নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

অনুতাপির মোনাজাত

১১ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬

সবার প্রতি রইল পবিত্র শবে-বরাত এঁর শুভেচ্ছা



আল্লাহ্ তোমার রহমত নিয়ে আসলো শবে-বরাত,
কবুল করবে আজকে তুমি সকলের মোনাজাত।
দয়ার সাগর দয়ার সে'হাত আজ রেখো প্রসারিত,
তোমার কাছে চাইবো প্রভু আমার স্বপ্ন সাধ যতো।

লক্ষ রাতের চেয়েও নাকি সর্বোত্তম আজ এ'রাত,
আবেদনে আকুল-মন খোদা দিবেন ভরে সব'হাত।
আমি অধম খুব পাপিষ্ঠ আজ পাড়ের আশা নিয়ে
দুই হাত তুলে ডাকছি তোমায় মনের আসন পেতে।

আসবে খোদা আমার ঘরে কবুল করবে এ-এবাদত
সদয় থেকো পাপির প্রতি নিদানকালে রোজহাসর'ত।
অনুতাপি আজ পাপ করেছি পাপের যে হিসাব নাই!
ক্ষমা যদি না দাও খোদা আমার কোনই উপায় নাই।

নিজে অনেক সাক্ষী পাপের আমি যে বড়ই অসহায়
খুশিতে তোমার পাবো মুক্তি হাত তুলেছি এ'আশায়।
আজকে রাতে বসবে তুমি ক্ষমার পূর্ণ দোয়ার খুলে,
মিলবে নাকি চাইলে ক্ষমা যদি বান্দায় দু'হাত তুলে।

ক্ষমার আশায় তাই'তো খোদা আজ তুলেছি দু'হাত
পাপ মুছে করবেই কবুল সব অনুতাপির মোনাজাত।
অন্তরে আমার- লা ইলাহ্ ইল্লাল্লাহু মোহাম্মাদ রাসূল,
বিশ্বাস ভরে খুব যতনে রাখছি তুমি করে-নিও কবুল।


মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৪৪

শূন্যনীড় বলেছেন: আমিন

আপনাকেও শুভেচ্ছা

১১ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে।

অনেক শুভেচ্ছা আপনাকেও।

২| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭

ওমেরা বলেছেন: লক্ষ রাতের চেয়েও নাকি সর্বোত্তম আজ এ'রাত,

আচ্ছা ভাইয়া এটা কোথায় পেয়েছেন কোরআন নাকি রাসুল ( সাঃ) হাদীসে । যেমন শবে কদরের কথা সূরা কদরে বলা হয়েছে হাজার রাতের চেয়ে উত্তম ।আপনার জানা থাকলে আমাকে জানাবেন ভাইয়া ।

১১ ই মে, ২০১৭ দুপুর ২:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপু। নাকি' শব্দটা দিয়েছিলাম এজন্য যে আমি শুনেছি কেবল, কোথাও দেখিনি, আমি মাদ্রাসা লাইনে পড়িনি, তবে মাঝেমধ্যে নামাজ পড়তাম, শবেবরাত, শবেকদর, সাতাশে রাত এগুলো নাকি অনেক রাতের চেয়েও উত্তম, এই রাতগুলিতে আল্লাহ্ মানুষের ফরিয়াদের অপেক্ষায় থাকেন ক্ষমা করার জন্য। আমার সে ধারণা থেকেই লেখা। তাই বলতে পারলাম না কোথায় দেখেছি। সরি।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সালাম জানবেন ভাই।
কবিতা সুন্দর হয়েছে সময় সাময়িক প্রার্থনা। তবে এতো সাম্যবাদ নিয়ে মুসলিম প্রার্থনা হয়না।
যেমন আবেদনে আকুল-মন ইশ্বর দিবেন ভরে সব'হাত।

আমরা মুসলমান যারা তারা হয়তো একমত হতে পারি না ইশ্বর কে আমরা প্রভু বুঝিনা। আল্লাহ এতো সুন্দর নাম থাকতে কেন অন্যদের থেকে ধার করা নাম নিয়ে আল্লাহর ইবাদত করবো। ইশ্বর এর স্ত্রী লিঙ্গ হয়। ভালো থাকবেন।

১১ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো হলো ভাই মন্তব্য পেয়ে। আমি আসলে সেরকম ভাবিনি। প্রভু, ইশ্বর, আল্লাহ্ আমি একই মনে করে এসেছি। ঠিক আছে ভাই, ইশ্বর কেটে খোদা দিচ্ছি।

শুভকামনা জানবেন ভাই।
--------
অনেকদিন পরে দেখা ভালো আছেন নিশ্চিয়, ভাই

৪| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:০০

কানিজ রিনা বলেছেন: নিশ্চয় সবে বরাত বা লাইতুল বারাহ্ বা
লাইলাতুল নেছ্পে সাবান বা লাইলাতুল
নেছ্পেনিন। মহিম্বিত রজনী এরাত্রে মধ্যবর্তী
সময় ইবাদতের মাধ্যমে আল্লাহ্ তালার কাছে
হাত তুলে গুনাহ্ মাফের আবদার করলে
আল্লাহ্ গুনা মাফ করে দেন। আর গুনাহ্
মাফ মানেই রহমতের তগদীর বা ভাগ্য
রজনী।
মূর্খরা কোনও ইবাদাত না করে এই রাত্রে
আতশ বাজির উচ্ছৃংলা খাওয়া দাওয়া নিয়ে
ব্যস্ত থাকে। আর কিছু সংখ্যক জ্ঞান পাপিরা
লাইলাতুল বারাহ্কে মিথ্যা বলে সারা রাত
ঘুমিয়ে কাটায়, তারা ভাবে তাদের কোনও
গুনাহ্ নাই।
সবে মেরাজ, সবে বরাত, সবে কদর এই
তিন রজনী আমাদের তগদীরে রহমতের
রজনী। গোনাহ্ মাফ কোরান নাজিল, মেরাজে মোহাঃ সাঃ আল্লাহ্ সান্যিধ্য উম্মতের
জন্য চাওয়া। সবই আমাদের তগদীর বা ভাগ্য
রজনী। লাইলাতুল নেছ্পেমিন অর্থাত
লাইলাতুল বারাহ্। আর এই রাতে যদি গুনাহ্
মাফ হয় তাহলেই ভাগ্য।
খুব ভাল হয়েছে আপনার কবিতা ধন্যবাদ।

১১ ই মে, ২০১৭ বিকাল ৪:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কিছু জানলাম আপনার মন্তব্যে। কষ্ট করে এত সুন্দর করে বুঝিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা রইল।

কবিতায় ধন্যবাদ পেয়ে উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।

শুভকামনা জানবেন আপু।

৫| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:০৭

সমাজের থেকে আলাদা বলেছেন: Click This Link

১১ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ে মন্তব্য রেখে এসেছি ভাই।

যতদিন যাচ্ছে তত জটিলতা বৃদ্ধি পাচ্ছে!!!

৬| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, প্রিয় কবি।

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে প্রেরণা পেলাম প্রিয় চৌধুরী ভাই। (আপনি বললে স্যার সম্বোধন করবো)
আপনার মন্তব্য সবসময় সাহস বাড়িয়ে যায়, আজও।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৭| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো হয়েছে।

তবে, শবে বরাত বলে কোনো রাত্রির কথা উল্লেখ নেই। আজকের এই রাতকে বলা হয় মধ্য শাবানের রাত্রি।

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জ্বি ভাই, এটা আমার জানা ছিল না। কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

ধ্রুবক আলো বলেছেন: : নয়ন ভাই, এই বিষয়ে আরও বিস্তারিত জ্ঞান আরোহণ করলে আপনার আরও উপকার হবে।

এই রাত্রিতে বিশেষ কোনো নামাজের কথা উল্লেখ নেই,

আয়শা ( র: ) থেকে বর্ণিত, নবী করীম ( স: ) কে এই রাতে শুধু কবর জিয়ারত করতে দেখা গেছে। এছাড়া আর কোনো ইবাদতের কথা উল্লেখ নেই।
শবেবরাতের নামে কোনো নফল নামাজ পড়লে বা কোন ইবাদত করলে তা হবে বিদাআত।

প্লিজ ভাই ভুল বা রাগ করবেন না, জানার জন্য বললাম। শেখার শেষ নেই। ভুল থেকে দূরে থাকাই ভালো।

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, এই বিষয়ে তেমন কিছু জানিনা বললেই চলে। তবে ছোট সময় খুব মজা করেই সব পুরাপান নামাজ পড়তাম মধ্যরাত পর্যন্ত, হয়তো সকাল পর্যন্ত। আজ একজনের পোষ্ট ফেসবুকে দেখেই লিখেছিলাম লেখটি। ব্লগে না দিলে হযতো এর ভেদ অনেককিছু জানতাম না।

ভাই, প্লীজ বলে লজ্জা দিবেন না। আমার প্রতিটি লেখা শেষ হলে আমার নিজস্ব ওয়েবসাইট থাকার পরও প্রথম ব্লগে পোষ্ট করি, কারণ, এখানে আপনাদের পরামর্শ পাওয়া যায়, আমার ভুল আমি শুদ্ধ করতে পারি। আমি সবসময় আপনাদের পরামর্শ সাজেশন আশীর্বাদ হিসেবে দেখি।

শবেবরাত নামে একটা বিভ্রাট রয়ে গেল আমার মধ্যে।

শুভকামনা আর মন্তব্যে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ভাই।

৯| ১১ ই মে, ২০১৭ রাত ৮:২০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই মে, ২০১৭ রাত ৮:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রশংসা আমার জন্য সবসময় আশীর্বাদ দাদা। প্রেরণা হয়ে থাকবেন আমার সামনের দিনগুলোতে।

মন্তব্যে কৃতজ্ঞতা, শুভকামনা রইল প্রিয় কবি'র জন্য।

১০| ১৩ ই মে, ২০১৭ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার মনের নেক মোনাজাত কবুল করুন!
প্রতি চন্দ্রমাসের (আরবী মাসের) মাঝের তিনটা দিন/রাতের ইবাদত মাসের অন্যান্য দিন/রাতের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতর বলে জেনে এসেছি সে ছোটকাল থেকে। মুরুব্বীদেরকে দেখতাম এই তিন দিনে, না হলে অন্ততঃ দুই দিন নফল রোজা রাখতে। এগুলোকে আইয়্যাম বীজের (মাসের মধ্য দিনের) নফল রোজা বলা হয়ে থাকে। তবে রমজান মাসের লাইলাতুল ক্বদরের রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতর, এ কথাতো আল্লাহ তা'লা সুরা ক্বদরের মধ্যেই বলে দিয়েছেন।
অধুনা এ বিষয়ে এক শ্রেণীর আলেমদের বক্তব্য শুনলে মনে হয়, শাবান মাসের ১৪ তারিখের এ রাতে, যাকে আমরা শবে বরাতের রাত বলে ছোটকাল থেকে চিনে এসেছি, পুণ্যের আশায় ইবাদত করে বিদা'তের দোষে দোষী সাব্যস্ত হওয়ার চেয়ে বরং নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকা ভাল। আমার কাছে এ ধরণের নছিহতকে উদ্দেশ্যপূর্ণ প্রচারণা বলে মনে হয়। যুগ যুগ ধরে এদেশের এত বড় বড় আলেমগণ তাহলে কি এতদিন সত্যভ্রষ্ট ছিলেন? তারা নিজেদেরকে এবং তাদের অনুসারীদেরকে ভুল পথে পরিচালিত করে এসেছেন?
ব্যক্তিগতভাবে, আমি এ বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করি। যে কোন ইবাদতের বিনিময়ে, এমনকি স্রেফ আল্লাহ'র মহানুভবতার কথা স্মরণের বিনিময়েও আমি অবশ্যই পুণ্যলাভ এবং আল্লাহ'র ক্ষমা পাবার আশা করে থাকি, শবে বরাতের রাতেও করে থাকি। এটা বিদা'ত হতে যাবে কেন? দিনক্ষণ নির্বিশেষে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ'র এই অপার ক্ষমা পাবার আশা করার কথা তো আল্লাহ তা'লাই আমাকে শিখিয়েছেন, ক্বোরানের বিভিন্ন সুরাতে। তবে আমি সুনির্দ্দিষ্ট রেফারেন্স উল্লেখ করতে পারবোনা, কারণ আমি কোন বাহাসের উদ্দেশ্যে ক্বোরান পাঠ করি না।
তবে আমি মনে করি, শবে বরাতের রাতে আতশবাজী করা, জোরে মাইক বাজিয়ে ওয়াজ করে মোমিনদের ঘুম, বিশ্রাম কিংবা ইবাদতের ক্ষতি করা, হালুয়া রুটি বানাতে গিয়ে গলদঘর্ম হয়ে নিজের ইবাদতের সময় নষ্ট করা, বেশী বেশী নফল ইবাদত করতে গিয়ে ফরজ ইবাদত মিস করা, ইত্যাদি অবশ্যই পরিত্যাজ্য। ফকির মিসকিনদেরকে হালুয়া রুটির বদলে টাকা পয়সা দিয়েও সাহায্য করা যায়। কিংবা নিজেদের জন্য যা কিছু রান্না করা হয়, তাই একটু বেশী করে রেঁধে কয়েকজন ফকির মিসকিনকে খাওয়ানো যায়। হালুয়া রুটি করতেই হবে, এমন কোন কথা নেই।
টাইপোঃ -- স্বপ্ন স্বাদ < স্বপ্ন সাধ হবে।

১৩ ই মে, ২০১৭ দুপুর ২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন।

খুব সুন্দর আলোচনা করে গেছেন মন্তব্যে। কৃতজ্ঞতা রাখছি।
সেদিন লেখাটি পোষ্ট করার পরেই সেই পুরনো বিশ্বাস ভক্তিতে ফাটল ধরে গেল নানা ধরণের মতবাদ দেখে। কেমন যেন একপ্রকার অস্বস্তিকর হয়ে গেল আমার সময়। আমি এই সম্পর্কে কোন কিছুই জানিনা। আমার পুরনো বিশ্বাসেই লিখেছিলাম।
আপনার মন্তব্য পড়ে অনেকটা স্বস্তি ফিরে পেলাম। শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা।

ঠিক করে নিচ্ছি সাধ। আশীর্বাদ হয়ে থাকুক এই আন্তরিক স্নেহটুকু।
শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.