![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
রক ব্যান্ডের ইতিহাসে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল এবং সংগীতাঙ্গনে সবচেয়ে প্রভাবশালী ব্যান্ডগুলোর একটির নাম-পিঙ্ক ফ্লয়েড । তাদের গানের কথা ও তাদের সাইকেডেলিক ও প্রোগ্রাসিভ রকের জন্যে তারা বিশ্ববিখ্যাত । তারা মূলত আর্ট রক, সাইকেডেলিক রক ও প্রোগ্রাসিভ রক জনরার গান গেয়ে থাকে ।
.
পিঙ্ক ফ্লয়েডকে বুঝতে হলে প্রসঙ্গত আসে আর্ট রকের কথা । আর্ট রক জিনিসটা আসলে কি!
খুব সহজ ভাষাতে বলতে গেলে আর্ট রক মানে প্রথাগত বিরোধী রক সঙ্গীত । রক সঙ্গীত প্রথমত যে কিশোর শ্রোতাদের জন্যে তৈরী হয়েছিলো তার থেকে বের হয়ে রক সঙ্গীতকে একটা ধ্রুপদী (ক্লাসিক) পর্যায়ে নিয়ে যাবার চেষ্টার জন্যে বারংবার পরীক্ষনের মাধ্যমে যে ঘরানার রক সঙ্গীত গড়ে উঠে তাই আর্ট রক । এক্সপেরিমেন্টাল রক, সাইকেডেলিক রক, অ্যাভান্ট-গ্রেট রক আর জাযের সমন্বিত রূপ থেকে আর্ট রকের উৎপত্তি , আর্ট রকে প্রথাগত এক্যুস্টিক বা ব্লুজ গিটারের পাশাপাশি নানা দেশীয় যন্ত্রও ব্যাবহার করা হয় ।
আর্ট রকের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরন বর্তমান বিশ্বে "ইল্যুভেইতি" ব্যান্ডটা । বাংলাদেশের আর্ট রক বললেই আসবে "জলের গান" এর নাম । শিরোনামহীনও তাদের সুর ও সঙ্গীতে কিছুটা আর্টিস্টিক ।
.
এরপর খুব সংক্ষেপে সাইকেডেলিক আর প্রোগ্রাসিভ রক ব্যাখ্যা করে দিচ্ছি । সাইকেডেলিক রক মানে ভাববাদী কথা সংবলিত রক সঙ্গীত আর প্রোগ্রাসিভ রক হলো সাইকেডেলিক রকের সাথে ফ্যান্টাসি, বিস্তৃত সুর আর সুরাচ্ছন্ন অনুভূতির সংযোজন ।
সাইকেডেলিক রক ব্যান্ডের মধ্যে বাংলাদেশে 'মনোসারনি'-র সমান কেউ নেই । আর বাংলাদেশে প্রোগ্রাসিভ রক মানেইতো আর্টসেল ।
.
যাইহোক পিঙ্ক ফ্লয়েড আসলে উপরের তিন ঘরানার সমন্বয়ে গড়া একটা অল্টারনেটিভ রক ব্যান্ড । তাদের বিস্তৃত লাইভ শো এনে দেয় তাদের অনন্যসাধারণ জনপ্রীয়তা সাথে তাদের গানের মধ্যকার দার্শনিক কথা আর স্বনিক পরীক্ষণ । তাদের সবচেয়ে বিখ্যাত গান Interstellar Overdrive এর কথা উদাহরণস্বরূপ দিলেমঃ
Dark cosmic void.
A neverending universe.
The final frontier.
So dark and mysterious.
I saw the dying sun,
As I waited for the night.
Now cold silence reigns,
Magic darkness domains.
Unfold thy secrecy.
A murky night, Without no moon.
No stars, just a cold vast endless gloom.
I descend into a world of shades.
The cryptic realms of doom.
As dark winds embraces.
The soul prepare the journey.
Into a lost universe of haze.
Let the ceremony begin.
The voyage to dimensions unseen.
In an interstellar overdrive.
Sacrifice the soul to the night.
Sopor mysteria, deep beyond.
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
কবির নাঈম বলেছেন: দুঃখিত! তথ্যটি ভুল ছিলো ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৪
কালীদাস বলেছেন: আহ! ব্লগে এখনও তাহলে রক গানের উপর পোস্ট আসে।
দ্যা ডার্ক সাইড অফ দ্যা মুন, আহা!!
পিন্ক ফ্লয়েডের খুব বড় ফ্যান আমি না, এদের গান ডিপ্রেসড অবস্হায় নার্ভে প্রেশার ফেলে
এনিওয়ে, এলুভেইতি আবার আর্ট রক গাইল কবে? কোনও গান স্পেসিফিকালি বলতে পারেন? আমি মুটামুটি ভালই শুনেছি এলুভেইতি, নিজেদের ফোক মেটাল দাবি করলেই আমার কাছে এদের মেলোডিক ডেথ মেটালের উপর এক্সপেরিমেন্টাল ব্যান্ডই মনে হয়েছে সবসময়।