নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইয়াদ

দুঃখ বিলাস ভালো লাগে না আর, সুখে না শান্তিতে থাকতে চাই।

এ্যাপোলো৯০

নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো

এ্যাপোলো৯০ › বিস্তারিত পোস্টঃ

প্যারিসের ন্যায় বিচার

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

খ্রিস্টের জন্মের এক হাজার বছরেরও বেশি পূর্বে ভূমধ্যসাগলের পূর্বপ্রান্তে ছিলো এক অতি শক্তিধর ও সম্পদশালী মহানগরী,যা পৃথিবিতে ছিলো অদ্বিতীয়। এর নাম ছিলো ট্রয় এবং এমনকি আজকেও কোনো নগরী এর চেয়ে বেশি বিখ্যাত নয়। এই দীর্ঘস্থায়ী খ্যাতির কারন আমাদের সকলেরই জানা। সেই কারনটি নিয়েই আজকের এই পোস্ট। প্রথমে ট্রয়ের যুদ্ধের প্রধান কারন টি নিয়ে একটু বিশদ আলোচনা করি।



কলহদেবী এরিস তার দুস্টপ্রকৃতির জন্য অলিম্পাসে মোটেই প্রিয় ছিলেন না এবং দেবতারা যখন কোনো ভোজ উৎসব আয়োজন করতেন যথাযথ কারনেই তাকে নিমন্ত্রন করতেন না। নিমন্ত্রন না করলে কি হবে,এরিস ঝামেলা সৃষ্টি করতে ওস্তাদ।

এক গুরুত্বপূর্ণ বিবাহ অনুস্ঠান যা ছিলো রাজা পেলেউস ও সমুদ্র উপদেবী থেটিসের মধ্যে,সকল দেব-দেবীর মাঝে কেবল এরিস কেই নিমন্ত্রন করা হয়নি।স্বভাবতই তিনি ক্ষেপলেন এবং অনুষ্ঠান পন্ড করার উদ্দেশ্যে ভোজসভা কক্ষে নিক্ষেপ করলেন একটি স্বর্ণ আপেল,যাতে লেখা ছিলো "শ্রেষ্ঠা সুন্দরীর প্রাপ্য" কথাটি।স্বাবাভিকভাবেই সকল দেবীই এটি চাইলেন কিন্তু অবশেষে পছন্দের নিরবাচনটি নেমে আসলো মাত্র তিনজনের মাঝে: আফ্রোদিতি(ভালোবাসার দেবী) হেরা(জিউসের স্ত্রী) এবং প্যালাস আ্যাথেনা(জিউসের কন্যা,যু্দ্ধপ্রিয়,নগরী দেবী,সভ্য জীবন,চারুশিল্প এবং কৃষিকাজের রক্ষাকর্তৃ) তারা জিউসকে জিজ্ঞাসা করলেন এর মাঝ থেকে একজনকে নির্বাচন করার জন্য। কিন্তু বুদ্ধিমান জিউস এ ব্যাপারে জড়িত হতে চাইলেন না। তিনি তাদের ট্রের নিকটবর্তী আইডা পর্বতে যেতে বললেন,যেখানে তরুন যুবরাজ প্যারিস,(যাকে আলেক্সান্ডারও বলা হত) রক্ষনা বেক্ষন করেন তার পিতার মেষগুলোকে। জিউস তাদের বললেন যে প্যারিস ছিলেন সৌন্দর্যের এক অসাধারন বিচারক। রাজপুত্র হওয়া সত্বেও তিনি মেষপালকের কাজ করছিলেন কেননা তার পিতা (ট্রয়ের রাজা প্রায়াম ) কে সতর্ক করে দেওয়া হয়েছিলো যে এই রাজপুত্র একদিন তার রাজ্যের পতন দেকে আনবে. তাই তিনি প্যারিসকে দুরে পাঠিয়ে দিলেন। এ সময় প্যারিস বাস করছিলেন এক সুন্দরী উপদেবী ইনোনীর সাথে।



যখন তিন দেবী অপরূপ রূপ নিয়ে প্যারিসের সামনে হাজির হলেন তখন তার বিস্ময় সহজেই অনুধাবনযোগ্য। তাকে অবশ্য বলা হলো না দেবীগনের দিকে তাকাতে এবং তাদের মাঝে সবচেয়ে সুন্দরী কে তা নির্বাচন করতে,শুধু বিবেচনা করতে বলা হলো তারা প্রত্যেকে যে উপহারগুলো দিবে সেগুলোকে এবং এদের মাঝে তার কাছে শেষ্ঠ উপহারটি নির্বাচন করতে। তবুও কাজটি সহজ ছিলো না।

মানুষ যা তীব্রভাবে আকাঙ্খা করে সেগুলোই তাকে প্রস্তাব করা হলো। হেরা প্রতিজ্ঞা করলেন তাকে ইউরোপ এবং এশিয়ার অধিপতি বানানোর; আ্যাথেনা বললেন যে, প্যারিস গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধে ট্রোজানদের নেতৃত্ব দিবেন এবং গ্রিসকে ধুলিসাৎ করে দেবেন; আফ্রোদিতি বললেন যে, বিশ্বের শেষ্ঠতমা সুন্দরীকে পাবেন তিনি। প্যারিস শেষটিকে পছন্দ করলেন এবং স্বর্ণ আপেলটি আফ্রোদিতিকে দিলেন।



এটিই "প্যারিসের ন্যায়-বিচার" , যা সর্বত্র বিখ্যাত হয়ে উঠেছিলো ট্রয়ের যুদ্ধের প্রকৃত কারণ রূপে।



হেরা





আফ্রোদিতি (গডেস অফ লাভ প্যাসন এন্ড বিউটি)







এথেনা (গডেস অফ ওয়ার এন্ড উইসডম)







যুদ্ধ দেবতা এরিস





প্যারিসের ন্যায়-বিচার

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

কালীদাস বলেছেন: প্যারিস শান্তিপ্রিয় লোক আছিল :P মারামারিও করতে চায় নাই, রাজ্যের অধিপতি হয়া শয়ে শয়ে বউয়ের জামাইও হৈতে চায় নাই :D

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

এ্যাপোলো৯০ বলেছেন: রাজ্যের অধিপতি হলেই কি শয়ে শয়ে বউ থাকতে হয় !!!!!!

এতই শান্তিপ্রিয় যে ১০ বছরের যুদ্ধ প্রধান কারন ছিলেন উনি :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

s r jony বলেছেন: ভালইত তো লিখছিলে,
এত তারাতারি শেষ করলে কেন?

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

এ্যাপোলো৯০ বলেছেন: একটা প্রথম পার্ট। এর পরে ট্রয়ের যুদ্ধের সব কাহিনীই আসবে। পার্ট বাই পার্ট দিবো। তোমাদের ট্রয়ের যুদ্ধে এক্সপার্ট বানায় ফেলবো :) :) :) :)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

সবুজ মহান বলেছেন: ছবি কই ? বেশী বেশী ছবি না থাকলে মিথ পড়ে মজা নাই ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

এ্যাপোলো৯০ বলেছেন: এক্সাটলি কিসের ছবি দেবো? প্যারিস? ট্রয়? নাকি দেবীদের?

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

সবুজ মহান বলেছেন: টপিকস টা যেহেতু দেবীদের সুন্দরী প্রতিযোগিতা । সো তাদের ছবিই দেয়া যেতে পারে ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

এ্যাপোলো৯০ বলেছেন: গুগল সার্চ দিছো কখনো দেবীদের ছবি দেখার জন্য???? চরম পরিমানে অশালীন ছবি থাকে শুধু। যতদুর মনে হয় দেবীরা জামা কাপড় পরতে পছন্দ করেন না। এসব ছবি দিলে শিরোনামে ১৮+ যুক্ত করতে হবে,তাতেও শেষ রক্ষা হবে কিনা কে জানে।তবুও দেখি চেষ্টা করে।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: ফডু কো ? ফডু ছাড়া গ্রীক মিথ জমে না।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

এ্যাপোলো৯০ বলেছেন: গুগল সার্চ দিছো কখনো দেবীদের ছবি দেখার জন্য???? চরম পরিমানে অশালীন ছবি থাকে শুধু। যতদুর মনে হয় দেবীরা জামা কাপড় পরতে পছন্দ করেন না। এসব ছবি দিলে শিরোনামে ১৮+ যুক্ত করতে হবে,তাতেও শেষ রক্ষা হবে কিনা কে জানে।তবুও দেখি চেষ্টা করে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার যদি তথ্য লাগে তবে আমি দিতে পারি আর ছবি দিলে আরও সুন্দর হবে পোস্ট আর যদি এটা পর্ব হিসাবে চালাতে চাও তবে শিরোনামে লিখে দিয়

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: তথ্য আমার কাছে যা আছে তাই দেই আপাতত।এর পড়েও যদি তোমার কাছে এক্সট্রা থাকে তো দিও :)

ছবি কি করবো বুঝতেছি না :|

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন:
সুন্দর হইছে। চালায়া যাও।

আফ্রোদিতিরে পিডাইতে মুঞ্চায়। X( X( X(( X(( /:) /:)

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু :)

কেনো??????

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: happy new year - P

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

এ্যাপোলো৯০ বলেছেন: হ্যাপী নিউ ইয়ার এন্ড থ্যাংকু

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

সবুজ মহান বলেছেন: প্যারিসের চয়েজ আছে !! :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

এ্যাপোলো৯০ বলেছেন: তাকে অবশ্য বলা হলো না দেবীগনের দিকে তাকাতে এবং তাদের মাঝে সবচেয়ে সুন্দরী কে তা নির্বাচন করতে,শুধু বিবেচনা করতে বলা হলো তারা প্রত্যেকে যে উপহারগুলো দিবে সেগুলোকে এবং এদের মাঝে তার কাছে শেষ্ঠ উপহারটি নির্বাচন করতে

এক্ষেত্রে প্যারিস বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরীকে পাবার জন্য আফ্রোদিতিকে স্বর্ণ-আপেল দিয়েছিলেন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

একজন আরমান বলেছেন:
এই যে সব প্রেম পিরিতির জন্য তো সেই দায়ী ! /:) /:) /:)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

এ্যাপোলো৯০ বলেছেন: হাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহহা......................... প্রেম পিরিতির জন্য আফ্রোদিতি না , তার ছেলে কিউপিড দায়ি :)



এই পিচ্চি তার তীর তোমার হার্টে না ছুড়লে প্রেমে পড়বা না =p~ =p~ =p~ =p~

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
তাইলে তো ছুইরা ফালাইছে। আমি তো খতম। :(

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

এ্যাপোলো৯০ বলেছেন: আর কিস্যু করার নাই। বইসা বইসা মুড়ি চাবাও

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! মিনিষ্টার সাহেব দেখি কিউপিড এর তীরে বিপর্যস্ত!!! :):)


ভালো পোষ্ট। চালিয়ে যান।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু

ঐ তিনজনের মাঝে তুমি কাকে স্বণ-আপেল দিবা?

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এথেনা (গডেস অফ ওয়ার এন্ড উইসডম) ।
উইসডম এর বড়ই অভাব!! হা হা হা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

এ্যাপোলো৯০ বলেছেন: তোমার??????????????

নাকি

আমার !!!!!!!!!!!!!!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

এ্যাপোলো৯০ বলেছেন: আমি হৈলে আপেল খাইয়ালাইতাম B-) B-)

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

লিঙ্কনহুসাইন বলেছেন: :) :) :) ভালো লাগলো

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

এ্যাপোলো৯০ বলেছেন:
থ্যাংকু

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

মিজভী বাপ্পা বলেছেন: মুজা পাইলাম।আফনে এই মীথ গুলান কই পান।আমি গ্রীক মীথের ভক্ত।


আর হেরা দেবীরে ভালা পাই :#> :!>

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

এ্যাপোলো৯০ বলেছেন: মিথের বেশ কিছু বই আছে আমার কাছে। এছাড়া গুগল মামা তো আছেনই।


হেরা দেখতে সুন্দর আচে তয় কুটনী

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: প্যারিসের খ্যাতা পুড়ি, হালার লাইগ্যা আমি একবার মরছি। :| :( :((



এইবার আর একিলিসের ভাত নাই :-0


এই পুষ্টেও আমার ছবি দিস নাই X(

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

এ্যাপোলো৯০ বলেছেন: সবুরে মেওয়া ফলে

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমান বলেছেন:
আমি তো কিছুই করলাম না এখন পর্যন্ত। মুড়ি খাইয়াই বা কি করুম? :(

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

এ্যাপোলো৯০ বলেছেন: ভাত খাও

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

doha057 বলেছেন: প্রবলেম প্যারিসের কারনে না, ৩ কুটনি দেবীর কারনেই হইছে :P রায় যার পক্ষেই দিক, যুদ্ধ হইতই ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

এ্যাপোলো৯০ বলেছেন: হয়তো বা, তখন অন্য কোথাও যুদ্ধ হইতো

১৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১

রেজওয়ান তানিম বলেছেন: পোস্টে একটা ইনফর্মেশন সামান্য ভুল আছে।

এরিস দেবী না দেব, পুরুষ প্রজাতি।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংক্স। আমি পরে ঠিক করে দিবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.