... যখন লেখার মাধ্যমে কোন জাদু বা অবাস্তবকে বাস্তবের মতো করে দেখানো হয় তা Magic realism আর মুভিতে তা দেখানো হলে Psychic । ঠিক এ ব্যাপারঠাকেই গানের ভেতরে প্রথম টেনে এনেছে শিরোনামহীন, বিশ্বের ইতিহাসে এমন চেষ্টা আর কেউ করেনি বলেই জানি । 'পাখি ' গানটা বা 'আবার হাসিমুখের' প্রথম পঙ্কতিগুলো শুনলে ব্যাপারটা মাথাতে ঢুকবে ।
.
⏩শিরোনামহীনের শ্রেষ্ঠত্বের সর্বশেষ যুক্তিটি হতে পারে এদের স্বকীয়তা । এরা আসলে কিরকম গায়? কোন জনরার গান গায়?
হেভি মেটাল?
থ্রাশ মেটাল?
প্রোগ্রাসিভ মেটাল?
সাইকেডেলিক রক?
ইউরোপিয়ান ক্লাসিক?
নাকি এদের সবগুলো??? বা কিছুইনা!!!
.
ফেসবুকে আমি: কবির নাঈম
©somewhere in net ltd.