নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কতই তো দেখলাম জীবনের বাঁকে বাঁকে
কতনা কষ্টের সাথে হল পরিচয়!
ভুলেও তো গেছি অনেক!
মাঝেমাঝে ভাবি
হৃদয়টা বুঝি পাথরেই পরিণত হয়ে গেছে
কষ্ট সুখের অনুভূতি গুলোই মরে গেছে হয়তো।
তবুও
কি এক অজানা কষ্টের
তীব্রতা অনুভব করি মাঝেমধ্যে,
বড্ড বিষাদময় হয়ে উঠে আমার চারিধার,
ক্লান্তিতে ভরে উঠে মন অন্তর;
না পারি কাঁদতে না পারি হাসতে,
জীবনভর কিছুকিছু কষ্ট ফিরে ফিরে আসে।
ফেলে আসা দিনগুলো
বাল্য কিশোর
যৌবনের শুরু থেকেই কষ্টের সাথে পরিচয়,
এখনো অনেক স্মৃতি'ই দিবালোকের মতো
মুহূর্তে ভেসে উঠে চোখের সামনে,
সুখ গুলো বড্ড অসহায়ের মতো পড়ে থাকে জড়সড়;
বুকের ভেতর উথলে উঠা জলোচ্ছাস
নয়ন সমুদ্রে বেদনার ঢল
নির্বাক সময় গুলো বয়ে চলে খু-ব একাকীত্বে।
কিছু কষ্টের শেষ নেই, জানি
প্রকাশও করা যায় না কোনদিন;
যদিও মাঝেমধ্যে'ই প্রবল বেদনার স্রোত
ধাক্কা দেয় নয়ন সমুদ্রে,
মুহূর্তে কালো মেঘ হয়ে ঘটায় সন্ধ্যা
তুখড় সূর্যর অালো করে তুলে মলিন!
অগণিত কষ্টের মাঝে কিছু কষ্ট
আমাকে কাঁদিয়েছে বহুবার, অনেকদিন
বেদনার মহাপ্লাবণে ভাসিয়েছে হৃদয়-ভূমি;
কেউ জানেনা হৃদয়ে জমে থাকা বেদনার খোঁজ,
মিলেনি আজও একান্ত ব্যক্তিগত
মহাজাগতিক কষ্টগুলো
প্রকাশ করবার মতো বিশ্বস্ত একজন সঙ্গী।
ছবি: ধনু নদীর পাড়ে বসে আসি কোন এক সন্ধ্যাবেলা
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখসমৃদ্ধি আর আনন্দময় হোক আপনার আগামী দিনক্ষণ।
বৈশাখী আনন্দে আনন্দিত হোক সময়, শুভ নববর্ষ।
ধনু নদী নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরি উপজেলার লেপসিয়া শালদিঘা গ্রামের পাশদিয়ে বয়ে চলা সিলেট সুনামগঞ্জ হইতে ভৈরব যাওয়ার একমাত্র নদীপথ। বারোমাস কার্গো জাহাজ চলাচল করে। নদীতে প্রচুর মাছ থাকে, নদীপাড়ের অনেক দরিদ্র পরিবার মাছ মেরে জীবিকানির্বাহ করে। ছবিটি শীতের শেষদিকে তোলা।
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩
নীল মনি বলেছেন: সকল কষ্ট ভুলে যাক হৃদয়,নতুন নতুন আশার ঘাসে বেঁচে উঠুক প্রাণ।
খুব দু:খ লেখায়।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছুকিছু কষ্ট সুখের দিনে আনন্দের মাঝেও পীড়িত করে, মুহূর্তে সব সুখ ফ্যাকাসে করে দিয়ে যায়।
আপনার শুভকামনায় তুষ্ট হল মন। কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
বৈশাখী শুভেচ্ছা রইল
শুভ নববর্ষ
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার দুঃখের কাব্যে মনটা সত্যিই খারাপ হয়ে গেল। কিছু কিছু মানুষ মনের মত সঙ্গী না পাওয়ার দুঃখ আজীবন বয়ে বেড়ায়। তারপরও কিন্তু জীবন থেমে থাকে না। কামনা করি আপনার দুঃখের মুহূর্তগুলো চিরতরে দূরীভূত হয়ে সুখে ভরে উঠুক।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে বলে গেছেন ভাই, আন্তরিকতায় মুগ্ধ ও কৃতজ্ঞ।
বৈশাখী শুভেচ্ছা রইল ভাই,
শুভ নববর্ষ
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার বাড়ি নদীর কোন পারে? আপনি মাছ ধরতে পছন্দ করেন?
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি নদীর পূর্বপাড়ে শালদিঘা গ্রামে ১৪ সালের জুলাই থেকে ১৭ সালের নবেম্বর পর্যন্ত ছিলাম, সেখানে কর্মস্থল ছিল।
আমার গ্রামের পাশে কোন নদী নাই, তবে মাছ মারার জন্য বাবার দমক হযম করেছি অনেকবার।
ছোটসময় মাছ ধরার নেশা ছিল খুব, চাকরিতে এসে আর মাছ মারা হয় না।
আপনার মনে হয় বড়শী দিয়ে মাছ ধরার নেশা আছে, এই নদীতে অনেক মানুষ বড়শী দিয়ে মাছ মারতে আসে, অনেক দূর থেকেও আসে। আমার সঙ্গে থাকা একজন একবার আট কেজি ওজনের বোয়াল মাছ পেয়েছিল।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: ধনু নদীটা কোথায় ভাই?
বাংলাদেশের নদী গুলোর নাম অদ্ভুত সুন্দর হয়।
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা, এখানে স্থানীয় লোকজন ধনু নদী নামেই জানে বলে।
আমার কর্মস্থল এই নদীর পূর্ব পাড়ে ছিল।
হ ভাই, বাংলাদেশের নদী গুলোর নাম অদ্ভুত, ভালোই লাগে।
বৈশাখী শুভেচ্ছা রইল ভাই,
শুভ নববর্ষ
৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
"শুভ নববর্ষ"
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার রেখে যাওয়া মূল্যবান প্রার্থনা আমিও পুষি।
কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যে।
তুবও কিছু কষ্ট ফিরে ফিরে আসে।
বৈশাখী শুভেচ্ছা ভাই,
শুভ নববর্ষ
৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৩
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ আপনার প্রতিউত্তরে আমার মন ও তুষ্ট হল।তাই আবার ফিরে এলাম
।নতুন বর্ষের শুভেচ্ছা আপনাকে তবে অবশ্যই সেটা কাল সকালে গ্রগণ করবেন।আমি অগ্রিম দিলাম কি 'না
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত নতুন বছরের প্রথম সকালের জন্য আপনার অগ্রিম শুভেচ্ছা পেয়ে।
ফিরে আসায় কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা।
বৈশাখী আনন্দে মেতে থাকুক সময়
৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৭
আকতার আর হোসাইন বলেছেন: বেদনার মহাপ্লাবণে ভাসিয়েছে হৃদয়-
ভূমি;
কেউ জানেনা হৃদয়ে জমে থাকা
বেদনার খোঁজ,
ভাল লেগেছে । ধারুন
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দের ও প্রেরণাদায়ক আপনার প্রশংসা।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
শুভ নববর্ষ
৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের এলকায় সাগরের মোহনার মাছ আসতো; আমি মাছে আনাগোনার সময় বুঝাতাম, মাঠের মাছ ধরতাম বিবিধ উপায়ে; বড়শী খুব একটা ব্যবহার করা লাগতো না।
১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমাদের গ্রামের বাড়িতে ২০০০ সালের আগে বর্ষাদিনে মাঠ ভরা থাকতো পানিতে। বাড়ির সামনে রাস্তার এক জায়গায় ভাঙা ছিল, অল্প বৃষ্টিতে সেখানে স্রোত চলতো, সেখানে জাল টানা আমার খুব নেশা ছিল। মা বাবার নিষেধ থাকা সত্যেও রাতজেগে মাছ মারতাম। অনেক মাছ পাইতাম কোনকোন দিন, তাছাড়া মগবাতি তে কেরোসিন দিয়ে জ্বালিয়ে বন জুড়ে কুচ (টেডারা কয় গ্রামে, সাইকেলের টায়ারের সিক বা ছাতার সিক দিয়ে বানানো) নিয়ে ঘুরতাম। অনেকই মারতো এভাবে। কোনকোনদিন একাই গভীর রাতে বন শুদ্ধু একাই ঘুরতাম। তাছাড়া কলাগাছে বাইগ্গা একটার পর একটা বেঁধে একপাশে জাল পেতে ডানকিনা মাছ মলা মাছ পুটী মাছ মারতাম অল্প পানির সময়। চাকরিতে আসার পর আর মাছ মারা হয়নি, আসলে এখন আর তেমন পানিই হয় না, মাছও আগের মতো এখন আর তেমনটা নেই আমাদের এলাকায়। তবে পুকুরের মাছ সারাবছর বাজারে পাওয়া যায়। ডুবার অভাবে মানুষ পাটচাষ করাই বাদ দিয়েছে, পাটের আষ খসানোর জন্য জাগ দেয়ার পানি না থাকায়।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল মন্তব্যে।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়।
শুভ নববর্ষ
বৈশাখী আনন্দে মেতে থাকুক হৃদয়
১০| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০
মোস্তফা সোহেল বলেছেন: বুকের সেই সব অপ্রকাশিত কষ্ট গুলো সত্যি যদি কারও সাথে শেয়ার করা যেত।তবে হয়তো আরও অনেক বছর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে জাগত।
কবিতায় +++
২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় হৃদয় ছোঁয়া কথাগুলো বলে গেছেন ভাই, পুরাই একমত আমিও আপনার সাথে।
কিছুকিছু সময় চারিদিক বিষাদময় হয়ে উঠে, মনে হয় বেদনার কালো মেঘে ঢেকে গেছে পৃথিবী। তখন বেঁচে থাকাটা তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, ইচ্ছে অনুভূতি সবই যেনো নিষ্প্রভ হয়ে থাকে।
কবিতায় প্লাস পেয়ে আনন্দিত ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
প্রেরণা হয়ে থাকবেন ভাই।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
চির-বিরহের অনন্ত সুখ-বেদনার কাহিনী।
নববর্ষের শুভেচ্ছা।
ধনু নদী কোথায়, তাতে মাছে আছে? শীতে পানি থাকে?