নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আপনার আগমনে ধন্য মনে করছে, অভিনন্দন আপনাকে।

নাঈম জাহাঙ্গীর®

আমি সামান্য একজন বাংলাদেশী নাগরিক, ছোটমোট একটি সরকারি চাকরি করে বউ ছেলের খাবার যোগাড় করি। এখানে সব জ্ঞানী লোকের ভিড়ে আমি অজ্ঞ তাতে কোন সন্দেহ নাই। জ্ঞানী লোকের পায়ের কাছে বসে থাকলেও অনেককিছু পাওয়া হয়ে যায় ভেবেই আপনাদের মাঝে আমার আগমন।

নাঈম জাহাঙ্গীর® › বিস্তারিত পোস্টঃ

রাজ্যহীন রাজা আমি বিদ্রোহী প্রজা মনের রাজ্যে

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮


আমার ব্লগে আপনাকে স্বাগতম, অভিনন্দন আপনার আগমনে

জ্ঞানের সাগরে প্রবেশ করে এমন ব্যতিক্রমী শিরোনাম কেন দিলাম নিজের পরিচয় পর্বে সেটা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না, কারণ আমি এর সঠিক উত্তর দিতে পারবো বলে মনে হচ্ছে না। কেমন আছেন সবাই ? আমি ভালো আছি, আপনাদের মাঝে নিজের অবস্থান চিন্তা করে খুবই আনন্দবোধ করছি। আমার সম্পর্কে জানার আগ্রহ সবার মনে জাগবে এটাই স্বাভাবিক, সেজন্যই আমার এই পোস্ট। আসেন আমার সম্পর্কে সামান্য কিছু বলছি শুনেন তবে....

নিকে যে নাম দেখছেন সেটা আমার ভোটার আইডি কার্ডের শুধু ®এটা বাদে, বাড়ি শেরপুর জেলার সদর পৌরসভায়। আমি ১৯৯৭ সালে এসএসসি ও ১৯৯৯ সালে এইসএসসি পাশ করার পর বাপের বুঝা কমাতে নিজের গাড়ে চাকরির বুঝা নিয়ে বাড়ি ছাড়ি। বর্তমানে ঢাকায় আমার কর্মস্থল। কি চাকরি করি সেটা বলতে একটু লজ্জাবোধ করছি, না না ছোট চাকরি করি সেজন্য নয়, আমার চাকরিটাকে সবাই ঘৃণার চোখে দেখে থাকেন, তাই সেটা সম্পর্কে বলতে একটু সংকোচ থেকে যায় মনে। যাক, সব সংকোচ দূরে ঠেলে নিজের পরিচয় যখন দিতেই এসেছি তখন সেটা আর গোপন রেখে লাভ কি, না হয় একটু গালি আগেভাগেই দিয়ে দিবেন। আমি ২০০০ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবলে যোগদান করি, আজও সেই একই জায়গায় পড়ে আছি, কোনপ্রকার প্রমোশন নেয়ার চিন্তাভাবনা হয়নি, তাই আজ পর্যন্ত দুই বার পরিক্ষা দিলেও তেমন চেষ্টা না থাকায় আমার কোন অগ্রগতি নাই, আসলে আমি একটা গাদা সেটা গোপন করার কিছু নাই, এখন মানুষ হওয়ার চিন্তা করছি। আসলে, আমি দিন গুনছি কবে পঁচিশ পূর্ণ হবে। আপনারাও দোয়া করবেন যেন পঁচিশ পূর্ণ করতে পারি সুস্থ শরীরে।

আমার লেখালেখি করার কোন অভ্যাস নাই, পারিওনা। তবে ফেসবুক যেহেতু চালাই সেহেতু অনেকের লেখা পড়ে থাকি, মাঝেমধ্যে খুঁজি সুন্দর কোন লেখা, এই ব্লগে অনেক জ্ঞানী গুণী লেখকের মানুষের বসবাস তা বুঝাই যায় ব্লগে ঘুরলে। আমারও সাধ হলো এখানে একটা একাউন্ট তৈরি করার, তাই আজ করেই ফেললাম। জানি কিছু লিখে আপনাদের মন জয় করতে পারবো না, তবুও মাঝেমধ্যে আপনাদের লেখা পড়ে নিজের দুএকটা কথা মন্তব্যের ঘরে রেখে যেতে পারবো। দোয়া রাখবেন।

ছবিটি কিছুদিন আগে ফেসবুকে পেয়েছি, আমার কাছে দারুণ লেগেছে ছবিটি। তাই আমার প্রোফাইল পিক হিসেবে সেটাকেই রেখে দিলাম। ছবিটি দেখলে কেমন যেন রাজা রাজা মনে হচ্ছে, অসাধারণ ভাবভঙ্গিতে শিশুটি চমৎকার শট দিয়েছে।

আমার ব্লগে আপনাকে স্বাগতম, অভিনন্দন আপনার আগমনে।
ভুল গুলো ক্ষমা করবেন

আমার ফেসবুক পেজ - Naim Jahangir
যদি কখনো আমার সাথে কথা বলার ইচ্ছে জাগে কোন বন্ধুর মনে তবে বলতে পারেন পেজের নাম্বারটা ব্যবহার করে।
শুভকামনা সবার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪

রাকু হাসান বলেছেন: শুভ ব্লগিং । ব্লগে স্বাগতম ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

আরজু পনি বলেছেন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া চালিয়ে যেতে পারেন। এতে নিজের পেশাগত ব্যস্ততার ভিড়েও নিজে তৃপ্তি পাবেন পড়ার।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.