![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
কিছুদিন আগেই মে বি রাতের ট্রেন একটি পোস্ট দিয়েছিলেন যার থিম ছিলো হতাশা। সেখানে অনেকের পাশাপাশি আমি নিজেও কমেন্ট করেছিলাম হতাশা কাটানোর উপায় বলে কিন্তু বাস্তব লাইফে আমি নিজেই মনে হয় তার চেয়ে বেশি হতাশ। সেতো তাও হতাশা থেকে পরিত্রান পেতে চায়, আমার অবস্থা হইলো দুঃখবিলাস টাইপ। কেনো হতাশ জানিনা কিন্তু হতাশ।নিজেকে নিয়ে, আশেপাশের সব কিছু নিয়েই।
আমি বাইরে যতটা এক্সট্রোভার্ট বাসায় ততটাই ইন্টরোভার্ট। বাসায় নিজের ছোট্ট একটা রুম যেটা আমার নিজস্ব দুনিয়া। এখানে একটা বিশাল বিছানা আছে যেটা আমার ছোটো বোন ও আমি শেয়ার করি। আমার পড়ার টেবিল যেখানে কালভদ্রে বসি। কম্পিউটার , বাসায় থাকলে সারাক্ষন যেটার সামনে বসে থাকি এবং আমার খুব পছন্দের বইয়ের ছোট্ট কালেক্শন তার মধ্যে কিছু বই আছে যেগুলো আমি ক্লাশ থ্রী থেকে পড়া শুরু করেছি এবং এখোনো রিভিশন দিয়েই যাচ্ছি। বাসায় অনেক মানুষ, আমার বাবা, মা, বড় বোন, তার মেয়ে এবং আমার ছোট বোন। এদের মাঝে শুধু ছোট বোনের সাথে কথা হয়, আম্মুর সাথে এর চেয়ে একটু কম, বাবা আর বড়বোনের সাথে শেষ কবে কথা বলেছি মনে নাই দরকার ছাড়া রুম থেকে বের হই না। সকালে বাসা থেকে বের হই রাতে ব্যাক করি। বাসায় এসে পড়তে বসা বা পি.সি এর সামনে বসে থাকা।
দিনের বিশাল একটা সময় ক্যাম্পাসে থাকতে হয়। কিন্তু সেখানে কোনো ফ্রেন্ড নাই। সেভাবে কারো সাথে কথাই বলি না।ব্যাচমেটদের সাথে তো খুবই কম। একটা ফ্লাশ চ্যাট রুমে টাইম স্পেন্ড করতাম একটা সম. সেখানে মোটামুটি ২০-২৫ জন ফ্রেন্ড(!!) আছে যাদের সাথে দেখা করা তো দুর কথাও বলি না। ব্লগিং এর কারনে অনেকের সাথে পরিচয় কিন্তু এখন এখানেও সময় দিতে ভালো লাগে না আগের মত। খুব কাছের ২ টা বান্ধবি ছিলো যাদের থেকে ফিজিক্যালি দুরে থাকলেও মেন্টালি কাছের ছিলাম। এখন চোখ বন্ধ করেও ওদের পাই না।
আমি পেইন শেয়ারের ব্যাপারে কিছুটা চাপা। বলতে ভালো লাগে না। কষ্ট পাইলে মনে মনে কারো কথা ভাবি। তার সাথে শেয়ার করি। এখন চোখ বন্ধ করলে নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ে না। মনে হয় পুরা পৃথীবিতে আমি একা। ভয়ংকর অনুভুতি।
অথচ কস্টে থার কোনো কারন নাই আমার। বাসা ভর্তি মানুষ যারা আমাকে হয়তো অনেক ভালোবাসে কিন্তু আমার মতই প্রকাশ করতে অক্ষম। খুঁজলে অনেক শুভাকাংক্ষি ও পাওয়া যাবে। এমনকি এমন কাউকে পেতে পারি যে কিনা আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। তবুও একা আমি। জানিনা আসলে জীবনে কি চাই।
আত্নহত্যা প্রবনতা আমার মাঝে প্রবল যদিও ট্রাই করিনি।হয়তো আল্লাহ চাননা মহাপাপ করি। কিন্তু সবসময়ই এ চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়।
বাসা থেকে ভার্সিটি অনেক দুর।অনেকটা রাস্তা যেতে হয়। কস্ট হয় প্রচুর।গাড়ি পাই না,গাড়ির জন্য দেড় ঘন্টা ও অপেক্ষা করতে হয় মাঝে মাঝে। কখনো বা টাইম না থাকলে লোকাল বাসে মানুষের যাতা খেয়ে চ্যাপ্টাও হয়ে যেতে হয়। একটা সময় এ কারনে বাসায় এসে প্রতিদিন কাঁদতাম বাট আম্মু বা আব্বুকে বলতে পারিনি সমস্যা হচ্ছে। একদিন সুইসাইড নোট ও লিখেছিলাম আম্মুকে কিন্তু সেখানেও বলতে পারিনি কি সমস্যা গুলো ফেস করছি আমি।
একমাত্র পশুপাখি আছে যাদের প্রতি টান অনুভব করি। রাস্তায় একটা কুকুরের বাচ্চা দেখলেও পরম আদরে কোলে তুলে নেই।সবাই হাসে,টিটিকারি দেয়।কিন্তু এদের প্রতি আমার ভালোবাসা একজন বাচ্চার জন্য মায়ের ভালোবাসার চেয়ে কোনো অংশেই কম না। কেউ বুঝে না।
অর্থহীন প্রলাপ পড়ে কারো মেজাজ খারাপ হইলে সরি।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
এ্যাপোলো৯০ বলেছেন: পোস্ট প্রকাশের সময় কোনো মন্তব্য নয় এর ঐখানে ক্লিক মারছিলাম। কাজ হইলো না কেন ?
চরি, কস্ট কইরা পড়ছেন এবং হতাশ এক্কান ইমোও মারছেন
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
সমানুপাতিক বলেছেন: বাংলাদেশে মানুষ বাড়ছে, সেইসাথে বাড়ছে নিঃসঙ্গতা আর ডিপ্রেশন । প্রেমে পড়ে যাও আপু । সিরিয়াসলি বললাম কিন্তু ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
এ্যাপোলো৯০ বলেছেন: হুমমমমমমমমমম, গতকাল আমি আরো কয়কজনের সাথে কথা বলেছি যারা চরম পর্যায়ে ডিপ্রেশনে ভুগতেছে। বুঝলাম না হঠাৎ করে এমন কেন হচ্ছে !!
প্রেম করা আমার পক্ষে সম্ভব না ভাইয়া। সিরিয়াসলি বললাম। আমি ২/৩ মাসের বেশি কন্টিনিউ করতে পারবো বলে মনে হয় না।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
তারছেড়া লিমন বলেছেন: সোজা উত্তর একখান প্রেরেম কইরি নেন দেকবেন আর ছমছ্যা থাকপিনানে.........
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
এ্যাপোলো৯০ বলেছেন: প্রেম করা আমার পক্ষে সম্ভব না ভাইয়া। সিরিয়াসলি বললাম। আমি ২/৩ মাসের বেশি কন্টিনিউ করতে পারবো বলে মনে হয় না।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
পড়াশুনায় ব্যস্ত থাকুন। পুরোপুরি মনোযোগ দিয়ে পড়াশুনা চালিয়ে যান। সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ্।
পরিবারের সদস্যদের সাথে থাকুন। তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করুন। সবচাইতে আপনজন তারাই। যদি না-হয়, তবে সম্পর্ক ঠিক করুন।
অবসর সময় আনন্দ দেয়, এমন কিছু করুন।
সবশেষে ভালো থাকুন এই কামনায়
ধন্যবাদ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
এ্যাপোলো৯০ বলেছেন: সবে সেমিস্টার শুরু হলো তাই পড়াশুনা করার নাই। ২ দিনের মাঝেই শুরু করবো।
পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ ভালো করতে পারলে অনেক সমস্যা ই কমে যেত কিন্তু................
অবসর সময় বই পড়তে ভালো লাগে। কিছুদিন পরপরই বই কিনি এমনকি আমি এক বই হাজারবার পড়ি
ভালো থাকবেন। ধন্যবাদ
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
মনে নাই বলেছেন: কাটাবন এলাকা থেকে একটা সুন্দর কুকুর ছানা বা ২ টা পাখি কিনে এনে লালন-পালন করতে পারেন, ভালো লাগবে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
এ্যাপোলো৯০ বলেছেন: কুকুর এর কথা বাদ ই দেন, বিড়াল নিয়ে আসলেও বাসায় রাখতে দিবে না। পাখি কিনবো ভাবছি আজকে ৬ মাস। কিন্তু এত অলস আমি যে যাওয়াই হয় না।
কুকুর নিয়ে আসলে আমাকে এবং কুকুরকে বাসার বাইরে থাকতে হবে
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
তামিম ইবনে আমান বলেছেন:
ডরাইলাম!
আমি তো ফরেভার এলোন মানুষ! আমার মুভি দেখে আর ঘুমায়ে দিন চলে যায়
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
এ্যাপোলো৯০ বলেছেন: ডরাইন্যা।
আমার মুভি দেখতেও খুব একটা ভালো লাগে না। আর ঘুম কতক্ষন দেওয়া যায় ? ২ দিন ধরে তো ঘুমাতেই পারছি না।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
জান্নাতুন নাইম রাজন বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
এ্যাপোলো৯০ বলেছেন: থাক আর কস্ট করে কান্না করা লাগবে না। আপ্নার দুঃখ দেখে আমি ব্যাথিত।
কান্তে কান্তে ঘুমায় গেছে বেচারা
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
দি সুফি বলেছেন: এই দুনিয়ায় আসছেনও একা, যাবেনও একা, থাকতেও হবে একা (কারন কেউ কারো নয়)।
তাই নিজেকেই নিজের বন্ধু বানিয়ে নেন। একাকীত্ব দূর হয়ে যাবে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
এ্যাপোলো৯০ বলেছেন: মজার ব্যাপার হলো আমি নিজেকেই ভালোবাসি না।
নিজের সাথে যুদ্ধ আমার।
আমি শত্রু আমিই হাতিয়ার।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
ঘুমকাতুর বলেছেন: হুম
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
এ্যাপোলো৯০ বলেছেন: হুমমমমম
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
আমিভূত বলেছেন: আপনি নিজেই জানেন কি করলে আপনার হতাশা দূর হবে ,তাহলে দেরি কেন? বাবা মা আর বোনের সাথে নিজেকে জড়িয়ে ফেলুন ,বই পড়া বিষণ্ণতা বাড়ায় কমায় না ,বেশি বেশি কথা বলুন ,কথা বললে মন পরিষ্কার থাকে , কাউকে না পেলে নিজেই নিজের সাথে কথা বলুন , সবচাইতে বড় ওষুধ বিষণ্ণতার বকবকানি ,আর যদি ,গান শোনা ,মুভি দেখা ,বই পড়াতে নিজেকে ডুবিয়ে রাখেন তবে বিষণ্ণতা জীবনেও আপনাকে ছাড়বে না , প্রয়োজনে বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠনের সাথে নিজেকে যুক্ত করুন ,কাজে সময় পার হয়ে যাবে ,প্রয়োজনে কথাও হবে ।
হতাশা আর নয় ভালো থাকা হোক ,হাসিখুশি থাকা হোক ,প্রাণোচ্ছল থাকা হোক
মুখে সবসময়
এই রকম ভাব নিয়ে থাকবেন। শুভ কামনা ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
এ্যাপোলো৯০ বলেছেন:
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
অণুজীব বলেছেন: পাগলের অর্থহীন প্রলাপ শুনে ভালো লাগো।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
এ্যাপোলো৯০ বলেছেন: ছিঃ আমি ভালো নাই শুনে তোমার ভালো লাগলো !!!! কথ্থাই বলবো না তোমার সাথে। হুমমমমমমমমমম
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: অসাধারণ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
এ্যাপোলো৯০ বলেছেন: হায়রে আল্লাহ, কই যাই।
কাইন্ডলি আমাকে বলবেনকি কোন এঙ্গেল থেকে অসাধারন ?
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
একজন আরমান বলেছেন:
শোন কষ্ট সবারই কম বেশী থাকে, কেউ তা প্রকাশ করে আর কেউ করে না।
তুমি শেষে যেই কথাটা বলছো ঐটা যেন ভুলেও আর তোমার মুখে না শুনি, এরপর শুনলেই কিন্তু আমার হাতে থাবড়া খাবা।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
এ্যাপোলো৯০ বলেছেন: আমি সাধারনত প্রকাশ করি না।। ইনফ্যাক্ট এখানেও বলতে পারিনি আসলে কি কি সমস্যা গুলো হচ্ছে।
শেষের কোন কথার কথা বলছো??? আত্নহত্যা ??? করবো না। ডোন্ট ওরি। করতে পারলে আরো আগেই করতাম।
এতটকু কেয়ার করে কমেন্টের জন্য থ্যাংকয.
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কষ্ট সবারই আছে কিন্তু এটাকে প্রেরনা করে বেঁচে থাকাটাই সার্থকতা ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
এ্যাপোলো৯০ বলেছেন: আমি সার্থক বেঁচে আছি এখোনো। ইনশাল্লাহ যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ বেঁচে থাকবো। দোয়া করো।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ঘুড্ডির পাইলট বলেছেন: বাসায় বইসা কিছু সৃজনশীল কাজ করতে পারো। যেমন আমি ছবি আকি ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
এ্যাপোলো৯০ বলেছেন: আমিতো কিছু পারি না
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
doha057 বলেছেন: আপনার সমস্যার সমাধান তেমন কঠিন নয়, হেল্প অফার করতে পারি, আবার হিতে বিপরীত হয় কি না জানেন তো, ভাত ছিটালে কাকের অভাব হয় না, কিন্তু প্লেটে ভাত বেড়ে আয় আয় কাক ডাকলে কাক জীবনেও আসবে না
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
এ্যাপোলো৯০ বলেছেন: আপ্নার কমেন্টের মর্মার্থ বুঝলাম না।হিতে বিপরীত হবে কিনা ডিপেন্ড করবে কি হেল্প করতে পারবেন আমাকে তার উপর।
প্লেটে ভাত বেড়ে নিরাপদ দুরত্বে সরে গেলে কাক ঠিকই আসবে। আমি এমন কত খাওয়াইছি
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
s r jony বলেছেন: পাগলের প্রলাপ তাই কিচ্ছু কইলাম না
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
এ্যাপোলো৯০ বলেছেন: এইটা পাগলের প্রলাপ না
এইটা পাগলের অর্থহীন প্রলাপ
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
একজন আরমান বলেছেন:
গুড। চিন্তাও করবা না কখনো এইসব।
সমস্যা থাকবেই।
তবুও জীবন থেকে থাকে না।
আর বন্ধুত্তে ধন্যবাদ দিতে হয় না।
ভালো থেকো।
শুভকামনা রইলো।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
এ্যাপোলো৯০ বলেছেন: তুমি আমার বন্ধু !!!!!!!! আমি তো অন্যকিছু ভাবছিলাম
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
অ্যামাটার বলেছেন:
ভাল থাইকেন!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
এ্যাপোলো৯০ বলেছেন: thanku
২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভূতের সাথে সহমত।
ভালো থাকা হোক সারা বেলা।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
এ্যাপোলো৯০ বলেছেন: ভালো থাকি কেমনে ,,,,,,,,,,,,,,,,,, তুমি বিনা :!> :#> :!> :#> :!> :#>
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
িট্রপ্ত বলেছেন: এদেখি আমার আরেক রুপ। জানি না আপনি কে ? কি করেন ? কেমন মানুষ ? ব্লগ পড়ে নিজের কপি মনে হলো । কুকুড়, বেড়াল আমার অনেক প্রিয়, মানুষ জীবের চেয়ে । আর মনে মনে আওড়ানো সব পঙ্ক্তি ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
এ্যাপোলো৯০ বলেছেন: ও মোর আল্লাহ.............. কইছিলেন এদ্যিন ???
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
অণুজীব বলেছেন: কি অবস্থা আপনার?
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: একদিনের জন্য ভালো ছিলাম।. আবার খারাপ হয়ে গেছে
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
রাইসুল সাগর বলেছেন: জীবন হল দুঃখ আর হতাশার সংমিশ্রিত রুপ। তবু এগিয়ে যেতে হয় আমাদের আর সাবলিল পথ চলার চেষ্টা করার নামই হল জীবন।
সৃজনশীল কাজের চেষ্টা করো। নিজেকে নিয়ে বড় বড় সপ্ন দেখ ।
দেখবে সবই ঠিক হয়ে যাবে ।
শুভকামনা রইল। ভালো থেকো অনেক অনেক।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
এ্যাপোলো৯০ বলেছেন: জীবন মানে Z বাংলা
ভালো থাকর চেষ্টা করছি।
অট:আপ্নাকে পাওয়া যায় না কেনো?? কোথায় ট্রাই করলে পাবো ?
২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
ফালতু বালক বলেছেন: একজন আরমান বলেছেন: আর বন্ধুত্তে ধন্যবাদ দিতে হয় না।
ভালো থেকো।
শুভকামনা রইলো
লেখক বলেছেন: তুমি আমার বন্ধু !!!!!!!! আমি তো অন্যকিছু ভাবছিলাম
হে হে হে হে।
এমনি কই্যরা আনন্দ খুই্যজা লন সব ঠিক হই্যয়া যাইবো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
এ্যাপোলো৯০ বলেছেন: হে হে হে হে হে
সবসময় ত পারা যায় না। দোয়া রাখবেন।
২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ইখতামিন বলেছেন: লেখক বলেছেন: অর্থহীন প্রলাপ পড়ে কারো মেজাজ খারাপ হইলে সরি।
মেজাজ খারাপ হবে কেন?
অনেকটাই মিল আছে...
সাথে তৃতীয় ভালোলাগা
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
এ্যাপোলো৯০ বলেছেন: এমন একটা বিষয়ে মিল না থাকলেই খুশী হতাম।
ভালো থাকবেন।
২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
অণুজীব বলেছেন: খারাপ কি একদিনের জন্য হয়েছে না চিরদিনের জন্য?
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
এ্যাপোলো৯০ বলেছেন: খারাপ যে কতদিনের জন্য হয়েছে জানিনা তো। আজকে সারাটাদিন অনেক ভালো ছিলো। এক ফ্রেন্ড আসছিলো বাসায়। ওর সাথে গুজুর গুজুর করতে করতেই সন্ধ্যা। কিন্তু রাতের বেলা ঐ ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলেই মেজাজ খারাপ হয়ে যাবে
২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
তামিম ইবনে আমান বলেছেন: এখন ভালো আছেন তো?
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
এ্যাপোলো৯০ বলেছেন: অনেকটা। দিনে ভালো থাকি। রাতে খারাপ হয়ে যায়
২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: তুমি আমার বন্ধু !!!!!!!! আমি তো অন্যকিছু ভাবছিলাম
কি ভাবছিলা?
ইউ ডার্টি মাইন্ড !
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
এ্যাপোলো৯০ বলেছেন: ওমা ডার্টি মাইন্ড হবে কেনো?? আমি ত ভেবেছিলাম তুমি আমার ছোটো ভাই। কেন তুমি কি ভাবছইউ ডার্টি মাইন্ড !
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
একজন আরমান বলেছেন:
ইসস ...
পিছলাইয়া গেলা।
থাক আর কমু না। বুইঝা লও।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
এ্যাপোলো৯০ বলেছেন: লুল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
ইখতামিন বলেছেন: আত্মহত্যার কথা মনে না আনলেও পারেন.
এমনটা না হওয়াই উচিৎ
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
এ্যাপোলো৯০ বলেছেন: এক্সাটলি
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
chokhayrpani বলেছেন: onek different, plus onek emotions but share korar manush pacchen na bolay shob emotions joma koray raykhaychen....take a leap of faith, Allah chahay to onek kichue hotay paray.
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
এ্যাপোলো৯০ বলেছেন: আল্লাহ চাহেনতো অনেক কিছুই হতে পারে আমি জানি।কিন্তু এটা জানিনা তিনি কি চাচ্ছেন। আমার সমস্যাটা একটু অন্যরকম।মেইন সমস্যা হচ্ছে কাউকে কিছু বলতে পারি না।বলতে পারলে হালকা লাগতো হয়তো।দোয়া করবেন
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
অন্তত ফ্যামিলির সবার সাথে কথা বলা উচিত। আমি নিজেও ভয়াবহ ভাবে ডিপ্রেসড, তবে আপনি মনে হচ্ছে অনেক বেশি।
আর হ্যাঁ, সুইসাইড করার চিন্তা মাথা থেকে ফেলে দেন।
এক্কেবারে। এটা কিন্তু খুব ভয়ানক জিনিস। শেকড় গেড়ে বসার আগেই ঝেটিয়ে বিদায় করেন।
অনেকে প্রেমে পড়ার কথা বলেছেন। আমি আপনাকে না করব।
নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এ কাজ টা করবেন না। আগে থেকেই ডিপ্রেসড মানুষ প্রেমের ফাদে পরলে, ডিপ্রেশন তো কমেইনা, বরং কিছুদিন পর, পরিস্থিতি কোনভাবে আপনার অনুকুলে না থাকলে মানসিকভাবে আরও বড় সমস্যায় পড়ে যাবেন আপনি। আমি নিজেও পড়েছিলাম, এবং অনেক কস্ট করে ধীরে ধীরে বের হয়ে আসছি।
সবশেষে শুভকামনা জানাই। ব্লগে লেখালেখি করেন। ক্রিয়েটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখেন। ফেসবুকে পরিচিত বন্ধুদের সাথে আড্ডা দেন। অনেকটাই ভাল থাকবেন।
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১১
এ্যাপোলো৯০ বলেছেন: ফ্যামিলির সাথে কথা বলা উচিত আমিও জানি। কিন্তু খুব ছোট বেলা থেকে সিলি কিছু ঘটনার কারনে আমার মাথায় গেড়ে বসেছে যে বাসার কেউ আমার কথা শুনবে না,বুঝবেনা।
সুইসাইড খুব খারাপ একটা জিনিস।কিন্তু সবসময় এটার কথাই মাথায় ঘোরে।বাট করার ইচ্ছে নেই কিংবা সাহস নেই।
প্রেম করা আমার পক্ষে সম্ভব না। করেছিলাম একবার।মূলত সেখান থেকেই এই * ডিপ্রেশনের শুরু।যদিও তাকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই।ইনফ্যাক্ট তার কথা আমার মনেও পড়ে না।
শুভকামনার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
সমানুপাতিক বলেছেন: