নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

খেলনা পিস্তল

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১

রাত ১২টা বেজে ১৮ মিনিট। রাত পোহালেই ঈদ। দীপ্তি বারান্দায় বসে আছে। সে আকাশের চাঁদটা দেখছে। আজকের চাঁদটা বেশ সুন্দর, মেঘে আর

চাঁদে আকর্ষনীয় পরিবেশ। বাসায় মা এখনো টুকটাক কাজ করে যাচ্ছেন। দীপ্তি বাসার বেশি একটা কাজ করে না, বাবার কড়া নির্দেশ ঘরের কাজে দীপ্তি যাতে কখনো হাত না দেয়। এতোটুকু মেয়ের আবার ঘরের কাজ কিসের। দীপ্তির মা এব্যাপারে দ্বিমত। উনার মতে মেয়েকে শ্বশুর বাড়িতে তো পাঠাতেই হবে। তাই এখনই ঘরের কাজকর্ম, রান্নাবান্না শিখে রাখা ভালো। এ

নিয়ে সবসময় মা-বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। কেউ কাউকে ছাড় দিতে চায় না। দুজনের ঝগড়ার মাঝে পড়ে অসহায় হয়ে যায় দীপ্তি। সে অপেক্ষা করতে থাকে কখন ঝগড়ার মিটমাট হবে, বেশিক্ষন অপেক্ষা করতে হয় না। পাঁচ মিনিট, দশ মিনিট নাহয় বড়জোর এক ঘন্টা। এর চেয়ে বেশি সময় ধরে ঝগড়া টিকে না।



দীপ্তি বারন্দা থেকে উঠে নিজের রুমে আসলো। ইমন ঘুমিয়ে পড়েছে। ইমন দীপ্তির ছোট ভাই। সবে ক্লাস

থ্রীতে উঠেছে। সারাদিন দৌড়াদৌড়ি আর বোনের সাথে ঝগড়া করা ছাড়া ওর কোন বিশেষ কাজ নেই।

ইমনের ঘুমানোর ভঙ্গি হাস্যকর।

সারা বিছানা গড়াগড়ি খায়, মাথা চলে যায় পায়ের জায়গায়, পা আসে মাথার,তাছাড়া ঘুমের ভিতর কিলঘুষি আর কেরাতে তো আছেই। ইমনের

হাতে খেলনা পিস্তল। এতে গুলি করলেই গান গায়। দীপ্তিদের এবারের কুরবানীর গরুটা লাল। খুব শান্ত প্রকৃতির, এতোই শান্ত যে দীপ্তি আদর করতে পেরেছে। একটুও ভয় লাগেনি। ইমন গরুকে নিয়ে মহা আনন্দে ছিল। তার প্রিয় লাল রঙের

গরু এসেছে।এর থেকেও খুশির আর কি হতে পারে। সারাদিন গরুর পিছনে ছুটোছুটি। কালকে কুরবানীর

গরু জবাই করা হবে। কুরবানী আল্লাহর

সন্তুষ্টি লাভের আশায় করা হয়। ইমনের ছোট মন এতো কিছু বোঝে না। কুরবানীর কথা শুনে কতক্ষন

ভ্যা করে কাদলো। সে সাফ জানিয়ে দিয়েছে তার লালুকে কুরবানী করতে দিবে না। দীপ্তি কান্না থামাতে হাতে পিস্তল ধরিয়ে দিয়েছে। মাথায় বুদ্ধি দিলো যেই লালুকে ধরবে তাকেই সে যেন

গুলি করে। ইমনের প্ল্যানটা পছন্দ হয়েছে। সে পিস্তল হাতে নিয়েই লালুর দেখাশুনা করবে। যেই লালুকে ধরবে তাকেই একটা গুলি করে দেবে। পিস্তলের

গুলিতে কাজ করবে কি না এটা সে জানে ন। জানার প্রয়োজনও বোধ করে না। পৃথিবীতে ছোটদের মাঝে মাঝেই কিছু সুন্দর মিথ্যার আড়ালে রাখতে হয়। ইমন এরকম সুন্দর মিথ্যার আড়ালে আটকে আছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ওয়েলকাম নাহিদ :)

আপনার লেখাগুলো ভালো লাগলো।

ঈদ মোবারক :) :)

২| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

নাহিদ রুদ্রনীল বলেছেন: ঈদ মোবারক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.