![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় বলতে আপাতত দেয়ার মত কিছু নেই!
তখন গান শুনি প্রচুর, ব্যান্ডের গান,রক গান। ব্যান্ডের গান ছাড়া অন্য কোনো গানকে গানই মনে করিনা। বন্ধুরা স্পিকারের কন্ট্রোল আমার হাতে দিতে চাইতনা। ওদের অভিযোগ আমি জোর করে ওদের ব্যান্ডের গান শুনাই। এরকম যখন সময় তখন মনে হত যে মেয়ে ব্যান্ডের গান শুনেনা তার সাথে সম্পর্কে যাওয়া যাবেনা। এরপর সময় বদলায়,আমি ব্যান্ড মিউজিকের পাশাপাশি ডুবে আছি হুমায়ূন আহমেদে।যদিও হুমায়ূন পড়া হইছে আরো অনেক আগেই তবে আসক্তি তৈরি হয়েছে পরে।আমি তখন সারাদিন হুমায়ূন গিলি যখনই সময় হয়।বই,নাটক,সিনেমা,গান যখন যা পাই। তখন মনে হত যে মেয়ে কোনোদিন হুমায়ূন পড়েনাই তারসাথে কখনোই কিছু হওয়া সম্ভব না,জীবনেও না।
সময়ের সাথে, বয়সের সাথে মানুষের পছন্দ-অপছন্দ, ভালোলাগা-খারাপলাগা সবই বদলায়।নতুন জিনিস এ্যাড হয় পুরোনো জিনিস বাদ হয়। আমার পুরোনো কিছুই বাদ হয়নি তবে নতুন নেশা এ্যাড হয়েছে।ফুটবল নেশা। কোনো লিগের খেলাই বাদ দেইনা। রাত ফুটো করে খেলা দেখি। বাংলাদেশে ক্লাব ফুটবল ফলো করে এমন মেয়ে খুব বেশি নেই তাই কখনো মনে হয়নি যে ফুটবল না দেখলে তার সাথে ঘর সংসার করা যাবেনা। তবে মনের মধ্যে বাসনা ঠিকই ছিলো আমার যে প্রেমিকা হবেন তিনি যদি ফুটবল বোঝেন তাহলে খুবই ভালো হয়।
এরপর ঝোঁক তৈরি হয় রবীন্দ্রসংগীতে।মনে মনে কল্পনা করি,আমাদের দোতলা বাড়ি। বিকেল থেকেই ঘন মেঘ,আকাশ অন্ধকার। সন্ধ্যা নেমেছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে ধীরে ধীরে এর গতি আরো বাড়বে, কিন্তু বাড়েনা।শুধু বৃষ্টির সাথে সাথে থেমে থেমে হালকা বাতাস আসে। আমি বসে আছি দোতলার বারান্দায়।নদী দেখা যায় একটু দূরেই।মাঝে মাঝে বাতাসের সাথেই কয়েক ফোঁটা বৃষ্টি এসে লাগে গায়ে। বিদ্যুৎ নেই কিংবা থাকলেও আমরা বাতি নিভিয়ে রেখেছি। তুমি চা বানিয়ে নিয়ে এসেছ।আমরা চা খাচ্ছি আর বাকিটা সেন্সরে কাটা পড়েছে। তুমি গান ধরেছো,
"এই চঞ্চল সজল পবন বেগে,
উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়
ওই বলাকার পথখানি নিতে চিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।"
এইসব ফ্যান্টাসাইজ করার সময় মনে হয় আমার যে প্রেমিকা হবে তিনি যদি গান গাইতে পারে তাহলে খুবই ভালো হবে।
এখন যখন আমার এইসব ফ্যান্টাসি বা ইচ্ছের কথা ভাবি তখন হাসি পায়। ধরাযাক আমার প্রেম হলো একদম প্রথমেই।মেয়েটা ব্যান্ড মিউজিক শোনে এবং হুমায়ূন পড়ে।এই মোহো যতদিন থাকবে ততদিন হয়ত সম্পর্ক স্মুথ থাকবে।কিন্তু এর পর?এর পরে যখন আমি সিফ্ট করবো ফুটবলে আর রবীন্দ্রসংগীতে তখন কি হবে? মেয়েটারও যে সেইম প্রেফারেন্স হবে তার তো কোনো গ্যারেন্টি নেই।দেখাগেলো মেয়েটার ভাল্লাগে টেনিস আর থ্রাশ মেটাল। এইসব পছন্দ অপছন্দের পথ যখন দু'দিকে বেঁকে যাবে তখন সেই সম্পর্ক আর আগের মত না থাকার সম্ভাবনাই বেশি।যেহেতু আমাদের প্রেম হওয়ার কারন পছন্দের সিমিলারিটি।
জীবনের এই সময়ে এসে মনে হয় এ-ই সবকিছুই রিপ্লেসেবল কিংবা কম্প্রোমাইজ্যাবল। তাই কিছু থাকুক আর না থাকুক এম্প্যাথি থাকতে হবে।সম্ভবত এটা আর চেঞ্জ হবেনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।