![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।
'কাতানা' শব্দটি বর্তমানে জাপানিজ হিস্ট্রি বোইসড মুভি, মার্শাল আর্ট এন্ড আরপিজি গেম আর নানান সামরিক কৌশলের প্রচার ও প্রসারে মোটামুটি পরিচিত একটি শব্দ ।
অথচ এখনও অনেকেই জানেননা কাতানা আসলে কি । কেউ কেউ শব্দটা শুনেনইনি, কেউতো শুনেছেন কিন্তু জানেননা যে জিনিসটি কি, কতকজনের ধারনা কাতানা হলো তরবারির চাইনিজ প্রতিশব্দ । তাদের যে দুই একজন কাতানার মানে জানেন, তারাও হয়তো জানেননা এর পেছনের ইতিহাস । এই লেখাটা তাই সেই ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, ধ্রুপদী এবং হিংস্রাত্মক এক অস্ত্র কাতানাকে(ক্গাতানা) নিয়ে ।
বলা হয়ে থাকে বিশ্বের ইতিহাসে আজ অব্দি আসা সব তলোয়ারের মধ্যে সবচেয়ে উন্নত হলো জাপানি তলোয়ারসমূহ । আর জাপানি তলোয়ারের মধ্যে সবচেয়ে ধারালো এবং জনপ্রীয় তরবারির নাম কাতানা ।
ঈষৎ বাঁকানো , একদম পাতলা ব্লেডের এই তরবারিগুলোর দৈর্ঘ্য ২৩ থেকে ২৯ ইঞ্চির মধ্যে হয়ে থাকে, ওজন মোটামুটি ১-১.৫ কেজির মতো হয় । বিশালাকার তাচি বা একদম ক্ষুদ্র ওজায়োস্কির মতো দেখতে প্রায় একই হলেও এর সুক্ষ্ম এবং ধারালো ব্লেড আর এর আদর্শ দৈর্ঘ্য একে স্বতন্ত্র করে তুলেছে ।
তাছাড়া তাচির মতো কাতানার হাতল খুব দীর্ঘ নয় আবার একেবারে ক্ষুদ্রও নয় বরঞ্চ দুইহাতে ধরার জন্যে যতটুকু প্রয়োজন ততটুকুই এর দৈর্ঘ ।
কাতানা সম্পর্কে বহু উপকথা প্রচলিত আছে । যেমন- অনেকে বিশ্বাস করেন সামুরাই কাতানা দিয়ে যেকোন মানুষকে উলম্বভাবে দ্বিঘন্টিত করা সম্ভব ছিলো একদম অনায়াসেই ।
সামুরাই কাতানা আসলে কাতানার বিশেষ কোন প্রকার না । এই কাতানা ব্যবহার করতেন জাপানের সামুরাইরা । যাদের বলা হয় এশিয়ান নাইটস । নাইটসদের মতন এরা রাজার দেহরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন, নাইটসদের মতোই এরা ছিলেন হিংস্র , ক্ষিপ্র আর উচ্চতর সামরিক বিদ্যাতে দক্ষ । ইংল্যান্ডের নাইটসদের মতো তারা আপাদমস্তক বর্ম পড়ে না ঘুরলেও শান্তি অবস্থাতে তাদের সাথে সবসময় থাকতো ছোট ছুরি ওজোয়োস্কি আর এই ধ্রুপদী কাতানা ।
বর্তমানে কাতানার ব্যবহার সহজলভ্য হয়ে গেলেও এই কাতানা সেই সামুরাইদের কাতানার মতো ধারালো নয় ।
কাতানার দেখা মিলে এমন মুভি, গেম বা শর্টফিল্মের পরিমান নেহাৎ কম নয় ।
রাশিয়ান প্রতিষ্ঠান নেক্কির শ্যাডো ফাইট ২ নামক গেমটিতে শোগুন , যে কিনা প্রকৃতপক্ষে একজন সামুরাই তাকে দেখা যায় কাতানা ব্যবহার করতে ।
বিখ্যাত হলিউড চলচ্চিত্র কিল বিল ২ এ শেষ অংশে অই ছবির প্রধান অভিনেত্রীর হাতে দেখা যায় ঐতিহাসিক গোলাকার হাতলের কাতানা ।
এছাড়াও জাপানি চলচ্চিত্র ১১ সামুরাই সহ অসংখ্য মার্শাল আর্ট নির্ভর সিনেমাতে দেখা মিলে কাতানার অনন্য ঝলক ।
.
এখন অধিকাংশ সামরিক বিদ্যাতেও রয়েছে কাতানার ব্যবহার । বাত্তোজুৎসু, ইয়াদোঁ, ক্যানজুৎসু, কেন্দু, আইকিদো, নিঞ্জিৎসু এবং টেনশিং শোডেন কাতোরি শিন্তো-রি সহ অনেক সামরিক ও তরবারি বিদ্যায় কাতানার ব্যবহার শেখানো হয় ।
অগ্নেয়াস্ত্রের জগতে যেমন একে-৪৭ বলতেই কেমন একটা সম্ভ্রম আর সম্মান জাগে ।
তেমনই ধারালো অস্ত্রের জগতের রাজা এই কাতানা । সাধারন, হালকা, ধারালো এবং ধ্রুপদী এক অস্ত্র, কাতানা !!!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
জেন রসি বলেছেন: মর্টাল কমব্যাট গেমে কাতানা নামে একটা চরিত্র আছে। আপনার পোস্ট পড়ে কাতানা সম্পর্কে জানা গেল। এসব ব্যাপারে আমার আগ্রহ আছে। পোস্ট প্রিয়তে নিলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: ভাল একটি জিনিষ জানলাম।
আরো জানতে চাই।
শুভকামনা।