![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
'স্টোর'-কে 'ষ্টোর', 'স্টিমার' কে 'ষ্টিমার' , 'স্টাইল' কে 'ষ্টাইল' আর 'স্টল' কে 'ষ্টল' লেখা পুরনো ভুল । সে চিন্তা তাই মাথা থেকে ফেলেই দিয়েছিলাম । কিন্তু চিন্তা মাথা থেকে ফেললেও, মাথাটা আর ফেলা গেলোনা। তাই ইচ্ছের বিরুদ্ধেই যখন তখন 'রেস্তোঁরা'-কে 'রেষ্টুরেন্ট' পড়তে হয়, 'ফ্রি' কে 'ফ্রী' পড়তে হয়, 'পুলিশ' কে 'পুলিস' আর 'রমযান' কে 'রমজান' পড়তে হয় । আমরা জীবনানন্দ 'দাশ' কে, 'দাস' বানাতে দুবার ভাবিনা, 'শ্রেণি' কে 'শ্রেণী' লিখতে মোটেও দ্বিধাবোধ হয়না । এমনকি আমরা হিসেববিজ্ঞানের উপর স্বাস্থ্যবান একটা বই লিখে তার প্রচ্ছদে 'নিউ গ্রিন' কে 'নিউ গ্রীণ' লিখতেও একদমই লজ্জিত হয়না ।
এখানেই শেষ নয় । আমরা পাছায় চুলকানি সহ্য করতে না পেরে হ্রস্বকে দীর্ঘ করি; আমরা 'সূচিপত্র' কে 'সূচীপত্র ' করি, 'পদবি' কে 'পদবী' করি, কিংবা 'কিংবদন্তি' কে 'কিংবদন্তী' উপাধি দিয়ে নিজেকে ধন্য মনে করি ।
আমরা 'আযান' কে 'আজান' লিখি, 'নামায' কে লিখি, 'নামাজ' , 'জোহর' কে 'যোহর' আর 'মুয়াযযিন' কে 'মুয়াজ্জিন' লেখার পর মাঝেমধ্যে সন্দেহ হয় আমাদের এ ভুলগুলো ইচ্ছাকৃত নাতো!
'রং' কে রঙ লিখি, 'সং' কে 'সঙ' লিখি, 'বৃষ্টি' কে নিয়ে কবিতা লিখতে গিয়ে ভুলে-চুলে 'বৃস্টি' কে নিয়ে লিখি, আবার 'বৃস্টি' কে প্রেমপত্র দিতে গিয়ে 'বৃষ্টি' কে সম্বোধন করে বসি ।
বানানে আমাদের ভুলের তালিকা নেহায়েৎ কম নয় । বলতে গেলে বিশাল সে এক ফিরিস্তি হয়ে যাবে । অথচ আমরা একটু সতর্ক হলেই এই ভুলের হার কমতে পারে ।
যে ভাষাতে কথা বলেন, তাকে একটু অন্তত ('অন্ততঃ' হবেনা) একটু ভালোবাসতে শিখুন । আসুন । আমরা সবাই শুদ্ধ বানানের ক্ষেত্রে আরেকটু সতর্ক হয় ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১২
সুমন কর বলেছেন: শুদ্ধ বানানের ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে হবে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১২
ক্লে ডল বলেছেন: কবে যে শুদ্ধভভাবে লিখতে পারব! খালি ভুলে যায়!
বহুল ব্যবহৃত কিছু ভুল বানান জানা হল। ধন্যবাদ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৩
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: আসুন । আমরা সবাই শুদ্ধ বানানের ক্ষেত্রে আরেকটু সতর্ক হয় ।
হইনা কে হয়না, হই কে হয়... এই ভুলও অনেককে করতে দেখি। তাতে পুরো বাক্যটাই শ্রুতিকটূ হয়। ( আপনার লেখায়ও এ ভুল আছে।)
৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা টপিক নিয়ে লিখছেন,, ধন্যবাদ
আমাদের অবশ্যই বানানে সতর্ক হওয়া উচিত
৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
কানিজ রিনা বলেছেন: চেষ্টা করা প্রয়োজন বানান গুলা ঠিক মত
লিখা। সচেতনতায় ধন্যবাদ,
৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২০
নূর আলম হিরণ বলেছেন: আপনি যে বাণান গুলির কথা লিখলেন প্রায় সবই ইংরেজি বা আরবী শব্দের বাংলা বাণান! এগুলি বাংলায় লিখতে গেলে একটু তারতম্য হবেই। তবে হ্রস্বকে দীর্ঘকার করার ভুল দৃষ্টিকটু লাগে।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
এই আমি রবীন বলেছেন: +
৯| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪
লোকনাথ বণিক বলেছেন: আমি বুঝতে পারছিনা আপনার বানান গুলো ঠিক কিনা?
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
কবির নাঈম বলেছেন: বাংলা একাডেমির প্রমিত বানানরীতি দেখে নিতে পারেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি মুর্খ, এসব মাথায় ঢোকেনা, এমনকি মুর্খ বানানটাও সঠিক কিনা বলতে পারছিনা