![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক, তার কাছ থেকে সব ব্যাপারেই নিজের ইচ্ছে বা পছন্দমতো বেশি কিছু প্রত্যাশা না করে, তার সব ধরনের যোগ্যতা ও গুণাবলীর কথাও মনে রাখা। সে কতটা দিতে পারে তার পরিমাপ করে প্রত্যাশা করা, অথবা না করা।
দুই, তার কাছেই নয় কেবল, যে কারও চাটুকারিতা কে প্রশ্রয় না দেয়া এবং অপছন্দ করা।
তিন, দু'জনের মধ্যে বেশিরভাগ ব্যাপারেই নির্দিষ্ট দূরত্ব তৈরি করে, তা মেনে চলা।
চার, দু'জনের একানত্ম সময়ের প্রতি সম্মানিত থাকা, বৈচিত্র্য সৃষ্টি করে প্রতিটি দিনকে অন্যতম একটি দিন করে তোলা।
পাঁচ, তার ভাললাগা, মন্দলাগা, ব্যক্তিসত্তা, ব্যক্তিস্বাধীনতাকে মেনে নিয়ে, শ্রদ্ধা করে সম্পর্ক রক্ষা করা।
ছয়. 'তার কাছে কি পেলাম', কেবল এ কথা না ভেবে 'তাকে কি দিলাম' সেটা একটু বেশি ভাবতে চেষ্টা করা। সম্ভব হলে দিতেও চেষ্টা করা।
সাত. ভালবাসা, সম্মান, শ্রদ্ধা ও মনোযোগ পাবার জন্য সবচেয়ে জরম্নরী হচ্ছে এ ব্যাপারে সব রকম যোগ্যতা অর্জনের চেষ্টা করা। তাহলে, একমাত্র তাহলেই, এই সম্পর্কের আকর্ষণ এবং স্থায়িত্ব বাড়িয়ে তোলা, হয়ত অসম্ভব হবে না। আর তার ফলাফল, প্রায় সবটাই হবে পজেটিভ।
যারা উপরোক্ত বিষয়গুলোর সঙ্গে একমত হতে পারছেন না, যারা এখনও ভাবছেন, সবটুকু হৃদয় মন যাকে দিয়েছি, যদি ভাবতেই না পারি, 'সে আমার, চিরদিন সে আমার' তাহলে কী করে এই সম্পর্ক তার ভিত্তি খুঁজে পাবে? কী করে ভালবাসা হবে তীব্র? তাদের জন্য বলছি, আজ আপনার যে চিন্তা চেতনা, দশ বছর আগেও কী তা এমনই ছিল, সব ব্যাপারে? ছিল না, তাই না? তাহলে আজ যাকে আপনার ভাবছেন, কাল যদি তাকে আর সে রকম মনে না হয়, কী করবেন? বলবেন, 'তুমি আমারই?' হয়ত বলবেন না। বরং এক সময় যে বলতেন সে জন্যই হয়ত কষ্ট হবে, খারাপ লাগবে। বাগানের ফুল কি আমাদের? তাই বলে কি আমরা ফুলকে ভালবাসি না? মুগ্ধ কী হয়ে উঠি না তবুও? সুখ, স্বল্পস্থায়ী হয় যদিও তবু তা সুখ।
সব ব্যাপারেই দু'একটি ব্যতিক্রম থাকে। তা আপনিও জানেন, আমিও জানি। ব্যতিক্রম বা বিচ্ছিন্ন কোন ঘটনা দিয়ে কী সার্বিক, বা ইনজেনারেল অবস্থার ব্যাখ্যা বা মূল্যায়ন করা যায়? না তাতে সত্যকে উদ্ধার এবং প্রচার করা সম্ভব হয়? আর সত্য যদি সঠিকভাবে উদ্ধারই না করা যায়, তাহলে কী সত্য বলা, বা লেখা সম্ভব?
এ ধরনের আরও দেখতে এখানে ক্লিক করুন
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
তানিয়া হাসান খান বলেছেন: ভালবাসা কেন জানি কোন নিয়ম মানতে চায় না........
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
শূন্য পথিক বলেছেন: ভালোবাসা নিয়া কিছু কমু না!
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
আতিকুল০৭৮৪ বলেছেন: আহ কেউ আজ পর্যন্ত ভালবাসল না