নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু করে বোকা, বেশি করে উদ্ভট !

কবির নাঈম

খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।

কবির নাঈম › বিস্তারিত পোস্টঃ

ধ্রুপদী কাতানা

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

'কাতানা' শব্দটি বর্তমানে জাপানিজ হিস্ট্রি বোইসড মুভি, মার্শাল আর্ট এন্ড আরপিজি গেম আর নানান সামরিক কৌশলের প্রচার ও প্রসারে মোটামুটি পরিচিত একটি শব্দ ।
অথচ এখনও অনেকেই জানেননা কাতানা আসলে কি । কেউ কেউ শব্দটা শুনেনইনি, কেউতো শুনেছেন কিন্তু জানেননা যে জিনিসটি কি, কতকজনের ধারনা কাতানা হলো তরবারির চাইনিজ প্রতিশব্দ । তাদের যে দুই একজন কাতানার মানে জানেন, তারাও হয়তো জানেননা এর পেছনের ইতিহাস । এই লেখাটা তাই সেই ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, ধ্রুপদী এবং হিংস্রাত্মক এক অস্ত্র কাতানাকে(ক্গাতানা) নিয়ে ।

বলা হয়ে থাকে বিশ্বের ইতিহাসে আজ অব্দি আসা সব তলোয়ারের মধ্যে সবচেয়ে উন্নত হলো জাপানি তলোয়ারসমূহ । আর জাপানি তলোয়ারের মধ্যে সবচেয়ে ধারালো এবং জনপ্রীয় তরবারির নাম কাতানা ।
ঈষৎ বাঁকানো , একদম পাতলা ব্লেডের এই তরবারিগুলোর দৈর্ঘ্য ২৩ থেকে ২৯ ইঞ্চির মধ্যে হয়ে থাকে, ওজন মোটামুটি ১-১.৫ কেজির মতো হয় । বিশালাকার তাচি বা একদম ক্ষুদ্র ওজায়োস্কির মতো দেখতে প্রায় একই হলেও এর সুক্ষ্ম এবং ধারালো ব্লেড আর এর আদর্শ দৈর্ঘ্য একে স্বতন্ত্র করে তুলেছে ।
তাছাড়া তাচির মতো কাতানার হাতল খুব দীর্ঘ নয় আবার একেবারে ক্ষুদ্রও নয় বরঞ্চ দুইহাতে ধরার জন্যে যতটুকু প্রয়োজন ততটুকুই এর দৈর্ঘ ।

কাতানা সম্পর্কে বহু উপকথা প্রচলিত আছে । যেমন- অনেকে বিশ্বাস করেন সামুরাই কাতানা দিয়ে যেকোন মানুষকে উলম্বভাবে দ্বিঘন্টিত করা সম্ভব ছিলো একদম অনায়াসেই ।
সামুরাই কাতানা আসলে কাতানার বিশেষ কোন প্রকার না । এই কাতানা ব্যবহার করতেন জাপানের সামুরাইরা । যাদের বলা হয় এশিয়ান নাইটস । নাইটসদের মতন এরা রাজার দেহরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, নাইটসদের মতোই এরা ছিলেন হিংস্র , ক্ষিপ্র আর উচ্চতর সামরিক বিদ্যাতে দক্ষ । ইংল্যান্ডের নাইটসদের মতো তারা আপাদমস্তক বর্ম পড়ে না ঘুরলেও শান্তি অবস্থাতে তাদের সাথে সবসময় থাকতো ছোট ছুরি ওজোয়োস্কি আর এই ধ্রুপদী কাতানা ।

বর্তমানে কাতানার ব্যবহার সহজলভ্য হয়ে গেলেও এই কাতানা সেই সামুরাইদের কাতানার মতো ধারালো নয় ।
কাতানার দেখা মিলে এমন মুভি, গেম বা শর্টফিল্মের পরিমান নেহাৎ কম নয় ।
রাশিয়ান প্রতিষ্ঠান নেক্কির শ্যাডো ফাইট ২ নামক গেমটিতে শোগুন , যে কিনা প্রকৃতপক্ষে একজন সামুরাই তাকে দেখা যায় কাতানা ব্যবহার করতে ।
বিখ্যাত হলিউড চলচ্চিত্র কিল বিল ২ এ শেষ অংশে অই ছবির প্রধান অভিনেত্রীর হাতে দেখা যায় ঐতিহাসিক গোলাকার হাতলের কাতানা ।
এছাড়াও জাপানি চলচ্চিত্র ১১ সামুরাই সহ অসংখ্য মার্শাল আর্ট নির্ভর সিনেমাতে দেখা মিলে কাতানার অনন্য ঝলক ।
.
এখন অধিকাংশ সামরিক বিদ্যাতেও রয়েছে কাতানার ব্যবহার । বাত্তোজুৎসু, ইয়াদোঁ, ক্যানজুৎসু, কেন্দু, আইকিদো, নিঞ্জিৎসু এবং টেনশিং শোডেন কাতোরি শিন্তো-রি সহ অনেক সামরিক ও তরবারি বিদ্যায় কাতানার ব্যবহার শেখানো হয় ।

অগ্নেয়াস্ত্রের জগতে যেমন একে-৪৭ বলতেই কেমন একটা সম্ভ্রম আর সম্মান জাগে ।
তেমনই ধারালো অস্ত্রের জগতের রাজা এই কাতানা । সাধারন, হালকা, ধারালো এবং ধ্রুপদী এক অস্ত্র, কাতানা !!!

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

বিজন রয় বলেছেন: ভাল একটি জিনিষ জানলাম।

আরো জানতে চাই।

শুভকামনা।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

জেন রসি বলেছেন: মর্টাল কমব্যাট গেমে কাতানা নামে একটা চরিত্র আছে। আপনার পোস্ট পড়ে কাতানা সম্পর্কে জানা গেল। এসব ব্যাপারে আমার আগ্রহ আছে। পোস্ট প্রিয়তে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.