![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
স্বপ্নহার, তোমায় পাঠাই.......... নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে, অলস পায়ে, যখন হাটে মাঘী মাঠের ন্যাবা-ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে !!
স্বপ্ন ওড়ে !
স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে। অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসা ঠোটে করে আসছে ফিরে। পাখি আমার নীড়ের পাখি।
স্বপ্নগুলো খুব ভীতু হয়। আমার স্বপ্ন ; স্বপ্ন সবার।
তবুও আমি স্বপ্ন দেখি। রূপের রাজা, গুণের গুনীন, মুঠির মাঝে মুক্তো মলিন, সব পাখিদের মুগ্ধ- করা মন্ড় নিয়ে আসবো ফিরে বারে বারে। আসবো ফিরেই অবহেলার হেলাফেলার শোধ নেবো ঠিক হিসেব করে।
কোনো পাখিই বশ মানেনি আমার দাড়ে। এই জনমে। একটিও নয়। বুনো পাখির সঙ্গে তারা কেউ ওড়েনি।
গায়নিকো গান মিস্টি গলায় শিউলি ভোরে।
গায়নিকো গান সাঁঝবেলাতে হাসনাহেনার।
সকাল ও সাঁঝ হারিয়ে গেছে নিরুপায়ে, পাখির গায়ের ওম্ এর গন্ধ এবং চোখের চিকনতার বসরাগোল হারিয়ে গেছে,
পাখি আমার, নীড়ের পাখি।
চিরচেনা অচিনপাখি এলেবেলে খেলায় মাতে আলস ভরে।
চোখ দিয়ে সে মারত চাবুক আমায় একা। কলজে নিয়ে বাটতো সে যে গাবুক-গুবুক।
পানা-পড়া দিনগুলোকে চমকে দিয়ে লাফিয়ে যেত আস্ত পায়ে ; মেঘ দুপরের ডাহুক যেনো !
আমার কিছু স্বপ্ন ছিলো। স্বপ্ন দিয়ে মালা গাঁথি। স্বপ্নমালা।
তোমায় নিয়ে ঘুরে বেড়াই বনে বনে। মনে মনে।
কাল রাতেতে স্বপ্ন বেয়ে গিয়েছিলাম কানহার মাঠে।
শিশিরভেজা লাল-ঘাসেতে দেখে এলাম আমরা দু-জন ;
চুপিসাড়ে পা-পা করে হাটছে হরিন; যেমন করে শিশু হাটে।
রোদের সঙ্গে ছায়ার বিয়ে , আলোর সঙ্গে দেয়াল করে কালো।
হাতে-হাতে হাত মিলিয়ে, শব্দ আর গন্ধরা সব যুগলবন্দী খেলে।
থাবার চড়ে রোদের ঝালর ঝাপটে ছিড়ে লাফিয়ে উঠে চিতা।
শিহর তুলে হরিণ চলে শিশির ভেজা মানিক ভোরে।
চমকে বেড়ায় চিকন চিতা, চিকুর তোলা চিল।
আলো-ছায়া, সাপের খেলা, অনন্য কিলবিল।
স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই,
ভেবেছিলাম , এটা করবো , সেটা করবো,
বাড়ি করবো পাহাড়চুড়ায় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে।
পায়ের কাছে বইবে নদী।
ভেবেছিলাম লিখবো আমি গানের মত ;
গান গাইবো, যেমন করে লিখি।
আঁকবো। ছবি খুন করে রঙ , রঙের রক্ত ছেনে।
মধ্য বুকের সব ব্যাথাকে আনবো টেনে টেনে।
বিকেল হলো, বিকেল হলো,
স্বপ্ন মরে আছে পড়ে পায়ের কাছে শীত বিকেলের ঝড়ের ফুলের মত।
নরম কিন্তু স্থির। মৃতের চেয়ে মৃত।
বিকেল হলো। বিকেল হলো।
হয়নি কিছুই, পায়নি কিছুই
স্বপ্ন ঘোরে দল ছেড়ে
সেই দল ছেড়ে সেই মূঢ মানুষ একলা তবু হাটে।
পায়ে পায়ে, ধুলোয় ধুলোয় মেঘ উড়িয়ে, উচ্চগ্রামের স্বর ফুলিয়ে, হাত উঁচিয়ে, ভয় দেখিয়ে, যুথবদ্ধ পথিকেরা উল্লাসেতে মাতে।
দুরে দুরে একলা হাটে স্বপ্ন পাগল, শাপলা বিলের আলে আলে একলা ওড়া সেই পাখিটির সাথে।
গান গেয়ে যায় খালি গলায়, পাহাড়তলির আলেয়াকে সুরের ঘরে ডাকে।
সন্ধ্যা হলো, জোনাক জ্বলে বাঁশ পাহাড়ে।
হুক্কা-হুয়ায় শেয়াল দোলে নকশী-কাথার মাঠ পেরিয়ে নগ্ন নিজন- নীল কুয়াশায় উথালচুলের উড়াল গন্ধ কনকচাঁপার রাতে,
আগলখোলা বোকা পাগল কাঁপা গলায় গান গেয়ে যায় স্বপ্নমালা হাতে।
নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে, অলস পায়ে, যখন হাটে মাঘী মাঠের ন্যাবা-ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে !!
স্বপ্ন ওড়ে !
স্বপ্ন ওড়ে ! বারে বারে !!
আমি কবিতা বুঝি না, জানিনা এইটা কবিতা নাকি। তবে আমার অসম্ভব ভালোলাগার কিছু লাইন তুলে দিলাম বুদ্ধদেব গুহ এর "মাধুকরি" থেকে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
এ্যাপোলো৯০ বলেছেন: চমৎকার আমাকে বলে লাভ নেই। তবুও ধন্যবাদ
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
আমিনুর রহমান বলেছেন: ওরে অসাধারণ +++
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যংকু ভাইয়া। কিন্তু এটা আমার লেখা না। আমি জাস্ট শেয়ার করেছি। গতকাল গাধামী করে রেফারেন্স দিতে ভুলে গেছিলাম
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
একজন আরমান বলেছেন:
ওরে বাপসসসসসসসসস......
চরম হইছে তো।
আমারে তোমার একটু বুদ্ধি ধার দিবা?
তোমার মতো এতো সুন্দর কইরা কবিতা লিখতে মুঞ্চায়। :!> :!> :#> :#>
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
এ্যাপোলো৯০ বলেছেন: আমার কোনো বুদ্ধি নাই আরমান। আমি অসম্ভব বোকা একটা মেয়ে।
কবিতা হলো তুমি,কান্ডারি ভাই এদের বিষয়। আমার না । আমি কখনো ছন্দ মিলানোর চেষ্টাও করি নাই.
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
প্রিয়তমেষূ বলেছেন: ++++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়েন
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
রাইসুল সাগর বলেছেন: ঘসাধারন থুক্কু অসাধারন কাব্যিক কথনে ভালুলাগা এবং ++এর বন্যা ।
শুভকামনা রাশি রাশি । ভালোথাকুন বেলা অবেলার গল্প কাব্যে ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়েন.
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
আশিক মাসুম বলেছেন: wOw , Something different . ++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়েন
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
ঝোড়া বলেছেন: অনেক সুন্দর ।++++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়েন
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: ছবি আর লেখা ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়ে।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
বোকা ডাকু বলেছেন: মাথার উপ্রে দিয়া গেসে।
কোবতে ভালা পাইনা
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
এ্যাপোলো৯০ বলেছেন: কবিতা আমিও ভালা পাই না। তবে এটা আমার অসম্ভব পছন্দের একটা বইয়ের অস..........ম্ভব পছন্দের কিছু লাইন।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩
ভিয়েনাস বলেছেন: চমৎকার হয়েছে ...
৪র্থ ভালো লাগা।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়েন।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি কবি জান তাম নাত , যাক কবিতা দেখি পুরাই অসাধারন এবং ভিন্নধর্মী লিখে ফেলেছ । +++++
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যংকু ভাইয়া। কিন্তু এটা আমার লেখা না। আমি জাস্ট শেয়ার করেছি। গতকাল গাধামী করে রেফারেন্স দিতে ভুলে গেছিলাম
এখন দিছি। দেখে নিও
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
সঞ্জয় নিপু বলেছেন: তোমার লেখাটা অসাধারন হয়েছে + পেয়েছ । লেখাটা পড়ে একটা গান ই মনে পড়ছে -
যখন সময় থমকে দাঁড়ায়
_______
কি আর করে তখন
সপ্ন সপ্ন সপ্ন সপ্ন দেখে মন ।
অনেক ভাল লাগা রইল ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যা।
কিন্তু এটা আমার লেখা না। এডিট করে রেফারেন্স দিয়েছি। দেখে নিয়েন।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
s r jony বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
এ্যাপোলো৯০ বলেছেন: এইটা কি আমারে গিফোট দিলা ??
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
বোকা ডাকু বলেছেন:
জনি ভাই এই ছবিটাই তো খুজতেছিলাম !
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
এ্যাপোলো৯০ বলেছেন: কেমন আছেন ??? ভাপা পিঠা খাওয়াতে ভুলে গেছিলাম। বের হবার একবার মনে করায় দিলেও পারতেন
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
একজন আরমান বলেছেন:
বুদ্ধি নাই তাতেই এতো সুন্দর কবিতা?
আমিও ছন্দ মিলিয়ে লিখতে পারি না। মনে যা আসে তাই লিখে ফেলি !
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
এ্যাপোলো৯০ বলেছেন: বুদ্ধি নাই বলেই তো নিজে লিখতে পারি না। আমি কিন্তু সবাইকে ই বলছি যে এটা আমার লেখা না। ইন ফ্যাক্ট এডিট করে পোস্টেও বলে দিয়েছি।
আমার মনে যা আসে তাও লিখি না আমি।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম। বুদ্ধ দেব বসু আমার একজন প্রিয় কবি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
এ্যাপোলো৯০ বলেছেন: বার বার ভুল কেন করছি বুঝলাম না। রাইটারের নাম বুদ্ধদেব গুহ। সরি।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: মাধুকরী আমারও অনেক অনেক প্রিয়!!!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
এ্যাপোলো৯০ বলেছেন: আমি নিজেও জানিনা বইটা আমি কয়শ বার পড়েছি। যত পড়ি ততই ভালো লাগে।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
লোনলিফাইটার বলেছেন: হায় পাগলি আপু
+++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
এ্যাপোলো৯০ বলেছেন: হায় কেনো বললা ভাইয়া?? আবার চশমা লাগায় ভেটকিও দিতেছো :-| সেই সাথে চোখ একটা বন্ধ কইর্যা মুচকি হাসি :-| কাহিনি কি ?
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
লোনলিফাইটার বলেছেন: একটা কমেন্টে যে বলছিলা তুমি একটু পাগলি।সেটা মনে করে হাসি দিলাম।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
এ্যাপোলো৯০ বলেছেন: হুমমমম আমি আসলেই পাগলী। আমিনুর ভাইকে জিগাও। দেইখো কি পরিমান বদনাম করবো আমার পাগলামীর
কিরাম আছো তুমি?? তুমার হাসি দেইখা তো কাইৎ হৈয়া গেলাম
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বোকা ডাকু বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/86382/small/?token_id=773d76abd73c72d3d07a1c959d6ac47f
এই নিন পাঠিয়ে দিলাম। প্রিন্ট করে খেয়ে নেয়ার দায়িত্ব আপনার।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
বোকা ডাকু বলেছেন:
এই নিন আরও কতগুলা।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
এ্যাপোলো৯০ বলেছেন: ভাপা পিঠা খেতে খুব একটা ভালো লাগে না আমার। একটা খেতে পারি। কিন্তু আমার যে ফ্রাইড চিকেন খেতে ইচ্ছে করতেছে বেশি
২২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
বোকা ডাকু বলেছেন: ছিঃ ছিঃ মেয়েরা এইরকম কেন? :O খালি এটা সেটা খেতে চায় !
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
এ্যাপোলো৯০ বলেছেন: কি জানি !! আমি তো এটা সেটা খেতে চাইনি। মুরগী ভাজা খেতে চেয়েছি
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লাগলো ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
এ্যাপোলো৯০ বলেছেন: ধইন্যাআআআআআআআআআআআআআআআআআআআআ
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
লোনলিফাইটার বলেছেন: কিরাম আছো তুমি?? তুমার হাসি দেইখা তো কাইৎ হৈয়া গেলাম
কও কি?
আমি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
এ্যাপোলো৯০ বলেছেন: যেই সুন্দর চশমা পইড়া হাসি দিছিলা কাইৎ না হইয়া উপায় কি
আমি বেঁচে আছি।
ভালো থেকো ভাইয়া।
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো,
শেয়ার করার জন্য ধন্যবাদ।।
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু
২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
বোকা ডাকু বলেছেন: তাইলে ছুনেন ছাহজাদপুর আইছা এক্ষান চিক্কুর দিয়েন আমি আইয়া পরুমনে। আর আপনেরে ভাঁজা মুরগি ভি খিলাই দিমুনে। আমার দিলডা আবার একটু নরম আছে। কেও কিছু চাইলে হালায় মানা করবার পারিনা। বুচ্ছেন নি?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
এ্যাপোলো৯০ বলেছেন: কোন শাহজাদপুর ??? বাড্ডার ঐদিকে যেইটা ঐটা ??? তাইলে তো
আপ্নার কপালে আছে
২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
বোকা ডাকু বলেছেন: কপালে খিতা আচে হেইডা তো কইচুইন না ! ভইন কই গেলুইন আফনে ! শাহজাদপুর ! অয় অয়। হেইডা তো ঠিকই ধরচুইন। এই অভাগা অইহানেই থাহে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
এ্যাপোলো৯০ বলেছেন: তাইলে তো জাস্ট ওয়াওওওও.............. সপ্তাহে ২ দিন লাঞ্চ করাবেন আপ্নি
। রবি থেকে বুধ বারের মাঝে কোন ২ দিন সুবিধা হবে আপ্নার ?
২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
বোকা ডাকু বলেছেন: আচ্ছা লাঞ্চ করাতে আপত্তি নাই। চলে আসবেন যে কোন একদিন। কবে আসতে চান বলেন। তবে এখানে না বলে ফেবুতে বললেই ভালো হয়। নইলে পুরো ব্লগ সুদ্ধ চলে আসলে আমাকে অক্কা পেতে হবে !!! :-& :-&
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২২
এ্যাপোলো৯০ বলেছেন: সরি। কিছু সমস্যার কারনে আপনার সাথে কনট্যাক্ট করতে পারিনি। আশা করি ভুল বুঝেননি আমাকে।
২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
শিপন মোল্লা বলেছেন: আমি কবিতা বুঝি না, জানিনা এইটা কবিতা নাকি। তবে আমার অসম্ভব ভাল লাগলো
এখানে দেখি কবিতার কথা না বলে খাওয়া খাওইর ব্যাপার সেপার চলছে।
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
এ্যাপোলো৯০ বলেছেন: নজর দেও কেনো???????
৩০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৩
বটবৃক্ষ~ বলেছেন: রিয়েলি নাইস কালেকশান
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০
এ্যাপোলো৯০ বলেছেন: হেই, থ্যাংকয
৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন!!!!!!!
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২
এ্যাপোলো৯০ বলেছেন: আবারো বর্ষন !!
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার +