![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
প্রেম করার একটা নিদারুন পার্শ্বপ্রতিক্রিয়া আছে । খুব কৌশলে এটি আপনাকে সামাজিকীকরনের প্রক্রিয়া থেকে সরিয়ে নিবে । প্রেমের মহান সংস্পর্শে, মাস কয়েকের ব্যাবধানে আপনি নিজেকে আবিষ্কার করবেন বড্ড অসামাজিক একজন যুবক বা যুবতী হিসেবে ।
এর কারণও রয়েছে । আপনি যখন প্রেমে পড়বেন বা প্রেম করবেন কোন এক অদ্ভুত কারণে প্রেমের সে একজন প্রিয়তমা ব্যাতীরেকে দুনিয়ার সব মেয়ের কথা-বার্তা, আচার-আচরন, আগ্রহ-অনাগ্রহ আপনার কাছে তিক্ত মনে হবে ।
প্রাথমিক পাঠের পর আবেগ যখন কাটতে থাকে সে তিক্ততাও কিঞ্চিৎ কাটেও বৈ কি ! প্রেমিক পুরুষগুলো নিজেকে সামাজিকিকরন অপরিহার্য প্রক্রিয়ার আওতাভূক্ত করতে উঠেপড়ে লাগেও বটে । কিন্তু তখন ঢের দেরি হয়ে যায় । বিপরীত লিঙ্গের কোন মেয়ের সাথে কথা বলতে বিব্রত বোধ , কারও অনেক আগ্রহের বিপরীতে শুধু অভিনয় , সাধারন কাছের মেয়ে বন্ধুর সংস্পর্শেও ভয় পাওয়া রোগের লক্ষনের মতো অপরিহার্য হয়ে যায় ।
মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে যায় । সামাজিক যোগাযোগ মাধ্যম আর ভয়েস ব্যান্ডের দূর্দান্ত গতি ও কম দামের এই যুগে এই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শুধু সহজতরই হচ্ছে ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
কানিজ রিনা বলেছেন: আজকাল প্রেম টাকা দিয়ে কিনা যায়।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২১
অয়ন নাজমুল বলেছেন: পোস্ট থেকে কিছুই শিখতে পারলাম না।