নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন এতটাই সংক্ষপ্ত একটি প্রক্রিয়া যেখানে প্রতিটি ধাপের শুধু অভিজ্ঞতাই অর্জন করা যায় কিন্তু তা প্রয়োগের সময় থাকে না।

নাহিদুল আইসিটি

নিজের ক্ষুদ্রতা উপলব্ধি আমাকে উদার করে তোলে।

নাহিদুল আইসিটি › বিস্তারিত পোস্টঃ

আদুরীর অনাদর এবং ডাস্টবিনের মানবতা!!!!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

মা-বাবা নাম দিয়েছিলেন আদুরী। কিন্তু হায়রে নিয়তি!!! আদুরী নামের হতভাগার আদরের চিহ্ন দেখে ক্রমাগত যান্ত্রিকতার পথে এগিয়ে যাওয়া মানুষগুলো এক মুহূর্তের জন্য হলেও ধমকে গেছে বিবেকের কাঠগোড়ায়।



পৃথিবী দুর্নিবার গতিতে বদলে যাচ্ছে কিন্তু মানুষের ভেতরকার জগতটি কি আদৌ সুপ্ত হচ্ছে?? আদুরীদের প্রতি ভয়ঙ্কর ও পাশবিক আদর দেখে মনে হচ্ছে মানবতা খুঁজতে নিয়মিত যেতে হবে ডাষ্টবিনে!!!!!!



কথাগুলো লিখেছিলাম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ধারণা ছিল বিষয়টি মানুষের মনে রেখাপাতা করবে। কিন্তু আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমার পোষ্টটির নিচে ক্যাটরিনা কাইফের রগরগে ছবি নিয়ে কত আলোচনা, মন্তব্য আর উচ্ছ্বাসের বাণি একের পর এক লিপিবদ্ধ হচ্ছে। আমি লাইক কিংবা মন্তব্যের জন্য পোষ্টটির অবতারণা করিনি। হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে অনেক দিন পর পোষ্টটি দিয়েছিলাম।



তবে কি আমরা প্রতিনিয়ত অনুভূতিহীন হয়ে যাচ্ছি। যে নির্যাতন নাটক, সিনেমা হার মানায় তা পৃথিবীর সেরা সৃষ্টি মানুষের মনে ন্যূনতম রেখাপাত করতে পারছে না!!!!



আমি সত্যিই আর ভাবতে পারছি না!!!! আদুরীদের এই চিত্র যেন পরম করুণাময় তার সৃষ্ট চর্মচক্ষে আমায় আর না দেখান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.