![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
দিনে কয়েকবার করে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোটের উপরে ক্রমশ স্পষ্ট হয়ে আসা গোফের রেখা দেখে ছেলেটি লজ্জা পায়...
স্কুল থেকে ফিরে এসে পা'জামাতে রক্তের দাগ দেখে আঁতকে উঠে মেয়েটি...
.
ঘুম হয়না রাতে...
পড়ার বইয়ে, নাস্তার টেবিলে, স্যারের লেকচারে কিছুতে কিছুই মন বসেনা ।
চেনা মুখের হাসিগুলোও নতুন লাগে, ধুক করে উঠে বুকে; পাশে বসা সহপাঠিনিকে ভালো লেগে যায়; সিনিয়র আপুর চশমার আড়ালের চোখজোড়া বারবার দেখতে ভালো লাগে; অচেনা কোন কিশোরের এলোচুলের নিচে স্ফীত মুখখানা ভালো লাগে; অর ভালো লাগে ভাবতে... সে আকাশ পাতাল ভাবনা, আকাশকুসুম স্বপ্ন, রাজকন্যে আর রাজকুমারের স্থুল রোমান্টিক স্বপ্ন...
অদ্ভুত এক সুখের আচ্ছন্নতায় ছেয়ে ফেলে পুরো জীবন ।
.
বয়সন্ধিকাল...!
.
মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে GnRH ক্ষরন হয়, ছোটশিশুগুলো আচমকা বড় হয়ে যায় । টেস্টোস্টেরনের অ্যান্ড্রোজনের নিঃসরণে মুখজুড়ে সুক্ষ লোমগুলো ঘন হয়ে আসে, গোফ দাঁড়ির রূপ নেয় । শিশুসুলভ চেহারাগুলো ছেয়ে যায় কেমন গাম্ভির্যতায় ।
.
খুব বেশিদিন আর আচ্ছন্নতা থাকেনা, স্বপ্নের ধোঁয়াশে জগৎ পরিষ্কার হতে বেশি সময় লাগেনা ; চোখে পড়ে রূঢ় বাস্তবতা ।
প্রাপ্তি-প্রদান, চাওয়া-পাওয়া, মান-অভিমান, দায়িত্ব-কর্তব্য আর লক্ষ্য উদ্দেশ্যের একটা চক্র জীবনকে ঘিরে ধরে ।
.
বয়সটির নাম কৈশোর...
বয়সটি কৈশোর, সংশয়ের বয়স, দিধার বয়স, বড় হয়েও না হওয়ার বয়স, ক্লান্তিহীন স্বপ্ন দেখার বয়স...
কৈশোর অনুভূতি নিয়ে লেখার মতো সামর্থ্য আমার নেই; কখনও চেষ্টা করি... সে একটা সময়ের কথা বলতে, যখন আমি বড় হয়ে গিয়েছিলাম ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৯
আব্দুল্লাহ-আল মামুন বলেছেন: সেরা লিখা ছিলো।।।