নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বাল্যকাল আর বাল্যবন্ধু

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

সকাল বেলায় ঠাণ্ডা ভাতে,
দিনটি শুরু মন আনন্দে-কিশোরচিত্তে;
চিন্তাভাবনার-নাইতো বালাই।
সকাল দুপুর সন্ধ্যা রাতে,
খেলাই বেড়াই পাড়াগাঁয়ে-মন আনন্দে;
নতুন মাঝেই-সুখ খুঁজে পাই।

পাশের বাড়ি বন্ধুর সনে,
সুযোগ খুঁজি খেলার ছলে-ভর দুপুরে;
কোনভাবে যদি-তার দেখা পাই।
কতো খেলাই ওঠতো জমে,
মনের সুখে দুজন মিলে-একলা ঘরে;
আর যেনো-গল্পের অভাব নাই।

দৌড়ঝাঁপ আর মারামারি,
সুযোগ পেলেই রোজ খেলি-পাশের গ্রামে;
সকল খেলায়-দল বেঁধে যাই।
ঝগড়াঝাঁটি সকল ভুলি,
এক হয়েই যে খেলে আসি-রোজ বিকেলে;
মোদের চেয়ে-জুট কোথাও নাই।

খুশির খবর যদি জানি,
মনের মতো বন্ধুরে খুঁজি-সবার আগে;
তার কাছেই-নির্দ্বিধায় জানাই।
ভুলে দ্বন্দ্ব-দুঃখ বন্ধু ডাকি,
জিগাই তারে জানিস নাকি- আমার মনে;
তুই ছাড়া আর-সুখ কোথা পাই!

পুকুরপাড়ে ঝড়ের রাতে,
যেতাম ছোটে দুজন মিলে-আম কুড়াতে;
সবার আগে-চাই যাওয়া চাই।
সঙ্গের সাথী সবাই মিলে,
পাশের বাড়ির গাছ থেকে- আঁধার ঠেলে;
নারিকেল ডাব-কত পেড়ে খাই।

সুযোগ মতো পাশের বনে,
শিয়াল মামার দেখা পেলে- সবার সাথে;
মারতে তারে-যাই ছোটে যাই।
বাল্য কালের বন্ধুর সনে,
কতো কথাই যে মিশে আছে-গোপন হয়ে;
হাসি আজও-মনে হলে একাই।

বাবার কাছে খেয়েই বকা,
কখনো ঘরে রইছি একা-দোয়ার মেরে;
চোখের জলে-এই বুক ভাসাই।
বন্ধু আমার আসতো একা,
হাইরে কতই স্বপ্ন দেখা-রাগ ভাঙিলে;
হাসতে হাসতে-গড়া গড়ি যাই।

হাসি খেলায় যাইতো বেলা,
সুখের গাঙে রঙিন ভেলা-হৃদয় ফ্রেমে;
এঁকেছি কত ছবি-তুলি ছাড়াই।
হায়রে আমার ছেলে বেলা,
হয়'না যেন আজও ভুলা-মনের ঘরে;
রাখছি তারে-খব যতনে তাই।

গোলাপ গাছে ফুলের রেণু,
সেথায় গেলে জুটবে মধু-ভ্রমর জানে;
যেথায় ঘুরুক-ফিরে আসে তাই।
হারিয়ে যাওয়া দিন গুলো,
যদিও জানি পাবো'না তবু-স্মরণ করে;
কিছুটা হলেও-সুখ খুঁজে পাই।

বাল্যকাল আর বাল্যবন্ধু,
কতকিছু পাইলাম তবু-এই জীবনে;
কিছুর সাথে-তার তুলনা নাই।
নতুন গাছে প্রেমের কদু,
চাক- ভাঙিয়া সুখের মধু-পাইছি খুঁজে;
ছেলেবেলার সে-বন্ধু ভুলিনাই।

(আমার ছেলেবেলা সম্পর্কেই লিখতে চেয়েছিলাম। কিন্তু লেখা শেষ করার পর অনেকবার পড়েও মুগ্ধ হতে পারিনি নিজেই। সেজন্য গতকাল শেষ করলে ফেসবুকে দিলেও ব্লগে দিতে সাহস করিনি। তবুও আজ দিলাম যে, লেখছি যখন কষ্ট করে থাকুক নিজের কাছেই না হয়। পড়ে আপনার সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।)

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার সময় নষ্ট হয় নাই ভাই। খুব ভালো লিখেছেন।

ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই শ্রদ্ধা রইল প্রিয় লেখকের প্রতি। মন্তব্যে আসার জন্য কৃতজ্ঞতা জানবেন।

আসলে ছেলেবেলা আর বাল্যবন্ধুর স্মৃতি নিয়ে লেখতে চেয়েছিলাম। দেখি কবিতা, কবিতা ছাড়িয়ে গল্প হয়ে যাচ্ছে কিন্তৃ ছেলাবেলা আর বাল্যবন্ধুর কথা শেষ হয় না। তাই ভেবেছিলাম হয়তো অযথাই সময় নষ্ট করলাম।

আপনার মতো সুলেখকের মন্তব্য যেকারো মনের সাহস দিগুণ করবে। আমিও সাহস পাইলাম। প্রেরণা হয়ে থাকবে এই সাহসটুকু।

অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।
আপনার উপন্যাসের জন্য শুভকামনা থাকবে সবসময়।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

শূন্যনীড় বলেছেন: সময় নষ্ট হয়নি। মুগ্ধতা নিয়ে গেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মুগ্ধতায় আমার সফলতা ভাই।

উৎসাহিত করে গেলেন ভাই। প্রেরণা থাকুন সবসময়।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

জিগাই তারে জানিস নাকি- আমার মনে < শব্দ নির্বাচনে সচেতন হতে হবে। যেহেতু পুরো কবিতাটি ঐ ভাষায় না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসাটুকু আমার প্রেরণা থাকবে ভাই। উপদেশে আমি কৃতজ্ঞ রইলাম।

আসলে ভাই, অক্ষর আর লাইন মিল রাখতে ভেবে পাছিলাম না জিগাই এর স্থলে ঠিক কোন শব্দটি বসাতে পারি। পরে সেটাই বসিয়ে এগিয়ে যাই। পরে আর সেটা নিয়ে ভাবিনি।
দেখছি ভাই, ওখানে কোন শব্দ বসাতে খুঁজে পাই কিনা।

আপনার আন্তরিক মন্তব্য রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা জানবেন সবসময়।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগা রইল+++++



গোলাপ গাছে ফুলের রেণু,
সেথায় গেলে জুটবে মধু-ভ্রমর জানে;
যেথায় ঘুরুক-ফিরে আসে তাই।
হারিয়ে যাওয়া দিন গুলো,
যদিও জানি পাবো'না তবু-স্মরণ করে;
কিছুটা হলেও-সুখ খুঁজে পাই। "

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালা লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। প্লাসগুলো প্রেরণা হয়ে থাকবে।

আপনার মন্তব্যে কবিতার ছয় লাইনের মধ্যে শেষের তিন লাইনে প্রথম তিন লাইনের ভাব প্রকাশ করতে চেয়েছি। ভ্রমর যেমন জানে ফুলের কাছে গেলেই তার মুগ্ধতা পাবে তেমনি আমিও ঘুরেফিরে ছেলেবেলায় যাওয়ার আগ্রহ দেখিয়েছি। কিন্তু জেতে চাইলেও যেতে পারিনা। কেবল আমার মনটাই ছোটে যায় বারবার। তাতেই সুখানুভব।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন সবসময়।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

অতৃপ্তনয়ন বলেছেন: সুমন ভাইয়ের কথাটির সাথে একমত।
আরও ভাল করেন শুভকামনা সবসময়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, সুমন ভাইয়ের সাথে আমিও এতমত প্রকাশ করেছি। তেমনটি হওয়ার কারণটা প্রতিউত্তরে বলে এসেছি। দেখি চেষ্টা করে, কোন শব্দ মিলাইতে পারি কিনা।

আপনার জন্যও শুভকামনা সবসময়।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

নেয়ামুল নাহিদ বলেছেন: ভালোই লিখেছেন। আরেকটু ঘষামাজা করলে, লেখাটা আরও সুন্দর হতো - আর পড়তে আরও ভালো লাগতো।
শুভকামনা :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে জেনে উৎসাহ ও সাহস পেলাম ভাই। প্রেরণা থাকবেন সবসময়।

আসলে আমি এখানে অক্ষর সংখ্যা আর লাইন মিল রাখতেই চেষ্টা করেছি। এটা ঠিক রাখতেই কবিতাটি শ্রুতিকটু হয়ে গেছে হয় তো। তবুও আপনাদের পরামর্শের গুরুত্ব আমাকে আরো ভাবাচ্ছে কবিতা সম্পর্কে। চেষ্টা করবো।

মন্তব্যে এসে প্রেরণা দিয়ে গেলেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

তোমার জন্য মিনতি বলেছেন: অসাধারণ কবিতা লেখেন ভাই।
এত বড় আবার শব্দ সংখ্যা!!! অনেক কষ্ট সাধন!! সময়েরও ব্যাপার।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হলাম। আপনাদের এমন আন্তরিক উৎসাহ থাকলে সবই সম্ভব ভাই। আপনারাই উৎসাহ প্রেরণা। আপনাদের মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। সবসময়।

ভালোবাসা হয়ে থাকুন এভাবেই।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

তোমার জন্য মিনতি বলেছেন: আপনার কবিতা ফেসবুকে পড়েছিলাম গত রাত্রেই। আপনাকে খুঁজতেই ব্লগে আসা। আমি ব্লগে নিয়মিত নই। ফেসবুকে দেখেই আসি এখানে


আছি ভাই এভাবেই পাশে থাকবো। আপনার জন্য শুভকামনা সবসময় থাকবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অত্যন্ত ভরসার কথা ভাই। ফেসবুকে ফলো করেন জেনে খুশি হয়েছি। আপনাদের এরকম আন্তরিক ভালোবাসা পেলে লিখেই যাবো মনের কথাগুলো এভাবেই।

অনেক অনেক ভালোবাসা ভাই। শুভকামনা আপনার জন্যও। ভালো থাকুন এই প্রত্যাশা।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অত্যন্ত ভরসার কথা ভাই। ফেসবুকে ফলো করেন জেনে খুশি হয়েছি। আপনাদের এরকম আন্তরিক ভালোবাসা পেলে লিখেই যাবো মনের কথাগুলো এভাবেই।

অনেক অনেক ভালোবাসা ভাই। শুভকামনা আপনার জন্যও। ভালো থাকুন এই প্রত্যাশা।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
শৈশব স্মৃতি পড়লে হৃদয়ে নাড়া দেয়।
ফিরে যায় অতিতে।

একটা লাইক... :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, শৈশব স্মৃতি খুব মনে পড়ে। বিশেষ করে একলা কোন উদাস সময়ে চলে যাই হাসিখুশি ভরা বাল্যকালে। কতই না ভালো ছিল সেই দিনগুলি। এখনো মাঝেমধ্যে মনে হলে কখনো হাসি, কখনো উদাস হয়ে সেই চঞ্চলতার শূন্যতা অনুভব করি।

আপনার লাইক পেয়ে ধন্য হয়েছি ভাই।
প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল নয়ন সাহেব। লিখে যান আর সংগ্রহে রাখবেন। একদিন আপনার এই সৃষ্টি আপনাকে পর্বতে পরিনত করবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় আশীর্বাদ করে গেলেন। এমন উদার আশীর্বাদ পেয়ে কতটা আনন্দে উদ্বেলিত আমি তা কেমনে বোঝাবো ভাই।

এই আশীর্বাদ আমার আগামী জীবনে পাথেয় হয়ে থাকবে। আমাকে অনুপ্রাণিত করবে নিত্য। প্রেরণা হয়ে থাকুন আমার আগামীর পথে।

সংরক্ষণ বলতে ভাই, গুগল, ফেসবুক, সামু, আর আমার একটা ব্যক্তিগত ওয়েবসাইট আছে। অনলাইনে যেখানে যা লেখি সব আমার ব্যক্তিগত ওয়েবসাইটে রাখছি।

কবিতা ভালো লাগায় আমার কষ্টটুকু সফলতা পেল।
শুভকামনা জানবেন সবসময়।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


বিষয়টা বড়, পদ্যটা দুর্বল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে বাল্যকাল আর বাল্যবন্ধুর অনুভূতি অনেক। এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তারপরও আমি পুরোপুরিভাবে সঠিক শব্দ লাগাতে পারিনি অক্ষর আর লাইনের সখ্যতা বজায় রাখার জন্য।

আপনার মন্তব্য সবসময় আমাকে আরো ভালো করা চেষ্টায় মনোযোগী করে।
শুভকামনা জানবেন সবসময়।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

অরুনি মায়া অনু বলেছেন: দিনগুলো মোর সোনার খাঁচায়, রইলো না,,,,,,
এমন কবিতা মন উদাস করে দেয়। শৈশবের স্মৃতিরা মনে এসে ভীড় জমায়।
ভাল লাগল আপনার শৈশব কথা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সোনাভরা শৈশব স্মৃতি সবাইকে কোনো না কোন উদাস সময়ে খুব মিস করায়। আমার এতটুকু বয়সে বাল্য কিশোর সময়ই সবচেয়ে ভালো কেটেছে। এখনও ভালই যাচ্ছে তবে সেই দিনগুলির অনুভূতিই আলাদা।

কবিতা ভালো লাগায় আমার কষ্টের সফলতা। অনেক উৎসাহিত হলাম আপু। প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আগামী দিনগুলিতে।

শুভকামনা জানবেন সবসময়।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লেগেছে +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আগনে ধন্য হয়েছে আমার বাল্যাকাল।

ভালো লাগা জানিয়ে আমাকে উৎসাহিত ও আরও সাহসী করে গেলেন ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
শুভকামনা রইল।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

জুন বলেছেন: আপনার কবিতা সেই সুদুর অতীতে নিয়ে গেল নাইম জাহাংগীর নয়ন । বৌচি,ফুলটোকা, রুমালচুরির কথা মনে পড়ে গেলো । মনে পড়লো বন্ধুদের সাথে ফুল পাতার তরকারী আর মাটির ঢেলার মাংস রান্নার সেই হাড়ি পাতিল খেলা । সব মনে পড়লো আপনার কবিতায় ।
অনেক ভালোলাগা রইলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাছে মন্তব্য পেয়ে ধন্য হলো লেখাটি। সত্যি বলেছেন বাল্যকালের কথা মনে হলে ছোট সময়ের পুতুল খেলা আর বালি দিয়ে ঘর বানানোসহ আরও অনেক খেলাই মনে পড়ে যায়। আমারও মনে হয়েছিল লেখার সময়, কিন্তু বড় হয়ে যায় তাই বেশি কিছু সাজাতে পারিনি। আপনার মন্তব্য লেখাটিকে পূর্ণতা দিয়ে গেল ভাই।

প্রেরণা হয়ে থাকবেন সবসময়। শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




কবিতার শরীর বলিষ্ঠ না হলেও বক্তব্যের তোড়ে ফেলে আসা ছেলেবেলার কথা মনে পড়ে গেলো । আসলে বেড়ে ওঠা সব মানুষের মাঝেই মনে হয় একটি কিশোর সংগোপনে লুকিয়ে থাকে ।

বুকের মাঝে লুকিয়ে রাখা এমন একটি কিশোরের কবিতা আমারও আছে । মনে হলো, আপনার এই কবিতার উত্তর এভাবে না দিয়ে সেই কবিতাটি দিয়েই দেয়া যেতো । আপনাকে সেই কবিতাটি সময় পেলে একদিন উৎসর্গ করে যাবো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্য হলাম ভাই আপনাকে আমার বাড়িতে পেয়ে। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় বরণ করে নিলাম ভাই।


আসলে বাল্যকাল আর বাল্যবন্ধুর কথা বলে শেষ হতে চায় না। সবারই বাল্য স্মৃতি মাঝেমধ্যে নিয়ে যায় ঢেকে কিশোর বেলায়।

দেখে আসবো ভাই আপনার কবিতা পড়েও অনেক স্মৃতি জালাই করে আসবো। অশা রাখছি।

কৃতজ্ঞতা জানবেন ভাই। মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকবে।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল পাঠে ।
গোলাপ গাছে ফুলের রেণু,
সেথায় গেলে জুটবে মধু-ভ্রমর জানে;
যেথায় ঘুরুক-ফিরে আসে তাই।
হারিয়ে যাওয়া দিন গুলো,
যদিও জানি পাবো'না তবু-স্মরণ করে;
কিছুটা হলেও-সুখ খুঁজে পাই।

যদি হতে পারতাম ভ্রমর ফুলে ফুলে না পারলেও
কবিতায় কবিতায় ঘুরতাম ।

শুভেচ্ছা রইল ।

০২ রা মার্চ, ২০১৭ ভোর ৪:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আগমনই আমার বড় প্রেরণা ভাই। আপনার প্রতিটি মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে সাহস দেয়।


শ্রদ্ধা আর ভালোবাসায় আপনার প্রতি শুভকামনা রাখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.