নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
দারুণ কনকন শীত-কম্পিত শরীরে কাটে রজনী,
কুড়ে ঘরের বেড়ার ফাঁকেফাঁকে প্রবেশিত
ঝিরঝির বায়ু-ঘন কোয়াশাঁয় বেঁধেছে সর্দিকাশি।
অস্বচ্ছল পরিবার- দিন আনে দিন খায়
ঘরে নাই কম্বল লেপ কাঁথা বেশি,
কোথায় পাবে ঔষধ আর ভালো চিকিৎসা
কেবা দিবে শান্তনা একটু তাদের পাশে বসি!
কার কি পড়েছে দায়-
কাঙাল দরিদ্রজীবন ভাসমানদের দেখবেন খুঁজি!!
নিজের জন্যই থাকি ব্যস্ত আমরা সবাই,
ব্যস্ত হয়েই মিটিয়ে যাই নিজের প্রয়োজন!
কেবা রাখি কার খবর-দুর্বলের পাশে দাঁড়াই,
অন্যের দুঃখটাইবা বলেন বুঝেছি কয়জন!!
খোলা আকাশ ছাদের নিচে
কোয়াশাঁর চাদর জড়িয়ে পড়ে থাকে পথ-শিশু!
পথ থেকে পথে ক্লান্ত ভাসমান ঘুরে ঘুরে
এতটুকু মেলে না ঠাই, অপরাধ তারা জাতে নিচু!
বৃহৎ অট্টালিকা বিলাস ভবনের বারান্দা ঘিরে
বসিয়ে দেই দারোয়ান তাড়াতে মানবসন্তান-পশু!
হায়রে মানুষ! কুকুরের জায়গা হলেও-সানসেটে
শুতে পারেনা পিতামাতা হারা সেই এতিমরা কভু!
ওহে মানুষ-কিসের ভেদাভেদ করিসরে ভাই!
একই স্রষ্টার সৃষ্টি মোরা এক আকৃতির সবাই,
যেথা থেকে আসছি একদিন যাবোরে সেথাই!
ছবি কৃতজ্ঞতা গুগল সার্চ
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ঠেকাই দিলেন ভাই, চা তো খাইয়া শেষ করে এখন বেডরুমে এসে শুয়ে পড়লাম!! কি করি কি করি!
আচ্ছা, শায়মা আপুর পোষ্টে ওমেরা আপু বোরহানি দিছাল, আমি তুলে রেখেছিলাম, সেটাই খেয়ে লন আপাতত। পরে চা খাওয়ামুনে।
ভালো লগালো ভাই, ফেসবুকের স্ট্যাটাস এতক্ষণে বুঝে গেলাম!
২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
সাদা মনের মানুষ বলেছেন: সামনে শীত আসছে, আমরা প্রত্যেকে যদি মিনিমাম একজনকে একটা কম্বল বা শীত বস্র দেই তাহলে ওদের অনেকটাই লাগব হবে...........ধন্যবাদ মানবতার কবিকে।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পরামর্শ রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি।
শীত সামনে রেখেই লেখাটি।
সত্যিই ভাই, আমরা যদি প্রত্যেকে একটি করে কম্বল (বড়জোর ২০০ থেকে ৩০০টাকা খরচ করলে) কোন একজনকে দেই তো অনেকের শীতকষ্ট অনেকটা লাঘব হবে। লেখাটির মূল বক্তব্য রেখে গেছেন ভাই। আবারো কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময় সাদা ভাই
৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
জাহিদ অনিক বলেছেন:
শায়মা আপুর পোষ্টে ওমেরা দেয়া বোরহানি ! এত দিনে ভাল আছে ?? নষ্ট হয়ে যায় নাই !
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এইডা আবার কি কন ভাই!! বর্তমান হইল অত্যাধুনিক যুগ।
আপনের ভাবি একদিন তরকারি পাক করে সপ্তাহব্যাপী খায় (বড্ড অলস)! আর বোরহানি নষ্ট হবো ....!! প্রশ্নই উঠে না। বরফ হই যাইতে পারে, তাতে চামিচ ভাঙার সম্ভাবনা যদি একটু থাকতে পারে ....
কি সুন্দর টাটকা দেখছেন!!!
৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দরভাবে অবস্থাটা ফুটিয়ে তুলেছেন। আমাদের সামান্য একটু সহানুভূতি ওদেরকে দিতে পারে একটুখানি প্রশান্তি। কবিতায় ভালোলাগা।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই। আমাদের সামান্য সহানুভূতিই শীতকষ্ট থেকে রক্ষা করতে পারে পথশিশু ভাসমান মানুষদের।
ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই। প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো মানবতাবাদী কবিতাটি। সমাজের চরম বাস্তবতা ফুটে উঠেছে প্রাঞ্জলভাবে। সুদিনের অপেক্ষা... পরিবর্তনের অপেক্ষায়...
শুভকামনা সবসময়।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে গেছেন সুপ্রিয় কবি ভাই। ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত হলাম।
প্রেরণাদানে কৃতজ্ঞতা রইল ভাই।
পরিবর্তনের অপেক্ষায় রইলাম, ফিরে আসুক মানুষের মনে মানবতা।
শুভকামনা জানবেন ভাই
৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন নয়ন ভাই। হায়রে আমরা মানুষেরা!
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য হল আপু আমার সামান্য লেখাটি। কৃতজ্ঞতা রাখছি মন্তব্যে।
এবারের শীতে শীতেকষ্ট করা মানুষদের পাশে মানুষ দাঁড়াক, একটু দেখাক সহানুভূতি
এই কামনা প্রত্যাশা
শুভকামনা জানবেন সবসময়
শুভ সন্ধ্যা
৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
রাইসা হাছনাত নীলুফার বলেছেন: হায়রে আমরা মানুষ!
ভালোলাগা রইল।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন আমার মন্তব্যের ঘরে।
সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা রাখছি আপু। ভালো লাগা জেনে আনন্দিত ও উৎসাহিত। প্রেরণা হয়ে থাকবেন আপু
এই শীতে পথশিশু ও ভাসমান মানুষের প্রতি সহানুভূতিশীল হোক মানুষ
শুভকামনা জানবেন সবসময়
৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
গেম চেঞ্জার বলেছেন: কবিতায় মানবতার অভাব পরিদৃষ্ট হয়েছে।
শিত তাহলে এসেই গেছে!!
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি ভাই মন্তব্য রেখে যাওয়ায়। আপনাকে পেয়ে আনন্দবোধ করছি, উৎসাহিতও বটে।
হ্যা ভাই, মানবতার অভাব বোধ করি আমি মানুষের মধ্যে। মাঝেমধ্যে মনে হয় মানবতা বুঝি জঙ্গে বাস করছে! কারণ, মানুষের চেয়ে বনের পশুতেও বেশি মায়া বিরাজমান।
শীত এসেই গেছে ভাই। আমাকে মাঝেমধ্যে রাতবিরেত পথেঘাটে ঘুরতে হয়, যেমন ঠাণ্ডাবোধ করি তেমনি দেখি কোয়াশাঁ ঘেরা ঝাঁপসা মাঠ বৃক্ষ।
শুভকামনা জানবেন ভাই সবসময়
শুভ সন্ধ্যা
৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
করুণাধারা বলেছেন: ছবি আর কবিতা পরস্পরের পরিপূরক। খুব ভাল হয়েছে।
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই প্রেরণাদায়ক মন্তব্যে।
ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন সবসময়
১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
তারেক ফাহিম বলেছেন: মানবতার জয় আশা করছি।
“জয় মানবতার জয়”
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ইচ্ছের প্রকাশ করে গেছেন ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
মানবতার জয় হোক, সহানুভূতিশীল হোক মানুষ অন্তর, শোষণ থেকে দুর্বলের হোক মুক্তি।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
১১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনার বিষয় পরিস্কার হয়েছে; বিশ্ব সভ্যতা এমন যায়গায় এসেছে যে, মানুষ পরস্পরকে এখন সামান্য সাহায্য করতে পারবে মাত্র; সব সাহায্য আসতে হবে মানুষের চাকরদের হাত হয়ে, সরকারের নীতি অনুসারে
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আধ্যাত্মিক মন্তব্যটা আমি বুঝতে পারলাম না পুরোপুরিভাবে শ্রদ্ধেয়। তবে আপনার মন্তব্য রেখে যাওয়ায় ভালো লাগছে, কৃতজ্ঞতা রাখছি আমার ভাবনা আপনার কাছে পরিষ্কার বোধ হওয়ায়।
শুভকামনা আপনার জন্য সবসময়
১২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
জাহিদ অনিক বলেছেন:
মারাত্মক কথাবার্তা! একদিন রান্না করে সাতদিন ! হা হা হা; মজাটা বুঝতে পেরেছি।
কবিতা ভাল হয়েছে কবি। যে কবিতা মানবতার কথা বলে সে কবিতায় তাল লয় ছন্দ লাগে না। সে কবিতা নিজেই মানবতার তালে দুলতে থাকে।
ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাসলাম ভাই আপনার অবাক হওয়া দেখে, অনেক অনশনের পর ফ্রিজ কিনে দেয়ার পর আমিও মজাটা বুঝতে পেরে আপনার মতোই অবাক হয়েছিলাম ভাই!!! কিচ্ছু করার নাই। তবে আমার টাটকাই ভালো লাগে সবসময়।
কবিতার প্রশংসা আমাকে সংশয় মুক্ত করে গেল কবি ....।
আমি এখানে তাল মাল কিছু ভাবিনি আসলে। মনে হয়েছে লিখে গেছি ফেসবুক ওয়ালে। সেগুলোই টেনেটুনে একটু লম্বা করেছি মাত্র। ভালো লাগা জেনে অনেক উৎসাহিত হলাম কবিবর।
মানবতায় ভরে উঠুক মানুষ অন্তর
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫
নীলপরি বলেছেন: মানবিকতার এই কবিতাতে ভালোলাগা ও শ্রদ্ধা রইলো । +++++++
এরকম কবিতা লেখার জন্য ধন্যবাদ ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম আপু। কৃতজ্ঞতা রাখছি প্রেরণাদানে। অনেকগুলো প্লাস! আমাকে অনুপ্রাণিত করবে আপু। দোআ করবেন।
মানবতাই পারে আমাদের পৃথিবীকে সুন্দর সুখময় করে তুলতে।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
এফ.কে আশিক বলেছেন: খুব ভালো লিখেছেন...+++
মানবতার জয হোক।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম, অনেক প্রেরণা পেলাম ভাই। কৃতজ্ঞতা রইল ভাই মন্তব্যে।
মানবতার জয় হোক বিশ্বময়
শুভকামনা জানবেন সবসময়
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
তপোবণ বলেছেন: সুখের অসুখে ভুগে কত মানুষ বিনিদ্র রাত কাটায়, আর এখানে সুখনিদ্রায় ওরা তিনজন। সত্যি অন্তরের গভীরে ব্যথাতুর হলাম। আপনার লিখনিই বাস্তবতার হলফনামা। যা ফুটিয়ে তুলেছেন তা বিধাতার দেয়া অমানবিকতা নয়। এটা আমার আপনার আমাদের হীনমন্যতার ফসল। সমাজ পরিবর্তনশীল জানি, কিন্তু আমি মরে গেলে যদি সেই পরিবর্তন আসে তবে আসুকনা। তবুও সমাজ হিতৈশীরা একটু চোখ মেলে তাকাক নিচের তলায়। সুভ কামনা নয়ন ভাই।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অাপনার অসাধারণ মন্তব্য পড়ে মুগ্ধতায় ভরে গেল আমার অন্তর মন। আপনার অনুভবে কৃতজ্ঞতা জানাই ভাই শ্রদ্ধার সাথে। এই মানবিক মন্তব্যের প্রশংসা করে শেষ করবার নয়।
অনেক দামী কথা বলে গেছেন ভাই।
স্যালুট ভাই আপনার মনকে, আপনাদের মতো ভাবিত মানুষকে।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার ভাবে বাস্তবতা তুলে ধরেছেন । ভালো লাগলো ।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনুপ্রাণিত করে গেলেন আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
উৎসাদানে কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা জানবেন সবসময়
১৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারন হয়েছে অপুর্ব ছন্দে গাথা কবিতার কথামালা ।
কবিতা পাঠে স্মৃতিকে নিয়ে গেল ৩৭ বছর আগের কনকনে শীতের এক রাতের ঘটনাতে ।
নীজের জীবনে ঘটে যাওয়া কিছু কথা মনে পড়ে গেল । এক গবেষনার প্রয়োজনে গ্রামীন জনপদে মানুষের কাছে
গিয়ে তাদের জীবনের সুখ দু:খের কাহিনী নিয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভিলেজ স্টাডি এক প্রকল্পের কাজে গিয়েছিলাম উত্তর বঙ্গের রংপুরের বদরগঞ্জে । উঠে ছিলাম সেখানকার সরকারী ডাক বাংলোতে দিন কয়েক থাকার তরে । একদিন খবর এলো, সে সময়কার দেশের রাস্ট্রপতি ট্রেনে করে যাবেন দিনাজপুরে , বদরগঞ্জে খানিক যাত্রা বিরতি করে তিনি দিয়ে যাবেন ভাষন একটি জনগনের তরে । সিকিউরিটির লোকজন রাত্রি বেলায় এসে জানালেন তারা রাত্রী যাপন করবেন বাংলোতে, আমাকে বাংলো ছেড়ে দিতে হবে। কি আর করা রাস্ট্রপতির সিকিউরিটি বলে কথা । বাংলোর কেয়ার টেকার জানালেন এত রাতে যাবেন আর কোথায় , বাংলোর শেষ প্রান্তে চৌকিদারের থাকার জন্য ছোট একখান ঘর আছে সেখানেই তারা এক রাতের মত থাকার ব্যবস্থা করে দিতে পারবেন ভাল করে । কি আর করা অগ্যতা রাজী হতেই হলো । সেই ঘরে গিয়ে চক্ষু হলো ছানাবড়া , দেখি প্রায় সত্তর/আশি বছর বয়সের এক থুর থুরে বুড়ী গায়ে ছেড়া কাথা আর ছালার চট মুরে বারান্দার এক কুণে ঘুমাচ্ছে, তাকে ডিসটার্ব না করে লেপ কাথা মুরে শুয়ে পরলাম ঘরের ভিতরে ।
খনিক বাদেই বুড়ীমার খুকুর খুকুর কাশির শব্দ শুনে ঘর হতে বের হয়ে দেখি কাশতে কাশতে বুড়ীর জান যাওয়ার উপায় হয়েছে । উত্তর বঙ্গের শিতের রাতে হিমেল হাওয়ায় কন কনে শীত, সে যে কঠীন জিনিষ বুজবেনা কেও যদি না থাকে ঘরের বাইরেতে । জানতে পারলাম তিনকুলে কেও নাই বুড়ীমার , দিনের বেলায় ভিক্ষা করে রাতের বেলায় এখানে এই সরকারী ডাকবাংলোর চৌকিদারের থাকার জন্য ঘরের খোলা বারান্দায় সে ঘুমায় । পরদিন তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঔষধ পত্রের ব্যবস্থা করা হল। দিন কয়েক চিকিৎসায় তার অবস্থার কিছু পরিবর্তন হলো । তাকে রাখা হলো ডাক বাংলোতে ঘরের ভিতরে আমার সাথেই । দিন কয়েক পরে সেখানকার থানার সার্কেল অফিসারের কাছ হতে এক পরিচিতি পত্র নিয়ে ঢাকা ফিরার পথে ময়মনসিংহের কাছে কালিবাড়ীতে ভবঘুরে আশ্রয় কেন্দ্রের জিম্মায় তাকে রেখে এসেছিলাম অনেক কাকুতি মিনতি করে । তারপরে তার কি হল সে খবর নিতে পারি নাই । আপনার এ কবিতা পাঠে সে কথা মনে পড়ায় কিছুটা এখানে এই কবিতার ভাষার সাথে শেয়ার করে গেলাম ।
অনেক অনেক শুভেচ্ছা রইল । কবিতাটি প্রিয়তে গেল ।
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার অসাধারণ স্মৃতিময় মন্তব্যের কৃতজ্ঞতা জানাতে দেরি হয়ে গেল দেখে।
আপনার স্মৃতি কথাটুকু আমার শ্রদ্ধা বিশ্বাসকে আরো দৃঢ় করে গেল। আপনার এমন মহতী কাজের প্রশংসা করতে চাই না, মনের ভেতরবাড়ি অানন্দিত সেটাই জানিয়ে রাখছি। স্যালুট ভাই আপনাকে, আপনার মতো সকল উদার মনের প্রতি।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
১৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৮
ডঃ এম এ আলী বলেছেন: আবার অআসলাম ধলা সরকারী আশ্রয় কেন্দ্র বিষয়ে দুটো কথা বলতে ।
ত্রিশাল উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বালিপাড়া উপজেলাতে ধলা সরকারী আশ্রয় কেন্দ্রটি অবস্থিত। ১৬ একর জমির উপরে অবস্থিত এই কেন্দ্রটি গড়ে উঠেছে এক প্রাচীন জমিদার বাড়ীতে যা শুধু দৃষ্টি নন্দন-ই নয় তা ত্রিশাল উপজেলার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এই কেন্দ্রতে প্রায় ৩০০ নিবাসী অবস্থান করে। কেন্দ্রটি সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ভবঘুরে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধলা রেলওয়ে স্টেশনের খুব নিকটে-ই এই কেন্দ্রটি অবস্থিত।
ধলা সরকারী আশ্রয় কেন্দ্র
এই সুন্দর ভবঘুরে আশ্রয় কেন্ত্রটির এখন নাকি বেশ করুন হাল । কামনা করি এটা যেন সুন্দর ব্যবস্থাপনায় দেশের দরিদ্র ভবগুরেদের পুর্ণবাসন কেন্দ্র হিসাবে ভাল একটি ভুমিকা পালন করতে পারে ।
শুভেচ্ছা রইল
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ভাই আগে জানাতাম না আমার পার্শ্ববর্তী জেলায় এমন সুন্দর একটা আশ্রয় কেন্দ্র আছে।
আসলে লেখাপড়া করা অবস্থাতেই চাকরিজীবন শুরু করতে হয়েছে। দেশের বিভিন্ন জেলায় চাকরি করলেও দেখা হয়নি অনেক দর্শনীয় জায়গা। আপনার এমন সুন্দর দুটি মন্তব্য যোগ করে আমার সামান্য লেখাটিকে ধন্য করে গেছেন ভাই। এরজন্য শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশে শেষ হবার নয়।
আমি আশ্রয় কেন্দ্রটির বর্তমান অবস্থা জানিনা বিধায় আপনাকে জানাতে পারছিনা বলে দুঃখবোধ করছি।
দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়।
শুভ হোক আপনার আগামী দিনক্ষণ।
শ্রদ্ধা ভালোবাসা হয়ে থাকবেন আমার মনে।
১৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: মানবতার জয় হোক ।
কবিতা ভালো লিখেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
কৃতজ্ঞতা রাখছি কবিবরের দর্শনে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
২০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৭
ওমেরা বলেছেন: শীতে গরীব মানুষের অনেক কষ্ট।কবিতা ভাল হয়েছে ভাইয়া।
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা জানবেন মন্তব্যে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২১| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা সত্য কথা মাঝে মাঝে ভাবিয়ে তুলে।
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথা বলে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি আপনার ভাবুক মনে।
শুভকামনা আপনার জন্য
২২| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সবাই নিজেকে নিয়েই ব্যস্ত! কে কার খোঁজ রাখবে?
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেটাই তো আমাদের প্রধান সমস্যা ভাই! প্রতিযোগিতার সমাজে সবাইকে নিজের জন্যই ব্যস্ত থাকতে হয়!!
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
ধ্রুবক আলো বলেছেন: মানুষ নিয়ে কিছু বলার নাই। এমনেই আমি খুব দুখে আছি।
মানবতা সঞ্চার হোক।
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার দুঃখে থাকার কথা শুনে ভারাক্রান্ত হয়ে গেল মনটা।
আপনার মঙ্গল কামনা করি ভাই সবসময়।
আল্লাহ্ আপনার সহায় হোক
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
ভ্রমরের ডানা বলেছেন:
কষ্ট গুলো মুছে যাক...
১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই যাচ্ছে আপনাদের দোআ আল্লাহ্'র রহমতে।
আপনাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে চাই না কখনো।
শুভকামনা আপনার জন্য সবসময়
২৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
অনেকটা ক্ষয়ে যাওয়া মানবতার কবিতা । সহজ সরল লেখা ।
ডঃ এম এ আলীর দু'টো মন্তব্যই বলে দেয় মানবতার সবটাই ক্ষয়ে যায়নি এখনও ।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় প্রিয় ভাই। দেরি হয়ে যাওয়ায় লজ্জিত আমি।
রাস্তায় যখন কোন পথশিশু দেখি ছেড়া কাপড় পড়ে দাঁড়িয়ে আছে, রাতে যখন দেখি খোলা আকাশের নিচে শুয়ে আছে পথশিশু তখন ভাবতে পারিনা মানবতা বলতে কিছু আছে।
শ্রদ্ধেয় আলী ভাই অসাধারণ দুটি স্মৃতি যুক্তকরে যাওয়ায় আমার মনের সংকীর্ণতা অনেকটা লাঘব হয়েছে। উনাদের কিছু লোক এখনো আছেন বলেই তো আমার মতো গরীবরা এখনো স্বপ্ন দেখার সাহস করি।
কৃতজ্ঞতা রাখি ভাই শ্রদ্ধা ভরে আপনাদের প্রতি।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়
২৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
মলাসইলমুইনা বলেছেন: কবি,পুরো কবিতায় ভালো লাগা | শেষ প্যারা অনবদ্য | যদি আমরা মনে রাখতে পারি ! অনেক ধন্যবাদ |
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দেরি করে ফেলেছি ভাই প্রেরণাদায়ক মন্তব্যের সাড়া দিতে। দুঃখিত ভাই, কর্মজীবনের ব্যস্ততা মাঝেমধ্যে আমাকে তাড়িয়ে বেড়ায়!!
কৃতজ্ঞতা রাখছি ভাই উৎসাহদানে। দোআ করবেন প্রিয় ভাই।
শুভকামনা জানবেন সবসময়
২৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: যেথা থেকে আসছি একদিন যাব রে সেথাই!
নয়ন ভাই এই চরম সত্য কথাটি কি আমরা কখনও মনে রাখি।মনে রাখলে মানবতার আজ এই দশা হত না।
কবিতায় অনেক ভাললাগা রইল।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আমাদের সমস্যা তো সেখানেই, আমরা নিচের দিকে তাকাতেই চাই না!!
ভালো লাগা জেনে আনন্দিত হলাম ভাই সৃষ্টিসুখে। প্রেরণাদায়ক মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
২৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
শামচুল হক বলেছেন: যেথা থেকে আসছি একদিন যাব রে সেথাই!
এটাই তো কেউ বুঝতে চায় না। খালি টাকা পয়সা নিয়ে হা হুতাস করে।
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখে গেছেন ভাই। কৃতজ্ঞতা রাখছি কথাগুলোয়।
দেরি করে ফেললাম সেজন্য অনেক দুঃখিত ভাই। আসলে ব্যস্ততা আমাকে ব্লগে ঢুকার সময় দিতে চায় না!!
শুভকামনা জানবেন ভাই।
২৯| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতায় একটা মরমি, সমব্যথী মনের প্রতিফলন দেখতে পাই। শেষের স্তবকটি খুবই আবেদনময়।
সুখের অসুখে ভুগে কত মানুষ বিনিদ্র রাত কাটায়, আর এখানে সুখনিদ্রায় ওরা তিনজন - তপোবণ এর এ কথাটা (১৫ নং মন্তব্য) ভাল লাগলো।
ডঃ এম এ আলী এর মহানুভবতার কথা জেনে বিমুগ্ধ হ'লাম। আল্লাহ তাঁকে এর জন্য উত্তম বিনিময় দান করুন!
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আমিন,
আল্লাহ্ আলী ভাইয়ের উদার মনে শান্তি দান করুক।
সুন্দর মন্তব্য রেখে গেছেন শ্রদ্ধেয় কবিবর। আমি মুগ্ধ হয়েছি ব্যস্ততম সময়ের ফাঁকে আমাকে উৎসাহিত করে যাওয়ায়। শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি স্যার।
দেরি করে ফেলেছি, সেজন্য অনেক অনেক দুঃখিত আমি। আমার নতুন পোষ্টিং প্লেস খুবই ব্যস্ত। তাই আগের মতো আর সময় হয়ে উঠে না ব্লগে ঘুরার। ২০ তারিখ থেকে পাখির মতো ঘুরছি, গতরাতেই ফিরেছি।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয়
৩০| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
বিলিয়ার রহমান বলেছেন: ওপরের তলা আর নিচের তলা, জীবনের দুটো দিকই উঠে এসেছে কবিতায়!
একই সাথে কবি শ্রষ্টাকেও স্মরণ করিয়ে দিলেন যিনি উপরের তলার আর নিচের তলার সবারই শ্রষ্টা!!
মনকে আদ্র করে দেয়া কবিতায় ভালোলাগা!
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইয়ের মন্তব্য বরাবরের মতোই অনেক প্রেরণা দিয়ে গেলো, অনুপ্রাণিত হবো ভাই সামনের দিনে।
বিশ্লেষণাত্মক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই। দোআ করবেন এটাই কাম্য।
দেরি করে ফেলেছি ভাই, কর্মব্যস্ততা আমাকে খুবই ঘুরাচ্ছে।
দুঃখিত ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
৩১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
জাহিদ অনিক বলেছেন:
অনেকদিন কোন পোষ্ট দিচ্ছেন না !!!!!!!!
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই আপনার খোঁজখবর নেয়া, আন্তরিকতায় কৃতজ্ঞতা রাখছি সুপ্রিয় কবিবর।
আসলে বেশকিছুদিন যাবত খুবই ব্যস্ততম সময় পার করছি। লেখার সময় হচ্ছে না। যেটুকু সময় পাই সবার ব্লগপোষ্টে ঘুরার সময়ই হয় না। কর্মব্যস্ততা আমাকে জিম্মি করে রাখছে কবি! গরীবের জ্বালা সবদিকেই।।
লিখবো ভাই, চেষ্টা করবো নতুন একটার।
দোআ করবেন কবি।
ভালোবাসা জানবেন সবসময়।
৩২| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
জাহিদ অনিক বলেছেন:
শুভ কামনা রইলো।
জীবন-জীবিকার তাগিদে থাকাই বেঁচে থাকা।
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন কবি। ধনিদের বেলায় ব্যতিক্রম হলেও গরীবের জন্য চিরন্তন সত্য।
শুভকামনা আপনার জন্যও সবসময়।
৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
জাহিদ অনিক বলেছেন:
আমার তো মনে হয় ধনীদের ক্ষেত্রে বেঁচে থাকার তাগিদ আরও বেশি।
আমাদের যেখানে দিনে চাল ডাল নুনের চিন্তা করতে হয়; তাদের সেখানে আরও বেশি চিন্তা করতে হয়।
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, এটাও তো ঠিক। ভালো বলেছেন জাহিদ ভাই।
আমাদের বেঁচে থাকার চিন্তা আর ধনিদের আকাশ ছোঁয়ার চিন্তা।
সবসময় দারুণ বলেন আপনি
শুভকামনা জানবেন কবিবর
৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
বিলিয়ার রহমান বলেছেন: কেমন আছেন???
২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো আছি ভাই। তবে সময়গুলো অনেকটা ব্যস্ততম হয়ে গেছে আমার।
কৃতজ্ঞতা রাখছি ভাই আন্তরিক খোঁজখবরে।
ভালোবাসা জানবেন নিরন্তর
৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
বিলিয়ার রহমান বলেছেন: ব্যস্ত!!
ওহ!!
একারনেই হয়তো আপনার ব্লগিং একটিভিটি তেমন চোখে পড়েনি এই কয়েক দিন!!!
ওকে ব্যস্ত সময় পার করে আবার ব্লগে পুরোদমে ফিরে আসুন!!
আমি সম্ভবত ডিসেম্বরে খুব একটা ব্লগে আসবো না!!
আপনার মতোই আমি যে ব্যস্ততার সিনড্রোমে আক্রান্ত হয়ে যাবো!!
২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেকারণেই বুঝতেছেন ভাই ব্যস্ততার জ্বালা। খুবই ব্যস্ততা। জানিনা এই ব্যস্ততার শেষ হবে কতদিনে। আমার চাকরিটাই ব্যস্ততার। তবে গত তিন বছর যে জায়গায় ছিলাম সেখানে তেমন ব্যস্ততা ছিল না। কিন্তু, বর্তমান কর্মস্থল একটু বেশিই ব্যস্ত, তারউপর আবার নতুন তো একটু বেশিই ব্যস্ত রাখছে।
হ্যা ভাই, ব্যস্ত তো থাকবেনই যদি থাকতে হয়। সবকিছুর ফাঁকেফাঁকে ব্লগে আসবেন এমন আশা তো করিই।
ভালো লাগলো ভাই আপনার আন্তরিক কথাগুলো।
শুভ হোক আপনার প্রতিক্ষণ, সুস্থ থাকুন, শুভকামনা জানবেন সবসময়।
৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বিশ্ববিধাতার কাছে প্রার্থনা জগতের সবাই ভালো থাকুক।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি মানবিক শুভকামনায়, মহান আল্লাহ্ কবুল করুক, আমিন।
শুভকামনা জানবেন সবসময়
৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: কষ্ট লাগলো। অামাদের অল্পো হলেও কিছু একটু করা উচিৎ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সহানুভূতি আমাকে কৃতজ্ঞ করলো ভাই।
সবাই যদি অল্প করে ভাবতে পারি তবে এই শীতে অনেকের কষ্ট লাঘব হবে বলেই বিশ্বাস।
মানবতায় ভরে উঠুক পৃথিবীপৃষ্ঠ
শুভকামনা জানবেন সবসময়
৩৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
কুঁড়ের_বাদশা বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলাম!! মানবতার জয় হোক।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভাসমান-পথশিশু এই শীতে কষ্ট করবে ভাই!! ভাবতেই কেমন যেন অপরাধী মনে হয় নিজেকে!
মানবতার জয় হোক, মানুষে মানুষে গড়ে উঠুক আত্ম-সেতুবন্ধন।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৩৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
নীলপরি বলেছেন: আপনারও তো আর নতুন লেখা দেখছি না ।আপনি ভালো আছেন তো ?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপু, আমার বর্তমান কর্মস্থল খুব ব্যস্ত করে রেখেছে আমাকে। লেখার সময় তো পাইই না, ব্লগে ঢুকার মতো তেমন সময়ই হচ্ছে না। তবুও মাঝেমধ্যে এসে ঘুরে যাই দু একটি পোষ্ট পড়েই।
ভরে গেল আপু আমার অন্তর মন, আপনার আন্তরিক জিজ্ঞাসনে। কৃতজ্ঞতা রইল আপনার আন্তরিক মন্তব্যে।
ভালো আছি আপু, তবে অনেকটা ব্যস্ততম সময় পার করছি।
দোআ করবেন আপু।
শুভ হোক আপনার আগামীর দিনক্ষণ
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
জাহিদ অনিক বলেছেন:
১ম হইছি চা দেন আগে !
পরে কথা !