নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
সামনে বাঙালি জাতির গৌরবময় দিন, মাঝে মাত্র একমাস। বাঙালিদের মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার ঐতিহাসিক গৌরবের দিন একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেইদিনে বাংলার সূর্য সন্তানরা মাতৃভাষার স্বীকৃতি আদায় করার জন্য বুকের তাজা রক্তে রাজপথ রঙিন করেছিলেন। আমাদের মাতৃভাষা বাংলার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে রেখে গেছেন বাংলার গৌরব, অাদায় করে নিয়েছিলেন মাতৃভাষার স্বীকৃতি।
বাংলার সেই বীর শহীদদের স্মরণে পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী বাঙালি জাতির শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ করতে গড়ে তুলেন পবিত্র শহীদ মিনার। বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা থানা পাড়া গ্রাম মহল্লা স্কুল বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তুলা হয় শহীদ-মিনার।বছরের একটা দিন মাতৃভাষা প্রেমী বাঙালি জাতি বাংলার অকুতোভয় ভাষা-শহীদদের স্মরণ করে থাকেন। শহীদী আত্মার মাগফিরাত কামনায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসার জানান দিয়ে থাকেন।
কিন্তু! বর্তমান প্রজন্মান্তরে বাংলার বীর ভাষা শহীদদের প্রতি কতটা শ্রদ্ধাবোধ, কতটা সম্মান ধারণীয় আছে তাতে সন্দেহের অনেক কারণ চোখে পড়ে। কেন জানি মনে হচ্ছে শহীদ মিনার ও ভাষা-শহীদদের প্রতি বাংলার মানুষের আর শ্রদ্ধা ভালোবাসা নেই, কেবল লোক দেখানো মঞ্চ কাঁপানো মুখের মিথ্যে বুলি আওড়ানো ছাড়া!!
এইতো কয়েকদিন আগে গত ২৯ তারিখ দেখলাম শিক্ষিত বড় লোকদের মিলন মেলা! এমপি মন্ত্রী সচিব ডিআইজি প্রভাষক শিক্ষক ছাত্রের সমাবেশ, আনন্দ মেলা। সেদিন দেখলাম আমাদের ভাষা শহীদদের প্রতি সেইসব ভদ্র শিক্ষিত লোকের সামান্যতম শ্রদ্ধাবোধ নেই! অথচ একেক জনের বক্তব্যে দেশমাতৃকার জয়গান!! ভাষা শহীদদের তৃপ্ত আত্মায় জাগ্রত শহীদমিনারে জুতা দিয়ে মাড়িয়ে সেলফি আর ছবি তোলার প্রতিযোগিতা, কে কত ছবি তুলতে পারে!! হায়রে শিক্ষিত! হায়রে বাঙালি জাতি! কেন এতটা অকৃতজ্ঞ তোরা....!!
ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও তুলেছিলাম রাগে দুঃখে, দেখাতে পারতেছি না এখানে কতটা অকৃতজ্ঞ হলে শহীদদের রক্তের উপর জুতাপায়ে মাড়াতে পারে। এরা কেমন শিক্ষা নিয়েছে, তারা কেমন শিক্ষা দিয়েছে!!
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হয়তো আপনার কথাই ঠিক, এখনো বাঙালি পুরোপুরি শিক্ষিত হতে পারেনি!
কিন্তু, এখানে সবাই শিক্ষিত ছিল, হাইয়ার এ্যডোকেডেট যাদের বলা হয়! শহীদমিনারে জুতা পায়ে মাড়ানো দেখে আমার মত স্বল্প পড়ালেখার বুক জ্বললেও তাদের মনে কোনরকম সংশয়ের লক্ষণ আমার চোখে পড়েনি!! তাহলে তারা কেমন শিক্ষিত! আর শিক্ষিত হলেই কতটা শ্রদ্ধাবোধ দেখাতো ভাষা শহীদদের প্রতি সেটা প্রশ্নবোধক থেকেই যায় শ্রদ্ধেয়!!
২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
ধ্রুবক আলো বলেছেন: মুখেই বড় ভাষণ আর করে ভালোবাসা, শ্রদ্ধা শূন্য। এদের শ্রদ্ধা জাগে শুধু ২১শে ফেব্রুয়ারীতে।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তাই মনে হচ্ছে আমারও, এদের অন্তরে শহীদদের প্রতি সামান্য শ্রদ্ধাও নেই!!
বড় অকৃতজ্ঞ মানুষ!!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
মলাসইলমুইনা বলেছেন: আরো কত দিন যে এই অসভ্যতাগুলো দেখতে হবে কে জানে ?
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখটা বেশি লাগে ভাই যখন দেখি সবগুলো শিক্ষিত
৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
কুঁড়ের_বাদশা বলেছেন: রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা,
ওদের সমন্ধে আমার কিছু বলার নেই।
ওদের জ্ঞান দেও প্রভু-পারলে ওরা একটু মানুষ হোক।
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন প্রিয় ভাই, আল্লাহ্ ওদের মানুষ করুক।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
জাহিদ অনিক বলেছেন:
আমরা কি ভুলেই গেছি ভাষা-শহীদদের আত্মত্যাগ!!!? -- ভুলে যাওয়া ছাড়া তো আর কোন গতি দেখি না
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই কষ্টের ভাই! আগামী প্রজন্ম ভাষা শহীদ কাদের বলে সেটাই জানবেনা!!
এটা রাষ্ট্রের গাফলতি মনে হয় আমার কাছে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমাদের বিবেকবোধ জাগ্রত হোক।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমাদের বিবেক জাগ্রত হোক এই কামনা করা ছাড়া কিছুই করার নেই আমাদের।
শুভ সকাল
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২
প্রামানিক বলেছেন: ভাবেই এখন অনেকে চলে বাস্তবতা নাই।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবিবর, ভাবেই চলতে চায় সবাই, চলছেও বেশ।
বিবেকের ঘুম ভাঙুক আমাদের।
শুভ সকাল, শুভকামনা রইল
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭
শামচুল হক বলেছেন: এদের শ্রদ্ধাবোধ লোক দেখানো।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এরা মুখে মধু অন্তরে বিষ নিয়ে ঘুরে বেড়ায়, এদের নাই বিবেকের ধ্বংসন!!
মানুষ সবাই মানুষ হোক,
শুভকামনা জানবেন,
শুভ সকাল
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩
কানিজ রিনা বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
সুর শুনলে প্রান উৎলিয়ে গায়ের লোম
দাড়াঁয়। এত সুন্দর সুর আর কোনও
দেশাত্ববোধক গানে আছে কি?
আসুন আমরা মায়ের ভাষায় আমাদের
সন্তানদের জাগ্রত করি। আন্তরিক ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য রেখে গেছেন আপু, কৃতজ্ঞতা রইল মাতৃভাষার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধায়।
শুভকামনা জানবেন সবসময়
শুভ সকাল
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
এখনো শতকরা ৪০ জন বাংগালী বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারেন না; ভাষা আন্দোলন খুব একটা সাহায্য করেনি; যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, পরে, এঁদের অনেকেই বড় বড় পোষ্টে সরকারী চাকুরী করেছিলেন; এঁরা জাতিকে শিক্ষিত করার ব্যাপারে তেমন কোন অবদান রাখেননি।