নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু করে বোকা, বেশি করে উদ্ভট !

কবির নাঈম

খুব সাধারন কিছু মুখলুকোনো শব্দ খুঁজে এনে , শহরের স্যাতস্যাতে দেয়ালগুলোর কাঁচা শেওলা মেখে দি, গ্রামের কোন অচিন পথের ধুলোতে মেখে নি । আমার লেখা থেকে তাই উৎকট গন্ধ আসতেই পারে, অনুভূতিতে উদ্ভটামি আসতে পারে ।

কবির নাঈম › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা সমাচার

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

যদি মদের নীল গ্লাসের নিচে স্মৃতিকাতরতার নিরাময় থাকতো, মন্দ হতোনা । তাই না?
যদি নিকোটিনের গাঢ় আস্তরনের নিচে জীবনের সব হাহাকার ফসিল হয়ে পড়ে থাকতো!!! কিংবা যদি ঘুমের ঔষধের একশ চৌদ্দটা গুনতে গুনতে সমস্যাগুলো এক এক করে সমাধানের পথ ধরে এগুতো ! খুব দারুণ হতোনা?
.
.
কষ্টের অদ্ভুত দলা পাঁকানো এক যন্ত্রনা গলায় আঁটকে থাকে বলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ? দীর্ঘশ্বাসগুলো ফুসফুসের অলিতে গলিতে ভীড় জমায়??? চোখের পাতার নিচে সব যন্ত্রনা জমাট বেঁধে তীব্র জ্বালা দেয়? কষ্টের নোনাজল কি তোমার অবাধ্য হয়ে গিয়ে সময়-অসময় গড়িয়ে পড়ে?
.
তুমি নাকি কাল থেকে কিছুই খাওনি? হাতের শিরাগুলো যখন শিথিল হয়ে আসে ক্লান্তির মতো করে তোমার নাকি খুব করে ভালো লাগে? ৩ টাকা দামের যে ব্লেডটি তোমার টেবিলের ড্রয়ারে অনেকদিন ধরে ন্যাশনাল ইউনিভার্সিটির ফরম বা ছিড়ে ফেলা প্রেমপত্রের নিচে পড়ে থেকে ঝংধরা একটি লোহার টুকরা হয়ে আছে সেটা দিয়ে হাত রক্তাক্ত করে তুমি নাকি জীবনের উপর শোধ নিচ্ছো?

কেন, বন্ধু?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাঢ় স্বপ্ন পরীক্ষার হলে মোটা উত্তরপত্রের নিচে চাপা দিয়ে আসতে হয়েছে? সমবয়সী প্রেমিকা তোমার একবুক ভালোবাসা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, কামনা সব সাথে করে শ্বশুরবাড়ি নিয়ে চলে গেছে... অন্য এক শিক্ষিত, সুন্দর, বিত্তশালী চরিত্রের সাথে? তুমি কি এইচএসসিতে এ প্লাস পাওনি? টেস্টে এলাও হওনি? প্রেমে প্রত্যাখ্যাত হয়েছো? কারো হাতে সবার সামনে অপমানিত হয়েছো? আজ তুমি কি কলেজ থেকে আসার পথে কেউ তোমার ওড়না ধরে টান দিয়েছিলো? অশ্লিল শব্দ করেছিলো তোমাকে দেখে?
তোমার তাই মন ভেঙে গেছে? আচমকা গাঢ় স্বপ্নের শেষে সাদামাটা বাস্তবতা দেখে ফেলেছো? তুমি ক্লান্ত হয়ে গেছো? বাঁচার ইচ্ছে ক্ষিন হত হতে লিন হয়ে গেছে?
জীবনের তিক্ত স্বাদকে অবহেলা করতে না পেরে তুমি কি মদের গ্লাস, হালকা ধোঁয়ার দূর্গন্ধি সিগেরেট হাত তুলে নিলে? এরোসল, ইদুরের ঔষধ, ঘুমের ঔষধ বা ভুলেচুলে জন্মনিরোধক পিল খেয়ে তুমি টলতে টলতে সাদা কাফনের নিচে চলে গেলে?

তোমাকে শুভ বিদায় । সমাজকে অসুস্থ একটা প্রাণি থেকে মুক্ত করতে পেরে আমরা অত্যান্ত সুখি ।
তোমাকে স্বাগতম । তোমার অসুস্থ মনের শেষ কামনা মতে, তোমার জন্যে অপেক্ষা করছে অসংখ্য মৃত্যুর দুর্দান্ত স্বাদ । উপভোগ করো ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: দুঃখকে পাশ না কাটিয়ে উপভোগ করাই ভাল।

ভাল লিখেছেন।

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

বর্ষন হোমস বলেছেন: ভাল লিখেছেন।



আত্নহত্যা সমস্যার সমাধান নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.