নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ । কাজ খুব কম পারি,কম বুঝি, কিন্তু চেষ্টা করি। আল্লাহ এবং রাসুল(সঃ) কে যে ভালবাসে আমিও তাকে ভালবাসি।

মো:নাইমুর রহমান

মো:নাইমুর রহমান › বিস্তারিত পোস্টঃ

হার্টের চিকিৎসা ?

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

বাবার হার্টে একটা ব্লক ধরা পরছে , বাংলাদেশর চিকিৎসা উপর বাবা ভরসা করতে পারছে না। ভারতে চিকিৎসা জন্য যেতে চাইছে, পাসপোর্ট সহ যাবতীয় তথ্য জানতে চাইছি । দেশ ও ভারতে হার্টএর ভালো ডাঃ এবং হাসপাতাল তথ্য জানা থাকলে দয়া করে জানাবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: এশিয়ার মধ্যে হার্টের বড় ডাক্তার হলো ডাঃ দেবী শেঠি, যাকে ভারতের লোকজন দেবতার মত সম্মান করে। বাঙ্গালোরে তার হাসপাতাল। বাংলাদেশে তার এজেন্ট থাকতে পারে। খোজ নিয়ে দেখেন।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৯

মো:নাইমুর রহমান বলেছেন: হাসপাতালটির নাম কি ভাই? বাঙ্গালোরে কোথায় এটি ?? আর খরচ কেমন পড়বে?
জানা থাকলে জানাবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

ইমরান আশফাক বলেছেন: আমি ইউনাইটেড হসপিটালে বাইপাস করেছিলাম ২০১৪ সালে, ডা: জাহাংগির কবিরের আন্ডারে।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

মো:নাইমুর রহমান বলেছেন: সেবার মান কেমন পেয়েছেন??

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

আহলান বলেছেন: মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কিন্তু বিশ্বমানের চিকিৎসা হয় শুনেছি। অনেকেই প্রশংসা করে। খোজ খবর নিয়ে দেখতে পারেন।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

মো:নাইমুর রহমান বলেছেন: আমার দাদীর হার্টে আপারেসন করাছিল সেখানে ,বিশ্বমানের মত হয় নাই,তবে চিকিৎসা ভাল।
মন্তব্য করার জন্য ধন্যবাদ

৪| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৯

খন্দকার আঃ মোমিন বলেছেন: যদি কিছু মনে না করেন তা হলে ঢাকার শিকদার মেডিকেল কলেজে নিতে পারেন সে খানে কয়েক জন ডাক্তার আছে আমার কাছে তাঁদের কে হার্টের মেকানিক মনে হয়েছে , ডাঃ নোমান ডাঃ সলাইমান তাঁদের অন্যতম সেবার মান ও ভালো , বড় কথা আমার গ্রামের প্রায় ৮/১০ জন কে সে খানে সফল সার্জারি করা হয়েছে ,আমার আপন খালেকে ও সে খানে থেকেই সার্জারি করা হয়েছে এবং এখনও সুস্থ আছেন ।

৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

ছণ্ণ্ ছাড়া বলেছেন: আমি আপনাকে বলব, অবশ্যই ..অবশ্যই বাংলাদেশ নয়। কিছু দিন পূর্বে আমার এক ফ্রেন্ড হার্টের সমস্যা নিয়ে স্কয়ারে ভর্তি হন। ডাক্তাররা হার্টে দুইটা ব্লক আছে জানিয়ে রোগীকে বাইপাস করার জন্য প্রস্তুতি নিতে বলেন। বন্ধুটি হিন্দু এবং ভারতে প্রতি মাসেই এক দু'বার যাওয়া আসা করত। ঐ সময় উনার এক আত্মীয় ডাঃ দেবী শেঠির হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। উনার পরামর্শে বন্ধুটি ওখানে যাবার সিদ্ধান্ত নেয়। স্কয়ারের ডাক্তাররা অসুস্হতার মাত্রা বেশী বলে ওকে ছাড়তে চাচ্ছিলেন না। বন্ধুটি এক প্রকার জেদ ধরেই স্কয়ার হাসপাতাল থেকে চলে আসেন। মাল্টিপল ভিসা থাকায় আগরতলা থেকে বাঙ্গালোরের প্লেনের টিকেট করে এ মাসের ৮ তারিখে ডাঃ দেবী শেঠির হাসপাতালে ভর্তি হন। ওখানে ডাঃ দেবী শেঠি ওকে ছয় সাত দিন বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করেন। ১৬ তারিখে ডাঃ দেবী শেঠি তকে কিছু ঔষধ ধরিয়ে দিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর সময় শুধু এতটুকুই বলেন"তোমার বিশেষ কছু হয়নি, ঔষধ খাও আর একবৎসর পরে এসে একবার দেখিয়ে যেও।"

[link|http://brahmanbaria24.com/2011-12-10-05-10-47/হৃদরোগীদের-ট্রেনের-খরচেই/|হৃদরোগীদের ট্রেনের খরচেই বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে ডাঃ দেবী শেঠি

হাসপাতাল সম্পর্কে::
তাইতো তিনি ভগবান শেঠী





২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

মো:নাইমুর রহমান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য আসঙ্খ্য ধন্যবাদ । বাংলাদেশ থেকে কিভাবে যোগাযোগ করব জানলে জানবেন ।

৬| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

ছণ্ণ্ ছাড়া বলেছেন: এখানে ক্লিক করুন

৭| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

আপনার আপন বলেছেন: you may also contact with Dr. Sajay Banerjee........... Popular Diagnostic.........Santi nagar

৮| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭

আপনার আপন বলেছেন: Dr. Devi Shetti . Narayana Hrudayalaya Heart Hospital, Bangalore.

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

মো:নাইমুর রহমান বলেছেন: Thanks for you good comment.

৯| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

অরিন্দম চক্রবত্রী বলেছেন: BM birla heart research institute,kolkata

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.