![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানিক নগর থেকে খিলক্ষেত আসছি বলাকায় চড়ে। এতরাতে আর কোন মেয়ে বা মহিলা আমি একা। উঠে বসলাম। কোথায় মহিলা সীটে, সামনে। একটু পড়ে বাসের মধ্যে তাকালাম। তাকানোর সাথে সাথে একটা ২৫-৩০ এর মধ্যে হবে হয়তো বয়স, ড্রেসআপ ভালোই। সে আর দেরী করল না, তার মুখের ভিতরের ৫" ইঞ্চি জিহবাটা বের করে বিভিন্ন ভঙ্গি করল ১০ সেকেন্ডের মধ্যে আমি দেখেও না দেখার ভান করে বাসের সামনের দিকে তাকালাম। আমার ধারণা ছিল ৩৫-৫০ বৎসরের লোকগুলো এই টাইপের হয়। কারণ এদের ভয়, সংকোচ কিছুই থাকে না। (সবাই না, ভালো লোকও আছে এখনও)। জিহবা হচ্ছে স্বাদ নেবার একটা যন্ত্র আর বাকযন্ত্রের একটা অংশ। কিন্তু এটা করে সে কি স্বাদ পেল আমি বুঝবার পারলাম না। এজন্যই বলে, ৫" জিহবা ৫' ফুট মানুষকে ধ্বংস করে। এটাই তার প্রমাণ। তারপর আমার বেশি খারাপ লেগেছে, ইয়াং ছেলেরা এত বাজে হয়?? এটা কোন তারুন্যের আভাস??
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:২০
সামসুন নাহার বলেছেন: এই মাথা গুলার মানে আমি কখনওই কিছু বুঝি না। কি বলছেন বুঝি নাই, তবুও ধন্যবাদ।
২| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩১
শূণ্য উপত্যকা বলেছেন: কিছু নর্দমার কীট এদের জন্য সকল ছেলেদের মাথানীচু হয় আপনাদের কাছে।
এই কুত্তাটাকে সাথে সাথে জুতাপেটা করতেন যদি তাহলে ঠিক হত।
আমি দেখেছি এদের সাহস মুখে মুখেই। এমনিতে প্রতিবাদ করলে দেখতেন চুপ হয়ে যেত।
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:২২
সামসুন নাহার বলেছেন: আপনাকে আগে ধন্যবাদ। আপনার ঐ ইমেঝটা খুবই সুন্দর। একবার যদি একা একটা নৌকা নিয়ে নিরবে অনেকক্ষন ঘুরতে পারতাম। তয় মনে শান্তি পাইতাম। নীল পানি, নীল আকাশ মিশে একাকার। দুই ধারে আবার সবুজ। উহ!
৩| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৯
একলোটন বলেছেন: কষাইয়া চড় মারতেন।
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৯
সামসুন নাহার বলেছেন: কইসা চড় মারতে সাহস পেলাম না কারণ আমার সাথে আমার বান্ধবীটা থাকলে একটা কিছু অবশ্যই করতাম। তারপর আবার রাত ১০টা। সারা গাড়িতে আমি একটা মাত্র মেয়ে। সুযোগের সদ্যব্যবহার সবাই করতো। তাই কিছুই বললাম না, মাঝে মাঝে নিরবতা বুদ্ধিমানের কাজ। ঠিক বলিনি?
৪| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৮
সিটিজি৪বিডি বলেছেন: মা-বাবার অনাদরে বেড়ে উঠা ছেলে-মেয়েরা একটু খারাপই হয়..
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৪
সামসুন নাহার বলেছেন: নিজের রোজগারে যখন কেউ জীবন চলায় তখন তার এটুকু সম্যক জ্ঞান হয় যে, কোনটা খারাপ, কোন ভাল। সো মা-বাবার দোষ দিয়ে লাভ নেই। সব মা-বাবাই সন্তানদেরকে সমান আদর করে। যার যেমন সামর্থ্ আছে। ধন্যবাদ আপনাকে।
৫| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৬
হুপফূলফরইভার বলেছেন: দিলেনতো হিসটিরিয়ায় আক্রান্ত কইরা!
নিকুঞ্জ এলাকায় থাকি ! আজ সকালেই খিলক্ষেত থেকে "অনিকে" উঠলাম! অনেক ভীড়ে আমার ঠিক সামনেই একটা মধ্যবয়স্ক লোক সিটে বসা একটা মেয়ের (সম্ভবত কোন প্রা:ইউতে পড়ে) কাধবড়াবড় ঘেষে এমনভাবে দাড়াল বলতে গেলে যেন হুমরি খেয়ে গায়ের উপরই বসে যায়! মেয়েটার চুখে মুখে অসহ্য অসস্তি! আমি ব্যাপারটা লক্ষ করে কনুই দিয়ে লোকটাকে ঠেলতে ঠেলতে দুই সারি পেছনে সরিয়ে দিলাম, চোখে তখন রাঙ্গা আগুন! কিছু বললেই দিব রাম-ঝারি!
লোকটা আমার ক্রোধ বুঝতে পেরে হেড়াইতে হেড়াইতে পেছনে চলে গেল , বুঝলাম কিছুটা ভয় পাইছে!!
আসলে লোকাল বাসে চড়তে চড়তে ব্যাপারগুলো কখনও নজর কাড়ে আবার কখনও নজর এড়ায়!
এরা মানসিক বিকার গ্রস্থ! এদের একমাত্র ঔষধ হল (সাহস থাকলে) ঠাস ঠাস দুইটা চটকানা! আর না হলে জাস্ট ইগনুর!
১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪২
সামসুন নাহার বলেছেন: আপনাকে এই কাজটার জন্য কি দেই বলুন তো। হ্যাঁ আপনার মতো সবাই যদি এই কাজটা সাহস করে করে তো আপনারাই আমাদের বন্ধু। সবাই করে না। ইয়াং অলটাইম ইয়াং। তাই আপনাকে আমার একগুচ্ছ বর্ষায় ভেজানো হাসনাহেনার শুভেচ্ছা। আমিও খিলক্ষেত থাকি।
৬| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৪
দুখী মানব বলেছেন: ঠাঠায়া একটা থাপ্পর লাগানো দরকার ছিল
১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪৩
সামসুন নাহার বলেছেন: দিতে পারলাম কই। ঐখানেই তো কবি নিরব।
৭| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:২১
একলোটন বলেছেন: হ্যা আপু ঠিক বলেছেন।
৮| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৪
হুপফূলফরইভার বলেছেন: একগুচ্ছ বর্ষায় ভেজানো হাসনাহেনার শুভেচ্ছা!
আপনের শুভেচ্ছা পেয়ে কি যে খুশি খুশি লাগতেছে!!! অনেক অনেক ভাল থাকুন, আর সুন্দর থাকুন!
৯| ১৪ ই জুলাই, ২০১০ রাত ২:০৬
স্বদেশ হাসনাইন বলেছেন:
দু:খজনক! এ নিয়ে অনেক বিস্তারিত ব্যাখ্যা দেয়া যেন। সেটায় নাই গেলাম।
তবে আমার ব্যক্তিগত মত মেয়েরা যত একা বাইরে যাবে, কাজ করবে, বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে ততই এটা হ্রাস পাবে। পরিস্থিতিতে থাকলে আইনের প্রয়োজনও বাড়বে।
ছেলে মেয়ে যত কম দুরত্বে থাকবে তত সহযাত্রী, বন্ধু, সহকর্মী হিসাবে তাদের প্রতি শ্রদ্ধা বাড়বে। এখন যারা এরকম বিকৃতিতে ভোগে, সেটা কিন্তু দুর থেকে। কথা বলুন, দেখবেন একই ছেলে হয়তো অন্যরকম হয়ে গেছে।
এটা হতেই হবে। উন্নত দেশগুলোতে খোলামেলা পোষাকে চলা সম্ভব হয় কারণ মানুষের ব্যবহারের শালীনতা অনেক বেশি। এটা আমাদেরও হবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩০
রাজসোহান বলেছেন: