নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কুত্তার চেয়েও জঘন্য তুই ধর্ষক-তুই খুনি!! - সামাজিক অবক্ষয়;

১০ ই মে, ২০১৭ রাত ৮:৫০



সেই আদিম যুগ থেকে মানব সভ্যতার বিকাশের জন্য কত জ্ঞানীগুণী মুনিঋষি বৈজ্ঞানিক চিন্তাবিদ কাজ করে গেছেন তার কোন হিসেব আমি জানিনা। তবে এই টুকু বুঝতে পারি, মানুষ নিজেদের চেষ্টায় এই সভ্যতার স্বর্ণযুগে উপনিত হতে পেরেছে সামাজিক রাষ্ট্রিক চিন্তাবিদ আর বিজ্ঞানের সমষ্টিগত প্রচেষ্টায়। এখন আর মানুষ সেই আদিম যুগের মতো বস্ত্রহীন থাকেনা, নির্লজ্জ পশুপাখির মতো নিজেদের যৌবনসুখ চরিতার্থ করে না। মানুষের এখন চিন্তাজগত বিকশিত হয়েছে। সভ্যতার আবরণে সবাই ঢাকা। সবাই নিজেকে সামাজিকতায় বেঁধে রাখতে শিখেছে।

দিনদিন মানুষের শিক্ষা মেধা কর্মক্ষমতা বেড়েছে, বেড়েছে সামাজিক দায়বদ্ধতাও। কিন্তু মানুষের লোভ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সামাজিক দায়িত্ববোধের অবক্ষয় বেড়েই চলেছে। নিজেকে দ্রুত বড়লোক করে তুলার চিন্তাভাবনা মানুষকে ব্যক্তিকেন্দ্রিক করে তুলছে। সমাজের প্রতি দায়িত্ববোধ কমে যাচ্ছে। বাড়ছে সামাজিক অবক্ষয়। তাই বাড়ছে খুন, বাড়ছে ধর্ষণ, বাড়ছে হিংস্রতা, বাড়ছে না সামাজিক মূল্যবোধ।

সমাজে মানুষ এখন কয়েকটি স্তরে বিভক্ত। চিন্তাজগতের ভিন্নতর এই সামাজিক ব্যবস্থা আমাদের দিনদিন চরম অবক্ষয়ের দিকে এগিয়ে নিচ্ছে। সত্য আজ নির্বাসিত হওয়ার পথে সমাজ থেকে। দায়িত্ববোধে এখন আর কোন মানুষকে এগিয়ে নিতে পারছেনা সমাজ, মিথ্যার জয়োৎসবের ভিড়ে। মানুষ অর্থের কাছে বন্দি হয়ে পড়ছে দিনদিন। মানবতার যেন দম বন্ধ হওয়ার অবস্থা। আমাদের সামাজিক দায়িত্ববোধে এগিয়ে আসতেই হবে। বাড়াতে হবে সামাজিক মূল্যবোধ। মানুষকে মানুষ হিসেবে ভাবতে হবে। ভুলে যেতে হবে মানুষের শ্রেণিভেদ। জাগিয়ে তুলতে হবে মানবতা। উৎসাহিত করতে হবে সামাজিক দায়িত্ববোধে এগিয়ে আসার জন্য। রুদ্ধ করতে হবে সামাজিক অবক্ষয়।

মাত্রাতিরিক্ত লোভ ও মাদকাসক্তি সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারন। সামজিক অবক্ষয় সংকট সৃষ্টি করছে মানুষের সামাজিক ও পারিবারিক জীবনে। নষ্ট হচ্ছে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ। বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব বাড়ছে আশঙ্কাজনক হারে। বন্ধু বান্ধবের মধ্যে কমে যাচ্ছে বিশ্বাস শ্রদ্ধাবোধ। ভাই-বোনের সম্পর্কে ধরছে ফাটল। স্বামী-স্ত্রীর প্রেম-প্রীতিময় সম্পর্কে দেখা দিচ্ছে আস্থার সঙ্কট।

সমাজবিজ্ঞানীদের মতে দিন দিন সামাজিক অপরাধের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তা মহামারীর আকার ধারণ করতে পারে। সামাজিক অবক্ষয় মানুষের হৃদয়বৃত্তিতে যে অকাম্য পরিবর্তন ঘটাচ্ছে তার পরিণতিতে সমাজ ও পরিবারে বেজে উঠছে ভাঙনের সুর। অপরাধ প্রবণ হয়ে উঠছে মানুষের মন। এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য অনেকাংশেই দায়ী মাদকাসক্তি। আবার অর্থের দম্ভভারে ধনবাদী ধ্যান-ধারণাও সামাজিক মূল্যবোধে ফাটল ধরাচ্ছে।

সামাজিক অবক্ষয়ের কারনে সুশিক্ষিত কন্যার হাতে বাবা-মায়ের হত্যার ঘটনা ঘটেছে রাজধানীতে। ব্যাংক কর্মকর্তার হাতে প্রাণ হারিয়েছে স্ত্রী ও পুত্রসন্তান। স্ত্রী তাঁর বন্ধুদের নিয়ে হত্যা করেছে ব্যবসায়ী স্বামীকে। চট্রগ্রামের রাউজানে স্ত্রী তাঁর স্বামীকে খুন করে ঘরের মধ্যে লাশ পুঁতে রেখে নির্দয়তার প্রমাণ রেখেছে। সম্প্রতি ছোট বাচ্চা মেয়ের ধর্ষণ ঠেকাতে যাওয়া বাবার সাথে সেই মেয়েকেও খুন। জন্মদিনের উৎসবে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে রাতভর তিনবন্ধু মিলে দুই ছাত্রীকে ধর্ষণ পালাক্রমে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের ধৈর্য-সহ্যশক্তি কমে যাওয়া; অর্থের প্রতি মাত্রাতিরিক্ত লোভ; সামাজিক অবস্থানে এগিয়ে যাওয়ার জন্য অসম প্রতিযোগিতা; নৈতিক মূল্যবোধের অবক্ষয়; সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অস্থিরতা; অন্য দেশের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর অযথা চেষ্টা; দাম্পত্য কলহ ও স্বামী-স্ত্রীর প্রতি বিশ্বাসহীনতা; স্বল্প সময়েই ধনী হওয়ার ইচ্ছা; সামাজিক উন্নয়নে সচেতনতার অভাব; সুস্থ বিনোদনের অভাব এবং বিষন্নতা ও মাদকাসক্তি সামাজিক অপরাধকে অপ্রতিরোধ্য করে তুলেছে।

সামাজিক অপরাধ বিশেষত ধর্ষণ খুন পারিবারিক হত্যাকান্ড ঠেকাতে নিয়ন্ত্রণ করতে হবে অতিমাত্রা মাদকাসক্তি। মাদক ব্যবসার বিরুদ্ধেও নিতে হবে কঠোর পদক্ষেপ। সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে সরকারি পদক্ষেপ এগিয়ে আসতে হবে সমাজ সচেতন দেশপ্রমিক ব্যক্তিদের। মুক্ত ও সুস্থ ধারার বিনোদের ব্যবস্থা ও উদ্যোগ উৎসাহ থাকতে হবে।

অপরাধী যতই শক্তিশালী হোক সম্মেলিত সততার শক্তির কাছে তুচ্ছ। আমাদের সামাজিক দায়মুক্ত হতে প্রয়োজন, সামাজিক সচেতনতা। যুবসমাজের সাহসী পদক্ষেপই পারে সমাজকে দায়মুক্ত করতে, সামাজিক অবক্ষয় রোধ করতে।সামাজিক সচেতনতামূলক পোষ্ট তরুনদের সামাজিক অবক্ষয় রোধে উৎসাহিত হয়ে এগিয়ে আসতে সাহায্য করতে পারে। গড়ে উঠতে পারে আমাদের প্রত্যাশিত সুন্দর সমাজ।

ধর্ষক খুনিদের ঘৃণা জানাতে এসে অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম। এখানে সবই আমার ব্যক্তিগত মতামত। আমি বিজ্ঞ কেউ নই। তাই ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা করবেন নিজগুনে।

সবশেষে ধর্ষক আর খুনিদের উদ্দেশ্যে ঘৃণা ভরে বলতে চাই...

তোর বিবেক নেই- তুই ধর্ষক, তুই খুনি!!
তুই সভ্যতার ধারেকাছেও
নিয়ে যেতে পারিসনি মনকে! তুই তো
রাস্তার কুত্তার চেয়েও জঘন্য প্রাণী!
তোর কোন মানবিকতার দায় নেই...
তুই ধর্ষক! তুই সভ্যতার গায়ে
কালো চাদর পড়িয়ে দিতে চাস...!
তুই অর্থের দম্ভভারে ভুলে গেছিস সভ্যতা...!
তোর কাছে মানুষের কোন দাম নেই!
তুই মানবতার গায়ে আঘাত করেছিস...!
তোর শাস্তি হবে নিশ্চিত...তুই ধর্ষক
তুই খুনি! তোর জন্মটাই বৃথা,
তুই পৃথিবীর বুকে কলঙ্ক হয়ে রইলি...
তুই ধর্ষক, তুই খুনি।।



মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৭ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


"তবে এই টুকু বুঝতে পারি, মানুষ নিজেদের চেষ্টায় এই সভ্যতার স্বর্ণযুগে উপনিত হতে পেরেছে সামাজিক রাষ্ট্রিক চিন্তাবিদ আর বিজ্ঞানের সমষ্টিগত প্রচেষ্টায়। "

- যেসব সামাজিক রাষ্ট্রিক চিন্তাবিদদের চেষ্টায় এই সভ্যতা স্বর্ণযুগে উপনীত হয়েছে, সেসবদের মাঝে বাংলাদেশের কেহ নেই

১০ ই মে, ২০১৭ রাত ৯:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হতেও পারে, আমি ঠিক জানিনা, তবে আমার কাছে মনে হয়ে সমষ্টিগত চেষ্টা তাই লিখেছি।

শুভকামনা জানবেন, শুভেচ্ছা রইল।

২| ১০ ই মে, ২০১৭ রাত ৯:৪৯

খালিদ১২২ বলেছেন: পোশাক নিজ সংস্কৃতি বরাবর হলে ভাল হয়। একজন শিক্ষিত লোক অন্যায় করছে এর মানে এই নয় যে শিক্ষা বন্ধ করে দিতে হবে। বোরখা যিনি পরছেন তা তিনি পরুক। সালোয়ার যিনি পরছেন তাও চলুক। নারীর জীবন দক্ষতার অভাব আছে। অনেক সময় সমাজে দোষ প্রকাশ পেলে বা ফাঁস হলে নালী সেক্স কে ধর্ষণ বলে চালিয়ে দেয়। যারা ধর্ষণের স্বীকার হয়-তাদের সাবধানাতা , জীবন দক্ষতার অভাব আছে। যেমন আজ রাতে যদি একজন নারী মনে করে সারা পথ আমি নিশি রাতে ভ্রমণ করে বেড়াব। একা একা ভ্রমণ করলে সে ধর্ষণের স্বীকার হবে স্বাভাবিক। আমি যদি মনে করি একা একা আমি সারা রাত মোটর সাইকেলে রাতে জেলা ভ্রমণ করব। তাহলে আমাকে ডাকাতের হাতে পড়তে হতে পারে।

১১ ই মে, ২০১৭ রাত ১২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে গেছেন।
শুভেচ্ছা জানবেন। শুভকামনা।

৩| ১০ ই মে, ২০১৭ রাত ৯:৫১

খালিদ১২২ বলেছেন: পোশাক নিজ সংস্কৃতি বরাবর হলে ভাল হয়। একজন শিক্ষিত লোক অন্যায় করছে এর মানে এই নয় যে শিক্ষা বন্ধ করে দিতে হবে। বোরখা যিনি পরছেন তা তিনি পরুক। সালোয়ার যিনি পরছেন তাও চলুক। নারীর জীবন দক্ষতার অভাব আছে। অনেক সময় সমাজে দোষ প্রকাশ পেলে বা ফাঁস হলে নালী সেক্স কে ধর্ষণ বলে চালিয়ে দেয়। যারা ধর্ষণের স্বীকার হয়-তাদের সাবধানাতা , জীবন দক্ষতার অভাব আছে। যেমন আজ রাতে যদি একজন নারী মনে করে সারা পথ আমি নিশি রাতে ভ্রমণ করে বেড়াব। একা একা ভ্রমণ করলে সে ধর্ষণের স্বীকার হবে স্বাভাবিক। আমি যদি মনে করি একা একা আমি সারা রাত মোটর সাইকেলে রাতে জেলা ভ্রমণ করব। তাহলে আমাকে ডাকাতের হাতে পড়তে হতে পারে।

১১ ই মে, ২০১৭ রাত ১২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা মন্তব্যে। ভালো বলেছেন।

শুভকামনা রইল।

৪| ১০ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

সত্যের ছায়া বলেছেন: সব কিছু নষ্টাদের অধিকারে চলে যাবে!

১১ ই মে, ২০১৭ রাত ১২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটাই তো চিন্তার ভাই! মিথ্যার জয়উৎসবে সত্যের বুকফাটা কান্না।

মন্তব্যে আসায় মুগ্ধতা ভাই।
শুভকামনা জানবেন।

৫| ১০ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

রেজওয়ান26 বলেছেন: ধর্ষকদের দোষ দিয়ে কি লাভ? কয়েকদিন পর সবাই এসব ভুলে যাবে কারন এসবের কোন বিচার হবে না! ধর্ষনের কোন বিচার এদেশে হয় না। তাই নতুন নতুন ধর্ষন ঘটবেই!

বাংলাদেশে ধর্ষনের বিচার হওয়ার কোন উদাহরন আছে কি?

১১ ই মে, ২০১৭ রাত ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো বলেছেন। বিচারবিভাগের ধীর স্থিরতা অনেকটা দায়ী। ধর্ষণ খুনের বিচার দ্রুত সম্পন্ন হওয়া উচিৎ।

শুভকামনা ভাই।

৬| ১০ ই মে, ২০১৭ রাত ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন: কুত্তার চেয়েও জঘন্য তুই ধর্ষক-তুই খুনি!!
ধর্ষক খুনির চেয়েও জঘন্য!!

১১ ই মে, ২০১৭ রাত ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, ধর্ষক নিকৃষ্টতার নিম্নোক্ত স্থানের।
মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই।
শুভকামনা জানবেন।

৭| ১০ ই মে, ২০১৭ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। বিচার ব্যবস্থার জন্যই সমাজের এতো অপরাধ ঘটছে। X((

১১ ই মে, ২০১৭ রাত ১২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই মন্তব্য পেয়ে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।

বিচারব্যবস্থা আরো গতিশীল হওয়া দরকার।

শুভকামনা জানবেন ভাই।

৮| ১০ ই মে, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
বিবেক থাকলে কি আর জানোয়ারের মত হিংস্র হতো !! X((

১১ ই মে, ২০১৭ রাত ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য ভাই। ভালো লাগলো। অনেক প্রেরণা পেলাম।

শুভকামনা জানবেন ভাই।

৯| ১১ ই মে, ২০১৭ রাত ১২:৫৪

কানিজ রিনা বলেছেন: তোরা আমার কে, তোরা আমার ভাই তোরা
আমার পিতা তোরা আমার সন্তান কেন তোরা
এটা বুঝিসনা। তোরা কারা তোরা কি সংখ্যায়
খুব বেশী। কেন তোরা ক্ষাপা কুকুর হলি
তোরা যে আমার ছেলে সন্তান আমি হুকুম
দিলাম আমার ভাল সন্তানরা ক্ষাপা সন্তান
গুলকে সাঁপের মত পিটায়ে মাটির তলে পূতে
দাও আমি মা চোখের পানি ফেলব না।
আমি তোদের পেটা ধরেছি তাই তোরাই
আমার অপমান করবি।
তাই বলব মায়েরা রাস্তায় বেড় হন আপনার
সন্তান কোথায় কি করে খোজ নিন, আপনার
অতি আদরের ছেলে বখে গেছে আপনি
নিশ্চয় জানেন। কারন আপনি মা,
খুব ভাল লিখেছন ধন্যবাদ,

১১ ই মে, ২০১৭ রাত ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল মন্তব্যে। অনেক সুন্দর বলেছেন। আহ্বানটাও চমৎকার।
একমত রইল আপনার সাথে।

অভিনন্দন আপনাকে।
শুভকামনা জানবেন।

১০| ১১ ই মে, ২০১৭ রাত ১২:৫৯

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর বলেছেন।

১১ ই মে, ২০১৭ রাত ১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা সবসময়।

১১| ১১ ই মে, ২০১৭ রাত ১:০৯

শূন্যনীড় বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ।

১১ ই মে, ২০১৭ রাত ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, অনেক প্রেরণা পেলাম।

শুভেচ্ছা রইল।

১২| ১১ ই মে, ২০১৭ রাত ৩:১৯

উম্মে সায়মা বলেছেন: ইদানিং এ খবরগুলো পড়ে মন বিক্ষিপ্ত হয়ে আছে। :( এরা পশুর চেয়েও অধম।

১১ ই মে, ২০১৭ সকাল ৯:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলেছেন, পশুর সাথে তুলনা করলে পশুকে অপমান করা হবে।

শুভ সকাল।

১৩| ১১ ই মে, ২০১৭ রাত ৩:২৮

সোহানী বলেছেন: রেজওয়ান26 বলেছেন: বাংলাদেশে ধর্ষনের বিচার হওয়ার কোন উদাহরন আছে কি?

না নেই বরং পুরস্কৃত হবার অসংখ্য উদাহরন আছে। এক জাবির মানিকই যথেষ্ট পুরো সিস্টেমকে ধ্বংস করে দেবার জন্য। এবং তাই হচ্ছে। সাথে আছে নোংরা জি বাংলা বা স্টার জলসা কালচার।

১১ ই মে, ২০১৭ সকাল ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মতামতে ধন্যবাদ। ভালো থাকবেন।

শুভকামনা রইল।

১৪| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৫২

এরশাদ বাদশা বলেছেন: সহমত।

১১ ই মে, ২০১৭ দুপুর ২:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

শুভকামনা রইল।

১৫| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪

জেন রসি বলেছেন: এদের বিচারের মুখোমুখি করতে হবে।

১১ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন ভাই, দ্রুত শাস্তি নিশ্চিত করতে পারলে অনেকটাই কমে যাবে এমন জঘন্যতা।

শুভকামনা জানবেন ভাই।

১৬| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:০৮

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

১১ ই মে, ২০১৭ বিকাল ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম আপু। আমি এমন লেখা সাধারণত লেখি না, এটাই প্রথম, একটু ভয় ছিল, মন্তব্য পেয়ে সাহস পেলাম।


শুভকামনা জানবেন সবসময়।

১৭| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:২০

নিশাত১২৩ বলেছেন: অপরাধী যতই শক্তিশালী হোক সম্মেলিত সততার শক্তির কাছে তুচ্ছ।
ভালো বলেছেন ভাই। ++++++

১১ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম মন্তব্য পেয়ে। লেখাটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা জানবেন।

১৮| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:৫০

সমাজের থেকে আলাদা বলেছেন: Click This Link

১১ ই মে, ২০১৭ বিকাল ৫:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার লিঙ্কে মেয়েদের দোষটুকু তুলা হয়েছে। আমিও মানি মেয়েদের চলাফেরা অনেক সময তাদের বিপদ ডেকে আনে। তবে বোরকা পড়া ভদ্র মেয়েও তো ধর্ষিত হয়েছে, আচ্ছা, তাও বাদ দেন, সাত আট বছরের শিশু ধর্ষণকেও কি মেয়েদের দোষ দেখাবেন?! মোল্লা মসজিদে তার থাকার রুমে ধর্ষণ করে ধরা খাওয়ার ঘটনা আছে, তাহলে এখেত্রে আপনি কি যুক্তি দিবেন? মাদ্রাসায় ছাত্র বলাৎকারের শিকার হচ্ছে, এক্ষেত্রেই বা কি বলবেন? আসল কথা হচ্ছে দোষ নারীর না ভাই, দোষ আমাদের পশুসুলভ মনের। মানুষের মন কুত্তার চেয়েও জঘন্য হয়ে গেছে।

আমার কথায় রাগ করবেননা প্লীজ, ধর্ষণের জন্য আমি নারীর নগ্ন চলাফেরাকেও দায়ী করতে রাজি নই।

শুভকামনা আপনার জন্য।

১৯| ১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।নারী জাতিকে শুধু নারী না ভেবে একজন মানুষ ভাবলে এ জঘন্য সমস্যা থেকে মুক্তি মিলবে।

১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আপনার সাথে একমত, আমরা নারীর চলাফেরা পোষাকে দোষ খুঁজে খুঁজে ধর্ষকের কুকুরতুল্য মনকে আঁড়াল করার চেষ্টা করি মাত্র। আমাদের মনকে শুদ্ধি করা দরকার।


অনেক ভালোলাগলো স্যার আপনাকে আমার পোষ্টে পেয়ে।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

২০| ১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অপরাধী যতই শক্তিশালী হোক সম্মেলিত সততার শক্তির কাছে তুচ্ছ। আমাদের সামাজিক দায়মুক্ত হতে প্রয়োজন, সামাজিক সচেতনতা। যুবসমাজের সাহসী পদক্ষেপই পারে সমাজকে দায়মুক্ত করতে, সামাজিক অবক্ষয় রোধ করতে।সামাজিক সচেতনতামূলক পোষ্ট তরুনদের সামাজিক অবক্ষয় রোধে উৎসাহিত হয়ে এগিয়ে আসতে সাহায্য করতে পারে। গড়ে উঠতে পারে আমাদের প্রত্যাশিত সুন্দর সমাজ। রত্ন কথন।

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উচ্ছসিত আনন্দে ভাসিয়ে গেলেন প্রিয় কবি। অনেক প্রেরণা পেলাম।

আসলে বলতে তো পারিই কোনরকম, কিন্তু সামাজিক সচেতনতামূলক পোষ্ট আমিও লিখতে পারিনা। ধর্ষক আর খুনিদের ঘৃণা জানাতে এসেই কথাগুলো বেরিয়েছে মন থেকে। প্রশংসিত হয়ে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়।

২১| ১২ ই মে, ২০১৭ ভোর ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ভাল বিষয়ে লিখেছেন । ধর্ষকদের বিচার প্রসঙ্গে গঠনমুলক কথার থেকে নিগেটিভ কথাই বেশী দেখা যায় । যে যেরকম চায় সে রকমই ফল পায় । ধর্ষকদের বিচার হোক শাস্তি পাক সেটা আমরা মনে প্রাণে কামনা করি । ধর্ষকদের শাস্তির জন্য দেশে কঠৌর আইন রয়েছে । কিন্তু আইনের প্রয়োগ নাই সেটাই বড় কথা । আইনের প্রয়োগ না হলে শাস্তিটা হবে কিভাবে । অনেক জায়গায় ধর্ষক ধরা পড়ছে , শাস্তিও তাদের হচ্চে , শাস্তি হওয়ার পরেও অনেকেই প্রশ্ন তুলছেন যে দেশে ধর্ষকের কোন শাস্তি হয়না । তবে হা, সে সংখাটাটা খুবই কম , শাস্তির ব্যাবস্থা গ্রহনের পরেও সে অবস্থা ক্রমে বেড়েই চলেছে। স্বাধিনতার পর হতে দেশে বছর ওয়ারী ধর্ষনের পরিমান , ধর্ষক ধরার ও ধর্ষকের বিচারের পরিসংখান টা দেখতে পারলে ভাল হতো । তাহলে মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়ত ।

যৌন হয়রানী ও য়ৌন অবরাধ বন্ধের জন্য বর্তমান ও বিগত সরকারগুলি কি অাইন কানুন ও ব্যবস্থা নিয়েছে এবং তার পরেও কেন এই ধরনের অপরাধ দেশে বন্ধ হচ্চেনা এর ব্যর্থতার দায়দায়িত্ব কার কতটুকু তা সকলের জানার প্রয়োজন আছে । বিষয়টা নিয়ে চুল চেরা বিশ্লেষণ হলে বুঝা যেত গলদটা কোথায় । এটা চিরতরে মন্ধ করতে হলে মুল জায়গাগুলি বের করে সে সমস্ত জায়গায় হাত দিতে হবে ।

তবে য়ৌন অপরাধ দমনের বিষয়ে সার্বিক অগ্রগতি দেখে বুঝা যাচ্ছে কেবল শাস্তিটাই সমস্যা সমাধানের কোন স্থায়ী পথ নয়। তা্ই এ বিভিশিকাময় অবস্থার হাত হতে মুক্তির লক্ষে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি, যৌন সন্ত্রাসের কুফল নিয়ে সামাজিক ভাবে আলোচনা করে সাধারন মানুষকে সচেতন করে এর সমাধানের পথ খুজতে হবে। তাছাড়া সমাজে ইভ টিজিং কিংবা যৌন উৎপীড়ন বন্ধের প্রাথমিক দায় কিন্তু সন্তানদের মাতাপিতার এবং শিক্ষালয়ের শিক্ষকদের উপর বর্তায়। প্রতিটি গৃহে এবং শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি করে, শিশুদের মানসিক বিকাশ সাধন, তার মাঝে আখেরাতের চিন্তা ও ভীতি জাগ্রতকরণ, ক্ষণিকের এ দুনিয়ায় তার আগমনের কারণ ও মানব হিসেবে তার কর্তব্যকর্ম ইত্যাদির উপর শিশুদের পর্যাপ্ত ধারণা প্রদানের মাধ্যমে এই যৌন অপরাধ ও ধর্ষন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেন অভিভাবক ও শিক্ষকমন্ডলী। শিশুকাল হতেই যদি কোন মানবসন্তান নৈতিক শিক্ষা আর নীজ নীজ ধর্মীয় অনুশাসনের মাঝে বেড়ে ওঠে তাহলে বয়স সন্ধিক্ষনে তাদের কারো পক্ষেই কোন অনৈতিক কাজে জড়িয়ে পড়া কখনো সম্ভব নয়। সকলেই তখন নৈতিকতার পথে চলবে , আর যদি সে পথ হতে কেও বিচ্যুত হয় তাহলে যে কোন মুল্যে ধর্ষকের জন্য শাস্তিমুলক ব্যবস্থার বিধান ও তার কঠোর প্রয়োগতো অবশ্যই থাকতে হবে ।

ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

১২ ই মে, ২০১৭ সকাল ৯:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


"স্বাধিনতার পর হতে দেশে বছর ওয়ারী ধর্ষনের পরিমান , ধর্ষক ধরার ও ধর্ষকের বিচারের পরিসংখান টা দেখতে পারলে ভাল হতো । তাহলে মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়ত ।"

"যৌন হয়রানী ও য়ৌন অবরাধ বন্ধের জন্য বর্তমান ও বিগত সরকারগুলি কি অাইন কানুন ও ব্যবস্থা নিয়েছে এবং তার পরেও কেন এই ধরনের অপরাধ দেশে বন্ধ হচ্চেনা এর ব্যর্থতার দায়দায়িত্ব কার কতটুকু তা সকলের জানার প্রয়োজন আছে । বিষয়টা নিয়ে চুল চেরা বিশ্লেষণ হলে বুঝা যেত গলদটা কোথায় । এটা চিরতরে মন্ধ করতে হলে মুল জায়গাগুলি বের করে সে সমস্ত জায়গায় হাত দিতে হবে । " ---- এইসব ভাই আমার দ্বারা হবে না, আপনার পক্ষেই সম্ভব হবে আমার বিশ্বাস।

আমি প্রথমে নিচের কবিতার মতো লাইন গুলো লিখেছিলাম ধর্ষক খুনিদের ঘৃণা জানাতে। পরে লিখতে গিয়ে অনেক কথাই বলেছি যা মনে হয়েছে। আমি এ ধরণের মতামত কোনদিন লেখিনি। আপনার অনেক সময় ব্যয়ে রেখে যাওয়া মন্তব্যে কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানবেন। আমি ভয়েই ছিলাম যে উল্টাপাল্টা কিছু বলে ফেললাম কিনা। আপনার মন্তব্যে সে ভয় কেটে গেল।

শ্রদ্ধা আর ভালোবাসার সাথে অনুরোধ রাখছি, ধর্ষণ শাস্তি আর প্রতিরোধের বিষয়েে আপনার একটা পোষ্টের। অনেকেরই মনের ভুল ধারণা ভাঙবে।

শুভকামনা জানবেন ভাই। শুভ সকাল।

২২| ১৪ ই মে, ২০১৭ সকাল ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন: শক্তিশালী লেখা!খুব ভাল হয়েছে!

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত হলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।

আমি আসলে চলমান বাস্তবিক কোন বিষয়ে নিজের মতামত কখনো লেখিনি। সেদিন খুব মন চাইছি ধর্ষক আর খুনির জন্য ঘৃণা জানাবো। তাই এই পোষ্টি লেখার পরে একটি টেনশনেই ছিলাম যে, অপ্রাসঙ্গিক বলে ফেলেছি কিনা। ভালো হলো আপনার মন্তব্য পেয়ে। সাহস পেলাম। দোআ করবেন।

প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.