নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান ও ধর্ম বোঝার চেষ্টায় আছি। আর সেই সাথে ভাবি মানুষের মনস্তত্ত্ব নিয়ে।

আব্দুল হাদী আল নাফী খান

জল সন্ধানী।

আব্দুল হাদী আল নাফী খান › বিস্তারিত পোস্টঃ

অন্ধ জনতা

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪০


শেখ হাসিনা মানুষের কথা বলার স্বাধীনতা আটকে রেখে, আর তার বাপের নামে মিথ্যা চেতনা দিয়ে যে গর্ত তৈরি করেছে, তার ভিতর থেকে সেই আটকে রাখা কথাগুলো এখন মুজিব-নিন্দা আর উপজাত হিসেবে মুক্তিযুদ্ধের অন্যায্য কিন্তু ক্রমান্বয়িক অস্বীকৃতি হয়ে বের হচ্ছে।

শেখ মুজিব কেমন নেতা ছিলেন, কেমন শাসক ছিলেন সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা হতেই পারে। এমনকি, তাঁর বিরুদ্ধে অভ্যুত্থানের যৌক্তিকতা নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু তার পরিবারের সব সদস্যকে, নারী-পুরুষসহ বিনা বিচারে হত্যার বৈধতা দেয়াটা শুধু উন্মাদনা বা অরাজকতাই নয়, পাশবিকতাও।

আজ দুই উন্মাদ ইউটিউবারের হাত ধরে মূর্খ আর অপরিণামদর্শী কিছু জনতা ওইসব খুনীকে হিরো বানানোর চেষ্টা করছে। মানুষ এতটাই হুজুগপ্রিয় যে, ওদের এলোমেলো ফিলোসফি, স্পষ্ট হিপোক্রেসি ধরতে পারছে না। ওইসব মূর্খ তো ছাড়! সরকারের উপদেষ্টারাও নাকি তাদের পরামর্শ নেয়।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, প্রকৃতিতে শূন্য বলে কিছু নেই এবং যে কোন শূন্যস্থান প্রকৃতির স্বাভাবিক নিয়মে পূরণ হয়ে যায়।

এখন বাপ-বেটি তাদের শাসনামলে যা করেছে তারই উপজাত হিসাবে ( স্বৈরশাসনের প্রতিক্রিয়া হিসাবে) বাপের এ হত্যাকাণ্ড কিংবা বেটির দেশ ছেড়ে পলায়ন ।

ভাই - বাপ বেটি দুইজনই চেতনা ও দলবাজী করে নিজেদের এমন অজনপ্রিয় করে তুলেছিল বা সমাজের কিছু কিছু জায়গায় এমন সব শূন্যস্থান তৈরী করেছিল যে, পরবর্তীতে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সেই শূন্যস্থান পূরনে এতসব ঘটনা ঘটেছে । এটা আমার অভিমত। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন।

তবে এটাও ঠিক যে, যে কোন কারনেই কিংবা যত খারাপ পরিস্থিতিতেই হোক না কেন বা যত খারাপ মানুষই হোক কেন, কাউকে হত্যা করা কোন ভাবেই সমর্থনযোগ্য নয় এবং আমি ব্যক্তিগতভাবে/জীবনে হত্যাতো দূরের বিষয় যে কোন সহিংসতার বিরুদ্ধে। বিনা বিচারে কাউকে হত্যা করা নিষিদ্ধ সামাজিক নীতি,ধর্মীয় নিয়ম কিংবা দেশের প্রচলিত আইনেও। যদি কেহ অপরাধী হয়ে থাকে তবে তাহার বিচারের ভার দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রচলিত আইনে ও রাগ-অনুরাগ কিংবা বিরাগের উপরে থেকে। তবে দেশের কর্তৃপক্ষ যদি স্বৈরাচারী হয়ে উঠে এবং আইন-শাসন-বিচার-প্রশাসনকে নিজের স্বার্থে অবৈধভাবে ব্যাবহার করে এবং যখন মানুষ তার স্বাভাবিক মত প্রকাশের অধিকার না পায় তখন বৃহৎ পরিসরে এসব ঘটনা ঘটে থাকে প্রকৃতির স্বাভাবিক নিয়মে। তবে যত যাই হোক না কেন, এর পরেও বিচার বর্হিভূত একটি হত্যাকাণ্ডও বৈধতা পেতে পারেনা যে কোন অযুহাতে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.