নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জল সন্ধানী।
আমার দেখায় আওয়ামী লীগের আমলে সমস্যাঃ
ভোটের অধিকার হরণ
সব কিছুতেই বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা, যা দিয়ে পোশাকবিহীন নাঙ্গু রাজার মতো দেশ তৈরী করা
বড় স্কেলে লুটপাট আর জনগণের পকেট ফাঁকা করা মুদ্রাস্ফীতির মাধ্যমে
সরকারী অফিসে নৈতিকতা ধ্বংস করা, অযোগ্য লোকদের বড় পদে রাখা
রাজনীতিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, যার জন্য বিশাল এক জনগোষ্ঠী লীগ করাকেই রুটি-রুজি বানায়
চেতনার গল্প বিক্রি করে বিরুদ্ধ মত দমন করা এবং প্রকৃত বুদ্ধিজীবী সম্প্রদায়ের আত্মিক বিনাশ
প্রশ্ন ফাঁস করে একটি প্রজন্মের নৈতিক সর্বনাশ করা
শিক্ষা ব্যবস্থার বারোটা বাজানো
পুলিশকে সীমাহীন ক্ষমতা দান
বিচার বিভাগ ধ্বংস করা
সকাল বিকাল মিথ্যাচার করা
সাইবার সিকিউরিটি আইন দিয়ে যথেচ্ছ হয়রানী করা
ভালো দিকঃ
দুর্নীতি সত্বেও কিছু এলাকায় রাস্তাঘাট বিএনপি আমলের চাইতে ভালো ছিল
ভিশনারী প্রকল্পে সরকারের সমর্থন
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যদিও সাস্টেনেবিলিটি নিয়ে আমার প্রশ্ন আছে
অনেক ক্ষেত্রেই ঘুষবিহীন চাকুরী সম্ভব হয়েছে
আওয়ামী লীগ তাদের দোষ স্বীকার না করে রাজনীতিতে পুনর্বাসিত হোক তা আমি চাই না। অনুরুপভাবে, বিএনপি এরও উচিৎ তাদের সময়ের দুর্বলতা সামনে এনে, আওয়ামী রেজিমের দুর্বলতা থেকে তারা কীভাবে নিজেদের দূরে রাখবে তা জানানো। বিএনপিও যদি তাদের আমলের ভুল স্বীকার না করে, তবে দেশ নিয়ে কোন আশা নেই। আমি খুব আশা করেছিলাম কোন নতুন দল আসবে, যারা গণমানুষের রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করবে, কিন্তু হলো না বলেই মনে হচ্ছে।
©somewhere in net ltd.