নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

মন বলে ভালবাসি

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭



তোমারওকি মাঝ রাতে ভেঙে যায় ঘুম...?
ভেসে ওঠে কি ওই চোখের পাতায় আমার মুখটি,
চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কি নীরব অশ্রুজল..?
পুরনো স্মৃতির নীরব কষাঘাতে-
তোমারওকি ক্ষতবিক্ষত হতে থাকে অন্তর..?
মনের বোবা কথাগুলো বলে চলো বালিশের কানে,
বিষাদে ভরে ওঠে কি বিছানা....?
বেরিয়ে আসো কি বারান্দায় কোন চাঁদনি রাতে...?

আমি বারান্দায় বসে-
রাতের নীরবতা ভাঙা ঘেউ ঘেউ করে চলা
কুকুরটির কথা ভাবি;
কি যেন কি দেখে আপন মনে চিৎকার করতে থাকে!
একটু দূরেই বসে থাকা আরেকটি কুকুরের-
কান্নার সুর আমাকে খুবই বেদনাহত করে তুলে...!
নীরব রাতে সাথী হারা কুকুরটি আপন মনে কাঁদতে থাকে!
বড়ই কষ্টের সেই কান্নার সুর,
সমবেদনায় আমাকেও ভাসিয়ে যায় শ্রাবণ বর্ষায়।
হারানোর কষ্ট আমার চেয়ে বেশি আর কে বুঝিবে দুনিয়ায়!
আহ! আমি বুঝেছি সে-যে কি নির্মম যন্ত্রণা...!
বিষণ্ণতা ভরা জীবনের সাথে যে আমারও খুব জানাশোনা।

আচ্ছা, শ্রাবণের বারি ঝরা কোন সন্ধ্যায়-
বাতায়ন খুলে দাঁড়িয়ে থেকেছো কি কখনও...?
দেখেছো কি ভেজা গাছের ডালে-
ঝিমঝাম বসে আছে কোন এক বৃষ্টিস্নাত পাখি...?
পাখিটির নিঃস্বতায় বুঝেছ কি-
হয়তো মিলিয়ে দেখছে জীবনের হিসেব,
নয়তো সে-হৃদয় নির্বাক কোন হারানোর ব্যথায়...?
তাহলে মনে করো আমাকে পাখিটির মতো একবার!
ভেবে নিও হৃদয়ের শ্রাবণ ঝড়ে দিশেহারা এই মন,
নীড় নেই, স্থায়িত্ব নেই, জোর নেই মনে কোনো,
চোখ দুটো-য় যেন শুধু বেদনার ঢেউ- উত্তাল সমুদ্র...!
তুমিহীনা সেই চঞ্চল মনটা-ও আজ-
জীবন্ত এক পাথর- নিথর-স্তব্ধ কাতর নীরব যন্ত্রণায়।

বিকেলের গোধূলী রাঙা আকাশে-
স্বর্ণালী সূর্যটা কার না মনে সুখ এনে দেয়-বলো!
আমাকেও'তো করে দেয় বিমোহিত!
মুগ্ধ চোখে দেখতে থাকি নদীর জলে সূর্যের প্রতিচ্ছবি,
তৃপ্ততায় ভরে উঠে আমারও মন-অন্তর,
অনুভব করি তখন হৃদয়-নাচন, হারানো মুগ্ধতা-গুলো।
সেই তৃপ্ততা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনা আমাতে,
তোমাকে মনে হতেই এতবছর পরও যায় মিলিয়ে;
জানো, অনেক কষ্টের হয়ে উঠে সেই মুহুর্ত...!
তুমি তা কি'করে বুঝবে! হয়তো জানবে-ও না কখনো...!
বেদনায় ক্ষতবিক্ষত নিঃশেষ হৃদয়-
মুখ থেকে কেবল একটা শব্দ'ই বেরোয়- কেন...?
প্রতিউত্তরে- 'মন বলে ভালবাসি'-
তোমাকে'ই-যে সবচেয়ে বেশি ভালোবাসি এখনও!!


মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

বলেছেন: বরাবরের মতোই খুব ভালো লেখা শ্রদ্ধেয় কবি

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রেরণাদায়ক প্রশংসা, অনুপ্রাণিত হবো ভাই, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

নীলপরি বলেছেন: ভালোবাসাই সম্বল মানুষের ।মানবিকতার ।
++++

শুভকামনা

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন আপু, ভালোবাসাই সম্বল, ভালোবাসাহীন সমাজের উন্নতি সম্ভব নয়, আর সমাজ গড়তে না পারলে দেশ বদলে দেয়া সম্ভব নয়, ভালোবাসাহীন পৃথিবী জঙ্গলের মতো হয়ে উঠবে।

প্লাস প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রেরণা হয়ে সবসময় অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রইল।

শুভকামনা জানবেন সবসময়

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩

শায়মা বলেছেন: মনে পড়ে কি হবে!!

মনে পড়া নিয়ে গান বা কবিতাটা অবশ্য সুন্দর!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন আপু, মনে পড়লেই আর লাভ কি, ক্ষতস্থান শুকানোর নয় কখনও।

মন্তব্য পেয়ে আনন্দিত ও উৎসাহিত। কৃতজ্ঞতা প্রিয় আপুকে মন্তব্যের ঘরে পেয়ে।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬

মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দর কবিতা, অনবদ্য বহিঃপ্রকা.....

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন ভাই, প্রেরণাদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের মন যুক্তি মানে না

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পৃথিবীতে আসা সকল মনিঋষিগণ নিজের মনকে চেনার কথা বলে গেছেন, নিজের মনকে বেঁধে রাখার কথা বলে গেছেন, তার কারণ মনে হয় একটিই যে, মন কোন যুক্তি বুঝে না, যখনতখন যেখানেসেখানে অবাধ বিচরণ করে বেড়ায়।

অনেক গুণী ও সত্য কথা বলে গেছেন শ্রদ্ধেয়।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা রইলো আপনার জন্য, সর্বদা আপনার সুস্থতা কামনায়

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর প্রেমের আখ্যান। ++

শুভকামনা আপনাকে ।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবসময় আন্তরিক উৎসাহিত করে যান, সেজন্য কৃতজ্ঞতা রাখি ভাই, অনেক প্রেরণা পেলাম।
দোয়া রাখবেন ভাই। প্লাস আর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে।

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

সাইন বোর্ড বলেছেন: বেশ লাগল উথাল পাথাল প্রেমের কবিতা ।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই,
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।


শুভকামনা আপনার জন্য

৯| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮

নজসু বলেছেন: উতাল প্রেমের উতলা কবিতা।

মানুষ যখন প্রেমে পড়ে,,
তখন মানুষ রাতে ঘুমাতে পারে না,
কারন সেই তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সে রাত জেগে স্বপ্ন দেখে
কিংবা কথা বলে...
সেই মিষ্টি কথামালার... অসম্ভব ভালো লাগা এই কবিতা।

আমার পছন্দের একটি কবিতা হয়ে রইল এটি।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, দারুণ বলেছেন। অনেক অনেক আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন, প্রিয় হতে পেরে ধন্য মোর লেখা খানি।

শুভকামনা আপনার জন্য সবসময়

১০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

নষ্টজীবন® বলেছেন: খুব সুন্দর কথায় কথায় সাজিয়েছেন কবিতা, ভালো লাগলো

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

১১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসার মানুষটিকে নিয়ে
রাত জেগে চোখের নীচে কালি ফেলেছি
আর স্বপ্ন দেখাইও না
তাহলে মরে যাব,
আমার ব্লগে কবিতাটা পড় ।
................................................ ভালোবাসার মানুষটিকে ++++++++++++++++++++++++

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ে আসবো ভাই, জানিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন ভাই আমার জন্য।

শুভকামনা জানবেন সবসময়

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




ভালোবাসা জলে-স্থলে যেমন বাঁশি বাজায় তেমন মনের মাঝেও কখনও কখনও করুন সুরে বেহালার ছড় টেনে যায় !

কবিতায় ভালোবাসার বোবা কান্নার শব্দ ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন ব্লগে আসা হয়নি তাই প্রতিউত্তর দিতে দেরি হল, ক্ষমা করবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

ভালো লাগলো অনেকদিন পর এসেই আপনার মন্তব্য পেয়ে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

নতুন নকিব বলেছেন:



সুন্দর। +++

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে ধন্য আমার সামান্য লেখা, আনন্দিত হয়েছি প্রিয় ভাই, অনুপ্রাণিত হবো।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার কবিতায় অন্যরকম এক অনুভূতি হয়। এ কবিতাও ঠিক তাই। মুগ্ধ হলাম পাঠে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম প্রিয় চৌধুরী ভাই, অনুপ্রাণিত করায় কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

কুঁড়ের_বাদশা বলেছেন:


জীবনে খালি ভালোবাসার স্বাদই পেলাম না, এ জীবন বারো আনাই মিছে। :P


কবিতা ভালো লিখেছেন কবি। :-B

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা হারালে বাকি থাকেনা কিছু হারাবার একটি জীবন থেকে।

কবিতার প্রশংসা আমাকে আনন্দিত করেছে ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন:
ফেলে আসা কিংবা সুতোয় গাথতে না পারা ভালবাসার অনুভুতির কথা দিবস রজনী সন্ধায় প্রকৃতির আবহে মিশিয়ে কবিতায় প্রকাশ করা হয়েছে ।
ভালবেসে না পাওয়ায় কিংবা ভালবাসা বা প্রেম করতে না পারার জন্য আজ আরটিভি অনলাইন এ দেখলাম
ভালোবাসা কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না’। এই স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুত্র : Click This Link

এই অভিনব প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, আমরা ভালবাসা দিবসে প্রেমের সুষম বণ্টন চাই।
আমরাও প্রেমের সুসম বন্টন চাই , কেও যেন বঞ্চিত না হয় ।
আমার মনে হয় এই বিক্ষোভ সমাবেসের সাথে অনেকেই সংহতি প্রকাশ করবেন ।

কবিতা অনেক সুন্দর হয়েছে , শুভেচ্ছা রইল

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ মজাদার সংবাদ রেখে গেছেন শ্রদ্ধেয় প্রিয়, ভালো লাগলো পড়ে জেনে। আমিও ভালোবাসার সুষম বন্টন চাই হা হা হা।

অনেকদিন ব্লগে আসা হয়নি, তাই অনেক দেরি হয়ে গেল প্রতিউত্তর দিতে, কষ্ট নিবেননা শ্রদ্ধেয়।
কবিতার প্রশংসা আমাকে আনন্দিত করেছে, অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম আপু, উৎসাদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য

১৮| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রেমের কবিতায় ভাল লাগা।

নয়ন ভাই আশা করি ভাল আছেন।

আমার লিখা এই গানছি আপনি গেয়ে আপনার ই্‌উটিউভ চ্যানেলে দিন। তারপর আমাকে লিংক দিয়েন।

সময়ের স্রোতে মিশে গিয়েছি
ভাসিয়ে দিয়েছি এ জীবন
অতীতকে ভালবাসলেও
স্মৃতির নামতো দহন-(২)

অবেলায় ভালবাসা হারিয়ে গেলে
কে শুনতে চায় এ জীবনের সাত কাহন
স্মৃতির নামতো দহন
অ-অ-অ স্মৃতির নামতো দহন।

আজ এতটা বছর পরে
তোমারও কি মনে পড়ে
প্রতিশ্রুতির সেই কথা
স্মৃতির নামতো ব্যথা-(২)

জীবনের খাতায় হিসেবের পাতায়
প্রাপ্তি খোঁজা শুধুই অজথা
স্মৃতির নামতো ব্যথা
অ-অ-অ স্মৃতির নামতো ব্যথা-(২)।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম, তাই দেরি হয়ে গেছে ভাই এত সুন্দর একটি গান দেখতে।
চেষ্টা করবো ভাই গানটি গেয়ে শুনাতে। দোয়া রাখবেন ভাই।

মানসিকভাবে অনেকটা বিষন্নতা ভোগ করছি অনেকদিন যাবত, গানটি গাইতে একটু সময় লাগতে পারে।
আমি দ্রুত চেষ্টা করবো ভাই। নিয়ে যাচ্ছি গানটি।

শুভকামনা জানবেন সবসময়

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

প্রতিউত্তরে ধন্যবাদ। প্রথম গান লিখেছি আপনার কথা ভেবেই। গানটির সুর অনন্ত প্রেম তুমি দাও আমাকে এর মত হলে খুব সহজেই গাইতে পারবেন। তাছাড়া আপনার যেভাবে গাইতে ভাল লাগে গাইবেন।

বিষন্নতা কেটে যাক। ভাল থাকুন কবি, গায়ক।


০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও মন্তব্যে কৃতজ্ঞ করে গেলেন ভাই, আনন্দিত হলাম।

আপনার গানটি প্রথম মিলাইতে পারছি কিন্তু অন্তরাগুলো মিলছেনা, আপনি হয়তো মনে মনে কোন সুর ধরে লিখেছেন, অনন্ত প্রেম দাও আমাকে' গানটির সাথেও মিলাতে পারছিনা ভাই। পুর্নাঙ্গ করতে অনেক এডিট করতে হবে অন্তরাগুলো।

চেষ্টা করবো ভাই, যদি গাইতে পারি তবে সেটা আমার জন্য অনেক অানন্দের বিষয় হবে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.