নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু করে বোকা, বেশি করে উদ্ভট !

কবির নাঈম

খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।

কবির নাঈম › বিস্তারিত পোস্টঃ

ব্ল্যাক ও ডেথ মেটাল টুকিটাকি

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

অর্থহীনের নিকৃষ্ট ৩ গানটা শুনেছেন? কি অদ্ভুত না! কড়া বেজ গিটারের শব্দ ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে এসে কানের বারোটা বাজায় । সাথে অশ্লিল কিছু কথা, কণ্ঠ যেন নর্দমা থেকে উঠে এসেছে । গান না, যেন শুরু থেকে শেষ কোন জন্তু জানোয়ারের চিৎকার ।
.
গানের এই উদ্ভট ঘরানার ও একটা নাম আছে । নাম ব্ল্যাক মেটাল । খুন, ধর্ষণ, শ্যাটানিজম অত্যাচার, ধর্মহীনতা, যৌনবিকৃতি,সামাজিক বৈষম্য, দর্শন, রহস্যময়তা বিষয়গুলোকে জোর করে শিল্পের ভেতরে ঢুকানো হয় এখানে । তাদের ভাষাতে যেটা চরম শিল্প নামে অভিহিত !
.
কড়া বেজের আওয়াজ, ড্রামের নিপুন বিট, আর পশুর মতো আওয়াজের একজন ভোকাল... ব্ল্যাক মেটালে যা শুধু চিল্লানো হয়, ডেথ মেটালে চিল্লানোর ফাঁকে গর্জন আর গালিগালাজও চলে । তার উপর ব্যান্ডের সদস্যরা মরা মানুষের মতো সাদা মেকাপ করে আসে, গায়ে রক্তমাখা থাকে । একসময়তো দর্শকদের দিকে কাঁচা শুকরের মাংসও ছুড়া হতো ।
.
এ গানগুলোকেতো শিল্পের ধারেকাছে মনে হয়না অবশ্যই, সাথে মনে হয় এই গানগুলো যারা শুনে তারাও সাইকোপ্যাথ । One Way Fear গানটা শুনে আমার ডেথ মেটাল শোনার সবরকমের ইচ্ছে চলে গেছে ।
.
মরবিড এ্যাঞ্জেল , ক্যারেবিড করপস সহ কিছু ডেথ মেটাল ব্যান্ডের ছবি দেয়া হলো, একা অই ভদ্রলোক মরবিড এ্যাঞ্জেলের ভোকাল!
(মেটালিকা থ্রাশ মেটাল গাই, আর আর্টসেলের গানগুলো প্রোগ্রাসিভ মেটাল । দুইটার নামের শেষে মেটাল থাকলেও প্রোগ্রাসিভ মেটাল আর ডেথ মেটাল অনেক তফাৎ, প্রোগ্রাসিভ মেটালের সাথে বরঞ্চ মেলোডিক ব্ল্যাক মেটালের কিছু মিল আছে) ,,

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

হিমু পাগলা বলেছেন: ধন্যবাদ ।কিছু জানলাম ।
আর নিকৃষ্ট তিন কিন্তু সেই একটা গান ।

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

কবির নাঈম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: ব্ল্যাক মেটাল গান মানে শুধুই সাইকোপ্যাথের মত চিল্লাচিল্লি না। এই গানেরও রয়েছে দর্শন, আছে ভালো-খারাপ রকমফের। দুই-একটি গান শুনেই পুরো জনরাটিকে বাতিল করে দেয়া ঠিক না। অবশ্য এটাও ঠিক যে এটির শ্রোতার সংখ্যা নির্দিষ্ট।

মানুষের মধ্যেই আছে পশু, আছে শয়তান, আছে দুর্বৃত্ত। ব্ল্যাক মেটাল চিৎকার করে এই সব অনুভূতির বশ্যতা স্বীকার করে নেয়।

যাই হোক, মিউজিক টেস্ট একেকজনের একেকরকম। তবে আমি একজন ব্ল্যাক মেটাল ভক্ত, কিন্তু সাইকোপ্যাথ না। তবে এটা ঠিক যে ব্ল্যাক মেটালের শিল্পীরা নানারকম ভায়োলেন্সে জড়িয়ে পড়ে। চার্চ জ্বালানো থেকে শুরু করে খুনের মত ঘটনাও তারা ঘটিয়েছে। এসব মূলত হয়ে থাকে নরওয়েতে। একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম এসব।

আর ভায়া, অর্থহীনের নিকৃষ্ট ৩ ব্ল্যাক মেটাল না।

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

কবির নাঈম বলেছেন: জ্বী, মানুষের রুচি অবশ্যই ভিন্ন ভিন্ন হতে পারে । আর কষ্ট করে নিকৃষ্ট ৩ কোন ঘরানার গান জানাবেন ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সৌরভসরকারমেটালহেড বলেছেন: আমি ডেথ মেটাল শুনি আমি কি সাইকো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.