| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিদ ধ্রুব
নিম্নগামী অতীত নিয়েই আমার বেঁচে থাকা, চায়ের দোকানে বসে ধূসর ধোঁয়ায় উড়িয়ে ছিলাম স্বপ্নের ঘুড়ি, চেতনা জুড়ে ছিল একটু ছেলে মানুষী, কল্পনা ছিল অচেনা পৃথিবীর অঙ্গ জুড়ে, কণ্ঠে ছিল মিছিলের উষ্ণতা, দৃষ্টি ছিল অসীমের কাছে, অজানা একটা ঝড় আসলো, পাল্টে গেলো চিত্র, আমি প্রস্তুত ছিলাম না, ছিলাম না সিদ্ধহস্ত, সময়ের স্রোতে আমি অচেনা হলাম, সময় টা কি খরস্রোতা নাকি কালস্রোতা তাও জানা হোল না, জানা হয় নি অনেক কিছুই- যৌনতায় গড়া প্রেম পিপাশার কথা, নিঃসঙ্গতায় বন্ধুর জন্য অপেক্ষা, পিয়াসী চলে যাওয়ায় কষ্টের তীব্রতা, ভরা যন্ত্রণায় আত্মঘাতি হওয়া , এখানে এখন কিছুই নেই, আছে কিছু মধ্য রাতের বোধ, কলুষ মনের হাহাকার, প্রতিস্থাপিত নিঃস্পৃহ বিদ্বেষ, আপন মনেই কেঁদে ফেলার ভয়, সমানুপাতিক সমীকরণ, আমার মেয়াদ ফুরিয়ে গেছে, অহমিকার দেয়ালে লেগেছে ঘৃণার পোস্টার, চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে এলো, প্রক্রিয়া চলছে পাপ ধুয়ে ফেলার, মনুষ্যত্বের অন্বেষণে ব্রতী দেহ মন, বিশ্বাস করবে না কেউ তবু আমি বলব আমি তোমাদেরই একজন।
বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও সুশীল সমাজের হোতাদের দৃষ্টি আকর্ষণ করছি- আপনাদের নিশ্চয়ই জানা আছে যে , সুন্দরবন পৃথিবীর একমাত্র দীর্ঘতম ম্যানগ্রোভ বন। যেখানে ২৪০০০ প্রজাতির প্রাণীকুলের বসবাস রয়েছে। পরিবেশ ও প্রতিবেশগত দিক থেকে সুন্দরবনের গুরুত্ব অনস্বীকার্য। সুন্দরবনের বাঁচা মরার উপর নির্ভর করবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১৭ টি জেলার বাঁচা মরা। বাগেরহাটের পশুর নদের তীরে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে এর বিষাক্ত কালো ধোঁয়া আচ্ছন্ন করে ফেলবে সুন্দরবন এলাকার নির্মল আকাশ। চিমনি দিয়ে উগরানো ছাই বিস্তীর্ন এলাকার বাতাসে ঘটাবে মারাত্মক দূষণ। কারখানাটির কার্বন, পারদ, সিসা, আর্সেনিকসহ নানা বর্জ্য সরাসরি দূষিত করবে নদীনালার পানি। পরিবেশ বিদগণের একটা বড় অংশ তাই আশংকা করছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের ফলে সুন্দরবন পৌঁছে যাবে নিশ্চিত ধ্বংসের দ্বারপ্রান্তে।
এখন প্রশ্ন এটাই যে এত কারণের পরেও কেন সুন্দরবনে নির্মিত হতে যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র?? বাংলাদেশের এই দুর্ভোগ কেন আমাদের সরকারের চোখে পড়ছে না?
ভারতীয় দালাল হাম্বালীগ সরকার বরাবরই দেশ কে নিয়ে জুয়া খেলে চলেছে- এটা স্পষ্ট যে এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য অভিশাপ নিয়ে আসবে আর এর সুযোগ নিবে ভারতীয় রক্তচোষা’রা।
দুঃখজনক হলেও সত্য আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের জোচ্চুরি রুখতে আমাদের স্বাধীন দেশে রক্ত দিতে হয়। অবিলম্বে এই প্রহসনের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবি জানাচ্ছি।।
সভ্যতার কাছে হেরে গিয়ে আমরা ঐতিহ্য কে বিলিন করতে পারি নাহ।।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
নাহিদ ধ্রুব বলেছেন: আওয়ামীলীগের ভারত প্রীতির মূল্য একদিন দিতে হবে।।
২|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা বিশ্ব সৌন্দর্য পর্যটন প্রধান
সুন্দর বন কে দালাল চক্রের ধৃষ্টতায় ভারতীয় নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে
তিব্র প্রতিবাদ জানাই
এবং দেশের স্বার্থে সবাই কে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ
গড়ে তুলার এক নিষ্ঠ আহবান জানাই ।
ধন্যবাদ সচেতন মুলক পোষ্টে
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
নাহিদ ধ্রুব বলেছেন: ধন্যবাদ।। এটা আমাদের অস্তিত্বের দাবি- সকলের সাহায্য কামনা করছি!!
৩|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
আশফাক সুমন বলেছেন: লেখক বলেছেন: আওয়ামীলীগের ভারত প্রীতির মূল্য একদিন দিতে হবে।। --- সহমত
৪|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
ডি মুন বলেছেন: সহমত
৫|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
ভালোরনি বলেছেন: লেখক বলেছেন: আওয়ামীলীগের ভারত প্রীতির মূল্য একদিন দিতে হবে।
সহমত।
কিন্তু সেই মুল্য তো আওয়ামীলীগ দিবে না। দিবো আমরা। সাধারন জনগন।
৬|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
আকাশের অনেক রং বলেছেন: সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আমার, আমাদের....
৭|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯
বাংলার হাসান বলেছেন: সভ্যতার কাছে হেরে গিয়ে আমরা ঐতিহ্য কে বিলিন করতে পারি নাহ।।
৮|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
কসমিক- ট্রাভেলার বলেছেন:
সম্প্রতি দেখতে গিয়েছিলাম প্রায় ১৪ কিলোমিটার পায়ে হেটে।
উদ্দ্যেশ্য ভালো হলে ও ভবিষ্যতের কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল ।
সেখানে যে বিস্তৃত কর্মকান্ড শুরু হয়ে গেছে তাতে এটি বন্ধ করা যাবে বলে মনে হয়না ।
ভাবছিলাম এটি নিয়ে আমি একটি বিস্তারিত লেখা দিব , আপনাদের লেখা দেখে প্রেরণা পাচ্ছি ।
৯|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
জাহাজ ব্যাপারী বলেছেন: “লেখক বলেছেন: আওয়ামীলীগের ভারত প্রীতির মূল্য একদিন দিতে হবে।“ - শতভাগ সহমত।
দালালীর পরিণতি কখনই ভালো হয় না। সময় থাকতে পিউর হোন, সাথে থাকবে জনগণ। দেশের ও বিবেকের প্রতি দায়বদ্ধতা ভুলে না গেলে আগামী প্রজন্মের কাছে আপনারা দেশপ্রেমিকের সম্মান অবশ্যই পাবেন।
১০|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
নাহিদ ধ্রুব বলেছেন: হাম্বালীগের ভারত প্রীতি বরাবরই আমাকে অবাক করেছে! যারা আমাদের সকাল-বিকাল দুই বেলা সমানে ধর্ষণ করছে তাদের জন্য আমাদের দরদের শেষ নেই!! সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করলে আমাদের অভয়ারণ্য - পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস হবে এটা সুস্পষ্ট ঠিক তেমনই ভারত যে বিনাশ্রমে বাজি মারবে সেটাও স্পষ্ট! এই দিক থেকে সরকারপন্থী চুতিয়া পরিবেশবিদরা যেমন নিশ্চুপ ঠিক তেমনই মুখোশধারী চুশীল সমাজও নিশ্চুপ! এরা সরকারের মুত্র খেয়ে বেঁচে আছে সুতরাং এদের কাছ থেকে কিছু আশা করা হবে বোকামি! উপরন্তু , বেশ কিছু মানুষ নিজেদের পরিবেশ বিজ্ঞানী মনে করে এই প্রহসনের স্বপক্ষে আওয়াজ তুলছেন! তাদের মত উন্নত মানের মাদারি ছুপাছাগু খুঁজে পাওয়া দুষ্কর!
এটা কোন রাজনৈতিক ইস্যু না, এটা আমাদের অস্তিত্বের দাবি। সুন্দরবন আমাদের অহংকার- সুন্দরবন আমাদের ঐতিহ্য- সুন্দরবন কে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা সুন্দরবন কে ভোট দেয়ার জন্য সোচ্চার ছিলেন তাদের হস্তক্ষেপ কামনা করছি।
হাম্বালীগ সরকারের এই জোচ্চুরি'র বিরুদ্ধে আওয়াজ তুলুন-সুন্দরবন কে রক্ষা করুন।।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
ভালোরনি বলেছেন: বেপারটা শুধই ঐতিহ্য নয়। সুন্দরবন আমাদের অস্তিত্বও বটে। একে রক্ষা করুন।