নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m nobody, i\'m no one or nothing but unfortunately i\'m alive!

এ এইচ এম নাঈম

পরিচয় বলতে আপাতত দেয়ার মত কিছু নেই!

এ এইচ এম নাঈম › বিস্তারিত পোস্টঃ

বড় ফুপু

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০৯

ঈদ যায় আবার নতুন ঈদ আসে। প্রতি ঈদেই অনেক কিছু বদলায়। পুরানো অনেক জিনিস মিস করি। গত দুই ঈদ থেকে সবচেয়ে বেশি মিস করি সম্ভবত বড় ফুপুকে। এর পিছনে একাধিক কারন থাকতে পারে। যেমন সালামি, ঈদে সালামি পাওয়ার বয়স শেষ হয়ে গেছে আরও অনেক আগেই কিন্তু বড় ফুপুর সালামি কখনও মিস হয় নাই। ঈদের দিন যাই বা ১০ দিন পরে যাই হাতের মধ্যে ঠিকই টাকা গুঁজে দিছে। বড় ফুপু নাই সালামি'ও নাই।
আরেকটা কারন হইতে পারে যে,আমার কাছে ফুপুকে ফুপুর চেয়ে দাদী দাদী বেশি ফিল হইছে। এর পিছনে দুইটা করন থাকতে পারে, ১. ফুপুর দুইজন নাতি-নাতনি প্রায় আমার সমবয়সী তাই উনি আমাকেও ওদের মতই আদর করতেন । আর ২.আমি আমার দাদীকে জ্ঞান হওয়ার পর থেকে বুড়োই দেখছি তাই দাদীর কাছ থেকে ওইরকম ভাবে আদর পাওয়ার স্মৃতি আমার খুব একটা নাই আর ওই ঘাটতি কিছুটা সম্ভবত ফুপুর মাধ্যমে পূরণ হইছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১০

শেরজা তপন বলেছেন: আত্মকথন হয়ে গিয়েছে। মানুষ এভাবে নিজের সাথে নিজে কথা বলে।
ফুপুর প্রতি আপনার আন্তরিক ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এরকম ফুফু যেন বাংলার প্রতি ঘরে থাকে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আমার ফুপুদের আমি মিস করি না।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বড় ফুফুর বয়স এখন ৮৫ বছর প্রায়। কিন্তু শারীরিকভাবে বেশ শক্ত আছেন। তবে স্মৃতির কিছু সমস্যা দেখা দিয়েছে।

৫| ০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৩

এ এইচ এম নাঈম বলেছেন: আত্মকথনই ছিলো।

৬| ০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৩

এ এইচ এম নাঈম বলেছেন: আমিন

৭| ০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৫

এ এইচ এম নাঈম বলেছেন: বেশিরভাগই সম্ভবত করেনা।তবে আমার ফুপুরা বোধহয় একটু আলাদা।

৮| ০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৬

এ এইচ এম নাঈম বলেছেন: বয়সের সাথে সাথে কিছু কিছু সমস্যা বোধহয় সবারই দেখা দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.