![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
অবশেষে 'মহেঞ্জোদাড়ো' সিনেমাটি দেখলাম । হল রেকর্ডিং দেখার ইচ্ছে ছিলোনা বলেই এতদিন দেখা হয়নি ।
.
ষষ্ঠ শ্রেণিতে পড়া সিন্ধু সভ্যতা সাথে সম্পৃক্ত থাকায় মহেঞ্জোদাড়োর ট্রেইলার দেখার পর থেকেই সিনেমাটি দেখার প্রচুর ইচ্ছে কাজ করছিলো । আর এমনিতেই ইতিহাসনির্ভর যেকোন কিছুর প্রতি একটা টান আমার সবসময়ই ছিলো ।
.
.
২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত মহেঞ্জোদারো শহরটি ছিল প্রাচীন সিন্ধুসভ্যতার বৃহৎ নগরগুলোর মধ্যে অন্যতম এবং বিশ্বের প্রাচীনতম শহরগুলির উল্লেখযোগ্য ,প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। সিন্ধু সভ্যতার আরও কিছু শহর লথাল, হরপ্পা (মুভির কাহিনীতে হরপ্পারও সংযুক্তি রয়েছে কিছুটা) ইত্যাদির মধ্যে মহেঞ্জোদাড়ো ঐ সময়ে পুরকৌশল ও নগর পরিকল্পনায় শ্রেষ্ঠ ছিল । তাদের পুরাকৌশল এখনও গবেষকদের অবাক করে । ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ১৯ শতাব্দীতে সিন্ধু সভ্যতার প্রায় আকস্মিক পতন ঘটে এবং মহেঞ্জোদাড়ো পরিত্যক্ত হয়। এই আকস্মিক পতনের জন্যে গবেষকরা উপর্যুপরি বন্যা ও নদীভাঙনকে দায়ী করেন ।
.
মহেঞ্জোদাড়ো সিনেমাতে মহেঞ্জোদাড়োর ইতিহাসের হুবহু প্রতিফলন না ঘটলেও ইতিহাসের উপর নির্ভর করে আংশিক রোমান্টিক এই সিনেমাতে যোগ করা হয়েছে কল্পকাহিনী । বলিউডে যদিও ভালো ছবি খুব একটা হয়না, তবে এই সিনেমাটি মনে বেশ দাগ কেটেছে। হৃতিকের অভিনয় নৈপুন্য অবাক করেছে । তবে নায়িকা পূজা হেগড়ের অভিনয় খুব একটা ভালো লাগেনি, রোমান্টিক সংলাপ আওড়াচ্ছে নাকি বিটিভির সংবাদ পাঠ করছে সে বিষয়ে কিঞ্চিৎ সংশয় ছিলো । 'মাহাম' হিসেবে কিরন বেদিকে বেশ মানিয়েছে এবং জিসম ২ খ্যাত অরুনদয় সিং এর নিরামিষ চেহারাকেও এখানে 'মুঞ্জা' (মাহামের পুত্র) চরিত্রে খুব একটা খারাপ লাগেনি ।
চিত্র নাট্য, গল্প এবং পরিচালনা বেশ ভালো ছিলো । পেছনের সুর সঙ্গীত করেছেন এ.আর. রহমান, তাই তা নিয়েও কোন মন্তব্য নেই। তবে সংলাপ গুলো খুব একটা মন কাড়েনি । সংলাপ লিখেছেন প্রিতি মামগাইন ।
উল্লেখ্য যে, ছবিটির নির্মানব্যয় ছিলো ₹১০০ কোটি এবং এই নাগাদ এটি মোট ₹১০৭.৫৪ কোটি আয় করেছে ।
৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৬
কবির নাঈম বলেছেন: ধন্যবাদ আপনাকে ☺
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০০
রক্তিম দিগন্ত বলেছেন:
মুভিটাকে নিয়ে ইতিবাচক কোন রিভিউ শুনিনি। হৃতিক ছাড়া নাকি বাকিদের কারো অভিনয়ই ভাল না। ওয়ান ম্যান মুভি এটাও?
৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৭
কবির নাঈম বলেছেন: জ্বী, হৃতিক ছাড়া কারও অভিনয়ই অভিনয় বলার যোগ্য ছিলোনা ।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ছবি খুব একটা দেখা হয়না, শুভেচ্ছা জানবেন।
৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৭
কবির নাঈম বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩
বিলিয়ার রহমান বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে!