নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইয়াদ

দুঃখ বিলাস ভালো লাগে না আর, সুখে না শান্তিতে থাকতে চাই।

এ্যাপোলো৯০

নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো

এ্যাপোলো৯০ › বিস্তারিত পোস্টঃ

প্রেমোপখ্যানের সংক্ষিপ্ত কাহিনী- পাইরিমাস এবং থিসবি

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

একদা মালবেরি গাছের লাল বর্ণের বেরিসমুহ ছিলো তুষারধবল। বর্ণ-পরিবর্তনের কাহিনীটির সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত ও দুঃখময় ঘটনা।





পাইরিমাস এবং থিসবি, সমগ্র প্রাচ্যে ছেলেটি ছিলো সবচেয়ে সুদর্শন যুবক এবং মেয়েটি ছিলো সবচেয়ে সুন্দরী কুমারী। তারা বাস করত রানী সেমিরাসের নগরী ব্যাবলিনে, যেখানে বাড়িগুলো এমন লাগোয়া ছিলো যে একটি দেয়াল দুটি ঘরের জন্য সাধারন রূপে ব্যাবহার হত। এত কাছাকাছি বড় হতে হতে তারা পরষ্পরকে ভালোবাসতে শিখলো। তারা স্বপ্ন দেখেছিলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার; কিন্তু তাদের পিতামাতা এতে বাদ সাধলো। কিন্তু প্রেমকে তো দমিয়ে রাখা যায় না। এর লেলিহান শিখাকে যত বেশি নির্বাপিত করার চেষ্টা করা হয়, এর দহন তত তীব্রতর হয়। আর প্রেমের মিলনের জন্য কোনো না কোনো একটি পথ সর্বদাই খোলা থাকে। এদের দুজনকে বিচ্ছিন্ন করে রাখা ছিলো অসম্ভব।



উভয় গৃহই যে দেয়ালটিকে সাধারন হিসাবে ব্যাবহার করতো তাতে একটি সরু ছিদ্র ছিলো যেটি আগে কেউ লক্ষ্য করেনি। কিন্তু এমন কিছু নেই যা প্রেমিক-প্রেমিকার চোখ এড়িয়ে যায়। আমাদের দুই তরুন-তরুনী এটি আবিষ্কার করলো। এবং এর সাহায্যে তারা কথা বলতো। যে দেয়ালটি তাদের পৃতঃক করে রেখেছিলো সেটিই তাদের যোগাযোগের মাধ্যম হলো। "কিন্তু তুমি না থাকলে আমরা তো পরষ্পরকে স্পর্শ করতে পারতাম,চুমু খেতে পারতাম" তারা বলতো। "কিন্তু তুমি আমাদের কথা বলতে তো দাও। তুমি এমন একটি পথ করে দিয়েছো যা দিয়ে ভালোবাসার কথাগুলো পৌঁছে যায় ভালোবাসার কানে। আমরা অকৃতজ্ঞ নই।" কাজেই তারা কথা বলতো এবং রাত্রি ঘনিয়ে এসে যখন তাদের বিচ্ছিন্ন করে দিত তখন তারা প্রত্যেকেই চুম্বন স্পর্শ দিত দেয়ালের উপর যা অপর পাশের আরেকজনের ঠোঁটে পৌঁছাতে পারতো না।



একদিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলো। তারা সিদ্ধান্ত নিলো যে তারা সে রাতেই পালিয়ে যাবে। তারা "নিনাসের সমাধি" নামক স্থানে একটি গাছের নিচে মিলিত হবে। এটি ছিলো তুষারধবল বেরি ফলে পরিপূর্ণ একটি দীর্ঘ মালবেরি গাছ,যার নিকটে ছিলো একটি শীতল ঝর্নাধারা।



অবশেষে সমুদ্রের অপর প্রান্তে অস্ত গেলো সূর্য এবং জেগে উঠলো রাত্রি। রাতের অন্ধকারে থিসবি চুপিসারে বেড়িয়ে পড়লো এবং রওনা দিলো সমাধির দিকে। পাইরামাস তখনো আসেনি; তবু সে তার জন্য অপেক্ষা করলো। কিন্তু চাঁদের আলোয় হঠাৎ সে একটি সিংহীকে দেখতে পেলো। এটির চোয়াল ছিলো রক্তাক্ত। থিসবি ভয়ে দৌড় দিলো কিন্তু তার ওড়নাটি পড়ে গেলো নিচে। সিংহীটি সেটি দেখতে পেয়ে মুখে তুলে নিলো এবং বনে অদৃশ্য হয়ে যাবর আগেই এটিকে ছিড়ে ফেললো। কয়েকমিনিট পরে এসে পাইরামাস থিসবির রক্তমাখা ওড়না এবং ধুলোর মাঝে সিংহের পদচিন্হ দেখতে পেলো। সন্দেহের অবকাশ রইলো না যে থিসবি বেঁচে নেই। পাইরামাস তার ভালোবাসা দিয়েছিলো এক স্বল্পবয়সী কুমারীকে যে একাকী এসেছিলো বিপদসংকুল এক স্থানে এবং সে সেখানে আগে পৌঁছাতে পারেনি তাকে রক্ষা করার জন্য, পাইরামাস বললো "আমিই তোমাকে হত্যা করেছি" । সে তুলে নিলো থিসবির রক্তমাখা ওড়না এবং বারবার একে চুম্বনে সিক্ত করে নিয়ে গেলো মালবেরি গাছের নিকট। সে বললো " এখন, তুমিও আমার রক্তপান করবে।" সে তার তরবারি বের করলো এবং বিদ্ধ করে দিলো তার নিজের দেহে। তার রক্ত ফিনকি দিয়ে উঠয়ে বেরি ফলগুলোকে রাঙিয়ে তুললো গাঢ লাল রঙে।



থিসবি যদিও সন্ত্রস্ত ছিলো সিংহীর কারনে, আরো বেশি ভীত হয়ে পড়েছিলো তার প্রেমিককে হারানোর ভয়ে। সে তাদের অভিসারের সেই বৃক্ষটির কাছে যাওয়ার দুঃসাহস দেখালো। সেখানে একটি বৃক্ষ ছিলো কিন্তু তার শাখাপ্রশাখায় ছিলোনা ধবল রঙের সামান্যতম ছোঁয়াও। মুহূর্তপরেই সে পাইরামাসকে দেখতে পেলো রক্তস্নাত এবং মৃতপ্রায় অবস্থায়। সে তার কাছে ছুটে গেলো এবং তাকে দু বাহুতে জড়িয়ে ধরলো। সে তার শীতল ঠোটে চুমু খেলো এবং তাকে মিনতি করলো তার দিকে তাকানোর জন্য, তার সাথে কথা বলার জন্য। পাইরামাস একবারের জন্য চোখ খুললো অতঃপর মৃত্যু এসে সেই চোখ দুটিকে বন্ধ করে দিলো চিরতরে।



থিসবি দেখতে পেলো পাইরামাসের তরবারিটি তার হাত থেকে নিচে পড়ে আছে এবং এর পাশে পড়ে আছে তার নিজের শতছিন্ন ও রক্তাক্ত ওড়নাটি। তার বুঝবার আর কিছু বাকি রইলো না। " তুমি নিজ হাতে নিজেকে এবং আমার জন্য আোমার ভালোবাসাকেও হত্যা করলে। আমিও হতে পারি সাহসী। আমিও ভালোবাসতে পারি। কেবল মৃত্যুরই ক্ষমতা আছে আমাদেরকে বিচ্ছিন্ন করার। এটিরও এখন সেই ক্ষমতা থাকবে না। " সে তরবারিটি বসিয়ে দিলো নিজের হৃদপিন্ডে যা তখনও ভেজা ছিলো তার প্রিয়তমের রক্তে।



অবশেষে দেবতারা সহানুভুতিশীল হলেন এবং প্রেকিম যুগলের পিতা-মাতাও। গাঢ লাল বর্ণের মালবেরি ফল হলো এই প্রকৃত প্রেমিক-প্রেমিকার চিরস্থায়ী স্মৃতি যাদের মৃত্যুও আলাদা করতে পারেনি।

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন: আপা অনেকদিন পর আপনার পোষ্ট চোখে পরল । পরে পড়তেছি :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

এ্যাপোলো৯০ বলেছেন: ওকে

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

শূন্য পথিক বলেছেন: :( এন্ডিং!

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

এ্যাপোলো৯০ বলেছেন: হুম, এন্ডিং।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

অণুজীব বলেছেন: +

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু :)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে +

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু ভাইয়া

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

সবুজ মহান বলেছেন: ++

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কালীদাস বলেছেন: সাবাস! পুরাই বাংলা সিনেমা :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

এ্যাপোলো৯০ বলেছেন: ভুল বললেন। এরপর থেকে বাংলা সিনেমা দেখে বলবেন......... সাবাস ! পুরাই গ্রীক মিথ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

ইখতামিন বলেছেন: পঞ্চম ভালো লাগা.
(এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণা)


এখনও পড়িনি। পড়ছি

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

এ্যাপোলো৯০ বলেছেন: এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণা কে ? আপনি??
কনফিউসড।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
জয়তু ভালোবাসা,
জয়তু পাইরিমাস এবং থিসবি।

চমৎকার লেখা।
চালিয়ে যাও।

তোমার সবগুলো লেখার মধ্যে আমার এই লেখাটা খুব বেশী ভালো লেগেছে।

এই যুগে মনে হয় কেউ কাউকে এতোটা ভালোবাসে না !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

এ্যাপোলো৯০ বলেছেন: কি জানি। আমারতো মনে হয় এ যুগে কেউ কাউকে ভালই বাসেনা।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ বাহ খুব ভালো লাগলো । :)


আসলে হয়েছে কি ! কে যেন ফোন করে অদ্ভুদ ভয়েসে কি সব বললো বুঝলাম না।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

এ্যাপোলো৯০ বলেছেন: ওইডা তুমি ছিলা?? তুমারে পাইলে তুইল্যা আছাড় মারুম। খুব খেপছি আমি। তয় ভুলেও তমার নাম মনে হয় নাই।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণা কে ? আপনি??
কনফিউসড।

ব্যাপক উত্তর। =p~ =p~ =p~
হাহালুগিখুগে

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

এ্যাপোলো৯০ বলেছেন: মজা কম নেও। আমি এম্নেই কম জানি।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: কি জানি। আমারতো মনে হয় এ যুগে কেউ কাউকে ভালই বাসেনা।
আমারও কেন জানি তাই মনে হয় !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

এ্যাপোলো৯০ বলেছেন: আসো হ্যান্ডশেক করি :)

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

তারছেড়া লিমন বলেছেন: অবশেষে দেবতারা সহানুভুতিশীল হলেন এবং প্রেকিম যুগলের পিতা-মাতাও। বাস্তবে কেন এমন হয় না????

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

এ্যাপোলো৯০ বলেছেন: তাহলেতো সেটা বাস্তব না হয়ে মিথ হয়ে যেত :)

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

একজন আরমান বলেছেন:
আজকে তো আসছিলাম তোমার বাসার কাছে।
পরের বার দেখা হলে করবো নে। :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

এ্যাপোলো৯০ বলেছেন: তাই নাকি?? আমি অনেক বিজি থাকি এখন। আজকে বাসয় আসতে ১০ ট বেজে গেছে।যাদিও কাজিনের বাসায় যাবার জন্য এই দেরি। তবুও প্রতিদিন আসতে ৮ টা বাজে :(

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: লোকে বলে শেক্সপিয়ার এই কাহিনী থেকে নাকি রোমিও জুলিয়েট লেখছে। সত্য মিথ্যা জানিনা। আর খুব সম্ভব এইটা গ্রীক মিথ না, অবশ্য আমি মোটেই নিশ্চিত না।


ভালো লাগল ভালোবাসার গল্প।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

এ্যাপোলো৯০ বলেছেন: হতে পারে।

এটা গ্রিক মিথ ফর শিওর।


থ্যাংকু।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

সবুজ মহান বলেছেন: নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো ।


B:-) B:-) B:-) |-) |-) |-)

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

ইখতামিন বলেছেন: আপনি হয়তো বুঝতে ভুল করছেন.

আমি বলতে চেয়েছিলাম- ব্লগ ডে-তে সম্ভবত আপনি একটি নাটিকায় এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণা চরিত্রে অভিনয় করেছেন.

আর আপনি কী না কি ভেবে বসে আছেন.
;) B-)) :P ;) B-)) :P ;) B-)) :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

এ্যাপোলো৯০ বলেছেন: ওহ....... আমি কিছুই ভাবিনি। তাই বুঝতেও পারিনি

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

অনীনদিতা বলেছেন: জয়তু ভালোবাসা,

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: জয়তু ভালোবাসা।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসার জয় হোক ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: ভালোবাসার জয় হোক

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

নূরূল ইমরান বলেছেন: লেখক বলেছেন: কি জানি। আমারতো মনে হয় এ যুগে কেউ কাউকে ভালই বাসেনা

B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

এ্যাপোলো৯০ বলেছেন: তোর এমন চশমা পড়ে হাসি দেবার মানে কি ??? তুই বাদে বাকি সবার কথা বলছি :)

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০

নূরূল ইমরান বলেছেন: লেখক বলেছেন: তুই বাদে বাকি সবার কথা বলছি ।

;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

এ্যাপোলো৯০ বলেছেন: তোর সমস্যাটা কি রে ?????????

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

ইখতামিন বলেছেন: কেমন আছেন?

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

এ্যাপোলো৯০ বলেছেন: আজকে আল্লাহ এর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ?

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

রেইন ম্যান বলেছেন: এটা কি অনুবাদ না আপনার লেখা ? যেটাই হোক অসাধারণ হয়েছে ।
অফটপিক , এস এস সি তে কি বাংলায় লেটার ছিল ? :) :) :) :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০১

এ্যাপোলো৯০ বলেছেন: এটা অনুবাদ।

হুমম এস এস সি তে বাংলায় এ+ ছিলো। বাট আমি বাংলা খুব বেশী ভালো পারো বলে মনে হয় না।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

doha057 বলেছেন: ব্যাক্কল পোলা, আরেকটু খুঁজলে কি এমন ক্ষতিটা হইত!!!

যাই হোক নামগুলো শুনে মনে হচ্ছে গ্রীক, গল্পও গ্রীক নাকি অন্য যায়গার তাতে কিচ্ছু আসে যায় না :P কারন গল্পটা অনেক সুন্দর :) :) :)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

এ্যাপোলো৯০ বলেছেন: আর একটু খুজলে কিছুই হত না। থিসবিকে পেয়ে যেত। আমরা এমন একটি ট্রাজিক গল্প মিস করতাম।

হুমমম এটা একটা গ্রীক মিথ। এই মিথ এর উপর ভিত্তি করে আরো অনেক গল্প লেখা হয়েছে পরে।

২৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

ইখতামিন বলেছেন:
কী ব্যাপার পাগলী আপুটা!
নতুন লেখা কই?

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

এ্যাপোলো৯০ বলেছেন: সময় করে উঠতে পারছি না। পরীক্ষাটা শেষ হোক তারপর না হয়...............

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

কালীদাস বলেছেন: এই সিরিজ বন্ধ কেন?
চালু করেন মিয়া।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

এ্যাপোলো৯০ বলেছেন: মিয়া !!!!!!!!!!!!!!!! তোমার এত্ত বড় সাহস আমারে মিয়া কও?????????

২৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

দূর্যোধন বলেছেন: বাহ ! বেশ লেখা তো !

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

এ্যাপোলো৯০ বলেছেন: এভাবে লজ্জা না দিলেও হতো :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.